নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

সত্য যে এক এক করে সব প্রকাশিত হয়ে পড়ছে।B-)B-)B-)

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

সত্য যে এক এক করে সব প্রকাশিত হয়ে পড়ছে। আবার সেই আমার দেশ , আবার সেই মাহমুদুর রহমান। আমার দেশ অফিসে বিলাতের মিরর'এর সাংবাদিক রাইট মৃত্যুঞ্জয়ী রেশমা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ব্রিফ নিচ্ছেন! ( কৃতজ্ঞতা : ফজলুল বারী )

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:২৪

জগ বলেছেন:


ফুটু দেখিয়া প্রায়শ আমরা অগ্র পশ্চাদ বিবেচেনায় না করিয়া যাবৎতাবৎ ঘটনাবলির রায় দিয়া আপনার হুজুগে বাঙালিপনার পরিচয় জাহির করি। '৯৬ এ শেখ হাসিনার সহিত মতিউর রহমান নিজামীর আলোকচিত্র দিয়া যেমন হাসিনা বুবুকে জামায়াতের সদস্য প্রমাণ করি, তেমনি অতি সম্প্রতি প্রকাশিত আমার দেশ আপিসে সানডে মিরর রিপোর্টার সাইমন রাইটের ফটুক দিয়া রাইট সাহেবকে শিবির সদস্য সাব্যস্ত করি। কত সুন্দর মোদের মগজের কারুকাজ! আপনার সহিত আমার ফটুক দেখিলেই কি প্রমাণ হয় যে, আমি আপনার দোস্ত?

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:২৫

জগ বলেছেন:

ছবি লইয়া ছোটাছুটি

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৩

ইকবাল পারভেজ বলেছেন: ১৭ দিন গোসল, খাওয়া-দাওয়া, হাগা-মুতা বন্ধ কইরা কেউ এ ফ্রেশ থাকতে পারে আমি আগে জানতাম না, আওয়ামীলীগ দেখাইলো|

এখন যদি গুম হওয়া ইলিয়াছ আলী আর চৌধুরী আলম ধানমন্ডি লেকের পাড়ে ফুচকা খাইতে দেখি তাইলেও অবাক হমু না!

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

হাসানুর বলেছেন: সব জামাত-বিএনপির টাকার ফসল ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন: সাদা চামড়া হলেই সব ধনান্তরি সত্য নয়।
রেশমাকে নিয়ে ভুয়া প্রতিবেদনকারি সিমন রাইট এর আগেও ধরা খাইছিল
Click This Link

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১১

একজন ঘূণপোকা বলেছেন: পারেন তো খালি মানুষের চরিত্র নিয়ে টানাটানি করতে। এত কাহিনির কাম কি। রেশমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার জবাব দিলে তো পারেন এমন কি সেনাবাহিনির আজকের সাংবাদিক সম্মেলনেরও তার জবাব দেয়া হয় নাই। লাইনে আসেন, সিস্টেমিক তর্ক করেন

গোয়া দিয়ে পাহাড় ঠেলা অফ করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.