নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
জীবনটা একটা দাবা খেলা। একটা ভুল চালের কারনে ধীরে ধীরে গুটিয়ে আসে চারপাশ।একটা সময় সাধারন সৈণ্যরাও আক্রমন করে ক্ষমতাসীন মন্ত্রী কিংবা রাজাকে৷ সব হারিয়ে রাজার বেঁচে থাকার লড়াই চলে ষোলো কদম অব্দি। লড়াই করছি, লড়াই.. কদম ফেলছি গুনে গুনে, ষোলো কদম! জানিনা কটা ফেলছি আর কটা বাকি!!
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২
ঢাকার লোক বলেছেন: জীবনটাকে সাপ লুডু খেলার মতও ভাবতে পারেন! কখনো সাপের মুখে পড়ে তলিয়ে যাবেন, আবার ভাগ্য ভালো হলে মই পেয়ে উঠে যাবেন সাফল্যের শিখরে ! তবে পালাতে নাই , খেলে যেতে হবে !!
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: দাবা খেলা আমার খুব পছন্দ। যদিও শুধু খেলার নিয়ম জানি কখনও জিততে পারি না।
দাবা নামে একটা গল্প লিখেছিলাম অনেকদিন আগে। যদি গল্পটা পড়তে চান