নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ
মতিঝিলের সোনালী ব্যাংক এর সামনে শাপলা চত্তরের কাছে বিকাল ৪ টার দিকে বিলবোর্ড ভেঙ্গে পরে রাস্তায়। ভাগ্য ভালো যে কেউ নিহত হয় নাই মাত্র ২ জন আহত হয়েছে আর একটা রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।ভাগ্য খারাপ থাকলে এই দুর্ঘটনায় অনেক মানুষ আজকে প্রাণ হারাতো।প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটছে কিন্তু আমরা গায়ে লাগাই না।কয়েক দিন পর সব ভুলে যাই যেমন আপনাদের নিশ্চই মনে আছে কয়েক মাস আগে খিলগায়ের ওয়াসার নির্মানাধীন পাম্পের পানির পাইপ উন্মুক্ত থাকায় খেলতে সময় পানির পাইপে পরে একটি শিশু মারা যাবার মর্মান্তিক দুর্ঘটনা দেখতে হয়েছিলো আমাদের তারপরও কি আমরা সাবধান হয়েছি আমার তো মনে হয় না এখনো ফুটপাথে হাটা যায় না অর্ধেক ফুটপাথ টং দোকানের দখলে আর বাকি অর্ধেক রাস্তায় ট্রাফিক জেম হলে চলে যায় হোন্ডার দখলে যদি জিজ্ঞাস করেন ভাই ফুটপাথে হোন্ডা চালান কেন দেখবেন চোখ গরম করে আপনার দিকে তাকাবে ভাবখানা এমন যে ক্ষমতা থাকলে সব কিছুই করা যায়। যেই দেশে এক দিকে অসুস্ত রোগী এম্বুলেন্স এ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জেমে আটকে থাকে আর অন্য দিকে সমান্য সরকারী আমলারা সাইরেন বাজায়া উল্টা রাস্তা দিয়া যায় সবাইরে বুরা আঙ্গুল দেখায়া সেই দেশে ভালো কি আর আশা করা যায়। যাক বহু কষ্টে যেমনেই হোক দুই জন নগর পিতা যেহেতু পাইসি দেখা যাক তারা কতো টুকু করতে পারেন আমাদের জন্য। মেগা সিটি ঢাকার সমস্যা বলা শুরু করলে তা তো আর শেষ হবে না আশা করবো তারা তাদের মতো করে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে আগাবে।উত্তর সিটি কর্পোরেশন তো তাও সুবিধা জনক অবস্তানে আছে কিন্তু দক্ষিন সিটি কর্পোরেশন খুব নাজুক অবস্তায় আছে। এখনি ঢাকা শহর বাসযোগ্য শহরের তালিকায় সব চে বাজে অবস্তানে রয়েছে বারো বা পনেরো বছর পর ঢাকা কেমন হবে তা ভাবতেই গা শিউরে উঠে।
©somewhere in net ltd.