নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এ উদ্যানে সন্ধ্যা ৬টার পর ঢাবির কোনও শিক্ষার্থীর ‘কোনও ধরনের সমস্যা হলে’ তার দায় প্রশাসন নেবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আসলেই ঠিক কাজ করেছে অযথা ঝামেলা না নেয়াই ভালো।সোহরাওয়ার্দী উদ্যান এর অবস্তা এতটাই খারাপ যে সন্ধা কেন সকাল বেলাও কোনো ভাবেই নিরাপদ নয়। আমার কাছে তো মনে হয় সোহরাওয়ার্দী উদ্যান এখন ঢাকার Amsterdam হওয়া গেছে উন্মুক্ত সবার সামনে বুক ফুলিয়ে নেশা করার জন্য খুব নিরাপদ যায়গা এটি। মজার বিষয় বাউন্ডারির এক পাশে শাহবাগ থানা আর আরেক পাশে সোহরাওয়ার্দী উদ্যান তারপরও এতো খারাপ অবস্তা যে কেনো কে জানে ?এটা নিশ্চিত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নোটিশ দিছে তার মানে শীগ্রই অবস্তার কোনো উন্নতি হচ্ছে বলে মনে হয় না। বাংলা একাডেমির বই মেলার জন্য কিন্তু এখন থেকেই নতুন জায়গা খুজা দরকার না হইলে প্রকাশনা কোম্পানি সব মাথায় হাত দিয়া বইসা থাকবে। বাস অযোগ্য শহর ঢাকায় তো এমনেই পার্ক, লেক বা বিনোদনের জায়গা নেই বললেই চলে যাও বা আছে হাতে গুনা কয়েকটা তাও এই অবস্তা। বিনোদন বা শরীর চর্চার জন্য জায়গা গুলো যদি আমরা নিরাপদ না করতে পারি তে হলে মানুষ কিন্তু মানসিক ভাবে অসুস্ত হয়ে উঠবে বেড়ে যাবে সমাজে অশান্তি অত্যাচার সহ নানা রকম অন্নায় যেমন ধরুন শিশু নির্যাতনের ঘটনা গুলো কিন্তু দিন দিন বারছে।হুদাই এতো টাকা খরচ কইরা গ্লাস টাওয়ার বানায়া লাভ কি যদি মানুষ নাই যাইতে পারে ?
©somewhere in net ltd.