নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

সোনার বিস্কুট

৩১ শে মে, ২০১৫ রাত ১১:৫৩

না রে ভাই এই বিস্কুট অন্য বিস্কুট। অলিম্পিক এনার্জির মতো ১০ টাকায় কিনতেও পারবেন না আবার খিদা লাগলে খাইতেও পারবেন না এই বিস্কুট কিন্তু আসল বিস্কুট থেকা অনেক সুন্দর ,চক চক করে। কোনো সুদর্শন মে কে অলিম্পিক এনার্জি বিস্কুট দিয়া সেন্ডেলের বারী খাইতে পারেন কিন্তু এই বিস্কুট দিলে ফল ভিন্ন দেখবেন নগদ ৩২ টা না থাকলেও যে কয়টা আছে সে কয়টা দিয়া একটা হাসি দিবে যা দেইখা আপনার আত্মা জুরায় যাবে আপনি নিজেকে ধন্য মনে করবেন মনে হবে আপনার জন্ম সার্থক।আজ কাল বিয়া করতে হইলে মেদের ভরি ভরি সোনা দেয়া লাগে কিন্তু আমার মতো গাধার কাছে এই সোনার ভার বহন করা অযুক্তিক মনে হয়।আমার দৃষ্টিভঙ্গি আবার একটু অন্য রকম যেমন দেখেন মানুষ পয়সা দিয়া ফুল কিনে সেই ফুল তাদের ভালোবাসার মানুষকে দেয়। কতক্ষণ সেই ফুল ভালো থাকে বলেন ?আবার কুমড়া ফুলের মতো সব ফুল তো আর খাওয়া যায় না। মেয়টা যখন বাসায় ফরত যায় যওয়ার সময় আপনার কষ্টের পয়সায় কিনা ফুলটা ছুরে মারে ডাস্টবিনে। যাই হোক ফিরে আশি সোনা নিয়ে আলাপে মেয়রা মনে করে এই সোনা তাদের বিপদের সময় এলিকো কোম্পানির ইন্সুরেন্স এর মতো কাজে দিবে কিন্তু প্রশ্ন হইলো যে বিপদে সোনা বেচা লাগে তাতে কি সোনা বেচে মুক্তি পাওয়া সম্ভব?বিনিয়োগ হিসাবে কালো টাকা দিয়া এই সোনার বিস্কুট কিনা উত্তম তাতে অন্য কারো নজরে পরবেন না কিন্তু যাদের কষ্টের কামানো টাকা তারা কেনো এই সোনা দিয়া দিনের পর দিন আলমারি ভইরা রাখেন ?এই তো কয়েক দিন আগে খবরে দেখলাম বাড্ডার এক বাসায় ডাকাতরা ১০০ ভরি সোনা নিয়ে গেছে ভাবলাম কে বলে আমরা গরীব দেশ ?আজকাল তো নারীরা পুরুষদের সাথে তাল মিলিয়ে চলেন সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যবসা তে নারীদের দেখা যায়।সোনা আলমারিতে তে রাখার চে এই টাকা এমন জায়গায় বিনিয়োগ করুন যাতে আপনার এবং মানুষের উপকারে আসে কর্মসংস্থান তৈরী হয়। এই বিষয়টি অনুধাবন করতে পেরেই পাশ্ববর্তী দেশের সোনার মুল্য বৃদ্ধী করা হয়েছে যার ফলশ্রুতিতে এখন এয়ারপোর্ট এর বিভিন্ন চিপা ও ডাস্টবিনে প্রতি দিন সোনার বিস্কুট পাওয়া যায়। এক দিক দিয়া ভালই হইছে ওরা আমাদের দেশে ফেন্সিডিল পাচার করছে আর আমরা সোনা পাচার করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.