নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ
---SLOW WEST (2015) একটি ওয়েস্টার্ন (একশন) ধাচের চলচিত্র। ওয়েস্টার্ন ছবির সব সময় একটা আলাদা চাহিদা রয়েছে।ইতিমধ্যে IMDB তে ৭ রেটিং এ খুব শক্ত অবস্তান তৈরী করেছে এই চলচিত্রটি। উনিশ শতকের শেষের দিকে ১৬ বছর এর এক স্কটিশ বালক (Jay Cavendish ) তার প্রেমিকা (Rose) কে খুজতে যুক্তরাষ্ট্রের পূর্ব দিকের এক প্রান্ত থেকে পশ্চিম এর আরেক প্রান্তে রওনা হয় আর এই দুঃসাহসিক ভয়ংকর ভ্রমন অভিযানের কাহিনী নিয়ে এই চলচিত্র তৈরী করা।এক দুর্ঘটনায় অনিচ্ছাকৃত ভাবে প্রেমিকা (Rose) এর বাবা একটি খুনের ঘটনায় জড়িয়ে পরে আর তা থেকে বাচার জন্য তারা পালিয়ে যুক্তরাষ্ট্রের একেবারে পশ্চিমে এক দুর্গম এলাকায় আশ্রয় নেয় তাদের ধরতে না পেরে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তাদের মৃত অথবা জীবিত উদ্ধারে সেই সময়ে ২০০০ ডলার পুরস্কার ঘোষণা করে। পুরস্কার এর লোভে অনেক ভয়ংকর লোক জন তাদের খুজতে শুরু করে।স্কটিশ বালক যখন পশিমে ছুটে যাচ্ছিলো তার প্রেমিকা (Rose)এর সাথে দেখা করতে তখন খুব খারাপ সময় চলছিলো চারিদিকে তখন আদিবাসী দের ওপর নানা রকম অত্যাচার ,লুটপাট ,হানাহানি চলছিলো খুব স্বাভাবিক ভাবেই সে নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছিলো যাত্রা পথে একটা সময় ২ পক্ষের গোলাগোলির মাঝে পরলো দেখলো কয়েক জন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এক আদিবাসী কে মারার জন্য পিছু নিয়েছে এর মাঝে আটকে পরে সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিজের পরিচয় দিয়ে বাচার চেষ্টা করছিল বালকটি আর ঠিক সেই সময় হাজির হয় Silas একটা সময়ে ওই তিন পক্ষের মাঝে খুব উত্তেজনাকর পরিস্তিতি সৃষ্টি হয়।অবস্তা বেগতিক দেখে Silas ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোকটিকে গুলি করে হত্যা করে এবং তার সব লুট করে নেয় অবস্তা সুবিধার নয় এটা বুঝতে পেরে ওই স্কটিশ বালক (Jay ) ওই রহস্য জনক চরিত্রের Silas কে নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে তার প্রেমিকা (Rose) এর কাছে পৌছার আগ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তাব দেয় গন্তব্য এক দিকে হওয়াতে না ভেবেই Silas রাজি হয়ে যায়। শুরু হয় স্কটিশ বালক (Jay ) আর Silas এর যাত্রা। পথে সে (Rose) ও তার বাবার সম্পর্কের সব বৃত্তান্ত শুনে একটা স্পষ্ট ধারণা নিয়ে নেয় মরুভূমির মাঝে ঘোড়া নিয়ে যাবার সময় একটা সময় তারা খুব ক্লান্ত হয়ে উঠলো ,তাদের খাবার ও অনান্য সরঞ্জাম শেষ হয়ে আসলো তারপরও বহু কষ্টে তারা মাঝ পথে একটা দোকান পর্যন্ত পৌছালো। স্কটিশ বালক (Jay )যখন ঘোড়া গুলো বাধছিলো Silas দেখলো নোটিশ বোর্ডে পোস্টারে (Rose) ও তার বাবার ছবি লাগানো এবং ২০০০ ডলারের পুরস্কার লেখা। সাথে সাথে পোস্টার টা ছিরে ফেলে পকেটে রাখে এবং পরিকল্পনা সাজায় যে সে মিথ্যা অভিনয় করে হলেও (Jay ) এর সাহায্যে (Rose) পর্যন্ত পৌছাবে এবং পরবর্তী সময়ে পুরস্কারের জন্য যা প্রয়োজন তা করবে।দোকানের আসে পাশের লোক জন দেখে সে নিশ্চিত হয় যে (Rose) ও তার বাবা কে মারার জন্য আরো অনেক গ্রুপ এসেছে সেখানে এবং তারাও তাদের খুজছে।দোকানে ঢোকার পর ঘটে আরেক ঘটনা তারা যখন দোকানে ছিলো ঠিক সেই সময় এক স্বামী স্ত্রী ডাকাতির উদ্দেশে অস্ত্র সহ দোকানে প্রবেশ করে দোকানদার ও লোকটি এক জন আরেক জন কে গুলি করে এতে ২ জন নিহত হয় Silas কে বাচাতে যেয়ে স্কটিশ বালক (Jay) গুলি চালায় এতে ওই মহিলা নিহত হয় পরবর্তীতে দোকান থেকে বের হয়ে দোকানের সামনে তারা তাদের দুটি ছোট বাচ্চাদের সেখানে দেখতে পায়। স্কটিশ বালক (Jay) চুপ চাপ কোনো কথা না বোলে বাচ্চা গুলোকে খাবার ও কাপড় দিয়ে আবার রওনা দেয় (Rose)এর খোজে। যাত্রা পথে (Rose) ও তার বাবাকে মারার জন্য অন্য যে দলগুলো ছিলো তাদের সাথে স্কটিশ বালক (Jay) ও Silas এর দেখা হয়ে যায় তারা কৌশলে জানার চেষ্টা করে (Rose) ও তার বাবার অবস্তান বের্থ হয়ে তারা তাদের অস্ত্র গুলো নিয়ে নেয়। স্কটিশ বালক (Jay) সন্দেহ হয়েছিলো আর তার জন্যই একবার না বলেই (Silas) কে রেখে আলাদা রওনা হয় ঠিকই কিন্তু যাত্রা পথে পরিচয় হয় এক ভ্রমন লেখক এর সাথে সারা রাত গল্প করে ঘুম দিলেও সকালে উঠে (Jay) দেখল যে রাতের আধারে ওই লোক ঘোড়া ও অনান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। হাটতে হাটতে তপ্ত রোদে ক্লান্ত হয়ে (Jay) যখন মরুভূমি তে পরে ছিলো। (Silas) সেই হারিয়ে যাওয়া ঘোড়া ও পণ্য সামগ্রী নিয়ে নিজেই হাজীর হোলো তার কাছে।দুই জন এক সাথে আবার রওনা হলো (Rose) ও তার বাবার বাড়ির কাছে পৌছাইতেই Silas দড়ি দিয়ে Jay কে গাছের সাথে বেধে ফেললো এর মাঝেই পুরস্কারের জন্য অন্য যারা ঘুরছিলো তারাও ঘটনা স্তলে চলে আসে শুরু হয় বন্দুক যুদ্ধ। যেই আদিবাসীর ঘরে (Rose) ও তার বাবা আশ্রয় নিয়েছিলো সে সহ (Rose) এর বাবা ঘটনা স্তলেই নিহত হয়। দুঃখের বিষয় স্কটিশ বালক (Jay) ঠিকই (Rose) পর্যন্ত পৌছায় কিন্ত তাকে চিনতে না পেরে (Rose) নিজ হাতে গুলি করে ওই স্কটিশ বালককে।
Director: John Maclean
Writer: John Maclean
Genres:Action | Thriller | Western
Runtime: 84 min 1 hr. 24 min.
Sound Mix: Dolby Digital
Color: Color
Aspect Ratio: 1.66 : 1
Language: English / French
Release Date in theaters: May 15, 2015
Initial DVD release: Jul 7, 2015
Filming Locations: Twizel, Canterbury, New Zealand
Country: UK | New Zealannd
Gross: $229,094 (USA) (19 June 2015)
Gross Opening Weekend: $6,459 (USA) (19 June 2015)
IMDB :Ratings: 7.0/10 from 12,425 users
Metascore: 73/100
Rotten Tomatoes: 91%
MPAA:Rated R for violence and brief language
Certification:CanadaG (British Columbia) / Ireland:15A / Portugal:M/12 / UK:15 / Portugal:M/12 / UK:15 / USA:RUSA:R
©somewhere in net ltd.