|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সহীদুল হক মানিক
সহীদুল হক মানিক
	ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। 
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিইপিজেড এলাকার ৭ তলা বিশিষ্ট আল হামিদ টেক্সটাইল কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে যায় সপ্তম তলায়। দুটি ফ্লোরই কারখানার ওয়্যারহাউজ হিসেবে ব্যবহৃত হয়। 
মোহাম্মদ হোসেন নামে ওই কারখানার একজন শ্রমিক  জানিয়েছেন, যখন কারখানায় আগুনের সূত্রপাত হয়, তখন দেড় হাজারের বেশি শ্রমিক কর্মরত ছিলেন। তবে, যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে সাধারণত শ্রমিকরা কাজ করেন না। আগুনের ধোঁয়া দেখতে পেয়েই নিচে কর্মরত শ্রমিকরা সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। ফলে, কোনো শ্রমিক হতাহতের আশঙ্কা নেই। 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.