নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
।আজ সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গনে জড় হতে থাকে বিভিন্ন পেশার শত শত মানুষ।তাদের সবার মুখে ছিলো একি দাবী যুদ্ধপরাধীদের বিচার চাই।আর এই দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে পিরে যাবে না।এদিকে যুদ্ধপরাধীর বিচার দাবিতে আজ শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ফোরামের সভাপতি হুমায়ুন শাহারিয়ার,ডেপুটি কমান্ডার আবুল কাশেম,পৌর মেয়র নিজাম উদ্দীন সাজেল, সবাকে ছাত্রনেতা জি এম আজাদ,সংস্কৃতি জোটের নেতা কাজি মাসুক,জসিম জুয়েল,মোশারফ হোসেন মোশা সহ আরো অনেক। আলোচনা সভায় বক্তারা বলে বাংলার মাটিতে যুদ্ধপরাধীদের কোন স্থান নাই।কারন তারা একাত্তরে পাক হানাদার বাহিনীর দোশর হয়ে কাজ করেছে।সভায় কাদের মোল্লার রায়ের কথা উল্লেখ্য করে বক্তারা বলে এই রায় বাংলার মানুষ কখনো মেনে নিতে পারে না।কারন এই রায়ের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।তাই সরকার কে দূত এই রায়ের বিরুদ্ধে আপিল করতে বলে।একি সভায় তারা পরশুরাম উপজেলাকে জামাত শিবির মুক্ত করার ঘোষনা দেয়।আলোচনা সভার শেষে সংস্কৃতি জোটের শিল্পীরা মঞ্চে গন সংগীত ও নাটক পরিবেশন করে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
কাফের বলেছেন:
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাঁসি চাই.....
ছাগু মুক্ত সামু চাই......
জয় বাংলা!!!!!! জয় বাংলা!!!!!!!
("যখন কেউ বলবে, আমিও রাজাকারের ফাসি চাই তবে...... তখন বুঝবেন সে / ছাগু ; আর সাথে সাথে রিপোর্ট করুন")
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: দেখে ভালো লাগলো। দেখুন এবার রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠলো নিউ ইয়র্ক (ফটো ব্লগ), ধন্যবাদ।