নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ
আগের জেমস বন্ড Pierce Brosnan এর মুভি না দেখে থাকতে পারলাম না।সারভাইভার (২০১৫) একটি একশন থ্রিলার মুভি।IMDB তে রেটিং ৫.৫ থাকলেও রয়েছে ভিন্ন মত অনেকের মতে রেটিং কম থাকলেও মুভিটা ভালো করেছে।Pierce Brosnan কে নায়ক নয় ভিলেন এর চরত্রে দেখবেন।মূল চরিত্র Kate Abbott কে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস (লন্ডন) এর কর্মচারী হিসাবে।তার কাজ হচ্ছে ভুল পরিচয়ে যাতে কোনো সন্ত্রাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করা। 9/11 এর টুইন টাওয়ার এর দুর্ঘটনাতে তার সব বন্ধু হারিয়ে খুব সাবধানে ও সততার সাথে কাজ করছিলো kate। কিন্তু সময়ের সাথে আসতে আসতে সে বিভিন্ন ঝামেলাতে জড়িয়ে পরে রেস্টুরেন্ট এ কলিগদের সাথে দাওয়াত খেতে গেলে বোম ব্লাস্ট এ তার পুরো টিম এর সবাই নিহত হয় গিফট কিনতে বাইরে যাওয়ায় অল্পের জন্য বেচে যায় kate । তদন্তে পরবর্তিতে বের হয়ে আসে বোমার মাঝে ক্রোমিয়াম এর উপস্তিতি। এর আগেও পেরিসএ ঠিক একই রকম বোম ফাটিয়েছিলো ওয়াচ মেকার নামে কুখ্যাত এক খুনি।যার নাম যুক্তরাষ্ট্রের বিপদজনক সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। তদন্তে বের হয়ে আসে kate এর কর্মচারীর সন্তান কে জিম্মি করে ওয়াচমেকার বিভিন্ন সুযোগ নিচ্ছিলো ঘটনা আরো পেচিয়ে যায় যখন পরবর্তিতে সেই কর্মচারী কে বাচাতে যেয়ে সে নিজেই আক্রমনের শিকার হয় এবং তার খুনের সাথে জড়িয়ে পরে।ব্রিটিশ গোয়েন্দারা তাকে সন্দেহ করা শুরু করে পরবর্তিতে সে নকল পাসপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে ওয়াচমেকার এর টাইমস স্কয়ার এ হামলা করার পরিকল্পনা নস্বাত করে এবং দুর্ঘটনা প্রতিরোধ করে বাচায় হাজার মানুষের প্রাণ।গল্পের শেষে Pierce Brosnan কিন্তু ছাদ থেকে পরে মারা যায়।
Director: James McTeigue
Writer: Philip Shelby (screenplay)
Genres: Action | Crime | Thriller
Runtime:1 hr 36 min (96 min)
Country: USA | UK
Language: English
Release Date: 5 June 2015 (UK)
Initial DVD release: June 23, 2015
Filming Locations: London, England, Bulgeria
Box Office Budget: $20,000,000 (estimated)
IMDB :Ratings: 5.5/10 from 10,731 users
Metascore: 26/100
Rotten Tomatoes: 8 %
MPAA:Rated PG-13 for violence, some action and brief strong language
Certification:Ireland:12A / Netherlands:12 / Philippines:R-13 / SingaporeG13 / UK:12A / USAG-13
Cast:
Pierce Brosnan as Nash "The Watchmaker"
Dylan McDermott as Sam Parker
Angela Bassett as Ambassador Maureen Crane
Robert Forster as Bill Talbot
James D'Arcy as Inspector Paul Anderson
Frances de la Tour as Sally
Antonia Thomas as Naomi Rosenbaum
Rege-Jean Page as Robert Purvell
Jing Lusi as Joyce Su
Paddy Wallace as Johnny Talbot
Parker Sawyers as Ray
Roger Rees as Dr. Emil Balan (in his final role)
২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৩
সুমন কর বলেছেন: ছোট হলেও রিভিউ ভালো হয়েছে।
পরে সময় করে দেখবো।
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪
শিশির খান ১৪ বলেছেন: ধন্যবাদ ,সুমন কর
৩| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১২
ওয়াহিদ সাইম বলেছেন: ড্রামা ক্যাটাগরির তুলনায় মারদাঙ্গা বা অ্যাকশান টাইপের মুভি গুলোর গল্প আমার বেশি দিন মনে থাকে না। "সারভাইভর" এর ক্ষেত্রেও তাই হয়েছে।তবে এই মুভি রিভিউটা পড়ে পুরো গল্পটাই মনে পড়েছে।
ছবিটি দেখা শুরুর আগ মুহুর্ত পর্যন্তও ভাবিনি জেমস বন্ড খ্যাত ব্রিটিশ (আইরিশ) অভিনেতা পিয়ার্স ব্রসনান খলনায়ক এর চরিত্রে অভিনয় করবেন এই মুভিতে। এমন কি মুভির অর্ধেক সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম ব্রসনান কখন ভিলেন থেকে নাটকীয় ভাবে নায়কের ভুমিকায় অবতীর্ন হবেন। না তিনি এই মুভিতে পুরোপুরিই ভিলেন এর পার্ট নিয়েছিলেন। " দ্যা ফিফ্থ এলিমেন্ট" এর অভিনেত্রী রাশিয়ান (ইউক্রেনিয়ান) Milla Jovovich এর অভিনয় ভালো লেগেছিল।
থ্যাংকস। রিভিউ ভালো লেগেছে।
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০২
শিশির খান ১৪ বলেছেন: ধন্যবাদ ,ওয়াহিদ সাইম ভাই
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪২
সুমন কর বলেছেন: ছোট হলেও রিভিউ ভালো হয়েছে।
পরে সময় করে দেখবো।