| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শিশির খান ১৪
	বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ
 
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে পেজে লিখেছে “ অথচ তারা সেদিন নাকি স্বাধীন হয়েছিলেন ! আগে পরাধীন ছিলেন কেন, সেটার কথা বলেননি কাওকেই। জনগণ মুচকি হাসছে ! আমরা দুঃখ প্রকাশ করছি।”একেবারে কাটা ঘায়ে নুনের ছিটা নিশ্চই ভাবছেন হঠাৎ আওয়ামীলীগ তাদের অফিসিয়াল পেজ থেকে মেহজাবীনের গীবত গাচ্ছে কেন  ? রাজনীতিতে মেহজাবিন এতো গুরুত্বপূর্ণ হলো কবে থেকে ?  আরাফাত গং বুড়ি শমী কায়সার ,রোকেয়া প্রাচীকে ফেলে এরে টপ বানাচ্ছে কেন ?
ঘটনার সূত্রপাত চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের একটি শোরুমের উদ্বোধন করাকে কেন্দ্র করে। উদ্বোধনের দিন ৫০ - ৬০ জন স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি শোরুমের সামনে জড়ো হয়ে ‘ব্যবসায়ী-তাওহীদি’ জনতার ব্যানারে প্রতিবাদ জানতে থাকে। পরে জানা যায় চট্টগ্রামের বায়তুশ শরফের হুজুর আগের দিন উপস্থিত হয়ে শো রুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাফিল পড়ান। তার সাথে থাকা লোকজন যখন শুনতে পরে পরের দিন একই শো রুম আবার মেহজাবীন চৌধুরী কে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করানো হবে তখন তাদের কাছে বিষয়টি অবমাননাকর মনে হয়েছে ।সেই জন্য তারা পরের দিন শো রুমের সামনে দাড়িয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকে মেহজাবিন যথেষ্ঠ বুদ্ধিমান যখনি বুঝতে পারছে এখানে ভেজাল আছে তাৎক্ষণিক গাড়ি ঘুরিয়ে আবার এয়ারপোর্ট ফেরত চলে গেছে। 
আপনারা যদি এই ঘটনাকে আর দশটা ঘটনার মতো স্বাভাবিক ঘটনা মনে করেন তেহলে ভুল করবেন। এটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ ছিল। সাম্প্রতিক সময়ের তথ্য বিশ্লেষণ করলে সহজেই বুঝে যাবেন কি ঘটছে ।গত মাসে ফেসবুকে কর্তৃপক্ষ সক্রিয় ভক্তসংখ্যার বিবেচনায় বিশ্বসেরা তারকাদের নামের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মেহ্জাবীন এর নাম সেরা ২৫ এর মাঝে ২৪ তম স্থানে রয়েছে। তার নামের আশেপাশে রয়েছে হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের নাম।তার মানে বর্তমানে ফেইসবুকে বাংলাদেশী তারকাদের মাঝে মেহ্জাবীন এর এখন সর্বাধিক ভক্ত রয়েছে। এই প্রাপ্তি মেহজাবিনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 
মূলত ফেইসবুকে সর্বাধিক ভক্ত থাকার কারণেই স্বৈরাচারী আওয়ামীলীগ মেহজাবীনকে টার্গেট করছে। আওয়ামীলীগ এর উদ্দেশ্য ছিলো দেশের জনগণ কে বুঝানো যে দেশে একটা অরাজক পরিস্থতি চলছে ইউনুস সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সেটার জন্য তারা মেহ্জাবীন কে টোপ হিসাবে ব্যবহার করেছে। তারা হিসাব করে দেখেছে মেহ্জাবীন এর উপর যদি কোনো হামলার চেষ্টা হয় তাহলে তা তড়িৎ গতিতে ছড়িয়ে যাবে । যদি আওয়ামীলীগ সফল হতো তে হলে এখন দেশের মানুষ বলতো ,দেখছেন দেশে কি চলতেছে ইউনুস সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। মেহ্জাবীন ফিরে যাওয়াতে আওয়ামীলীগের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। 
আওয়ামীলীগের আরাফাত গং তারপর ও এটাকে একটা ইস্যু বানানোর চেষ্টা করেছিলো । তারা মেহজাবীনের মাথায় বেন্ডেজ পড়া ছবি সব জায়গায় শেয়ার দিয়ে বলেছে মেহ্জাবীন চৌধুরী তৌহিদী জনতার আক্রমণে আহত হয়েছে। পরে জানা যায় ছবিটি মেহজাবীনের নাটক এর সময় শুটিং সেটে তোলা। মেহ্জাবীন যখন বুঝছে একটি গোষ্টি ইচ্ছাকৃত তাকে নিয়ে গুজব ছাড়াচ্ছে সাথে সাথে ফেসবুকে স্টেটাস দিয়ে জানিয়ে দিয়েছে “আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। “শেষমেশ আওয়ামীলীগ যখন দেখলো কোনো পরিকল্পনাই সফল হয় নাই তখন তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মেহজাবিন এর সেই কমেন্ট এর নিচে লিখছে “আমরা মেহজাবীন চৌধুরীর পাশে আছি। সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক। সুদিন ফিরে আসুক, মানুষ মুক্তি পাক।”
বয়স্ক হুজুর নতির বয়সের মেহজাবিনের এর সাথে তালতলী  করতে যাবে কেন ? এমন যদি হতো ঢাকা থেকে আরেকটা হুজুর যাচ্ছে তে হইলে বুঝতাম স্বার্থে ঘা লাগছে একজন অভিনেত্রী তো তার প্রতিযোগী না ।আবার এই ৫০ - ৬০ জন লোক যারা নিজেদের তৌহিদী জনতা বলে পরিচয় দিচ্ছে ,তারা করা ? এরা আবার পোস্টার তৈরী করছে প্লেকার্ড তৈরী করছে সেটা আবার রিয়াজউদ্দিন বাজার এর বিভিন্ন ব্যাবসায়ীদের ফেইসবুক গ্রুপে শেয়ার দিছে । অথচ রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সভাপতি বলছেন এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই ।নিশ্চই বুঝতে পারছেন বাইরের একটা ৫০ জনের গ্রুপ এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে ।এর সাথে হুজুর বা ব্যাবসায়ীদের কোনো সম্পর্ক নেই ।
আওয়ামীলীগ এর মতো স্বৈরাচারী রাজনৈতিক দল এমন গুরুত্বপূর্ণ সময়ে অন্য সব রাজনৈতিক ইস্যু বাদ দিয়ে মেহজাবীনের বিষয়ে অফিসিয়াল পেজ থেকে ঘন্টায় ঘন্টায় বিবৃতি দিচ্ছে। মাহজাবীন জাতীয় রাজনীতিতে এতো গুরুত্বপূর্ণ কেউ না।গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা না থাকলে আওয়ামীলীগ এমন কাজ করার কথা না। পরিকল্পনা দেখেই বুঝা যাচ্ছে এখানে raw এর ইনপুট আছে , মেহজাবীন নিজেই চট্টগ্রামের মে কাজেই এটাকে ইস্যু বানিয়ে সহজেই চট্টগ্রামের লোকজনকে বিভ্রান্ত করা যাবে ,অন্যদিকে ইসকনের হিন্দু জনগোষ্ঠী কে ব্যবহার করে ভারত অনেক দিন থেকেই চট্টগ্রামে একটা ভেজাল লাগানোর চেষ্টায় আছে কিন্তু বেটে বলে হচ্ছে না মেহ্জাবীন ইস্যুতে হয়তো সেটা চাঙ্গা হবে ,মেহজাবীন এর ফেসবুকে প্রচুর  ভক্ত আছে তাদের সবাইকে ইউনুস সরকার এর উপর ক্ষেপায় দেওয়া সম্ভব । এভাবে একেক বার একেক ইস্যু সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে দেওয়াটাই (RAW ) এর কাজ। ( RAW ) মূলত মানুষের মনোজগৎ নিয়ে খেলে তারা মেশিনগান দিয়ে মাঠে যুদ্ধ করে না। 
 
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:১৯
শিশির খান ১৪ বলেছেন: লেখা না পড়েই কমেন্ট করে আওয়ামীলীগ এর লোকজন না ঠিকই আছে
২| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:১৮
আমি নই বলেছেন: ঐ ৫০-৬০জন সোকল্ড তাওহিদি ব্যবসাহীকে গ্রেফতার করে ডিম থেরাফি দেয়া উচিৎ। 
আবার একটা ভিডিও দেখলাম একজন পাগরি পরে ক্লাসরুম থেকে মেয়েদের ভয় দেখিয়ে বের করে দিচ্ছে। এগুলো গভীর ষরযন্ত্রের অংশ বলেই মনে হয়।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৩৭
শিশির খান ১৪ বলেছেন: ডিম থেরাপি দিলে ভারতে অবস্থানরত আওয়ামীলীগ এর নেতার নাম বলবে এটা তো বুঝাই যাচ্চে। মেহ্জাবীন এতো গুরুত্বপূর্ণ কেউ না মূলত ফেইসবুকে প্রচুর ভক্ত থাকার কারণে একে টোপ বানাইছে। মিশন ফ্লপ
৩| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: সমন্বয়ক দের অতি কথন এর পিছে নিয়ামক হিসাবে কাজ করছে।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৩৯
শিশির খান ১৪ বলেছেন: এখানে আবার সমন্বয়ক আসলো কথা থেকে ? এর সাথে সমন্বয়কদের কোনো সম্পর্ক নেই
৪| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৪৩
প্রহররাজা বলেছেন: লেখক বলেছেন: লেখা না পড়েই কমেন্ট করে আওয়ামীলীগ এর লোকজন না ঠিকই আছে[/sb
হ্যা ভাই আমি লীগের সাপোর্টার। আপনে কি ইউনুচের সাপোর্টার?
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৫৫
শিশির খান ১৪ বলেছেন: আমি স্বৈরাচারের দোসর না প্রোফাইল পিক বদলান এটাতে পনেরোশো মানুষের রক্ত লাইগা আছে।
৫| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:২৪
ডার্ক  ম্যান বলেছেন: যে মার্কেটে দোকান ওপেনিং করার কথা ছিল ঐ মার্কেটের লোকজন সম্পর্কে আপনার ধারণা আছে? ঐখানের ৮০ ভাগ লোক সাতকানিয়া-লোহাগড়া এলাকার। এরা কট্টর মোল্লা । 
সেদিন যদি মেহজাবিন ঐখানে যেতেন ওরা মেহজাবিনকে লাঞ্ছনা করতো ।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৪০
শিশির খান ১৪ বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তে হলে তো বুঝাই গেলো সেই সেন্টিমেন্ট নিয়ে এরা খেলছিলো
৬| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:২৬
ক্লোন রাফা বলেছেন: কাঠাল পাতা ভক্ষন করার ফলাফল স্পষ্ট দেখতে পাচ্ছি‼️এভাবেই শুরু হয় ধর্মন্ধদের কার্যকলাপ । মেহজাবিনের’টা একটি ক্ষুদ্র টেষ্ট কেস। এটুকুই বোধগম্য হলোনা⁉️দেশ’টা নিয়ে ছিনিমিনি খেলা শুরু হলো মাত্র। সব জঙ্গি আর টপ সন্ত্রাসীরা মুক্তির পর তারা সবাই কি সাধু হয়ে গেছে⁉️তাদের এজেন্ডা তারা যে কোন মুল্যে বাস্তবায়িত করতে চাইবে এটাই বাস্তবতা। ভানুমতির খেলার শুরুতেই এত নাভিস্বাস উঠে গেছে নাকি⁉️
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৫১
শিশির খান ১৪ বলেছেন: উফ কি কঠিন কঠিন শব্দ মাথা গুলায় যাচ্ছে আরো সহজ ভাষায় লেখেন এতো কঠিন ভাষা মাথায় ঢুকে না
৭| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: সমন্বয়ক দের সাথে সম্পর্ক আছে। নিজেরা স্বীকার করছে তারা নাকি মেট্রোরেলে আগুন, পুলিশ পিটিয়ে মারছে। এতে আওয়ামী লীগ দায় মুক্তি পাবে ভবিষ্যতে। এসব কারণে মেহজাবীন সহ আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তারা ফালাচ্ছে। প্রতিটি ঘটনা ইন্টার কানেক্টেড। বিগ পিকচারে ভাবেন।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৫৪
শিশির খান ১৪ বলেছেন: সেটা ঠিক আছে এতো সমন্বয়ক এর মাঝে দুই এক জন উলটা পালটা কথা হবে সেটাই স্বাভাবিক।মাথা বেশি হওয়া গেছে
৮| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৩৮
এ আর ১৫ বলেছেন: আমি স্বৈরাচারের দোসর না প্রোফাইল পিক বদলান এটাতে পনেরোশো মানুষের রক্ত লাইগা আছে।  
-----  ১৫০০  + ৩০১৮(পুলিশ)  = ৪৫১৮ জনে রক্ত  কোটাই রাজাকারদের গায়ে লেগে আছে এবং  জাতি বুঝে গেছে --- এই প্রতারনা মুলক আন্দোলনটা ছিল জামাত হিজবুল তাহেরি ষড়যন্ত্র , প্রগতিশীল যারা এই আণ্দোলনের পক্ষে ছিল তারা এখন বিপক্ষে অবস্থান নিয়েছে , যেমন এডভোকেট পান্না  সহ অনেক জন । বি এন পি পর্যন্ত এখন চির শত্রু আওয়ামী লীগে পক্ষে কথা বলছে , জামাতি হিজবুল তেহেরি ষড়যন্ত্র বোঝার পর ।
কোটাই রাজাকাররা  স্নাইপার দিয়ে হত্যাকান্ড চালিয়ে সরকারের উপরে দোষ চাপিয়েছে কিন্তু জাতি সেটা এখন জানে । 
মেহেজেবিন  কোটাই রাজাকারদের পক্ষে নিয়েছিল এবং এর প্রায়শ্চিত্ত এখন তাকে কোরতেই হবে । 
আপনারদের আদর্শ মতে মেহেজাবিন তো নাপাক এবং বেল্লালা অপবিত্র  নারী , তাকে তো আপনারা উচিৎ শিক্ষা দিয়েছেন ।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ১০:৩৫
শিশির খান ১৪ বলেছেন: আওয়ামীলীগ অবলা নারী ও কোলের শুশুদের কেও ছার দেয় না সেটা তো সবাই জানে। মনে নাই কোটা সংস্কার আন্দোলনের সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ( ছাত্রলীগ )ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রীদের উপর অস্ত্র সহ হামলা করেছিলো। হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে শিশুদের উপর করা হামলা করছে সেটা দেশের মানুষ জানে  ভিডিও ফুটেজ আছে। ৩০১৮ পুলিশ নিহত এই সংখ্যা কি স্বপ্নে পাইছেন ? গুজবে কান দিয়েন না। যেহেতু আপনাদের নেতা কর্মী সব ভারত পালাইছে এখন এডভোকেট পান্না কে হাসিনার জায়গায় বসায় দেন তে হইলে আপনারা আবার আগের মতো গলাবাজি করতে পারবেন। অবলা নারীদের উপর হামলা আওয়ামীলীগ এর জন্য নতুন কিছু না। আপনাদের সেই দলের সমর্থক যারা ধর্ষণে সেঞ্চুরি করে অনুষ্ঠান করে। বি এন পি এখন আওয়ামীলীগের সাথে সুর মিলিয়ে কথা বলবে সেটাই স্বাভাবিক। দেশে তো জমিদারি প্রথা চলে গণতন্ত্র শুধু নামেই সেই জন্যই তো আমরা বলছি আগে সংস্কার পরে নির্বাচন। পাগল ও নিজের ভালো বুঝে আপনি বুঝবেন কবে ?
৯| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৫৯
আহরণ বলেছেন: তালেবানের দেশে নারীর মূল্য নেই। ইসলাম ধর্মে নারী মানেই দাসী।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ১০:৪৯
শিশির খান ১৪ বলেছেন: খুব দুঃখ লাগে মানুষ লেখা না পরে অপ্রাসঙ্গিক কমেন্ট করে। পাঞ্জাবি পড়লে দাড়ি রাখলে মানুষ তালেবান হওয়া যায় এটা আপনার ভুল ধারণা ইসলাম ধর্মে নারী মানে দাসী ! আপনার ইসলাম ধর্ম সমন্ধে কোনো জ্ঞান নেই সেই জন্য এই কথা বললেন। দুঃখজনক আপনি যদি অন্যের ধর্মকে সম্মান না দেন মানুষ ও আপনার ধর্মকে সম্মান দিবে না এটাই জগতের নিয়ম।
১০| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: #আহরণ আসলে কোন ধর্মের। সে স্বনামে আসে না কেন  ![]()
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ১১:২৪
শিশির খান ১৪ বলেছেন: নাম শুইনা বুঝেন না কোন ধর্মের অনুসারী ? কট্টর বিজেপি সমর্থক অমিত শাহ অনুসারী কথা শুনলে তো সেটাই মনে হয়।
১১| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ১১:১৪
এ আর ১৫ বলেছেন: হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে শিশুদের উপর করা হামলা করছে সেটা দেশের মানুষ জানে ভিডিও ফুটেজ আছে।  
----এই  কাজ করেছে কোটাই রাজাকারদের স্নাইপাররা ---  Click Here Please   
এখন এডভোকেট পান্না কে হাসিনার জায়গায় বসায় দেন তে হইলে আপনারা আবার আগের মতো গলাবাজি করতে পারবেন।  
এডভোকেট জেড আই পান্না   কোটাই রাজাকারদের আন্দোলনের পক্ষে ছিলেন এবং  ৬ জন কোটাই রাজাকার সম্নয়ককে সরকার ধরে নিয়ে যায়, তখন তিনি আইণি সাপোর্ট দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। যখন তিনি বুঝতে পারেন যে তিনি কোটাই রাজাকার দ্বারা প্রতারিত হয়েছেন , তখন এদের বিপক্ষে রুখে দাড়ান ।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ১১:৩১
শিশির খান ১৪ বলেছেন: হো বুঝতে পারছি আপনারা দুধে ধোয়া তুলসী পাতা। ছাত্র জনতা নিজেরাই নিজেদের স্নাইপার দিয়ে গুলি করছে……….. খুশি ?
১২| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  দুপুর ১:২৬
পুরানমানব বলেছেন: কপালখানা ভালো ওখানে ছাত্রলীগ নামক শুয়োরের বাচ্চারা ছিল না। থাকিলে মেহেজাবীনদের মতো প্রোডাক্টরে নিজের মতো করিয়া ধর্ষণ করিয়া ছাড়িয়া দিতো।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  দুপুর ২:০৩
শিশির খান ১৪ বলেছেন: না মেহ্জাবীন খুব গুণী অভিনেত্রী উনাকে প্রডাক্ট বলা যাবে না আমি নিজেই উনার নাটক দেখি। ওইখানে যারা ছিল তারা তো ছাত্রলীগ অন্য ব্যানারে গেছে সেটা কি বুঝেন নাই।
১৩| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  দুপুর ১:২৯
পুরানমানব বলেছেন: আহরণ বলেছেন: তালেবানের দেশে নারীর মূল্য নেই। ইসলাম ধর্মে নারী মানেই দাসী। 
আপনার মায়েরে একবার ছাত্রলীগের কাছে রাখিয়া আসিয়েন, বুঝায়ে দিবেনি।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  দুপুর ২:০১
শিশির খান ১৪ বলেছেন: না মুখ খারাপ করা যাবে না সুন্দর করে বুঝিয়ে বলেন। এভাবে বললে তো আপনিও ওদের মতো হয়ে গেলেন। রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবে সেটাই স্বাভাবিক।
১৪| 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  দুপুর ১:৩১
পুরানমানব বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: #আহরণ আসলে কোন ধর্মের। সে স্বনামে আসে না কেন 
( 
জারজদিগের কোনো ধর্ম হয় না। ঐডা হইয়াছে খোলামাঠে পায়খানা করার দল।
 
০৪ ঠা নভেম্বর, ২০২৪  দুপুর ২:০৫
শিশির খান ১৪ বলেছেন: এটা ভালো বলছেন। আমিও আপনার সাথে এই বিষয়ে এক মত
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০২৪  সকাল ৮:০৬
প্রহররাজা বলেছেন: কারন উনার স্বাধীনতার সৈনিকরা উনাকে মোটমুটি লান্ছিত করে ঢাকা ফেরত পাঠাইসে। স্বাধীন দেশে উনার স্বাধীনতা নাই। উনি ছিলেন একজন লাল বিপ্লবী।