নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ : রানআউট

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩


এই তো কয়েক বছর আগেও বলতাম কাউকে যদি গায়ে হাত না দিয়ে মানসিক অত্যাচার করতে চান বা কারো ধৈর্য পরীক্ষা করতে চান তে হলে তাকে এক বসায় গোটা একটা বাংলা সিনামা দেখতে বাধ্য করুন দেখবেন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে কাদো কাদো মুখে সে আপনার কাছে ক্ষমা চাইবে।প্রতিটা সিনামার স্ক্রিপ্ট, কাহিনী একটু এদিক ওদিক করে প্রায় একই ডাইসের চলচিত্রের নাম ভিন্ন হলেও একই নায়ক এর উপস্তিতি ছিলো সব খানে যে কিনা নিজেই নিজেকে নাম্বার ওয়ান বোলে প্রচার করে আর বিশেষ আকর্ষণ হিসাবে মোটা মোটা আলুর বস্তার মতো নায়িকা দের নাচ দেখার সুজোগ তো থাকছেই পয়সা দিয়ে এই সব সিনামা দেখার চে ফার্মগেট অথবা মগবাজার মোরে যেয়ে দশ মিনিট দাড়িয়ে থাকলেও এর চে অনেক বেশি বিনোদন পাওয়া যায়।ভাগ্য ভালো যে গতো কয়েক বছরে কিছুটা পরিবর্তন এসেছে বছরে এখন তিন থেকে চারটা ভিন্ন ধারার চলচিত্র দেখার সুযোগ হচ্ছে।এরকম ভিন্ন ধরার চলচিত্র সিনামা হলে যেয়ে দেখার মজাটাই আসলে ভিন্ন আর এরকম সুজোগ পেলে খুব সহজে হাত ছারা করতে আমি রাজী নই। এই তো কয়েক দিন আগে রান আউট চলচিত্র আসলো বাজারে আসলে সত্য কথা পোস্টার দেখেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম সুযোগ পেলেই দেখে ফেলবো।খোজ নিয়ে দেখলাম বলাকা সিনামা হলে দেখাচ্ছে অন লাইন এ টিকেট কাটলাম সন্ধা ছয়টার শোতে প্রিমিয়াম নিচের তালা ১৩০ টাকা আর ওপরের তালা এক্সিকিউটিভ ২৬০ টাকা ইচ্ছা করেই নিচের তলার টিকেট কাটলাম।যারা বলাকায় যান নি তাদের জন্য বলছি যদি সাথে পরিবার ,গার্লফ্রেন্ড কিংবা মেয়ে দের সাথে নিয়ে যান তে হলে অবশ্যই ২য় তলার টিকেট কাটবেন আর যদি সাথে কোনো মে না থাকে তে হলে ১ম তলার টিকেট কাটুন। মানুষের রিএকশন দেখার সুযোগ পাবেন দেখবেন কেউ চিল্লায় ,কেউ হাততালি দেয় আবার কেউ শীষ দেয় যা বসুন্ধরার ষ্টার বা যমুনার ব্লকবাস্টার এ কখনই দেখতে পাবেন না।রান আউট সিনামা দেখার পর মনে হয়েছে আসলেই খুব ভালো সদ্ধান্ত নিয়েছিলাম টাকা উসুল যদিও পোস্টারের ১৮ + আর নায়লা নাইম এর হোট হোট ছবি দেখে যে ধারণা হয়েছিলো তার সাথে বাস্তবের অনেক পার্থক্য। প্রথমেই বলবো ভাইকিংস ব্যান্ড এর প্লে বেক বা মউসিক কম্পোজিশন আসলেই খুব ভালো লেগেছে পুরো চলচিত্রের আমেজটাই একেবারে বদলে দিয়েছে। কেমেরার কাজ বা এডিটিং আসলেই খুব ভালো লেগেছে এক কোথায় অসাধারণ আইটেম সং এ নায়লা নাইম কেও ভালই লেগেছে কিন্তু আইটেম সং টা আরেকটু জমানো গান দিলে মনে হয় ভালো হতো স্ক্রিপ্ট বা কাহিনী ভালই লেগেছে তবে আরেকটু জটিল করা যেতো কিন্তু লাস্ট ফাইটিং সিকুয়েন্স টা ভালো লাগে নাই আরো ভালো করা উচিত ছিলো সজল নায়ক হিসাবে প্রথম সিনামাতে বেশ ভালই করেছে যতটুকু আশা করেছিলাম তার চেও ভালো করেছেন। নায়িকাদের মৌসুমী নাগ ও রোমানার অভিনয় কিন্তু খরাপ হয় নাই চরিত্রের সাথে ভালই মানিয়ে নিয়েছেন সজল এর সাথে নায়িকাদের কেমেস্ট্রি ভালই হয়েছে তবে মাঝে মাঝে কেমন জানি লাইন ছাড়া লাগছিলো। সব মিলিয়ে বেশ ভালো হয়েছে রান আউট চলচিত্রটি সময় পেলে দেখে ফেলুন মনে হয় ভালই লাগবে। ধন্যবাদ তন্ময় তানসেন কে আশা করি সামনে আরো ভালো চলচিত্রের উপহার দিবেন।

স্টার সিনেপ্লেক্স | বসুন্ধরা সিটি
* যমুনা ব্লকবাষ্টার | যমুনা ফিউচার পার্ক
* বলাকা | নিউমার্কেট, ঢাকা
* শ্যামলী সিনেমা হল | শ্যামলী, ঢাকা
* রাজমনি | কাকরাইল, ঢাকা
* আগমন | ঢাকা
* আজাদ | ঢাকা
* মিনি গুলশান | ঢাকা
* মতিমহল | ডেমরা
* চম্পাকলি | টঙ্গি
* উল্কা | জয়দেবপুর
* গুলশান | নারায়নগঞ্জ
* সাগরিকা | চালা
* মমতাজ | সিরাজগঞ্জ
* ছায়াবাণী | ময়মনসিংহ
* শঙ্খ | খুলনা
* বি.জি.বি | সিলেট
* পূরবী | চট্টগ্রাম
* চন্দ্রিমা | শ্রীপুর
* দুলাল | ফেনী
* বীনা | পাবনা
* মধুবন | বগুড়া
* রূপকথা | শেরপুর
* মধুমতি | ভৈরব
* কল্লোল | মধুপুর
* রাজিয়া | নাগরপুর
* কেয়া | টাংগাইল
* অবসর | ভোলা
* রাজমনি | বোরহানউদ্দিন
* মালা | সান্তাহার
* মুন | মুক্তাগাছা
* হীরক | গোবিন্দগঞ্জ
* প্রতিভা | রাজৈর
* ছায়াবানী | নাটোর
* তিতাস | পটুয়াখালী
* মমতা | মাধবদী
* সোহাগ | ঘোড়াশাল
* লাকী | কোম্পানীগঞ্জ
* অপর্না | খোকশা
* বৈশাখী | কালুখালী
* বসুন্ধরা | কুটিবাজার
* আজাদ | পাতারহাট
* বি.জি.বি | সরাইল ক্যান্টমেন্ট
* আনন্দ | কুলিয়ারচর
* মিলন | মাদারীপুর
* ছন্দা | হাসনাবাদ
* প্রিয়া | ঝিনাইদহ
* রাজমহল | চাপাইনবাবগঞ্জ
* বর্ণালী | নোয়াপাড়া
* সখি | হোসেনপুর
* সুমন | মঠখোলা
* রক্সি | সাতক্ষীরা
* সানলাইট | কান্চন
* উত্তম | ভোজেশ্বর
* পলাশী | শিবচর
* ময়ূরী | বাগআচরা
* মনোরম | কাপসিয়া
* উর্বশী | ফুলবাড়ি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

অশ্রুকারিগর বলেছেন: আমার কাছে সিনেমাটা ভালো লেগেছে। আশা করি সামনে আরো ভালো চলচিত্রের উপহার দিবেন তন্ময় তানসেন।

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৩

শিশির খান ১৪ বলেছেন: হুম আসলেই ভালো কাজ করেছেন আমিও আপনার সাথে সহমত প্রকাশ করছি

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.