নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

শেয়ার বাজার এর সুচক থাকবে উর্ধমুখী ! .......সাবধান

১৫ ই মে, ২০১৫ রাত ১:০০

আজব দেশে বাস করি ভাই , অর্থ মন্ত্রনালয়ের দুমুখো আচরণের নমুনা হচ্ছে এক দিকে সরকারী কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে অন্য দিকে সঞ্চয়পত্রের সুদের হার নামিয়ে আনা হয়েছে।প্রাইভেট ব্যাংক গুলোতে সুদের হার তো অর্ধেকে নেমে এসেছে আরো আগেই। বিদেশী বা দেশী বিনিয়োগ স্তবির হয়ে আছে রাজনৈতিক অস্তিরতায়।পুজি বাজার থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এর মাঝে ২১ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধির ফলে বাজারে দ্রব্য মুল্য বৃদ্ধি পাবে এটা নিশ্চিত।সরকারী আমলাদের বেতন বৃদ্ধির পরও অনিয়ম দুর্নীতি থেকে বারতি উপার্জন তো থাকছেই ফলে দ্রব্য মুল্য বৃদ্ধিতে তারা মানিয়ে নিবেন। চাকরি থেকে অবসর গ্রহনের পর সারা জীবনের সঞ্চয় জমিয়ে সঞ্চয়পত্র কিনেছেন যারা তাদের কিন্তু সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে অর্থাৎ তাদের এক দিকে খরচ বারবে অন্য দিকে উপার্জন কমবে।বিনিয়োগের আর কোনো জায়গা না পেয়ে সাধারণ মানুষ আবার সেই পুজি বাজারে ফেরত যাবে বলেই আমার হচ্ছে।সামনের সপ্তাহ থেকেই শেয়ার বাজার দেখবেন বেশ চাঙ্গা থাকবে কিন্তু সাবধান যাদের পুজি বাজার সম্মন্ধে ধারণা নাই তারা নিজেদের সকল লোভ লালশা থাকে বিরত রাখার চেস্টা করবেন। গত বারের শেয়ার বাজার ধসে অনেক মানুষ সব হারিয়ে পথে বসে গেছে।না বুঝে পুজিবাজারে টাকা বিনিয়োগ করা আর জুয়া খেলা এক কথাই। অনেকে আবার বিভিন্ন নাম না জানা সমবায় সমিতিতে টাকা বিনিয়োগ করবেন উচ্চ সুদের লোভে এখানেও সাবধান ১বার বা ২ বার দিবে তারপর আর কাউকে খুজে পাবেন না।গতবার শেয়ার বাজার এর কারসাজিতে যারা ছিলেন যারা পিছন থেকে ফায়দা লুটেছেন তাদের কেউ আইনের সম্মুখীন হয়েছেন বলে অমার জানা নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.