নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কয়েক ঘণ্টা পর যদি আসে কোনো পরাজয়ের বিধ্বংসী রাত
তবে আসুক; তাকে বুকে টেনে নিতে পেতেছি দুহাত
মুঠো-ভর্তি কিছু রাজনৈতিক প্রলাপ দিচ্ছে ছুড়ে
স্যান্ডার্স কিংবা ট্রাম্প যেই জিতুক ট্রাম কার্ড এগারো রাজ্যে
হিলারি যাক না উড়ে; ভূমধ্যসাগর পাড়ি দেয়া শরণার্থীরা হোক বরবাদ
আফ্রিদি-প্রেমে আবদ্ধ তরুণী গালে আকুক না পাকি-পতাকা
তবে কী-ই বা হয়েছে বাঙালির দেশপ্রেম গেলো এই ভেবে
কোন নারীর চলন বাকা, কোন যুবক করছে উত্যক্ত
তামিম আজ গ্যালারি মাতাবেই; আরো দুটো বস্তা-বন্দী
শিশুর লাশ ভেসে আসুক ড্রেনে;
আমি এসবের কিছুতেই মন দিচ্ছি না, কিছুতেই না
সাবিলা নূর নাকি হতাশ ডিক্যাপ্রিওর অস্কার জেতায়
কী বা হবে তা জেনে? গো-হত্যা বন্ধ করতে কে চায়
বিবৃতি দিক না মৌলানারা, আমি এর খবর রাখবো না
আরো কিছু মামলা হয়ে যাক, ফেসে যাক মাহফুজ আনাম
আমিও ভাবছি না এতো বেশি কেন বইমেলার বইয়ের দাম!
খবর রাখছি না একশ ত্রিশ কোটি আলোকবর্ষ দূরের গ্রাভিটেশনাল ওয়েভ
তবু একশ বছর পর এই কবিতার মর্মার্থ যদি কেউ বোঝে
তাতে কীইবা যায় আসে মন দেই পড়াশুনাতে....
©somewhere in net ltd.