নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

আজ ‘প্রাক্তনকে মেসেজ পাঠানোর দিন’

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৭

প্রেমের সম্পর্ক দুইজন মানুষকে কাছে নিয়ে আসে। কিন্তু প্রেম ভেঙে গেলে দুইজন মানুষের পথ ও স্বপ্ন আলাদা হয়ে যায়। এক সময় যার সঙ্গে কথা বলা ছাড়া একটি দিন পার করা কঠিন হয়ে যেতো, সেই মানুষটির সঙ্গে আর কথা বলা হয়ে ওঠে না। দীর্ঘ নিরবতা তৈরি হয়। সে কোথায় আছে, কেমন আছে জানা যায় না। হৃদয়ের এক কোণে কোথাও তার জন্য মায়া জমে থাকে। তারপর জানতে ইচ্ছা করে, কেমন আছে।

আপনারও যদি জানতে ইচ্ছা করে তাহলে প্রাক্তনকে আজ একটি ‘এসএমএস’ পাঠাতে পারেন। আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ বা প্রাক্তনকে টেক্সট পাঠানো দিবস। অতীত সম্পর্ক নিয়ে ভাবতে উৎসাহ দেয় দিনটি।

প্রতি বছর ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে’ পালন করা হয়।

জানা যায়, ১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হওয়ার পরে কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। বর্তমানে মানুষ পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুদের এসএমএস পাঠালেও প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধবী, স্বামী-স্ত্রী সাধারণত একে অপরকে এসএমএস দেন না। এজন্য প্রাক্তনদের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ দিবসটি পালন করা হয়।

চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন। একটি বার্তা লিখে খোঁজ নিতে পারেন প্রাক্তনের। তবে কী লিখতে চান, বর্তমান অবস্থা থেকে কী বলা উচিত হবে; সেসব চিন্তা করুন—তারপর তাকে তা পাঠিয়ে দিতে পারেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৩

নাহল তরকারি বলেছেন: আমার প্রান্তন বউ ফেসবুকে ব্লক দিয়েছে। নতুন সিম কিনেছে। আমি মনে মনে চাই, সে আমার সাথে যোগাযোগ করুক।

২| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১

শায়মা বলেছেন: প্রাক্তনকে মেসেজ দিয়ে কি লাভ??

তবে কাঁটা ঘায়ে নুনের ছিটা এই মেসেজ লিখে দেওয়া যেতে পারে। :)

৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

সাইফুলসাইফসাই বলেছেন: আমার তো কেউ নেই কাকে দিবো।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৫

আজব লিংকন বলেছেন:
আপনার এই পোস্ট পড়ছি জানলে বউ মারবে।
লেখার পর মনে হল আরে আমি তো বিয়েই করিনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.