নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
গোলাম আযমের ফাঁসির অপেক্ষায় জাতি,
তাই এই গানটা সবাইকে উৎসর্গ করলাম ।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল।।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া শ্মশান, নয়া শ্মশান।
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।
কথা: গোবিন্দ হালদার
সুর: সমর দাস
২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুধু রায় নয়, রায়ের কার্যকারীতাও চাই।
মনে হচ্ছে সরকার তার শক্তি হারিয়েছে।
তাই উচ্ছ্বসিত হবার কিছু পাচ্ছি না
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ফাঁসীর অপেক্ষায় ।