নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

আজকে "বিশ্ব নুডুলস দিবস "

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮


ভালবাসা দিবস ,মা দিবস ,বাবা দিবস গত কয়েক বছরে এই দিবস গুলোর সাথে আমরা বাংলাদেশের লোকজন বেশ ভালই পরিচিত হয়ে উঠেছি কিন্তু এখন তো দেখি আরো কতো নতুন নতুন দিবস আসছে যেমন ধরুন আজকে ৬ অক্টোবর "বিশ্ব নুডুলস দিবস " আসলে আমি নিজেও আগে জানতাম না যে এরকম কোনো দিবস আছে তবে শুনার পর থেকে কিন্তু মনে হচ্ছে আজকে এক প্লেট নুডুলস না খেলে দিনটাই মাটি। এটাই দিবসের স্বার্থকতা অথচ আমি কিন্তু খুব একটা নুডুলস পছন্দ করি না। আসল কথা বানিজ্য প্রসারে দিবসের ভুমিকা অনন্য। মাল্টি ন্যাশনাল কোম্পানি হলমার্ক বা আর্চিস এর মতো দোকান গুলো যদি না থাকতো তে হলে বাংলাদেশে ভালোবাসা দিবস হয়তো এতো বিখ্যাত হতো না। দিবস পালনের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক রয়েছে অনেকে বলেন ভাই এক দিনের জন্য মা বাবা দিবস করে কি লাভ বলেন উনাদের ঋণ তো সারা জীবনেও আমরা শোধ করতে পারবো না আবার অনেকে বলেন ঋণ শোধ করতে না পারি কিন্তু এক দিন উনাদের সম্মানে আমরা দিতেই পারি ভালো কিছু উপহার কিনলাম ঘুরলাম।যতই বেস্ততা থাকুক একটা দিন প্রতি বছর আমরা তাদের কে নিয়ে উপভোগ করতেই পারি ।ঠিক বা ভুল জানি না তবে ভালবাসা দিবসের যে অবস্তা তা নিয়ে কিন্তু আমার মতো সিঙ্গেল মানুষ যারা আছে তারা কিন্তু বেশ চিন্তায় আছে। এখন ভালবাসা দিবসে সিঙ্গেল রাস্তায় বাইর হইলে দেখি মানুষ কেমন কইরা জানি বাকা চোখে তাকায়।হয়তো সবাই রেইনবো ভাবে তবে এটাও সত্তি যে ভালোবাসা দিবসে যখন দেখি সবাই বান্ধবীর সাথে হাতে ফুল আর উপহার নিয়ে ঘুরছে তখন আসলেই মনটা খরাপ হয়ে যায় যাই হোক হোক নুডুলস দিবসে ১০ টাকার নুডুলস খাওয়া নিয়া এতো চিন্তার প্রয়োজন নাই যদিও ভারতে মেগী নুডুলস নিষিদ্ধ হবার পর থেকে নুডুলস খাবার আগে নিজেই একটু চিন্তায় পরে যাই তবে সবই এক রাস্তায় যেটা নুডুলস একটু ভালো রেস্তুরেন্ট এ ঐটা চো মিং

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০

ময়না বঙ্গাল বলেছেন: আসুন ওয়াল্ড জগিং ডে পালনের জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.