নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

সুখের সন্ধানে হিমুর মতো রহস্য নয়.................,....

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮


আমার মানিব্যাগ এর স্বাস্থ্য পৃথিবীর সব থেকে বিস্ময়কর বিষয় গুলোর মাঝে একটি হয়তো এই মাসে ৫০০ বা ১০০০ টাকার কচকচা নোট দিয়ে মানিব্যাগ বেশ নাদুস নুদুস হয়ে আছে কিন্তু ঠিক পরের মাসেই একেবারে ভিন্ন চিত্র মানিব্যাগ একদম জিরো ফিগার করিনা কাপুর মানে অনেক কষ্ট করেও একটা ২ টাকা বা ৫ টাকার কয়েন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না খুজতে খুজতে মানিব্যাগ এর ফুটা দিয়া আঙ্গুল বাইর হওয়া যায় কিন্তু তাও কোনো পয়সা খুইজা পাওয়া যায় না।এক মাসে রেডিসন হোটেলে বুফে খাচ্ছি আবার ঠিক পরের মাসে একটা ষ্টার লাইট সিগারেট কিনতে জায়া উষ্ঠা খাইতাসি।কখনো ধনী আবার কখনো গরীব এ এক অদ্ভুত বাজে অনুভুতি মাঝে মাঝে ভাবি আমার যদি পাপ পুণ্য সমান হয় আর সৃষ্টিকর্তা আমাকে মৃত্যুর পর বেহেস্ত আর দোযখের মাঝে দার করিয়ে রাখেন তখন আমার কি অবস্তাটাই না হবে আসলে সত্য কথা হচ্ছে জীবন যুদ্ধে সব ধরনের পরিস্তিতিতে নিজেকে মানিয়ে নেয়াটা হচ্ছে সব চে বোরো গুন গতো কয়েক বছরে ধরে সেই গুনটা মনে হয় ভালই রপ্ত করতে পেরেছি তারপরও সমস্যা হয় না যে একেবারে তা নয় যেমন ধরুন যখন মানিব্যাগ এর স্বাস্থ্য ভালো থাকে তখন ভাবি কি খাওয়া যায় কিন্তু মুখে কনো রুচি পাই না আবার যখন মানিব্যাগ ফুটা থাকে তখন দুই মাইল দুরের কাবাবের দোকানের গন্ধ ঠিকই শুকতে পাই কি অদ্ভুত না বিষয়টা।পকেটে টাকা থাকুক আর না থাকুক আমি কিন্তু দিব্বি সুখে হাসি ঠাট্টা করে দিন কাটাই যা দেখে অনেকেই আমাকে জিজ্ঞাস করে ভাই পকেটে টাকা নাই এতো বিপদে আছেন ব্যবসা সব লোকসানে তারপরও এত সুখে থাকেন কেমনে আপনি ?এটা আসলেই অনেকের কাছে রহস্য আচ্ছা আপনারাই বলুন কতো ধন সম্পদ বা অর্থ বৈভবের মালিক হোলে নিশ্চিত সুখী হওয়া যায় ?টাকা পয়সা দিয়ে হয়তো নিউ মার্কেট এর পান্ডা মলম অথবা ফার্মগেট এর বিচ্ছু মলম এর গেরান্টি পাবেন কিন্তু টাকা পয়সা থাকলেই যে সুখ পাবেন এমন কনো গেরান্টি নেই উল্টা ধন সম্পদ ও অর্থের সাথে আরো অনেক বাড়তি ঝামেলা আপনার ঘাড়ে এসে পরে লক্ষ্য করে দেখুন রাস্তার পাশে ফুটপাতে খোলা আকাশের নিচে টোকাইরা কিন্তু খুব আরাম করে ঘুমায় আবার আমার চিনা এমন অনেক মানুষ আছে যারা এসি ছেরে নরম ফোমে শুয়ে শিমুল তুলার বালিশে মাথা রেখেও ঘুমাতে পারে না শেষে ঘুমের ঔষুধ খেয়ে ঘুমাতে হয় মূল কথাটা একদম মাথার ব্রেইনে সেট করে নেন অর্থ সম্পদের সাথে আসলে সুখের কোনো সম্পর্ক নেই। যারা সুখী জীবন করতে চান বা অশান্তি থেকে মুক্তি চান তাদের আরেকটা বিষয় অনুধাবন করতে হবে পৃথিবীতে এমন একটি মানুষও নাই যার সব চাহিদা পূরণ হয়েছে কনো না কনো চাহিদা অপূরণীয় থাকবেই যেমন যার মোটর সাইকেল আছে তার চাহিদা একটা গাড়ির আবার সে যখন গাড়ির মালিক হবে তখন তার চাহিদা হবে একটা সুন্দর ফ্লাট বাড়ির কখনোই মানুষের চাহিদা শেষ হয় না একটার পর একটা নতুন চাহিদা তৈরী হতে থাকবে এর মাঝে কিছু চাহিদা পূরণ হবে আর কিছু চাহিদা হয়তো কখনোই পূরণ হবে না এটা খুব স্বাভাবিক একটি প্রকৃয়া।প্রতি দিনের নিত্য নৈমিত্তিক কাজ গুলো আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করুন দেখবেন সুখী জীবন যাপন কোনো বিষয় নয়।হিমুর মতো রহস্য না করে নিজের জীবন কি ভাবে আনন্দের সাথে উপভোগ করবেন তা খুব সহজ করে তুলে ধরার চেষ্টা করলাম।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.