নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সংস্কৃতি আমাদের গিলে খাচ্ছে .................................

২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:০১

জাতীয় কবি নজরুলের জন্ম বার্ষিকী তে সবাই তাকে নিয়ে ফেইসবুকে স্টেটাস দেই।মুখে অনেক দেশ ভক্তির কথা বলি দেশের সংস্কৃতি নিয়ে খুব ভাবি কিন্তু কাজ কর্মে তার বিপরীত চিত্র ফুটে উঠে যখন দেখি ভারিতীয় সংস্কৃতি নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এই তো মে মাসে ভারতীয় গায়ক মিকা সিং কে নিয়ে আমরা কতো লাফালাফি করলাম।সামনে বসার কোনো জায়গা পর্যন্ত খালি ছিলো না পুরা হাউস ফুল।কোনো কোনো টিভি চেনেল তো কয়েক বার অনুষ্ঠানটি ইতিমধ্যে প্রচারও করেছেন।এক জন যেতে না যেতেই আরেকজন আসছেন ৬ জুন দিতীয় বারের জন্য আসবেন শ্রেয়া ঘোষাল আমি নিশ্চিত যে শেষ সময়ে কোনো টিকেট পাওয়া যাবে না। মজার বিষয় দেশী গায়কদের এলবাম কিনার সময় আমরা ১০০ টাকা খরচ করতে রাজি না হলেও শ্রেয়া ঘোষালের এর কনসার্ট এর জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা ও সর্ব নিম্ন ৩০০০ টাকা খরচ করার লোকের কিন্তু অভাব নাই।এ তো গেলো শিল্পী দের কাহিনী ভারতীয় নায়ক নায়িকাদের নিয়েও কিন্তু কম আগ্রহ নেই আমাদের।দীপিকা আসছেন ৩০ শে মে এটা নিয়ে তো সবাই অস্থির ৫ মাস ধরে মাল্টি নেশনাল কোম্পানি উনিলিভার বাংলাদেশ এর সেই রকম প্রস্তুতি লক্ষ্য করা যায়।ওয়েব সাইট গুলোতে বিজ্ঞাপন, টিভির নিচে স্ক্রোলে বিজ্ঞাপন ,বিলবোর্ডে এ বিজ্ঞাপন ,পত্রিকা খুললেই বিজ্ঞাপন চারিদিকে দীপিকা আর দীপিকা। ইউনিলিভার বাংলাদেশ দীপিকাকে যে রকম বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশে আনছেন সে রকম ভাবে বাংলাদেশের এর কোনো নায়ক নয়িকাকে কি উনারা ভারতে নিচ্ছেন ?ইউনিলিভার এর বেশির ভাগ বিজ্ঞাপন দেখবেন ভারতে তৈরী বাংলায় ডাবিং করা যা জাতি হিসাবে আমাদের জন্য খুব লজ্জার বিষয় বলে মনে হয় বিজ্ঞাপন গুলো দেখলেই কেমন জানি ঘিন্না লাগে। কেনো ভাই আমরা কি দেশে মানসম্মত বিজ্ঞাপন তৈরী করতে পারি না ?অনেক কোম্পানি তো দেশে মানসম্মত ভালো বিজ্ঞাপন তৈরী করছে তারা কিভাবে করছে দেখুন। মেরিল এর বিজ্ঞাপন তো ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনের চে অনেক ভালো হয়েছে তাতেও কি আপনারা শিক্ষা পান নাই। সবশেষে বলবো আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে ইউনিলিভার এর পণ্য কিনি।আপনারা আমাদের সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করুন ভারতীয় সংস্কৃতি নিয়ে ভারতে লাফালাফি করুন বাংলাদেশে নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতীয় উচ্চ পদের মাল্টি নেশনাল কর্মচারীরা যাতে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন বা তাদের সংস্কৃতি আমাদের উপর জোর করে চাপিয়ে না দিতে পারেন।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.