নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♥ যদি কখনো নিজেকে একা ভাবো, তাহলে ঐ দূর আকাশের অসীম সীমান্তের দিকে তাকিয়ে থাকো! কখনো নিরাশ হয়ে যেও না! হয়তো বা একটা বাজপাখিও তোমার দিকে উড়ে আসতে পারে! ♥}

সাহসী সন্তান

আমাকে তোর ভালোবাসার দরকার নেই। শুধু পাশে থেকে একটু সাহস যোগাস, দেখবি তখন ভালোবাসাটা এমনিতেই চলে আসবে!!

সাহসী সন্তান › বিস্তারিত পোস্টঃ

ফান পোস্টঃ- সামহোয়্যার ইন ব্লগের বিরোধীদলীয় সদস্যদের নামের তালিকা এবং নির্বাচন পরবর্তি বিরোধীদল জয়লাভ করলে কে কোন মন্ত্রনালয়ের পদে অধিষ্টিত হতে পারেন তার বর্ননা!

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩


ব্রেকিং নিউজঃ- নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত মাননীয় স্পীকার নির্বাচনে প্রত্যেকটা ব্লগারের মতামত এবং ভোট আশা করা হচ্ছে। নিজের ভোট নিজে দিন, এবং অন্যকেউ ভোট প্রদানে উৎসাহ প্রদান করুন। তবে জাল ভোট দেওয়া থেকে বিরত থাকুন! কেউ জাল ভোট প্রদান করেছে এমন কোন দৃষ্টান্ত কোথাও পাওয়া গেলে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তাহার বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে...........!! :P :P :P
-সাইসি (সামু ইলেকশন কমিশন)। :-/

প্রিয় ব্লগার ভাই এবং বোনেরা,
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা ইতোমধ্যে নিশ্চই সামহোয়্যার ইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদের সম্পর্কে সবাই কম/বেশি অবগত আছেন। তবে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এবারই প্রথম সামহোয়্যার ইন ব্লগের বিরোধীদল কর্তৃক একটা চুড়ান্ত সভায় আলোচনা সমালোচনার মাধ্যমে তাদের সদস্যদের নামের তালিকা ঘোষনা করেছে। যে নামের তালিকাটা ইতোমধ্যে নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁচেছে। আর নির্বাচন কমিশনের পৃষ্ট-পোষকতায় উক্ত নামের তালিকাটা আমাদের মাইরালা চ্যানেলের মাধ্যমে হুবহু এখানে উপস্থাপন করা হলো।

উল্লেখ থাকে যে, এখানে বিরোধীদল সেই সমস্থ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে যারা নির্বাচন পরবর্তি বিরোধীদল ক্ষমতায় গেলে কে কোন মন্ত্রনালয়ের দ্বায়িত্ত্ব পাবেন তারই একটা চুড়ান্ত নীতিমালা। তবে বিরোধীদল অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই মন্ত্রনালয়ের মধ্যে তিনটি পদকে সম্পূর্ন অপরিবর্তিত রেখেই তাদের নামের তালিকাটা নির্বাচন কমিশনের কাছে প্রদান করেছে। বিরোধীদল কর্তৃক অপরিবর্তিত রাখা পদ গুলি হলোঃ-
০১। রাষ্ট্রপতি- নোটিশবোর্ড।
০২। প্রধান মন্ত্রী- জানা। এবং
০৩। অর্থমন্ত্রী- আরিল।

উক্ত পদ তিনটিকে অপরিবর্তিত রাখার কারণ সম্পর্কে বিরোধীদলের কাছে জানতে চাওয়া হলে বিরোধী দলের একজন জৈষ্ঠ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে, নির্বাচন কমিশন কর্তৃক আমাদের কে এই তিনটি পদ অপরিবর্তিত রেখেই সদস্যদের নামের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল। তাছাড়া আপনারা সবাই হয়তো জানেন যে, আমৃত্যু পর্যন্ত এই তিনটি পদ সব সময় অপরিবর্তিতই থাকবে। এমনকি সাম্যহোয়্যার ইন ব্লগ যতদিন টিকে থাকবে ততদিন এই পদ তিনটিকে বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইচ্ছা করলেই কেও এই তিনটি পদের উপর হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি নির্বাচন কমিশনও নিজ ইচ্ছায় উক্ত পদ গুলোকে কোন মতেই পরিবর্তন করতে পারবে না! যদি এই পদ তিনটি নিয়ে কেও কোন ধরনের নাশকতা মূলক কার্যকলাপ করার চেষ্টা করে, তাহলে সরকারী এবং বিরোধী পক্ষ কর্তৃক এক জোট হয়ে তাকে কাউন্টার এ্যাটাকের মাধ্যমে সামু ছাড়া করা হবে বলেও খবরে প্রকাশ।

ইহা ছাড়াও বিরোধীদল অত্যন্ত বিচক্ষনতার পরিচয় দিয়ে তাদের প্রকাশিত নামের তালিকায় নারীদের অবস্থানকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে বলেও খবরে প্রকাশ। নির্বাচন কমিশন কর্তৃক জানা গেছে যে, বিরোধীদলের এই প্রকাশিত সদস্যদের মধ্যে নারীদের উপস্থিতি অত্যন্ত চোখে পড়ার মত। যেটা নারীর ক্ষমতায়নে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে স্বয়ং নির্বাচন কমিশনারও মনে করেন। তাছাড়া এবারই প্রথম দপ্তর বিহীন মন্ত্রী নামক একটা নতুন মন্ত্রনালয় সৃষ্টি করে সামুর বিরোধীদল অত্যন্ত অপরিনামদর্শিতার পরিচয় দিয়েছে বলেও সামুর বিশেষ বিশেষ অজ্ঞ ব্যক্তিদের অভিমত। তবে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে এমনিতেই মন্ত্রনালয় চালানো অসম্ভব হয়ে পড়ছে, এর মধ্যে আবারও নতুন মন্ত্রনালয় তৈরি করায় সরকারী বেশ কিছু মন্ত্রী, আমলা এবং গামলা সহ আম-জনতার মধ্যে একটা মিশ্র প্রতিকৃয়া লক্ষ করা যাচ্ছে। তবে বিরোধীদল এটাকে সম্পর্ণ সরকারি দলের নেতাদের মন গড়া কথা ছাড়াও অনেক কিছু মিডিয়ার সৃষ্টি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাছাড়া এসব ভুল প্ররোচনায় না পড়ার জন্য বিরোধীদল কর্তৃক সাধারণ জনগনকে আরো বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।

নিম্নে বিরোধীদল কর্তৃক নির্বাচিত সদস্যদের নামের তালিকা উপস্থাপন করা হলোঃ-

০১। স্বরাষ্ট্র মন্ত্রীঃ- বিরধীদলীয় সভায় অনেক কোন্দল, হাতাহাতি মারামারির পর নির্বাচন পরবর্তি এই পদে যাওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় ব্লগার জনাব গিয়াস উদ্দিন লিটন ভাইকেই সিলেক্ট করা হয়েছে। বিরোধীদল মনে করে স্বরাষ্ট্র দফতরের মত একটা গুরু দ্বায়িত্ত্বপূর্ন পদ একমাত্র লিটন ভাইয়ের মত ব্যক্তির দ্বারাই পরিচালনা করা সম্ভব। তবে উনার অপজিশন হিসাবে অথ্যাৎ সরকারি দলে প্রতিদ্বন্দী হিসাবে আছেন আর একজন জনপ্রিয় ব্লগার জনাব হাসান মাহবুব। তবে নাম প্রকাশ না করার স্বত্তে একজন সরকারি কর্মচারি বলেন যে, উনারা দুইজন নাকি অনেক দিনের পুরানো বন্ধু? সেদিক বিবেচনা করে যদি হাসান মাহবুব সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করে সেই পদটা বন্ধুর জন্য ছেড়ে দেন তাহলে সেটা ব্লগ ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যদিও এ ব্যাপারে উনার কোন মন্তব্য পাওয়া যায় নি..........!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০২। পররাষ্ট্র মন্ত্রীঃ- আমরা যারা আম-ব্লগার আছি তারা নিশ্চই ইতোমধ্যে কামরুন নাহার বীথি নামের একজন ব্লগারকে খুব ভাল করেই চিনে গেছেন? কারণ বর্তমান সময়ে উনার বিভিন্ন জায়গার সফর এবং সেই সফরের প্রত্যেকটা বর্ননা সহ ছবি যেভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন তাতে তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাবা জুনের থেকেও হু হু করে অনেক বেশি এগিয়ে যাচ্ছেন। আর বিরোধীদল এটাকেই একটা মোক্ষম সুযোগ হিসাবে ধরে নিয়ে বীথি আপুকেই আগামী নির্বাচনের নমিনেশন দিচ্ছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত হয়েছে। এবং নির্বাচন পরবর্তি জয়লাভের পর তিনিই হবেন সামুর নতুন পররাষ্ট্রমন্ত্রী। তবে এসম্পর্কে বীথি আপু তার বক্তব্যে কিছুটা হতাশা জনক উক্তি প্রয়োগ করে বলেন, 'আদৌতে আমার ইচ্ছা নেই নির্বাচন করার। কারণ আমি রাজনীতি বুঝিনা বোঝার চেষ্টাও করিনা। তবে সামুর বিরোধীদল যদি মনে করে আমার দ্বারা তারা একটু উপকৃত হবে, তাহলে তাতে আমার কোন আপত্তি নেই। তবে বিরোধী হিসাবে জুনাপুকে আমি জমের মত ভয় করি। বয়ষ্ক হলেও আজও উনার জনপ্রিয়তা তুঙ্গে............!!'
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৩। আইনমন্ত্রীঃ- এই পদে কাকে নমিনেশন দেবে এবং কাকে নমিনেশন দেবে না এটা নিয়ে সামুর বিরোধীদল অনেকদিন থেকেই বেশ কনফিউশনে ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে বিরোধীদল এই পদের যোগ্য ব্যক্তি হিসাবে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গেম চেঞ্জার এর নাম উপস্থাপন করেছেন। তবে ঝামেলা বাঁধে একটু পরেই। কারণ ওদিকে নিমগ্ন নামের একজন নিজ থেকেই এই পদ পাওয়ার একজন আগ্রহী প্রার্থি হিসাবে বায়োডাটা সহ দরখাস্ত সাবমিট করে। তবে নিমগ্নের থেকে গেম চেঞ্জার জনপ্রিয়তায় এগিয়ে থাকার দরুন তার কোন অনুরোধই ধোপে টেকেনি। এই পদে গেম চেঞ্জারের অপজিশন হিসাবে সরকারি দলে আছেন আর একজন জনপ্রিয় ব্লগার জনাব সুমন কর
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৪। যোগাযোগ মন্ত্রীঃ- সামুর বিরোধীদলীয় সভার আলোচনা সমালোচনা থেকে একটা ব্যাপার বেশ প্রতীয়মান হয় যে, তারা নির্বাচন পরবর্তি জয়লাভের পর যাকে যোগাযোগ মন্ত্রী পদে নিযুক্ত করবেন তাকে নিয়ে তাদের মনে কোন ধরনের সন্ধিহান নেই। অথ্যাৎ অন্যান্য সদস্যবৃন্দদের কে নিয়ে সামুর বিরোধীদলের মধ্যে একটু কনফিউশন থাকলেও যোগাযোগ মন্ত্রীর দ্বায়িত্ত্ব যাকে দেওয়া হবে তাকে নিয়ে কোন ধরনের টেনশন তাদের মনে কাজ করছে না বলে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে। বিরোধীদল এই পদের জন্য যোগ্য ব্লগার হিসাবে জনাব মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের নাম প্রস্তাব করেছেন এবং উক্ত সভাতেই সে নাম সর্ব-সম্মতিক্রমে পাশ হয়ে যায়। এই পদে জনাব মইনুল ভাইয়ের বিপক্ষে আছেন জনাব আমিনুর রহমান ভাই। তবে তিনি তুলনামূলক ভাবে একটু বেশি আন-এ্যাক্টিভ থাকায় মইনুল ভাইয়ের জন্য জয়লাভ করাটা আরো বেশি সহজ হবে বলে মনে করে সামুর বিশেষ বিশেষ অজ্ঞবৃন্দ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৫। পর্যটন মন্ত্রীঃ- যদিও এই পদে যাকে নির্বাচিত করা হয়েছে তিনি তুলনামূলক একটু বেশি আন-এ্যাক্টিভ, তবে সরকার দলীয় মন্ত্রীকেউ ইদানিং আর দপ্তরে তেমন দেখা যাচ্ছে না। কি জানি এই পদটার সমস্যা, নাকি পদে থাকা লোক গুলোর সমস্যা সেটা কেউই বুঝতে পারছে না। তবে দলে পুরানো লোক থাকাটা ব্যঞ্চনীয় মনে করে এই পদের জন্য বিরোধী দল জনাব সাদা মনের মানুষ নামক ব্লগারকেই নির্বাচিত করেছেন। তবে নির্বাচনে কারচুপি ঠেকানোর জন্য উক্ত ব্যক্তির উপর কড়া নজরদারি রাখা হবে। কারণ মানুষটা যতই সাদা মনের হোক না কেন ভিতরে ভিতরে কেমন তাতো আর নির্বাচন কমিশন জানেন না। তাছাড়া উনি নাকি সরকারদলীয় রেল মন্ত্রীর পেয়ারের দোস্ত বলেও ইদনিং বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। এই পদে উনার বিপক্ষে অবস্থান করছেন বোকা মানুষ বলতে চায় নামক ব্লগার।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৬। খাদ্যমন্ত্রীঃ- সরকারদলীয় এই মন্ত্রী পরিষদটা এতটাই জনপ্রিয় যে বিরোধী পক্ষকে এই পদের যোগ্য লোক খুঁজে বের করতে অনেক কাট-খড় পোড়াতে হয়েছে। কিন্তু তারপরেও নির্বাচিত ব্যক্তির জয়লাভ করাটা নিয়ে বিরোধী পক্ষের মধ্যে এখনও বেশ আলোচনা সমালোচনা সহ অনেক কর্মকর্তা কর্মচারিদের মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে। তবে পদ যখন আছে তখন সেই পদে তো একজন কে অধিষ্টিত করতেই হবে, তাই বাধ্য হয়ে বিরোধীদল এই পদের জন্য জনাবা ঈপ্সিতা চৌধুরী নামক আপুকেই সিলেক্ট করেছে। এই পদে উনার বিরোধী পক্ষ সরকার দলীয় মন্ত্রী পরিষদের দ্বায়িত্ত্বে আছেন আপামর জনসাধারনের আপুনি নামে খ্যাত, বিখ্যাত ব্লগার জনাবা শায়মা হক। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই পদে জয়লাভ করার জন্য দু'জনকেই একটা সুন্দর পদ্ধতী বাতলে দিয়েছে। যেহেতু নির্বাচন পরবর্তি শায়মা আপু নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা পেতে পারেন এবং তাতে বিরোধী পক্ষের মন ভেঙে যেতে পারে তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের জন্য এই ব্যবস্থা।

ব্যবস্থাটা হলো, শায়মা আপুনি এবং ঈস্পিতা আপুকে সামু ব্লগের সকল ব্লগারকে দাওয়াত করে একদিন খাওয়াতে হবে! :P তবে শর্ত হলো, উক্ত অনুষ্টানের যাবতিয় খানা-পিনার ব্যবস্থা উনাদের দু'জনকে নিজ হাতেই করতে হবে। অথ্যাৎ শরবত দেওয়া থেকে শুরু করে শেষের পর্ব ডাউল রান্না করা পর্যন্ত সব পাক নিজ হাতে করতে হবে। তারপর খাওয়া-দাওয়ার পর সবাই যার রান্নাকে বেশি ভাল বলবে এবং সুন্দর রান্নার দিক থেকে যে সংখ্যাগরিষ্টতায় এগিয়ে থাকবে তাকেই পরবর্তিতে খাদ্যমন্ত্রীর দ্বায়িত্ত্ব দেওয়া হবে। :P

নির্বাচন কমিশন কর্তৃক রান্নার কাঁচামাল আগেই সিলেক্ট করে দেওয়া হলো। কারণ তা না হলে তাদের রান্নার মধ্যে ভেজাল অথবা ফরমালিন থাকার সম্ভাবনা আছে। যেটা আম-জনতার জন্য নাশকতা মূলক হতে পারে।

রান্নার কাঁচামালঃ-
ক। বিদেশি সাগর পাড়ের শামুক (স্যুপ এবং রোস্ট করার জন্য)।
খ। চাইনিজ টিকটিকি (ভাজি এবং ছেচকি করার জন্য)।
গ। আমেরিকান তেলাপোকা (চচ্চড়ি করার জন্য)।
ঘ। বসরাই কেঁচো (শরবত করার জন্য) ইত্যাদী।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৭। নারী ও শিশু কল্যাণ মন্ত্রীঃ- এই পদটাতে কেউই দাঁড়াতে সাহস পাচ্ছে না। স্বয়ং বিরোধীদলের অনেক সিনিয়র নেতারাও এই পদটার ব্যাপারে বেশ কনফিউশনে আছেন। কেননা এই পদে যিনি সরকারী মন্ত্রী হিসাবে দ্বায়িত্ত্ব পালন করছেন তিনি পানিতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করতে অভ্যস্থ। সুতরাং কে যাবে এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে লাড়াই করতে? প্রত্যেকেরই তো জীবনের উপর একটা মায়া থাকে? তাছাড়া বেশি ঝামেলা করলে প্রতিপক্ষকে গুম করে দিতেও যে সরকার পক্ষের এই মন্ত্রীর জুড়ি মেলা ভার। যার ফলে এই মন্ত্রনালয়টা এখনও পর্যন্ত খালিই পড়ে আছে। তবে কেউ যদি এই মন্ত্রনালয় পরিচালনার ইচ্ছা পোষণ করেন তাহলে সে নির্দিধায় নির্বাচন কমিশন সমীপে কোন রকমের শর্ত ছাড়াই নমিনেশন পেপার সাবমিট করতে পারেন। আরো নির্বাচন কমিশন থেকে তাকে অনেক বড় ধরনের পুরষ্কার প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। তবে নমিনেশন পেপার জমা দেওয়ার আগে কার সাথে যুদ্ধে নামতে যাচ্ছেন তার নামটা জানা উচিত নয় কি? আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের পূর্বপরিচিত জনাব কাল্পনিক_ভালোবাসা
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৮। সমাজ কল্যান মন্ত্রীঃ- এই পদটার জন্য সব থেকে বেশি যে জিনিসটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো, যিনি এই পদে থাকবেন তাকে অনেক বেশি ঘুম কাতুরে হতে হবে। কিন্তু আদৌও সামুর বিরোধী পক্ষ এই জিনিসটাকে প্রাধান্য দিয়েছে কিনা সেটা নিয়ে নির্বাচন কমিশনের মনে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে? কারণ এই পদের দ্বায়িত্ত্ব দেওয়া হয়েছে এমন একজন ব্লগারকে যাকে নির্বাচন কমিশন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্লগে নির্ঘূম ভাবে সময় কাটাতে দেখেছে। তাহলে তিনি কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সমাজের মঙ্গল সাধন করবেন? নির্বাচন পরবর্তি বিরোধীদল যদি জিততে পারে, তাহলে বিদ্রোহী ভৃগু নামক ব্লগারের উপর এই গুরু দ্বায়িত্ত্ব পড়তে পারে বলে আমাদের স্থানীয় সংবাদ দাতা বিষয়টি নিশ্চিত করেছেন। এই পদে উনার প্রতি পক্ষ হিসাবে লড়বেন অত্যন্ত গুনি ব্লগার জনাব চাঁদগাজী
--------------------------------------------------------------------------------------------------------------------------------
০৯। সংস্কৃতি বিষয়ক মন্ত্রীঃ- নির্বাচন পরবর্তি এই পদের জন্য প্রথমে চিত্রশিল্পি উর্বিকে সিলেক্ট করা হলেও পরবর্তিতে উনাকে অন্য একটা মন্ত্রনালয়ের দ্বায়িত্ত্ব দিয়ে এই পদে শেষ পর্যন্ত কথাকথিকেথিকথন নামের ব্লগারকে সিলেক্ট করা হয়েছে। তবে এই পদ পাওয়ার আগে জনাব/জনাবা কথাকথিকে প্রচুর পরিমাণে 'বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ইংরেজি এবং কোরিয়ান' ছাড়াও পৃথিবীতে যত দেশে যত ভাষার সিনেমা আছে সব গুলোর ব্যাপারে জ্ঞান রাখার কথা বলা হয়েছে (স্টার জলসা বাদ)। কারণ এই পদে উনার প্রতিপক্ষ এমন একজন ব্যক্তি যিনি এই সব সিনেমার ব্যাপারে সর্ব বিষরদও বলা যায়। সুতরাং প্রতিপক্ষ যখন শক্ত অবস্থানে থাকে তখন একটু খাটনিতো করতেই হবে। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন জনাবা রিকি
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১০। শিক্ষামন্ত্রীঃ- শিক্ষামন্ত্রী পদে বর্তমানে বিরোধীদল যাকে সিলেক্ট করেছে তাকে নিয়ে নির্বাচন কমিশনের মনে কোন ধরনের উৎকন্ঠা নেই বলে খবরে প্রকাশ। কারণ সরকার দলীয় শিক্ষামন্ত্রী এত বড় একটা পদে থেকেও কোন ভাবেই উনার দ্বায়িত্ত্ব যথাযথ ভাবে পালন করতে পারছেন না বলে স্বয়ং প্রধানমন্ত্রীও বেশ চিন্তিত। প্রশ্ন ফাঁস করা থেকে শুরু করে নকল করা পর্যন্ত সব বিষয়ে শিক্ষামন্ত্রীর জ্ঞান থাকাটা অনেক জরুরী। আর এই সব দিক বিবেচনা করে সামুর বিরোধীদল এই পদের যোগ্য ব্যক্তি হিসাবে জনাবা আমি ময়ূরাক্ষীআপুকে সিলেক্ট করেছে। যদিও আপু এই গুরু দ্বায়িত্ত্বটুকু যথাযথ ভাবে পালন করতে পারবে কিনা জানি না তবে দল উনার কাছ থেকে অনেক ভাল কিছু আশা করেন বলেই উনাকে এই পদের দ্বায়িত্ত্ব দিয়েছে। এই পদে উনার বিরোধী পক্ষ হিসাবে খুব নড়বড়ে ভাবে অবস্থান করছেন প্রোফেসর শঙ্কু
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১১। স্বাস্থ্য মন্ত্রীঃ- সরকারদলীয় স্বাস্থ্যমন্ত্রী আজকাল ব্লগারের স্বাস্থ্যের দিকে খোঁজ না রেখে নিজের স্বাস্থ্যনিয়ে ব্যস্ত থাকায় এই সুযোগে বিরোধীদল একটা দাবার চালের মত করে ডাঃ মারজান কে এই পদে নিয়ে এসেছেন। যদিও এটাতে বিরোধী দলের অনেক সিনিয়র মেম্বররা একটু অখুশি অখুশি ভাব ধরেছিলেন কিন্তু মারজান সাহেব ইয়ে দিয়ে সবার মুখ এমন ভাবে বন্ধ করে রেখেছেন যে তাদের বাড়ির গিন্নিরাও আজকাল নির্বাচন কমিশনে এসে ঝামেলা করছেন যে, তাদের স্বামীরা নাকি আর আগের মত কথা বলছেন না? এই পদে উনার বিপক্ষ হিসাবে আছেন জনাব রমিত
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১২। কৃষিমন্ত্রীঃ- দেশে যেভাবে জিনিস পত্রের দাম বাড়ছে তাতে আগামী দশক থেকে ব্লগে হাহাকার পড়ে যায় কিনা এব্যাপারে বিশেষ বিশেষ অজ্ঞ ব্যক্তিরা বেশ চিন্তিত। আর এ কারণে বিরোধীদল চাচ্ছেন এমন একজন তাদের নির্বাচন পরবর্তি কৃষিমন্ত্রী থাকবেন যিনি কৃষকের ধান নিজের বলে চালিয়ে দিয়ে মন্ত্রীপরিষদের ভাব মূর্তিকে আরো উজ্জল করবেন। আর সেজন্য বিরোধীদল এই পদে গুলশান কিবরীয়া নাম্মী একজন সুনাম ধন্য ব্লগারের নাম ঘোষনা করেছেন। তবে এই পদে সরকারদলীয় মন্ত্রী জনাবা মনিরা সুলতানা আপাও কিন্তু কম জনপ্রিয় নয়। সুতরাং আগের থেকেই সাবধান!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৩। শিল্পমন্ত্রীঃ- যদিও এই পদের জন্য সামুর বিরোধীদল যে ব্যক্তিটার নাম ঘোষনা করেছেন তিনি অত্যন্ত নিরীহ গো-বেচারা টাইপের। তারপরেও উনার থেকে যোগ্য ব্যক্তি খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত তার নামটাই নির্বাচনি ইসতেহারে নির্বাচন পরবর্তি শিল্পমন্ত্রী হিসাবেই রয়ে গেল। তিনি বিরোধী দলের হয়ে লড়লেও সবার সরকারি খালু হিসাবে পরিচিত এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি জনাব দর্পণ খালু। তো খালুর জন্য একটা হাত তালি হয়ে যাক? এই পদে উনার বিপক্ষে আছেন আর একজন জনপ্রিয় ব্যক্তি জনাব দীপংকর চন্দ। তবে খালু কথা দিয়েছেন, নির্বাচনের প্রচারনায় তিনি নিজে তো থাকবেনই পাশা পাশি আমাদের প্রান প্রিয় খালাম্মা কেউ নির্বাচনি প্রচারনায় কাজে লাগাতে পারেন।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৪। রেলমন্ত্রীঃ- বিরোধীদলের পক্ষ থেকে নির্বাচন কমিশন অত্যন্ত হাতাশার সাথে জানাচ্ছে যে, এই পদের জন্য বিরোধীদল আজ পর্যন্ত কাওকেই সিলেক্ট করতে পারেনি। এটা নিয়ে বেশ কয়েকবার বিরোধীদল সভা-সমাবেশ ডাকলেও শেষ পর্যন্ত ফলাফল হয়েছে জিরো। কারণ কোন হৃদয়বান ব্যক্তিই এই পদের জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছেন না। যদি কেউ এই পদের জন্য এ্যপ্লাই করতে চান তাহলে তিনি এ্যাপ্লাই করতে পারবেন। তবে তাকে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যদি কেউ সব গুলো শর্ত পূরণ করতে পারে, তাহলে নির্বাচন কমিশন ভেবে দেখবে বিরোধীদলের জন্য তাকে সিলেক্ট করবে কি করবে না।

শর্ত নং-০১: দরখাস্তকৃত ব্যক্তির বয়স ৬০-৭০ বছরের মধ্যে হতে হবে। তবে কোন মতে সত্তরের উপরে যাওয়া যাবে না। যদি বয়স বেশিও হয়, তাহলে এফিডেবিট করে সেটাকে সংশোধন করেই দরখাস্ত জমা দিতে হবে।
শর্ত নং-০২: দরখাস্ত কৃত ব্যক্তিকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিতরা একশত হাত দূরে থাকুন। বাচ্চারা মাঠে খেলতে যাও।
শর্ত নং-০৩: ঠিক সত্তর বছরের মাথায় তিনি সকল ব্লগারদেরকে একটা সুসংবাদ দান করবেন। অথ্যাৎ অবিবাহিত ডিগ্রিকে জলাঞ্জলি দিয়ে গলায় বিবাহিত ডিগ্রি ঝুলাতে হবে।
শর্ত নং-০৪: পাত্রী আগে থাকতে সিলেক্ট করা থাকলে চলবে না। কারণ নির্বাচন কমিশনই সেটা ঠিক করে দেবে। তবে নিজস্ব কোন পছন্দ থাকলে সেটা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করতে হবে। পরে নির্বাচন কমিশন ভেবে দেখবে আপনাকে নমিনেশন দেওয়া যাবে কি যাবে না।
শর্ত নং-০৫: দরখাস্ত কৃত ব্যক্তি অবিবাহিত কোন সংগঠনের সাথে যুক্ত থাকলে সেটা উক্ত ব্যক্তির অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচত হবে।
বিঃ দ্রঃ- 'তবে সকল ক্ষেত্রে আম জনতার সাপোর্ট থাকাটা অত্যন্ত জরুরী। কারণ এই পদে সরকারী মন্ত্রী হিসাবে আছেন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত ছড়াকার জনাব প্রামানিক ভাই।'
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৫। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীঃ- নির্বাচন কমিশন একটু অসন্তষ্ট থাকলেও বিরোধীদল সেটাকে আমলে না নিয়ে এই পদের জন্য জনাবা রোদেলা আপু নামক ব্লগারকেই সিলেক্ট করেছেন। এই পদে উনার বিরোধী পক্ষ হিসাবে অত্যন্ত শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছেন সরকারদলীয় মন্ত্রী জনাব কাবিল ভাই।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৬। যুব ও ক্রীড়া মন্ত্রীঃ- যদিও এই পদটা তার নামের সাথে খুব একটা যায় না, তারপরেও আর কোন যোগ্য ব্যক্তি না থাকায় বিরোধীদল এই পদের জন্য জনাব কি করি আজ ভেবে না পাই ভাইয়াটাকে সিলেক্ট করেছেন। আমার মনে হয় নির্বাচন কমিশনের এই নমিনেশন পেপার ভাইয়াটার হাতে যাওয়ার সাথে সাথে ভাইয়াটা টেনশনে খাওয়া-দাওয়া ছেড়ে দেয় কিনা আল্লাহই জানে? এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন নির্বাচন কমিশনের অত্যন্ত কাছের ব্যক্তি, এবং নন্দিত রোম্যান্টিক গল্প লেখক জনাব অপু তানভীর ভাই।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৭। ভূমি মন্ত্রীঃ- মূলত নামের সাথে মিল রেখে বিরোধীদল যে মন্ত্রীকে সিলেক্ট করেছেন তিনি হলেন বিচার মানি তালগাছ আমার। নির্বাচন কমিশন এই ব্যাপারে বিরোধী দলের উপর ভীষণ খুশি। কারণ এতমন্ত্রীর ভিড়ে এমন একজন কে পাওয়া গেল যার নামের সাথে তার পদেরও অনেক মিল। এই পদে উনার বিরোধীপক্ষ হিসাবে অবস্থান করছেন অত্যন্ত জনপ্রিয় ব্লগার জনাব আহমেদ জী এস
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৮। বানিজ্য মন্ত্রীঃ- যারা বিজ্ঞানের ছাত্র তারা এই পদের বিরোধী দলের সিলেক্টকৃত ব্যক্তিকে খুব সহজেই চিনে নিতে পারবেন। তবে নামটা বলে দিলে শুধু বিজ্ঞানের ছাত্ররাই না আম-জনতাও তাকে খুব সহজেই চিনতে পারবেন। তিনি আর কেউ নন..........ধমনী। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন জনাব কলমের কালি শেষ
--------------------------------------------------------------------------------------------------------------------------------
১৯। পানি সম্পদ মন্ত্রীঃ- তুলানামূলক ভবে যদিও তিনি সামুর একজন হারিয়ে যাওয়া সন্তান সম। কিন্তু তারপরেও বিরোধীদল অত্যন্ত বিচক্ষনতার পরিচয় দিয়ে তাদের নির্বাচনি ইশতেহারে বেশ কিছু সিনিয়র ব্লগারকে রেখে দিয়েছেন যেটা তাদের দলীয় কোন্দল মিটাতে কাজে লাগবে বলে অনেক সদস্যই মনে করেন। আর তাই বিরোধীদল এই গুরুত্বপূর্ন পদের জন্য সিনিয়র ব্লগার জনাবা আরজুপনি কে নির্বাচিত করেছেন। আর বিরোধীদলের এই বিচক্ষনতায় সয়ং নির্বাচন কমিশনও ভীষণ ভাবে মুগ্ধ। এই পদে উনার বিরোধী পক্ষ হিসাবে আছেন জনাব এহসান সাবির
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২০। গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রীঃ- অনেক বাক বিতন্ডা, আলোচনা সমালোচনার পর অবশেষে এই পদের জন্য বিরোধীদল একজন নতুন আনকোরা ব্লগারকেই সিলেক্ট করেছে। ব্লগারটির নাম জনাব রুদ্র জাহেদ । এ ব্যাপারে নির্বাচন কমিশন বিরোধী দলের কাছে কৈফিয়ত তলব করলে বিরোধী দল থেকে বলা হয় যে, নতুন পুরানো বড় কথা নয়। আমার প্রকৃত যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে সিলেক্ট করেছি। তবে এই পদে উনার বিপক্ষে খুবই শক্ত ভাবে অবস্থান করছেন জনাব ঢাকাবাসী। যার কারণে আদৌও রুদ্র জাহেদ নামক ব্যক্তি তার সাথ কম্পিটিশনে পারবে কি পারবে না এ ব্যাপারে বিরোধীদলের মধ্যেও অনেক চাপা গুঞ্জন শোনা যাচ্ছে।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২১। ধর্ম মন্ত্রীঃ- এই মন্ত্রনালয়ের জন্য বিরোধীদল অনেক দিন থেকেই হ্যারিকেন ধরিয়ে একজন সাদা সিধা মানুষকে খুঁজছে। কিন্তু এতদিন পর্যন্ত খোঁজ দ্যা সার্চের মাধ্যমে অবশেষে তারা সফলতা পেয়েছে বলে উক্ত দলের সিনিয়র মেম্বররা মনে করেন। এবং এই পদটা তার মত একজন মানুষের হাতে যদি নির্বাচন পরবর্তি জয়লাভের পর অর্পন করতে পারে তাহলে বিরোধী দল নিজেদেরকে গর্বিত মনে করবে। এই পদের জন্য অনেক খুঁজে বিরোধী দল কয়েস সামী নামক একজন ব্লগারকেই সনাক্ত করেছেন। উক্ত পদে উনার বিরোধী পক্ষ হিসাবে অবস্থান করছেন জনাব মঞ্জুর চৌধুরী
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২২। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীঃ- সামুর বিরোধীদল তাদের সভার কার্যবিবরনীতে মুক্তিযোদ্ধাবিষয়ক মুন্ত্রী হিসাবে বেশ কয়েক জনের নাম ঘোষনা করলেও পরবর্তিতে সবাইকে হটিয়ে দিয়ে একমাত্র রূপক বিধৌত সাধু নামের ব্লগারই এই পদে এখনও পর্যন্ত টিকে আছেন। যদিও এটা নিয়ে উক্ত সভা কক্ষে বেশ হইচই এবং কাঁদা ছোড়াছুড়ির ঘটনা ঘটেছিল, কিন্তু সভার সিনিয়র মেম্বররা সব কিছুকে সুষ্টভাবে নিয়ন্ত্রন করে এবং সার্বিক দিক বিবেচনা করে অবশেষে সাধু ভাইয়ের নামটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন ব্লগে অন্যতম জনপ্রিয় এবং জিনিয়াস ভাইয়া শতদ্রু একটি নদী...
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২৩। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীঃ- সরকার দলীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে ইদনিং আর ব্লগে তেমন একটা দেখা যাচ্ছে না। যেটা নিয়ে উপর মহল থেকে শুরু করে নিচ মহল পর্যন্ত সবার মনেই একটা কি হলো (?) কি হলো (?) ভাব। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বিরোধী দল তাদেরও একজন বিজ্ঞানও প্রযুক্তি মন্ত্রী ঘোষনা করেছেন। তিনি হলেন দা স্নাইপার। এই পদে উনার প্রতিপক্ষ এক সময়ের তুখড় মেধাবী ব্লগার জনাব বশর সিদ্দিকী। (বশর ভাই আপনি সম্ভাবত অনেক ব্যস্ত থাকেন? সত্যিই আপনার লেখা গুলোকে অনেক মিস করি)।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২৪। তথ্যমন্ত্রীঃ- সামু ব্লগের বিরোধীদল এই পদের জন্য নির্বাচিত করে আমি আবুলের বাপ নামক ব্লগারকে। ছেলের নাম আবুল বলে আবার ভাববেন না উনিও আবুল। নির্বাচন কমিশন মনে করে উনিই পারবেন তথ্যমন্ত্রনালয়টাকে যথাযথ ভাবে মূল্যায়ন করতে। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন জনাব প্লাবন২০০৩
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২৫। পরিবেশ ও বনমন্ত্রীঃ- এই পদটার ব্যাপারে সামুর বিরোধীদলের সাথে নির্বাচন কমিশন একদম একাত্মতা ঘোষনা করেছেন। এই যথাযথ মূূল্যবান পদটার জন্য সামুর বিরোধীদল নূর মোহাম্মদ নূরু নামক একজন সুনাম ধন্য ব্লগারকে সিলেক্ট করেছে। তবে এই পদে উনার প্রতিপক্ষ জনাব জেন রসি এতটাই শক্ত অবস্থানে আছেন যে, সেটা ভেবেই প্রথমে বিরোধীদল এই পদটাকে বাদ দিতে চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের চাপের মুখে তারা পদটা রাখতে বাধ্য হয়।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২৬। লুল মন্ত্রীঃ- নির্বাচন কমিশন থেকে আগেই বিরোধীদলকে বলা হয়েছিল যে, এই পদে এমন একজনকে দ্বাড় করাতে হবে, সে যেন সব দিক থেকেই অত্যন্ত পারফেক্ট হয়। এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু শর্তও জুড়ে দেওয়া হয়।

শর্ত নং-০১: তাকে যতটা সম্ভব বিয়ে পাগলা হতে হবে।
শর্ত নং-০২: কয়েকদিন পরপর নিউ লুক (নতুন চেহারা) ধারন করতে হবে।
শর্ত নং-০৩: সব সময় শাশুড়ির মনরঞ্জন করে চলার চেষ্টা করতে হবে।
শর্ত নং-০৪: নিজের বউকে কোন মতেই নিজের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এবং ঘর জামাই থাকার ইচ্ছা পোষন কারী ব্যাক্তিকে এটা তার অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করে তাকে যতটা সম্ভব অন্যদের থেকে অগ্রাধীকার দেওয়া হবে।

আর নির্বাচন কমিশনের এই সকল শর্ত সম্পূর্ন সঠিক ভাবে পূরণ করে বিরোধী দলের পক্ষ থেকে এই পদে জনাব এস কাজী সাহেব কে নির্বাচিত করা হয়েছে। এবং নির্বাচন কমিশনও মনে করে এই যোগ্যতার প্রায় সব গুলোই তার মধ্যে খুব ভাল ভাবেই বিদ্যমান আছে (ডোন্ট মাইন্ড)। ইহা ছাড়াও তার আরো অনেক যোগ্যতা থাকতে পারে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন অত্যন্ত জনপ্রিয় লেখক এবং কবি জনাব সেলিম আনোয়ার। যদিও সেলিম ভাই সরকারীদল থেকে অত্যন্ত শক্ত অবস্থানে দন্ডায়মান। তবে বিরোধীদল সেটাকে কোন সমস্যা হবে বলে মনে করছে না। কারণ এই পদে উত্তীর্ন ব্যক্তি জনাব এস কাজি সাহেবের সাথে আছে মাদার-ইন ল'স পাওয়ার। বিরোধী দল মনে করে উনি উনার শাশুড়ির জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে অনায়াশেই ভুই তরুনী পার হতে পারবেন।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২৭। প্রবাসি কল্যান মন্ত্রীঃ- এই পদের জন্য সামুর বিরোধী দল একজন প্রবাসি ব্লগারকে খোঁজ করছিল। এবং নির্বাচনি ইশতেহারে বিরোধীদল একজনের নাম উল্লেখ করলেও নির্বাচন কমিশন সহ দলের বেশ কিছু সদস্য কর্তৃক ফুসুর-ফাসুর শোন যাওয়ায় বিরোধীদল তাহার নমিনেশন পেপার স্থগিত রেখে দেয়। আর তাহার পরিবর্তে বিরোধীদল দ্বিগুন উদ্দ্যমে বিদেশী ব্লগার খোঁজার কাজে বিপুল সংখ্যক লোক নিয়োগ করে। এবং অবশেষে তারা সফলও হয়। প্রবাসি কল্যান মন্ত্রী হিসাবে বিরোধীদল যে ব্লগারের নাম ঘোষনা করেছে তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত মুখ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি; চাইনিজ বাসি জনাব চ্যাং। উক্ত পদে উনার বিরোধী পক্ষ হিসাবে থাকবেন জনাব প্রবাসী পাঠক
--------------------------------------------------------------------------------------------------------------------------------
২৮। প্রাণী ও মৎস সম্পদ মন্ত্রীঃ- বিরোধীদলের পক্ষ থেকে এই পদের জন্য জনাব কিরমানী লিটন সাহেবের নাম ঘোষনা করা হয়েছে। তবে আদৌও লিটন ভাই নিজ থেকে উদ্ভুদ্ধ হয়ে এই পদ নেবেন কিনা সে ব্যাপারে বিরোধী দলের অনেকরে মনেই সন্দেহ আছে। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন জনাব ইমতিয়াজ ১৩

বিরোধী দল কর্তৃক বর্দ্ধিত মন্ত্রী পরিষদঃ-

০১। দপ্তর বিহীন মন্ত্রীঃ- এই মন্ত্রী পরিষদটি বর্দ্ধিত করে এমনিতেই সামুর বিরোধীদল সারা ব্লগে হইচই ফেলে দিয়েছে। তার উপর পৃথিবীতে মনে হয় এবারই প্রথম কোন নারী সদস্যকে দপ্তর বিহীন মন্ত্রী নামক এমন একটা গুরু দ্বায়িত্বপূর্ন পদ দান করছে সামুর বিরোধী দল। যেটার মাধ্যমে ইতোমধ্যে গ্রিনিজ বুকস অপ ওয়াল্ড থেকে রিকোয়েস্ট করা হচ্ছে এই যুগান্তকারী ঘটনাটাকে পৃথিবীর সামনে তুলে ধরতে এবং রেকর্ড বইয়ে নাম লেখাতে। তবে বিরোধী দল কিছুতেই সেটাতে রাজি হচ্ছে না। যদিও এ ব্যাপারে উক্ত পদ প্রার্থীর কাছ থেকে কোন ধরনে লিখিত অথবা মৌখিক কোন নির্দেশনা পাওয়া যায়নি। তবে বিরোধীদল মনে করে এই পদের ব্যাপারে উনার কোন আপত্তি থাকবে বলে মনে হয় না। এই পদের জন্য সামুর বিরোধী দল জনাবা উর্বি নামক একজন চিত্রকরকে নিযুক্ত করেছেন। যার প্রত্যেকটা চিত্রকর্ম দেখে স্বয়ং নির্বাচন কমিশনারও অনেক খুশি। এবং বিরোধীদল মনে করে, কোন রকম বাধা বিপত্তি এবং প্রতিপক্ষ না থাকায় আগামী নির্বাচনে উর্বি আপুর বিজয় নিশ্চিত?
--------------------------------------------------------------------------------------------------------------------------------
দৃষ্টি আকর্ষণঃ- সরকারি দল থাকবে, বিরোধীদল থাকবে আর তাদের সাথে মাননীয় স্পীকার থাকবে না তাই কখনও হয় নাকি? আর এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছেন। নির্বাচন কমিশন সম্পূর্ন নিরপেক্ষতা বজায় রেখে সরকারি বা বেসরকারি কোন কর্মকর্তাকে স্পীকার হিসাবে নিয়োগ প্রদান না করে, একদম নিরপেক্ষ ভাবে মাননীয় স্পীকার হিসাবে খসড়া ভাবে দুইজন ব্যক্তির নাম ঘোষনা করেছেন। যারা ব্লগে অত্যন্ত প্রবীণ এবং খুবই বিচক্ষন ব্যক্তি। সরাসরি ভাবে উনাদের কে সামুর হারানো সন্তানও বলা যেতে পারে। অথ্যাৎ হঠাৎ হারিয়ে যাওয়ার পরে উনারা আবারও সামুতে ফিরে এসেছেন জেনে নির্বাচন কমিশন উনাদের উপর অনেক বেশি খুশি হয়ে উনাদের কে এই পদে অধিষ্টিত করছেন। তবে সে ক্ষেত্রে সাধারণ ব্লগারদের ভোটের উপরও নির্বাচন কমিশন অত্যন্ত আস্থাশীল।

নির্বাচন কমিশন কর্তৃক প্রথমিক ভাবে নির্বাচিত ব্যক্তি দু'জন হলেনঃ-
০১। কান্ডারি অথর্ব।
০২। অপর্ণা মম্ময়।
উক্ত নির্বাচিত ব্যক্তি সম্পর্কে নির্বাচন কমিশন আম-ব্লগারদের কাছ থেকে পূর্ণ সমর্থন আশা করছে। এখানে উল্লেখ্য যে, আম-ব্লগারের ভোটে যিনি বিজয়ী হবেন তিনি সরাসরি প্রধান স্পীকার হিসাবে চুড়ান্তভাবে নির্বাচিত হবেন। এবং পরবর্তি ঘোষনা না আশা পর্যন্ত তিনি প্রধান স্পীকার হিসাবেই দ্বায়িত্ত্বে বহাল থাকবেন। আর অপরজন নিশ্চিন্ত মনে ডেপুটি স্পীকার হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় চুড়ান্ত ভাবে নির্বাচিত হবেন। তবে সব ক্ষেত্রে নির্বাচন কমিশন সামুর সকল ব্লগারদের পূর্ণ সমর্থন সহ সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় দলেরই স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ আশা করছে।
***********************************************************************************************************
পুনশ্চঃ- আমার পরবর্তি আকর্ষণ হিসাবে থাকছে, "সাম্যহোয়্যার ইন ব্লগের প্রথম সংসদ অধিবেশন"! যেখানে সরকারি মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে অত্যন্ত সাবলিল অথচ বিনোদন মূখী করে প্রকাশ করা হবে। তবে এ ক্ষেত্রে যারা সিনিয়র ব্লগার ভাই এবং বোনেরা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি? যদি এর আগে সামুতে এমন কোন পোস্ট এসে থাকে তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন?

আজকের মত বিদায় নেবো! তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই। সামুতে সরকারি দল বা বিরোধী দল কিংবা পক্ষ বা বিপক্ষ বলে কিছু নেই। এখানে আমরা সবাই সমান। সামুতে ব্লগিংকৃত ব্যক্তিদের একটাই পরিচয়, এখানে আমরা সবাই ব্লগার। যারা তাদের নিজ নিজ উপস্থাপনার মাধ্যমে এখানে সুন্দর ভাবে ব্লগিং করেন।

আজকের এই পোস্টটি তৈরি করতে আমাকে সব থেকে বেশি সহযোগীতা করেছে যে পোস্ট গুলো তার তালিকা নিম্নে দেওয়া হলোঃ-
০১। এক নজরে দেখে নিন সামুর মন্ত্রী পরিষদ B-)
--------------লেখকঃ জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র
০২। সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট !:#P
--------------লেখকঃ সুমন কর
০৩। সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-'সামুর মামুরা'
--------------লেখকঃ সাহসী সন্তান

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিঃ- বিরোধী দলের নির্বাচনি ইশতেহারে এখনও পর্যন্ত দুইটা পদ (রেল এবং নারী ও শিশু কল্যান) খালি পড়ে আছে। উক্ত পদ দুটির জন্য যে কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে! তাছাড়া সরকারি দলে জন্য একজন দপ্তর বিহীন মন্ত্রী আবশ্যক। আগ্রহী প্রার্থিগন প্রধানমন্ত্রী বরাবর নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত করতে পারেন।

বিঃ দ্রঃ- বিরোধীদলের সহযোগীতায় নির্বাচন কমিশন সম্পূর্ন অবাদ, সুষ্ট এবং নিরপেক্ষতা বজায় রেখে এই নামের তালিকাটি প্রকাশ করেছে। তারপরেও নির্বাচন কমিশনের সচ্ছতা নিয়ে যদি কারো মনে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে দয়া করে কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবেন! তাছাড়া এটি একটি ফান পোস্ট। বিধায় পোস্টটিকে অন্যভাবে না দেখে শুধুমাত্র ফান হিসাবে দেখলেই সব থেকে বেশি খুশি হবো। ইহা ছাড়া কেউ যদি পোস্ট থেকে নিজের নামটি বাদ দিতে চান, তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। তাহলে সাথে সাথে আমি তার নামটাকে পোস্ট থেকে বাদ দিয়ে দেবো..........!!

টাইপিংয়ের ভুলের কারনে হয়তো অনেক জায়গায় বানানে ভুল হতে পারে। সেটাকে বিবেচ্য বিষয় হিসাবে না ধরে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো!

মন্তব্য ২৪০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (২৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) :) :) :) :) :) :) :)

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

সাহসী সন্তান বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসাবে আপনাকে আন্তরিক অভিনন্দন!

তবে মাননীয় স্পীকার হিসাবে আপনি সংসদ অধিবেশনে কাকে দেখতে চাচ্ছেন তাতো বললেন না?

শুভ কামনা জানবেন!

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আছি...

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২

সাহসী সন্তান বলেছেন: আছেন তো বুঝতে পারলাম! তবে ভোট না দিয়া চইলা যাওন টা কি ঠিক হইলো? :P


মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: মাথা খাটানো ধরণের পোস্ট। পর্যবেক্ষনে রইলো।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

সাহসী সন্তান বলেছেন: নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত মাননীয় স্পীকারের মধ্যে একজনের উপস্থিতিকে আন্তরিকতার সহিত স্বাগত জানানো হচ্ছে! পোস্ট পর্যবেক্ষনে রাখছেন জেনে খুবই খুশি হইলাম!


শুভ কামনা জানবেন!

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:

আই কুনদিন সামুর বরিুধীদলে আছিলাম ন ।
আঁরে ওঁই পদেরথ্থন বাদ দিয়েহালান ।

আই সক্কলসময় একজোন সাধারণ ব্লোগার হিসাবে থাইকবার চাই ।
ওই পদটা আর কাউঁরে দিঁয়া তাঁরে সম্মাণিত কইল্লে আঁই খুশি হইতাম । 8-|

আপনের পুস্টখান জব্বর পছইন্দ হইলে, তাঁই আঁর শুকেছে রাইখবারলান নিছি ।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

সাহসী সন্তান বলেছেন: সম্ভাবত ভবিষ্যতের পানি সম্পদ মন্ত্রী শীতের বরফ গলা পানির কথা চিন্তা কইরা ব্যাপুক ভাবে ভয় পাইছেন? তয় চিন্তা করনের কুন কাম নাইক্কা.......! মন্ত্রী যখন হইবইন তহন তো আমাগো মত আম পাবলিকরে মনে করনের চিন্তা আপনাগো মাথাতেই আসবো না? তয় একবার যহন সিলেক্টেড হইছুইন তহন আর নাম কাটোন যাইতো না! :P


পুস্ট পছন্দ এবং শুকেছে রাইখা দেওনের লাই থ্যাংকু........!!

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
লুল মন্ত্রী পদে আমার বিনা প্রতিদ্বন্দীতায় জ​য়লাভ করার কথা, কিন্তু আমাকে প্রার্থী হিসাবেই রাখা হ​য়নাই! :-0 মানিনা এই ২ নম্বুরি নির্বাচন​ /:)
এই প্রহসনপ্রহসনমুলক নির্বাচন বাতিল করা হৌক/পোস্ট ডিলিট করা হৌক​ X(

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

সাহসী সন্তান বলেছেন: আগেই কইয়া রাখি, এইটা কিন্তু নির্বাচন না! বলতে পারেন নির্বাচন পূর্ববর্তি বিরোধী দলের পূর্ব প্রস্তুতি! সুতরাং টেনশনের কুনো কারণ নাইক্কা! ব্লগে লাইগা থাকেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনার বিষয়টা মাথায় রাখলো! তাছাড়া এখনো পর্যন্ত তিনটি পদ খালি পড়ে আছে! ইচ্ছা করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি তার একটাতে বইসা যাইতে পারেন।

আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনার এই অপপ্রচারের জন্য আপনার বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি হইতে পারে? সাবধান!


মন্তব্যের জন্য ধন্যবাদ!

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

আরজু পনি বলেছেন:

ওক্কে ওক্কে
ভয়ে মরে কাপুরুষ লড়ে যায় বীর
তয়লে আমি নারী ও শিশু কল্যান মন্ত্রী পদটাও চাই...আমার লগে ষঢ়যইন্ত্র কইরা, ষযনপীতি কইরা ওই পোস্ট কাল্পুনিক বাগাইছে...ওরে আমি দেইখ্যা লইবার চাই :-0
নাইলে কিন্তু খেলুম না, এই কইয়া রাখলাম ।
=p~

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

সাহসী সন্তান বলেছেন: এইটা আপনি কি কন আপু? একটা লইয়াই এত দ্বিমত তার উপর আর একটা লইয়া টানা-টানি? এসব চইলতো না? আপনাকে যে কোন একটা বেছে নিতে হবে? হয় পানি নয়তো নারীও শিশু! কোনটা? তয় কা_ভা ভাইয়ের লগে ফাইটিংয়ে পারবেন তো?



আমিও প্রথমে তাই ভাবছিলাম। কা_ভা ভাই বহুদিন থাইক্কা ঐ পদে আছে! পারবেন আপনি উনারে হটায়ে দিতে?

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

ধমনী বলেছেন: তা জনাব পরধান নিব্বাচন কমিশনারটা কিডা? সাহস কইরা আপনিই হয়া গেছেন!
টেলিযোগাযোগ মানি বিটিআরসি মন্ত্রী না তাকলি পরে তো সামুই বন্দ হয়া যাবে নে। উদার কাউরে দেয়া উচিত। নাহলি আবার সে নিজ দায়িত্বে বন্ধ করি দিতে পারে।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

সাহসী সন্তান বলেছেন: নির্বাচন কমিশন কেডা সেইটা দিয়া আপনের কাম কিতা? আপনে দেহেন সব কিছু সচ্ছা আছে কিনা?


তয় মন্ত্রী পদ আর বাড়ানো যাইতো না! এমনেই সরকারী ব্যক্তিগো ব্যাপুক বেতন বাড়ছে। এত মন্ত্রী হইলে বেতন দেওন লাগবো না? সেইটা পামু কই......??

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: বিঃ দ্রঃ- 'তবে সকল ক্ষেত্রে আম জনতার সাপোর্ট থাকাটা অত্যন্ত জরুরী। কারণ এই পদে সরকারী মন্ত্রী হিসাবে আছেন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত ছড়াকার জনাব প্রামানিক ভাই।'

অল্পের জন্য ফাইসা গেলাম। আমি ভাই নিরপেক্ষ মানুষ, আমারে দলে ঢুকায়া দিয়া বিপদে ফালাইলেন। একলা একলা যদি আমারে বিরোধীরা পায় তাইলে কিল একটাও মাটিত পড়বো না।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

সাহসী সন্তান বলেছেন: কুনো চিন্তার করবেন না ভাউ, নির্বাচন কমিশন কর্তৃক আপনার সিকিউরিটির জন্য এক্ষুনি এক প্লাটুন সৈন্য পাঠানো হইবেক! ততক্ষণ পর্যন্ত একটু সাবধানে থাইকেন? ঘরে যদি যায়গা না থাকে তাইলে দরজার আড়ালে লুকাইয়া থাহনের জন্য নির্বাচন কমিশন আপনাকে নির্দেশ প্রদান করছে......!!

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

ঈশান আহম্মেদ বলেছেন: সবই তো বুঝলাম।তয় মোর এক্কান কথা আছিলো।বইলাই ফেলায়।সামুর আবহাওয়া মন্ত্রী কেডা হয়বো?সামুর তাপমাত্রা কখন কত ডিগ্রী চলছে, গরম না শীত পড়ছে,শীতকাল না গ্রীষ্মকাল চলছে,কখন ঝড় আসতে পারে,তা কতটুকু ভয়াবহ এই গুলা পরিমাপ করার লাইগ্গাও তো এক্কান মন্ত্রী লাগবো নাকি?

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

সাহসী সন্তান বলেছেন: আপনার কথাখান ভেবে দেখবার মত! উকে, বিষয়টা নির্বাচন কমিশনের মাথায় থাকলো!


মন্তব্যের জন্য ধন্যবাদ!

১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি অতশত বুঝিনা বাপু, আমাকে লুল মন্ত্রীত্ব দিতে হবে নতুবা চ্যালাচামুন্ডা (ফেইক আইডি) এনে পোস্ট ভাংচুর (রিপোর্ট) করবো /:)

ব্লগে লাইগা থাকেন​, সিরিয়াসলি ড্যুড​? =p~

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

সাহসী সন্তান বলেছেন: আপনি কি নির্বাচন কমিশনকে ভুই দেখাচ্ছেন? নির্বাচন কমিশন কিন্তু ভুই পাচ্ছেনা! তাছাড়া আপনার শান্তনার জন্য বিষয়টা মাথায় থাকলো! তয় পিকেটিং করনের দরকার নাই........!! এমনিতেই চাপাচাপির উপরে আছি!

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

আরজু পনি বলেছেন:
:``>>
তইলে আমি নারী ও শিশু কল্যাণমন্ত্রনালয়ই চাই...

কাল্পুনিক ভালুবাসা এই পুস্ট লইয়া আমার লগে তেড়িবেড়ি কইত্তে সাহস পাইবো না ...... /:)

==================
হাছা কইলাম আমি কুন পদই চাই না ।
কুন পদে নিজেরে দেইখবার মন চায় না...এইডা সইত্ত।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

সাহসী সন্তান বলেছেন: আপু, এইটা কিন্তু ফান পোস্ট! কিন্তু তারপরেও আপনি যখন বলছেন তখন আপনার নামটা কি বাদ দিয়ে দেবো.......?? আমার মনে হয় থাকলেও কোন সমস্যা হবে না! ভেবে দেখার অনুরোধ রইলো!

১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

ধমনী বলেছেন: কিছু স্বেচ্ছাসেবী মন্ত্রী নিযুক্ত কইলেই হয়।
আমি ভাই বাণিজ্য বুঝিনে। অন্য কাউকে নিয়োগ দিবার জোর দাবি জানাসসি।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

সাহসী সন্তান বলেছেন: বানিজ্য বোঝনের দরকার নাইক্কা! খালি ইনপুট আর আউটপুট বুঝলেই চইলবো! আর তা না বুঝলে বিরোধী দলের লগে যোগাযোগ করেন!


তাছাড়া যেইটা হইছে সেইটা মাইন্না নেওন লাগবো (হুমকি)......!!

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

আরজু পনি বলেছেন:

আইন্নের কি মুনে অয় সিরিয়াস পুস্টে আমি এইরাম কইরা কতা কইতে সাহস পাইত্তাম ?
আইন্নেও ফান বুইজবার পারুইন না... B:-/

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

সাহসী সন্তান বলেছেন: এক্কেরে ঠিক কইছুইন! মন্তব্যে কইস্যা লাইক দিয়া মন্ত্রীপদ বহাল রাখা হইলো!

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আমি আবুলের বাপ বলেছেন: তথ্যমন্ত্রীঃ- সামু ব্লগের বিরোধীদল এই পদের জন্য নির্বাচিত করে আমি আবুলের বাপ নামক ব্লগারকে। ছেলের নাম আবুল বলে আবার ভাববেন না উনিও আবুল। নির্বাচন কমিশন মনে করে উনিই পারবেন তথ্যমন্ত্রনালয়টাকে যথাযথ ভাবে মূল্যায়ন করতে। এই পদে উনার প্রতিপক্ষ হিসাবে আছেন জনাব প্লাবন২০০৩।
অত্যন্ত তীব্র ভাষায় প্রতিবাদ করছি।আমার প্রোফাইলে স্পষ্ট লেখা আছে আমার কোনো সন্তান নাই।তাইলে আমার পোলা আবুল আইলো কইত্থেকা?
তবে আপনারে চুপে চাপে কই, প্রোফাইলসহ নিক চেঞ্জ করার সময় এসেছে।আইডিয়া করেনতো, কিসের জন্য?কারনটা পরে একটা পোষ্টে জানাবো।
ও হ্যা,নিজের প্রচারনা চালাই,
ভোট চাই ভোটারের,
দোয়া চাই সকলের।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রফাইলেই উল্লেখ করা আছে 'আমি আবুলের বাপ'! সুতরাং এ ব্যাপারে নির্বাচন কমিশনের কুনো হাত নাই! তাছাড়া কোন ধরেন উচ্চ বাচ্য নির্বাচন কমিশন সহ্য করবে না!


প্রচারনা চালাইতে থাহেন, দেহেন সরকারি দল নির্বাচন দেয় নি?

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আমি ছাড়া বাকি সকলকেই তো যোগ্য মনে হচ্ছে....
সকলকেই নিয়ে একটি যাম্বু ক্যাবিনেট করা হোক
তাহলে দেশ শান্তিতে থাকবে B-)



আচ্ছা একজন কৌচশ (নাকি চৌকষ?) নেতার বিপরীতে যে আমাকে দাঁড় করালেন....
নিজেকে কতক্ষণ দণ্ডায়মান রাখতে পারবো! /:)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

সাহসী সন্তান বলেছেন: নির্বাচন কমিশনও সেটাই মনে করে যে, সরকারি এবং বিরোধী পক্ষ উভয়েই অত্যন্ত সুষ্টতা বজায় রেখেই আগামীর পথ চলাকে আরো সহজ এবং প্রাণোবন্ত করে তুলবে!



তয় আপনি যদি এমন চৌকষ বিরোধীর বিপক্ষে দন্ডায়মান থাকবার না পারেন তাইলে প্রটেকশন হিসাবে ঘরের খুঁটি কিংবা মাচার চাল ব্যবহার করবার পারেন!

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি আর অপর্ণা আপায়তো মাননীয় স্পীকার হইয়া গেলাম।

:D :D

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

সাহসী সন্তান বলেছেন: হুম, তয় একজন প্রধান আর একজন ডেপুটি........! আপনি কোনটা নিবেন?

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারে ডেপুটি দিলেই খুশি। :)
আপায় আবার বানান ভুল ভাল ধরতারে। :D

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

সাহসী সন্তান বলেছেন: ওকে! আপনার প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেল! আপনিই হইলেন আগামী দিনে সামুর ডেপুটি স্পীকার.........!! আপনাকে প্রাণঢালা অভিনন্দন!

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অামাকে "শতদ্রু একটি নদী" ভাইয়ের প্রতিযোগি বানাইয়া দিলেন? মুক্তিযুদ্ধ অামার পছন্দের বিষয়, সামান্য পড়ালেহাও অাছে বৈকি; তয় অামি তো উনার লাহান বিচক্ষণ না-উনি অামার চাইতে বহুগুণে যোগ্য! যাউকগা, ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

সাহসী সন্তান বলেছেন: সাধু ভাই, আপনার পছন্দের বিষয়েই তো আপনাকে সিলেক্টেড করা হয়েছে? সুতরাং কোন ধরনের টেনশন না নিয়ে মনযোগ দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন? আর প্রতিপক্ষ কিন্তু অত্যন্ত শক্ত অবস্থানে দন্ডায়মান, সুতরাং আগেই সাবধান!!


মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা!

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) :) :) :) :)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

সাহসী সন্তান বলেছেন: :P :P :P :P :P

২০| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

আবু শাকিল বলেছেন: মন্ত্রি পরিষদে ভোজনের আয়োজন করা হপে না :) :)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

সাহসী সন্তান বলেছেন: চেষ্টা চলতাছে! তয় সরকারী পক্ষের এবং বিরোধী পক্ষের খাদ্য মন্ত্রনালয় থেকে পাস হইতে একটু সময় লাগবো ভাই! সে পর্যন্ত তো একটু সবুর করতেই হপে.......!! :P


মন্তব্যে ভাল লাগা জানবেন!

২১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

গেম চেঞ্জার বলেছেন: খারান, এট্টুক আইন নিয়া পড়াশোনা কইরা আহি........ :P :P :P :P :P :P :P :P :P


পোস্টু চখাম হইচে................. ;) B-)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

সাহসী সন্তান বলেছেন: আইন মন্ত্রী হইবার গেলে আইন জানোন লাইগতো ন ভাইজান? খালি ব্যান্ড বাজানো জানলেই হইপে! আর সেইটা আপনে ভালাই পারেন, হেরলাই তো আপনারে বিরোধী পক্ষ আইনমন্ত্রনালয় দেওনের পিলান করছে! :P :P


পস্টু চখাম হইছে যাইনা ব্যাপুক খুশ হুয়া.........!! ধইন্যা নিবেন!

২২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

বিদগ্ধ বলেছেন:

হুম... চখাম পোস্ট হইছে ... গেম চেঞ্জার কইছে ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

সাহসী সন্তান বলেছেন: হেইডা যে গেম চেঞ্জার কইছে সেইডা আমি জানবার পারছি। তয় আপনে কি কইবেন কইয়া ফালান..........?? :P

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

বিদগ্ধ বলেছেন: কইতাম না....
আমার নাম কই?
X(

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

সাহসী সন্তান বলেছেন: আপনেতো এমনিতেই দগ্ধ হইয়া আছেন, তার উপরে যদি মন্ত্রীত্ত্ব পাইতেন তাইলে হেইডারেও দগ্ধ কইরা মারতেন! তাই সার্বিক দিক বিবেচনা কইরা নির্বাচন কমিশন আপনেরে সদস্য হিসাবে রাখে নাইক্কা! :P :P

তয় টেনশন না কইরা মনযোগ দিয়া পার্টির পক্ষে কাজ কইরা যান! দেখুমনে পরে কি করন যায়!


বিঃ দ্রঃ এখনো কইলাম পদ তিনটা খালি পইড়া আছে। চাইলে একটাতে টুক কইরা বইয়া যাইতে পারেন!

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

গেম চেঞ্জার বলেছেন: এমনিতেই দগ্ধ হইয়া আছেন, তার উপরে যদি মন্ত্রীত্ত্ব পাইতেন তাইলে হেইডারেও দগ্ধ কইরা মারতেন!



:-P =p~ =p~ =p~

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

সাহসী সন্তান বলেছেন: :-/ :-/ :-/ :-/

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

আজিজার বলেছেন: আমার ভোটার আই ডি নম্বর টা জানিয়ে দিবেন। আমার ভোট আমি দিব, যত বার ইচ্ছা তত বার দিব।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

সাহসী সন্তান বলেছেন: এমন কথা কইলে কইলাম আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতে পারে? ভোটার আইডি নাম্বার লাইগতো ন! খালি ভুট দিয়া যান, পরে আইডি নাম্বার জানাই দেওয়া হইপে! তয় ঝাল (জাল) ভোট দেওন থাইক্কা বিরত থাকবেন, নইলে নির্বাচন পরবর্তি আপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইপে! :P


চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ!

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

বিদগ্ধ বলেছেন: বাকি রাখছেন - সব পঁচা মন্ত্রণালয়! রেলমন্ত্রণালয় চিরজীবনের লাইগ্গাই পঁইচগা গেছে! আমি বিদগ্ধ। তয় রসবোধ ষোলআনা আছে। এহেম! লুল মন্ত্রণালয়টা দিতে পারতেন, কিন্তু আমার বন্ধু সেলিম আনোয়ারকে দিছেন - কিছু কইবার পারি না ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

সাহসী সন্তান বলেছেন: কন কি ভাইজান! তিনটার মধ্যে আপনার একটাও পছন্দ হইলো না? দেহেন রেল মন্ত্রী হওয়া কিন্তু ব্যাপুক ঠ্যালা আছে, হেইডা সবাই পারে না। বুঝবার পারছি, আপনেরে দিয়া হইপে না! :P :P

তয় লুল মন্ত্রী হিসাবে সেলিম ভাইকে আসলেই ব্যাপুক মানাইছে!

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

আজিজার বলেছেন: আগের নির্বাচনে সারাদিন বাসায় ঘুম দিছি। এবার কিন্তু আগেরটা সহ দিমু এই কইয়া দিলাম, শুধু তারিখটা জানান দেন।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

সাহসী সন্তান বলেছেন: আপনি যেমনে ঘুমের কথা কইলেন তাতে সমাজ কল্যান মন্ত্রনালয়টা আপনার মত কাউকে দিতে পারলে মনে কয় ভালা হইতো। তয় একবার যহন নির্বাচিত হইয়াই গেছে তহন তো আর কিছু করন যায় না?

তারিখ অবশ্যই জানবার পারবেন। তয় আগে সরকারি দল নির্বাচন দিক, তারপর না হয় ভুট দিয়েন? হেতেরা তো নির্বাচন দেওয়ার কুন কথাই কানে তুলতাছে না? :P

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

প্রামানিক বলেছেন: দরজার আড়াল যে কেমুন আড়াল এইডাই তো বুঝবার পারতাছি না। সিকিউরিটি তো দূরের কথা।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

সাহসী সন্তান বলেছেন: এইডা লইয়া আপনারে না চিন্তা করতে নিষেধ করছি। আপনি কুনো চিন্তা না কইরা নাক ডাকাইয়া ঘুমাই পড়েন। আপনার বিপক্ষে কেউ নাইক্কা। সুতরাং নির্বাচন পরবর্তি আপনার জয় মনে হয় আর ঠ্যাকানো গেলু না! আর জয়ের পরে তো আপনার কুনো ভয় থাকবো না..........!! আপনি খালি নির্বাচন কমিশনের দিকে একটু নেক নজর দিলেই হইপে!! :P :P

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশের এক সাইনবোর্ড সর্বস্ব দলের প্রধান । স্বাধীনের পর চেয়ারম্যান মেম্বার এম্পি সব ভোটে মোট ২৭ বার প্রার্থী হয়েছেন । ২৭ নির্বাচন মিলিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমান ছিল ১২৩৭ ( এটা পত্রিকায় দেখেছি) ।
''ঠাড়া পরে বগা''র মত ইনি শিল্প মন্ত্রি হয়ে যান । এক সাংবাদিক যখন উনাকে ফোনে মন্ত্রী হওয়ার সংবাদ দেন , উনি মাথা ঘুরে পড়ে পাজামা খারাপ করে ফেলেছিলেন ।
আমার অবস্থ্যাও দেখছি এমন , একে বারে স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য সিলেকশান ?

তবে আমি একটা নজির সৃষ্টি করতে চাই । আমার দল ক্ষমতায় এলেও হাসান মাহবুব ভাই সপদে বহাল থাকবেন ।

আমার একটা মাত্র পাজামা :-P

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সাহসী সন্তান বলেছেন: অ বুজবার পারছি, আপনে কি কইতে চাইছিলেন। হেইডা মুইও কিছু কিছু জানি!

আপনার এই আত্মত্যাগ ঝাতি যুগ যুগ ধইরা মনে রাখবো! তয় আপনের লাই পাজামা সরবরাহ করা যাচ্ছে না বলে আন্তরিক ভাবে দুঃখিত! কারণ নির্বাচন কমিশন কিছুতেই এক কাম দুইবার ঘটতে দিতে পারে না......!!


চমৎকার মন্তব্যে ভাল লাগা জানবেন!

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: হঠাৎ কইরা ফুসকি দিয়া উঁকি মারার জন্য কোন মন্ত্রনালয় নাই। আমি ঐ মন্ত্রনালয়ের মন্ত্রী হইবার চাইছলাম ভাই। :(

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

সাহসী সন্তান বলেছেন: আপনে তো ভাই টেনশনে ফ্যালায় দিলেন? দেহি কি করন যায়। আপনের বিষয়টা মাথায় থাকলো!



মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

করিম বস বলেছেন: পড়লাম আর হাসলাম! চমৎকার লিখনি

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সাহসী সন্তান বলেছেন: লেখার মাধ্যমে যে আপনাকে হাসাতে পেরেছি সেটাতেই আমি স্বার্থক!

মন্তব্যে ভাল লাগা জানবেন!

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্ট জটিল হইছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন ব্লগার স্পর্শিয়া নিযুক্ত করা এখন সময়ের দাবী। অতি শীঘ্রই সর্বদলীয় ব্লগারস ঐক্য পরিষদের পক্ষ্য হতে তার মনোনয়নপত্র দাখিল করা হবে বলে খবরে প্রকাশ।

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

সাহসী সন্তান বলেছেন: স্পর্শীয়া আপু যতটা সম্ভব সাদা-সিধা ধরনের ব্যক্তি। উনারে এর মধ্যে টেনে আনন টা কি ঠিক হইবো? তারপরেও আপনি যখন বলছেন তখন বিষয়টা নির্বাচন কমিশনের মাথায় থাকলো। তবে এ ব্যাপারে স্পর্শীয়া আপু কি বলেন সেটা জানা অত্যন্ত জরুরী.....!! ;)


মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আচ্ছা একজন কৌচশ (নাকি চৌকষ?) নেতার বিপরীতে যে আমাকে দাঁড় করালেন....
নিজেকে কতক্ষণ দণ্ডায়মান রাখতে পারবো! /:)
:P

=p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

সাহসী সন্তান বলেছেন: :P :-/ :`>

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

কথাকথিকেথিকথন বলেছেন: এতো দিন ধরে তাহলে এই বিরোধীদলীয় বিস্তর নীল নকশা এঁকেছেন !!! তবে উপস্থাপন অনবদ্য মাইরালা টিভির । বেশ চাঞ্চল্যতার খোরাক বিদ্যমান । একেবারে বাস্তব ঘরোনার আঙ্গিকে হয়েছে । ফান পোস্ট হিসেবে পারফেক্টের উপরে গেছে ।

জনাবা রিকির সাথে আমার প্রতিদন্ধীতার বিষয়ে আমি একটা প্রস্তাব রেখেছি । তা হলো আমাদের মন্ত্রী পরিষদ সার্বজনীন করা । জনাবা রিকি এবং আমি একসাথে কাজ করবো । উনি দেশীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক সকল বিষয় দেখবেন আর আমি অন্যান্য অঙ্গনগুলো দেখবো !!!

গোপন কথাঃ ( আমি আসলে উনার মুভির ঝুলির সাথে আজীবন হেরে যাবো !!! ) এইড়া আবার মাইরালা টিভিতে ফ্লাশ করে দিয়েন না । এর থেকে ভাল আমারে মাইরালাইয়েন !!!!

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

সাহসী সন্তান বলেছেন: এতো দিন ধরে তাহলে এই বিরোধীদলীয় বিস্তর নীল নকশা এঁকেছেন !!! তবে উপস্থাপন অনবদ্য মাইরালা টিভির । বেশ চাঞ্চল্যতার খোরাক বিদ্যমান । একেবারে বাস্তব ঘরোনার আঙ্গিকে হয়েছে । ফান পোস্ট হিসেবে পারফেক্টের উপরে গেছে ।

-আপনার কমেন্টে তো মোগাম্ব খুশ হুয়া! বিষয়টা যে আপনি বুঝবার পারছেন সেজন্য আপনাকে থেংকু.......!! :P

জনাবা রিকির সাথে আমার প্রতিদন্ধীতার বিষয়ে আমি একটা প্রস্তাব রেখেছি । তা হলো আমাদের মন্ত্রী পরিষদ সার্বজনীন করা । জনাবা রিকি এবং আমি একসাথে কাজ করবো । উনি দেশীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক সকল বিষয় দেখবেন আর আমি অন্যান্য অঙ্গনগুলো দেখবো !!!


-হেইডা নির্বাচন কমিশনের জানার ব্যাপার না। আপনারা উক্ত মন্ত্রনালয় একা-একা চালাইবেন না দুইজনে মিল্লা চালাইবেন সেইটা আপনাগো ঘরের ব্যাপার। তয় প্রস্তাব যখন রাখছেন, দেহি কি করন যায়। :P

গোপন কথাঃ ( আমি আসলে উনার মুভির ঝুলির সাথে আজীবন হেরে যাবো !!! ) এইড়া আবার মাইরালা টিভিতে ফ্লাশ করে দিয়েন না । এর থেকে ভাল আমারে মাইরালাইয়েন !!!!

-একদমই না। মাইরালা চ্যানেল গুপোন কথা কখনো গুপন রাখবার পারে না। এই ব্যাপারে আপনি ১০% নিশ্চিত থাকবার পারেন! :P

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

পড়লাম আর হাসলাম!!!

মনেরটা মনেই রাখলাম!!!

হা হা হা হা

অনেক অনেক ভালো লাগলো ভাই।

শুভকামনা অনিঃশেষ।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

সাহসী সন্তান বলেছেন: আপনাদের কে সামান্য আনন্দ দেওয়ার জন্যই আমি পোস্টটা তৈরি করেছিলাম। তবে সেটা যে আমি পেরেছি তা আপনার মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে।



চমৎকার মন্তব্যে ভাল লাগা জানবেন!

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

গেম চেঞ্জার বলেছেন: কি হইলো...... গুমটুম হইলেন নাকি???

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

সাহসী সন্তান বলেছেন: ভাই গুম হইনাই। আজকা যে শুক্রবার সেইটা কাল রাত্রে মনে আছিল না। আমার অফিসে আবার প্রথম ১৫ দিন কাজ কম থাকে, তাই অবসরও অনেক। আর শেষ ১৫ দিন অনেক কাজ থাকে, তাই বেশি রাত জাগা যায় না। তবে আজ সকালে মোবাইলের এর্লাম দেখেই বুঝছি যে আজ শুক্রবার। কারণ শুক্রবার এর্লাম দেওয়া অনেক দেরিতে। :-/

৩৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্রেকিং নিউজঃ পর্যটন মন্ত্রনালয় নিয়ে গভীর আঁতাত। পর্যটন মন্ত্রনালয় নিজেদের দখলে রাখতে সরকারী এবন বিরোধী সদস্যের গোপন আঁতাত, বিদেশ ভ্রমণের নাম করে এক রুদ্ধদ্বার বৈঠক। :P



মাইরালা টিভি'র ক্রাইম রিপোর্টারের হাতে কিছু গুরুত্বপূর্ণ দলিল, আমায় একটা পাঠাইছে সত্যতা যাচাইয়ের জন্য। আমি কিছু বলব না, 'এভ্রিথিং ইজ ফেয়ার ইন **** ', মুহাহা। =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

সাহসী সন্তান বলেছেন: ব্যাপুক গুরুত্বপূর্ন সংবাদ। নিঃস্বন্দেহে মাইরালা চ্যানেলের জন্য একটা গুড নিউজ। আপনাকে ধন্যবাদ এমন একটা খবর ফাঁস করে দেওয়ার জন। তয় নিজে একটু সাবধান থাইকেন। হেই ব্যক্তি কিন্তু বর্তমানে ব্যাপুক পাওয়ারে আছে............?? বোঝেনই তো, আপনাগো নিরাপত্তা নিয়া নির্বাচন কমিশুন কত্ত ভাবে...........?? :P

৩৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ , কি চমৎকার !! বিশেষ ভাবে অজ্ঞ ব্যাক্তিবর্গের বিজ্ঞ বিবেচনায় নিজেকে এই পদে অজ্ঞ মনে হচ্ছে , তাই এই পদটি আমি সাহসী সন্তানকে দান করে দিলাম । সাহসী সন্তানই ঐ পদটির জন্য যোগ্য সন্তান বলে আমি মনে করি । :-B

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

সাহসী সন্তান বলেছেন: নির্বাচন কমিশন নেবে মন্ত্রী পদ........!!?? আপু, আপনার মাথা ঠিক আছে তো। এমন একটা কথা বলায় আপনার নামে কইলাম ৫৭ ধারা জারি হইবার পারে?


তয় আবারও প্রফাইল পিক চেঞ্জ ক্যারে......? :-/ আর করলেন যহন তহন আগের টা কুনায়........? :`> হেইডা বহুত ভালা আছিল! আর গুলান ভাল লাগেনই। পিকচারে কইস্যা মাইনাচ! :P

৩৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: :)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

সাহসী সন্তান বলেছেন: :P

৪০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: ০২। পররাষ্ট্র মন্ত্রীঃ- আমরা যারা আম-ব্লগার আছি তারা নিশ্চই ইতোমধ্যে কামরুন নাহার বীথি নামের একজন ব্লগারকে খুব ভাল করেই চিনে গেছেন? -------------

হ্যা, সবাই আমাকে চিনে গেছেন, সবাই জানেন আমার ইলেকশন করবার বয়সই হয় নাই!!!! :P

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

সাহসী সন্তান বলেছেন: আপনার বয়স হইছে কি না হইছে সেইডা আপনার চিন্তা না। হেইডা হইলো নির্বাচন কমিশনের চিন্তার বিষয়। আর নির্বাচন কমিশন সব দিক বিবেচনা করেই তবে বিরোধীদলের মনোনয়ন পত্র গ্রহণ করেছে। তাছাড়া কথায় আছে, নারী সব সময় তার বয়স গুপন করবার চায়? সুতরাং কোন রকমের দ্বিধা-দন্দ না কইরা নির্বাচনে খাড়াইয়া যান! :P

৪১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: তবে এসম্পর্কে বীথি আপু তার বক্তব্যে কিছুটা হতাশা জনক উক্তি প্রয়োগ করে বলেন, 'আদৌতে আমার ইচ্ছা নেই নির্বাচন করার। কারণ আমি রাজনীতি বুঝিনা বোঝার চেষ্টাও করিনা। তবে সামুর বিরোধীদল যদি মনে করে আমার দ্বারা তারা একটু উপকৃত হবে, তাহলে তাতে আমার কোন আপত্তি নেই। তবে বিরোধী হিসাবে জুনাপুকে আমি জমের মত ভয় করি। বয়ষ্ক হলেও আজও উনার জনপ্রিয়তা তুঙ্গে............!!' -----

ঠিক তাই, জুন আপুর বদলে আমি ???
আমার জামানত বাতিল হয়ে যাবে রে ভাই, হায় হায় ------------- :( :(

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

সাহসী সন্তান বলেছেন: জামানত বাতিল হইবো ক্যারে? ম্যাহু না........? নু টেনশন! আপনে খালি নির্বাচনে জয়লাভ করনের পর নির্বাচন কমিশনের প্রতি একটু নেক নজর দিলেই হপে! :P

৪২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭

বাংলার ফেসবুক বলেছেন: ০১। রাষ্ট্রপতি- নোটিশবোর্ড।
০২। প্রধান মন্ত্রী- জানা। এবং
০৩। অর্থমন্ত্রী- আরিল।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

সাহসী সন্তান বলেছেন: হুম!

৪৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১০

শাহরিয়ার কবীর বলেছেন: নির্বাচন কবে? আমার ভোট আমি দিবো টাকা ছাড়া কেন দেবো।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

সাহসী সন্তান বলেছেন: কথাতো সেটাই। আপনার ভোট আপনি দেবেন টাকা ছাড়া কেন দেবেন? তয় হেইডা লইয়া নির্বাচন কমিশন অফিসে হোল্লা না কইরা প্রার্থিগো লগে যোগাযুগ করেন? দেহেন কার কাছ থাইক্কা ক্ত্ত বাগাইতে পারেন? :P

আর নির্বাচন কবে হবে সেইটা অবশ্যই নিদ্রিষ্ট সময়ে জানবার পারবেন। তয় আগে সরকারি দল নির্বাচন তো দিক? ততক্ষন পর্যন্ত কোত্থাও যাবেন না? নিঃস্পলক ভাবে চোখ রাখুন আমাদের মাইরালা চ্যানেলের দিকে..........!! :P

৪৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২২

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: সংবিধান তো বানাইলেন না :)
সংসদ এর আসন সংখ্যা কতো??? ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

সাহসী সন্তান বলেছেন: আপনার প্রশ্নটা বড়ই জঠিল ভ্রাতা! এইটা লইয়া নির্বাচন কমিশন অফিসে ইতোমধ্যে সরকারি দল এবং বিরোধীপক্ষের মধ্যে ব্যাপুক হাতাহাতি হইয়া গেছে। সুতরাং আপাতত পরিস্থিতি বেশ উত্তপ্ত। পরিস্থিতিটা একটু শান্ত হইলে অবশ্যই আপনাগো এই খবর আমাদের মাইরালা চ্যানেলের মাধ্যমে জানানো হপে.......!! :P

৪৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

জুন বলেছেন: । তবে বিরোধী হিসাবে জুনাপুকে আমি জমের মত ভয় করি। বয়ষ্ক হলেও আজও উনার জনপ্রিয়তা তুঙ্গে............!!' -----
এই বক্তব্যটি কাহার কিছুতেই ধর্তে পার্লাম্না #:-S
আমার মত নিরীহ পাবলিককে যমের মত ভয় করা শুনে কাঁদবো না হাসবো তাই ভেবে অস্থির। ব্যক্তিগত আর ভার্চুয়াল দুই জগতেই কখনো কারো সাথে .....
আর বয়স্ক হইলেই তার জনপ্রিয়তায় ধ্বস নামে এমুন ধারনা হইলো ক্যারে :-*
তাইলেতো আর বুড়া বুড়া মানুষগুলি জনপ্রিয় হইতো না /:)
লেখায় একটা মাইনাচ দিয়া গেলাম। প্লাসও আমি একটার বেশি দেই না সাহসী।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

সাহসী সন্তান বলেছেন: আপু, বক্তব্যটা ধরতে না পারলেও কুনো সমস্যা হইবেক না। হেইডাও মিডিয়ার সৃষ্টি বইলা চালাইয়া দিতে পারেন! আর বয়ষ্ক কথাটা উঠে আসছে এজন্য, কারণ আপনার ব্লগিংয়ের যে বয়স সেইটা হিসাব করলেতো তখন নির্বাচন কমিশনারের জন্মই হইছে কিনা এই ব্যাপারে ব্যাপুক কনফিউশন আছে। তাছাড়া বুড়া মাুনষ গুলিরে নির্বাচন কমিশনার আসলেই ভালা পায়। ঐযে কথায় আছে না, পুরান চাল ভাতে বাড়ে..........!! :P



চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ!

৪৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১৬। যুব ও ক্রীড়া মন্ত্রীঃ- যদিও এই পদটা তার নামের সাথে খুব একটা যায় না, তারপরেও আর কোন যোগ্য ব্যক্তি না থাকায় বিরোধীদল এই পদের জন্য জনাব কি করি আজ ভেবে না পাই ভাইয়াটাকে সিলেক্ট করেছেন। আমার মনে হয় নির্বাচন কমিশনের এই নমিনেশন পেপার ভাইয়াটার হাতে যাওয়ার সাথে সাথে ভাইয়াটা টেনশনে খাওয়া-দাওয়া ছেড়ে দেয় কিনা আল্লাহই জানে?

থ্যাংকস্‌ প্রতিবাদ দুটোই পাবে
বলছি তোমায় জোর দিয়ে;
পোর্টফোলিও পারফেক্ট তাই
কাটছি দাঁড়ি ক্ষুর দিয়ে।

যৌবন আমার উথলে পড়ে
খেলা ধুলোয় চমৎকার;
এ সিলেকশনে এ প্লাস তুমি
এই বিষয়ে অমত কার।

থ্যাংকস্‌ তোমাকে হৃদয় থেকে
করলে নামের প্রস্তাবনা;
সরকারী নাম ঠিকি আছে
নাম কোনোটা বৃথা যাবেনা।

এবার আসি প্রতিবাদে
যা বলেছো মোটা দাগে;
পেয়েছো কি আমায় তুমি
কামের ডরে এ শর্মা ভাগে !!!

এই বুঝি চিনলে আমায়
এতো দিনের পরে;
বিষাদ হলো প্রাণটা ভীষন
মনটা কালো ভারে। /:)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

সাহসী সন্তান বলেছেন: ভাউ, মুইযে কবিতা লিখবার পারি না। তাইলে ক্যামনে কি? তয় একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমার আপুনিরে একটা রিকোয়েস্ট করমুআনে, যাতে হেই আমার হইয়া একখান কবিতা রচনা কইরা দেয়! :P


ছড়া মন্তব্যের জন্য ধইন্যবাদ!

৪৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

Aabid বলেছেন: আমাকে একখানা পদ দেওয়া
হোক ।
নারী ও শিশু মন্ত্রণালয় চাই ।
নারী নিয়ে দুষ্টুমি করমু আর
ধরে ধরে শিশু পাচার করমু :-P

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

সাহসী সন্তান বলেছেন: আপনে যেইডা চাইছেন হেইডা তো দেওন যাইতো না ব্রাদার! কারণ হেই পদে আগেই একজনের নমিনেশন পেপার সাবমিট হইয়া গেছে। তয় এহনও দুগ্গা পদ খালি আছে। রেল এবং দপ্তর বিহীন। দুইটার মধ্যে যদি একটা পছন্দ হয় তাইলে যোগাযোগ করবার পারেন........!! :P

তাছাড়া আপনার ইনটেনশন তো ভাল ঠ্যাকতাছে না। নির্বাচনের আগেই এই। আর জিতবার পরে না জানি কি করবার পারেন? :P

৪৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমি আসলে ততটা জনপ্রিয় নই । তবে কম্বিনশনটা ভাল হয়েছে ।আমার সঙ্গে কাজী সাহেব আছে আছে তার মাদার ইন ল ।অসূর্যস্পর্শীও থাকবে। পুরোপুরি পারিবারিক বিনোদন । সরকার আর বিরুধীদল না তো মাঝে মাঝে পারিবারিক বিতন্ডা হতে পারে । জিত হবে শায়মার ।তার জয় তো আমারই জয় ;) B-) । তবে প্রয়োজনে কঠোর হতে হয় । #:-S


আপনার বিনোদনের অংশ হয়ে মন্দ লাগছে না । এই পদের প্রার্থিতা সবচেয়ে বেশি ।তারপরও দীর্ঘদিন ধরে ইহা দখলে আছে..............................

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

সাহসী সন্তান বলেছেন: আপনার বিনোদনের অংশ হয়ে মন্দ লাগছে না । এই পদের প্রার্থিতা সবচেয়ে বেশি ।তারপরও দীর্ঘদিন ধরে ইহা দখলে আছে..............................

-হেইডার লাই তো নির্বাচন কমিশনকে আপনার দাওয়াত কইরা খাওয়ানো উচিত! :-/


তয় এবার কইলাম আপনার প্রতিদ্বন্দী একজন না, দুইজন? সুতরাং আগের থেকে ভালু ভাবে প্রস্তুতি লইয়া থাহেন? ও হ্যাঁ, শুনলাম হেতেগো মাইয়াও নাকি নির্বাচনি প্রচারনায় নামবো? সুতরাং এমনিতেই নির্বাচন কমিশনারের হাটু কাঁপছে। ভাউ, কুনো সমস্যা হইলে কইয়েন? :P :P

৪৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান




বেশ সাহস করেই লিখে ফেলেছেন । ঠিক, বিচার মানি তালগাছ আমার এমন একটা রায় দিয়েই ফেললেন । :(
মানি না ..মানবো না....।
আমার ভুমি থেকে আমাকেই ঊৎখাত.............. ? :P

তবে রে শয়তানননননননননননননননননননননননননননন.... ( তলোয়ার হাতে যাত্রার পোষাকে নায়কের আবির্ভাবের ইমো হবে ) :-P

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

সাহসী সন্তান বলেছেন: জি এস ভাই, আপনার কথিত ইমু তো খুঁইজ্জা পাইলাম না? তয় টেনশন করনের দরকার নাই। আপনার ভূমি আপনারই থাকবো, আপনে খালি নির্বাচন কমিশনের দিকে একটু সুনজরে দেখলেই হপে.......!! :P

৫০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমি হাসতে হাসতে মারা গেছি।

গিয়ান ফিরলে একটু পরে আবার আসছি!!!!!!!!!! :P

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

সাহসী সন্তান বলেছেন: আপুনি, আপনার গিয়ান ফিরলে কি করি ভাইয়ের লাই একখান মাঞ্জা মারা কবিতে লেইখা দিয়েন তো? হেই বহুত ছড়া কইবার পারে। কিন্তু মুই যে পারি না। তাই এহন সব ভরসা আপনে.........!! :P

৫১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

এস কাজী বলেছেন: মামা আমারে যে মন্ত্রনালয় দিসেন আমার মনে হয় না আমার আশে পাশে কেউ আইতে পারব। :P যে আইবো জামানত বাতিল। আমি এই মন্ত্রনালয় পেলে জাতিকে হাস্যরসের সাগরে ভাসিয়ে দিব :)

তবে বুঝা যাচ্ছে মন্ত্রনায়লটি বানানো হয়েছে শুধু মাত্র আমার কথা মাথায় রেখে। ;)

পোস্টু চ্রম হইছে মামা :)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

সাহসী সন্তান বলেছেন: আরে জামাই বাবা, হেই মন্ত্রনালয় লইয়া যে কত্ত হাঙ্গামা হেইডা আপনারে আর আমি না কই? কিন্তু তারপরেও জবরদস্তি কইরা হেই পদ আপনার লাই রাখছি। হাজার হইলেও জামাই বলে কথা? তাছাড়া আপনার শাশুমা আছে না? হেতেরে তো মুই ব্যাপুক ভয় পাই! বোঝেন না, আপনারে যদি না রাখি তাইলে হেই আবার আমার বিরুদ্ধে...............নাহঃ থাক। শেষে আবার ঘরের কথা পরে হুইনা ফেলবো!! :P :P

৫২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

শায়মা বলেছেন: কারণ এই পদে উত্তীর্ন ব্যক্তি জনাব এস কাজি সাহেবের সাথে আছে মাদার-ইন ল'স পাওয়ার। বিরোধী দল মনে করে উনি উনার শাশুড়ির জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে অনায়াশেই ভুই তরুনী পার হতে পারবেন।


অবশ্যই অবশ্যই জামাই বাবা নো চিন্তা!!!!!!!!:)


শুধু জনপ্রিয়তা!!!!!!!!!!!!!!


পেশীশক্তি,
মুখশক্তি
মারামারি, কাঁটকাটি জোর জবরদস্তিশক্তি সর্বশক্তি কাজে লাগানো হইবেক! আমার জামাই বলে কথা!!!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

সাহসী সন্তান বলেছেন: আপুনি, নির্বাচন কমিশন আপনার এই হুমকি শুইনা কিন্তু দন্ডায়মান থাকবার পারছে না? এমুন কইরা কেউ কাওরে হুমকি দেয়? জামাই বইলা হেতেরে আপনি এত্ত লাই দিয়া মাথায় উঠাইবেন হেইডা ঝাতি মানবো না! :P :P

৫৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সাধু ভাইরে জায়গা দিতে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। পালাবদল হোক স্বতঃস্ফুর্ত এবং আন্তরিক। ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

সাহসী সন্তান বলেছেন: পালা বদল হওনের আগে, নির্বাচন কবে দিচ্ছে হেইডা আগে কন চাই? :P


মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা!

৫৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: শাশুড়ী নিজেই কোন দিন পারলো না এখন আসছে জামাই । #:-S কাজীরে ভরবো জেলে আর তার শাশুড়ীকে রান্নাঘরে ।তার যে রান্নার আর মানুষ খাওয়ানোর লোভ তাতে অন্যদিকে মন দিতে পারবে না ।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনার মন্তব্যে কইস্যা লাইক দিলাম! হেই খবর আমিও জানি! হেতে হারা দিন মানুষরে রান্না কইরা খাওয়ায়, আর নিজের আপন মাসতুতু ভাইকে একদিনও দাওয়াত কইরা খাওয়াইলো না..........?? হেইডা কি মানা যায়? :P

৫৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

সুলতানা রহমান বলেছেন: আমরা যারা ভোট দিতে যাবো তাদের নিরাপত্তা নিশ্চিত করা আছে কিনা জানতে চাই। এবং তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চাই। আশা করি ইলেকশন কমিশন সাধারণ থুক্কু মহামূল্যবান ভোটারদের জানের নিরাপত্তা নিশ্চিত করিবেন।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

সাহসী সন্তান বলেছেন: অবশ্যই আপনাগো মত মহা মূল্যবান ভোটারগো জন্য নির্বাচন কমিশন খুবই সুষ্ট ব্যবস্থা জারি করেছে। আপনাগো যাতে ভোট প্রদানে কুনো প্রকারের কষ্ট করতে না হয় সেজন্য নির্বাচন কমিশন সকল কেন্দ্রে একটা করে ঠ্যালা গাড়ির ব্যবস্থা রেখেছে। আপনারা নির্বাচন কমিশন কর্তৃৃক প্রেরিত গাড়িতে কইরা আরামছে ভুট দিতে যাইবেন, আবার ভুট প্রদান কইরা আরামছে বাড়িতে ফিরা আইবেন.........?? :P


আপনাগো কাজ খালি ভুট প্রদান করা!!

৫৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

এন.এ.আনসারী বলেছেন: মন্ত্রীপরিষদ খুব ছোট দেখা যাচ্ছে যে....। :)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

সাহসী সন্তান বলেছেন: এত্তগুলা দেইখাও আপনার কাছে হেইডা ছোট মনে হচ্ছে? খাইছে আমারে! :| তয় আপনার হাতে আর কিছু নাম থাকলে উত্থাপন করতে পারেন। দেহি হেই গুলা পছন্দ হয় কিনা.........?? :P

৫৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

কাবিল বলেছেন:
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীঃ- নির্বাচন কমিশন একটু অসন্তষ্ট থাকলেও বিরোধীদল সেটাকে আমলে না নিয়ে এই পদের জন্য জনাবা রোদেলা আপু নামক ব্লগারকেই সিলেক্ট করেছেন। এই পদে উনার বিরোধী পক্ষ হিসাবে অত্যন্ত শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছেন সরকারদলীয় মন্ত্রী জনাব কাবিল ভাই।

মাইরালা চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, "পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী" পদে আমি দু-দুবার মন্ত্রী হয়েছি। আমার বিরোধী পক্ষ হিসাবে আছেন সিনিয়র ব্লগার রোদেলা আপু। আমি সেচ্ছাই ত্যাগ করিলাম এবং রোদেলা আপুকে মনোনয়নপত্র গ্রহন আহ্বান জানাচ্ছি।


সেইরাম হইছে ভাই, খুব মজা পেয়েছি।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

সাহসী সন্তান বলেছেন: ভাই কথায় আছে, কোন নেতা প্রথম বার জিতলে সে নিজের জন্য গোছায়, দ্বিতীয় বার জিতলে পরিবার এবং আত্মীয়-স্বজনদের জন্য গোছায়, আর তৃতীয়বার জিতলে তখন জনগনের দিকে ফিরে চায়। সুতরাং এবার যদি আপনি হাইরা যান তাইলে জনগন আবারও দশ বছরের জন্য পিছাইয়া যাইবো হেইডা কি একবারও চিন্তা করছেন? :P


সুতরাং আপনাকে কিছুতেই হারানো যাইবো না! অন্তত জনগনের কথা মাথায় রাইখা তো নির্বাচনে খাড়াইতে পারেন? পরে জনগনই না হয় ঠিক করবে কে গদিতে যাবে.......! :P

পোস্ট ভাল লেগেছে জেনে খুশি হইলাম। ধন্যবাদ জানবেন!

৫৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

কিরমানী লিটন বলেছেন: মমতা দি ফুল দিলো
খোঁজ নেই পানির,
দেশজুড়ে হাহাকার
মৎস্য ও প্রাণীর। =p~ X(( :``>> :) :D =p~ B:-/ B:-/

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

সাহসী সন্তান বলেছেন: লিটন ভাই, আপনার মন্তব্য পইড়া তো ব্যাপুক মজা পাইলাম! ধন্যবাদ জানবেন! :P

৫৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

সমুদ্রের নোনাজল বলেছেন: বুঝতে পারছি না। চাচার মত কোন ৩য় দল সামুতে খুলে ফেলব কি না। দলটার নাম ও ঠিক করে ফেলছি। সুবিধাবাদী পার্টি। যখন যে দল ক্ষমতায়, তখন সে দলের সাথে কোয়ালিশন করবো।

ভালো লিখেছেন, চালিয়ে যান।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

সাহসী সন্তান বলেছেন: মুইতো চালাই যাইতাছি। তয় আপনের আইডিয়াটাও মন্দ না। দেহেন কিছু করবার পারেন কিনা? ব্যাপুক মজা পাইলাম.........!! :P


মন্তব্যের জন্য ধন্যবাদ!

৬০| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

কিরমানী লিটন বলেছেন: তয় বিরোধী দল-সরকারের কোন মন্ত্রনালয়ের অধীনে,না মানে জিগাইছিলাম-বিরোধী দল কি সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে-গৃহপালিত আমরা আমারাই-যে কিনা সামুর মামা-হুমু!!নাকি জাতিসংঘ শরণার্থী শাখার বনবাসী বিরোধী দল।জাতি গভীর আগ্রহ নিয়ে এ প্রশ্নের উত্তর মাগার খুঁজবার লইছে.. কিলিয়ার করন যায় না? B:-)

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

সাহসী সন্তান বলেছেন: দেহেন ভাই, নির্বাচন কমিশন এহন ব্যাপুক টায়ার্ড হইয়া গেছে (উত্তর না দেওয়ার ছুতো)! আপনার প্রশ্ন লইয়া যদি কাল একটু আসতেন তাইলে ভাল হইতো। তয় উনার পিএস হিসাবে আমি একখান কথা কইতে পারি যে, প্রথম তিনটা পদ পরিবর্তন করনের শক্তি স্বয়ং নির্বাচন কমিশনারেরও নাই। আরে ভাই, হেতেগো গদিতে হাত দিয়া ব্যান খামু নাকি..........?? :P :P



এহন বুইজ্জা লন, আর কিছু কওন যাইতো না!!

৬১| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

আল জোবায়ের আহমেদ বলেছেন: অবশেষে সাহসী সন্তান কেই রেলমন্ত্রীর পদটা দেওয়া হতে পারে বলে বিরোধীদলীয় নীতি নির্ধারকদের মধ্যে জোর আলোচনা চলছে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

সাহসী সন্তান বলেছেন: ভাই, এইটা আপনি কি কইলেন? নির্বাচন কমিশনার হইবো মন্ত্রী............!!??

তাছাড়া নির্বাচনি ইশতেহারে যে শর্ত গুলো আছে, সেই গুলার কিছুই তো আমি পূরণ করবার পারুম না। তাইলে ক্যামনে কি?

শর্ত সমূহঃ-


শর্ত নং-০১: দরখাস্তকৃত ব্যক্তির বয়স ৬০-৭০ বছরের মধ্যে হতে হবে। তবে কোন মতে সত্তরের উপরে যাওয়া যাবে না। যদি বয়স বেশিও হয়, তাহলে এফিডেবিট করে সেটাকে সংশোধন করেই দরখাস্ত জমা দিতে হবে।
শর্ত নং-০২: দরখাস্ত কৃত ব্যক্তিকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিতরা একশত হাত দূরে থাকুন। বাচ্চারা মাঠে খেলতে যাও।
শর্ত নং-০৩: ঠিক সত্তর বছরের মাথায় তিনি সকল ব্লগারদেরকে একটা সুসংবাদ দান করবেন। অথ্যাৎ অবিবাহিত ডিগ্রিকে জলাঞ্জলি দিয়ে গলায় বিবাহিত ডিগ্রি ঝুলাতে হবে।
শর্ত নং-০৪: পাত্রী আগে থাকতে সিলেক্ট করা থাকলে চলবে না। কারণ নির্বাচন কমিশনই সেটা ঠিক করে দেবে। তবে নিজস্ব কোন পছন্দ থাকলে সেটা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করতে হবে। পরে নির্বাচন কমিশন ভেবে দেখবে আপনাকে নমিনেশন দেওয়া যাবে কি যাবে না।
শর্ত নং-০৫: দরখাস্ত কৃত ব্যক্তি অবিবাহিত কোন সংগঠনের সাথে যুক্ত থাকলে সেটা উক্ত ব্যক্তির অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচত হবে।

তয় চাইলে কিন্তু হেই পদটা আপনারেও দিবার পারি? বয়স কত আপনার............?? :P :P

৬২| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

দর্পণ বলেছেন: ১৩। শিল্পমন্ত্রীঃ- যদিও এই পদের জন্য সামুর বিরোধীদল যে ব্যক্তিটার নাম ঘোষনা করেছেন তিনি অত্যন্ত নিরীহ গো-বেচারা টাইপের। তারপরেও উনার থেকে যোগ্য ব্যক্তি খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত তার নামটাই নির্বাচনি ইসতেহারে নির্বাচন পরবর্তি শিল্পমন্ত্রী হিসাবেই রয়ে গেল। তিনি বিরোধী দলের হয়ে লড়লেও সবার সরকারি খালু হিসাবে পরিচিত এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি জনাব দর্পণ খালু। তো খালুর জন্য একটা হাত তালি হয়ে যাক? এই পদে উনার বিপক্ষে আছেন আর একজন জনপ্রিয় ব্যক্তি জনাব দীপংকর চন্দ। তবে খালু কথা দিয়েছেন, নির্বাচনের প্রচারনায় তিনি নিজে তো থাকবেনই পাশা পাশি আমাদের প্রান প্রিয় খালাম্মা কেউ নির্বাচনি প্রচারনায় কাজে লাগাতে পারেন।

শিল্পমন্ত্রীর মনোনয়নে আমি বড়ই আনন্দিত। তবে নিজের মাঝে কোনো শিল্পসত্বা খুঁজে খুঁজেও কিছুই না পেয়ে একটু চিন্তায় পড়লাম। আর বিপক্ষে আরও একজন সহজ সরল ভালোমানুষ কবিকে দেখে বড়ই প্রীত হইলাম। আমি দীপংকর চন্দ ভায়ের সাথে দ্বন্দে না গিয়া মিলে মিশে তার ছুটভাই হিসাবেই কাজ করিতে চাই। তবে তাহা শিল্পের নামে বেশিল্প হইবে । উহাতে সন্দেহ নাইক্কা।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

সাহসী সন্তান বলেছেন: হেঃ হেঃ, আমাগো সরকারি খালুকি তাইলে আইয়া পড়ছেন? খালু, কথা পরে হইবেক। আপনারে বহুদিন দেহি না। আছুইন ক্যামুন? আর আমাগো রুদমিলা খালাম্মা কেমুন আছেন......?? :P :P



তয় আপনেযে অসম্ভব কে বেসম্ভব করবার পারেন, হেইডা কইলাম আমাগো নির্বাচন কমিশনও খুব ভালা কইরাই জানে!! :P

৬৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহাহহাহাহ এতনা মজাদার পোস্ট... ভাবছি শায়মা বাচ্চুমণিকেই আগে টিকটিকির ফ্রাই, তেলাপোকার স্যুপ... ব্যাঙের কোর্মা ... ইঁদুরের কোপ্তা...বিলুই ভর্তা... খাওয়াবো এরপর আপনারা সবাই লাইনে দাঁড়াবেন ... রান্না আমি নিজ হাতে করবো কিন্তু উপকরণগুলি পোস্ট দাতাকে স্বয়ং ধরে দিতে হইবেক......... খুক খুক... কাল রাতের পার্টির খাওয়ার জন্য প্রস্তুত থাকুন সবাই... পোস্ট প্রিয়তে নিলাম...

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

সাহসী সন্তান বলেছেন: আহারে আমাগো ঈস্পী আপু আইয়া পড়ছে রে! তয় আপু, রান্নার উপকরণ কিন্তু আগেই নির্বাচন কমিশন কর্তৃক সিলেক্টেড কইরা দেওয়া হইছে। তাছাড়া উহার বাইরে কোন নতুন আইটেম করার চিন্তা ভাবনা থাকলে সেইটা আগে আমাগো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইতে হইবো। পরে পারমিশন পাইলে তবেই আপনি সেইটা রান্না করবার পারবেন!! :P :P


মন্তব্য এবং পোস্ট প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ!

৬৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

দর্পণ বলেছেন: ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহাহহাহাহ এতনা মজাদার পোস্ট... ভাবছি শায়মা বাচ্চুমণিকেই আগে টিকটিকির ফ্রাই, তেলাপোকার স্যুপ... ব্যাঙের কোর্মা ... ইঁদুরের কোপ্তা...বিলুই ভর্তা... খাওয়াবো এরপর আপনারা সবাই লাইনে দাঁড়াবেন ... রান্না আমি নিজ হাতে করবো কিন্তু উপকরণগুলি পোস্ট দাতাকে স্বয়ং ধরে দিতে হইবেক......... খুক খুক... কাল রাতের পার্টির খাওয়ার জন্য প্রস্তুত থাকুন সবাই... পোস্ট প্রিয়তে নিলাম..

ইপ্সিতা আপনাদের মজার খানা পিনা আপনারাই খাইয়েন আর দূরে থাইকেন।এই দিকে মাড়াইয়েন না টিকটিকি তেলাপোঁকা নিয়ে।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

সাহসী সন্তান বলেছেন: ক্যান খালু কুনো সমস্যা? ডিসকভারি চ্যানেলে দেহেন নাই, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর অধিকাংশ মানুষই খাবে স্বরিসৃপ জাতীয় প্রাণী! সুতরাং টেনশন না কইরা খাওনের জন্য লাইনে যাইয়া খাড়ান............!! :P

৬৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি শিক্ষামন্ত্রী! এ কথা শুনে যে এখন বড় ভয় হচ্ছে। আজ থেকেই লেখাপড়ার সময় বাড়িয়ে দিয়ে শিক্ষিত হতে হবে নিজেকেই।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

সাহসী সন্তান বলেছেন: আপু, প্রায় দেড় ঘন্টা ধইরা মন্তব্যের উত্তর করতে করতে মুই টায়ার (টায়ার্ড) হইয়া গেছি! আপনার মন্তব্যের উত্তর কইরা ভাবতাছি একটু রেস্টে যামু...............!! :P :P



তয় শিক্ষা মন্ত্রী হইতে গেলে কইলাম শুধু পড়লেই হইবো না, আগের থেকে প্রশ্ন ফাঁস, নকল ইত্যাদী বিষয় সম্পর্কে ব্যাপুক জ্ঞান থাকন লাগবো! :P

৬৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

অগ্নি সারথি বলেছেন: দপ্তর বিহীন মন্ত্রী একজন ক্যান, ভোট দিমু না।

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সাহসী সন্তান বলেছেন: প্রিয় ভোটার, এমন কথা কয় না.....?? আপনারা ভোট না দিলে প্রার্থীরা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবো? সুতরাং অবশ্যই আপনারা ভোট দিবেন.....!!

তবে দপ্তর বিহীন মন্ত্রী হিসাবে আর কাওকে না পাওয়ায়, সেটাকে খালিই রাখা হয়েছে। তাছাড়া কেউ যদি স্বেচ্ছায় কোন শূন্য পদে দরখাস্ত করে তাহলে বিচার বিবেচনা করে অবশ্যই তার প্রার্থীতা গ্রহণ করা হবে!


মন্তব্যের জন্য ধন্যবাদ!

৬৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

অভ্রনীল হৃদয় বলেছেন: :) :) :)

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সাহসী সন্তান বলেছেন: :P :P

৬৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

তারছেড়া লিমন বলেছেন: ভোটার তালিকা কবে হালনাগাদ করা হচ্ছে তাইলে?????

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সাহসী সন্তান বলেছেন: খুব শীঘ্রই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আর সে লক্ষকে সামনে রেখে আমাদের মনোনীত ব্যক্তিরা আপনাদের কাছে গেলে, আশা করি আপনারা যতটা সম্ভব খাতির যত্ন করে ভোটার তালিকা হাল-নাগাদ করতে তাদেরকে সহযোগিতা করবেন!

৬৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

লালপরী বলেছেন: মজা পেলাম :)

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ লালপরী......!!

৭০| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি আর শায়মা একই পার্টির লোক ।সরকারি দল। এস কাজী বিরুধীদল । এস কাজীর পক্ষ নেয়ায় শায়মা সংবিধানের ৭০ ধারায় ফ্লোর ক্রসিং এ পরেছে তার সংসদসদস্য পদ শেষ মানে আর নেই । আর তার মন্ত্রীত্ব কোথায় থাকলো বলেন??? শায়মার জন্য সমবেদনা । আর এস কাজীর জন্য কোন কিছুনা ।ওনার জন্য শায়মা ৭০ এ :( । আর যদি নির্বাচনে পরাজিত হই ।তাহলে আমারও মন্ত্রীত্ব শেষ । কাজী তো এক ঢিলে দুই পাখি মারছে । শায়মা পাখি আর আমি । ভাবি যখন আমাদের সুসময় ছিল ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

সাহসী সন্তান বলেছেন: আহারে কত কষ্টই না আমাগো সেলিম ভাইয়ের বুকে....!! হেইডা যদি কেউ বুঝতো.....?? তয় সেলিম ভাই মনে হয় সামান্য একটু মিসটেক কইরালছেন? কারণ উক্ত ৭০ ধারাকে সংশোধন করে এখন সেখানে বলা আছে যে, ইচ্ছা করলে সরকারি দল তার কোন নিকটাত্মীয় কে বিরোধী পক্ষ হিসাবে ঘোষণা করতে পারবে!


তয় আপনার সেই সুসময় টা যেন আবারও ফিরে আসে সেই দোয়া রাখি!

৭১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: জাতির ভবিষ্যত সামনে তাহলে উজ্জল।

অনেককে চিনি অনেককে চিনিনা, আস্তে আস্তে চিনে নিব সবাইকে তারপর বুঝতে পারব কে কেমন ক্ষমতার ব্যবহার করতে পারে।

দারুণ একটা পোস্ট।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

সাহসী সন্তান বলেছেন: আসলেই জাতির ভবিষ্যৎ সামনে ব্যাপক উজ্জল!


চমৎকার মন্তব্যে স্বাগত জানবেন!

৭২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

গুলশান কিবরীয়া বলেছেন: এইসব ধারা টারায় কিচ্ছু হবে না , কতো ধারা দেখলুম । আপনি রাজি আছেন কিনা বলেন , তাহলে বিনা মূল্যে আপনাকে নমিনেশন পত্র দিয়ে দেয়া হবে আর যদি কোথাও বিক্রয় করতে সাহায্য করতে পারেন তাহলে যথাযোগ্য কমিশন দেয়া হবে আপনাকে , একেবারে ০০০% কমিশন পাবেন । রাজি আছেন কিনা জানাবেন । বিক্রয় করতে পারলে টাকাটা আমার টুইস ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবেন । টাকাটা পেলে মঙ্গল গ্রহে যাওয়ার রিটার্ন টিকিট ক্রয় করবো ভাবতেছি । ওয়ান ওয়ে টিকিটে আমার পোষাবে না , জাস্ট একটা শর্ট টাইম টুরের জন্য যেতে চাই । B-)

আর ছবিতে মাইনাস হোলে সমস্যা নাই । আমার এই ডাইনি ছবিটা মাঝে মাঝে ভয় দেখাতে আমি ব্যাবহার করি , সাহসী সন্তানকে ভীত সন্তানে পরিণত করারা জন্য এই ছবি দেয়া হয়েছে । ভয় মনে হয় পাইছেন , নাহলে মাইনাস দিলেন কেন ? B-))

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

সাহসী সন্তান বলেছেন: নির্বাচন কমিশন কে প্রলোভন দেখানোর দ্বায়ে আপনার ছয় মাসের ফাঁসি দিবার পারি হেইডা কি আপনি মানেন? আর জিরো পারসেন্ট ডিসকাউন্টে আপনি মঙ্গলে যাইবেন যাইনা তো স্বয়ং নির্বাচন কমিশনারও ব্যাপুক ভাবে চিন্তিত! আপনি মাঞ্জা মাইরা মঙ্গলে গিয়া হাডুডু খেললে ঝাতির কপালে বারটা বাঁজবো হেই খিয়াল কি আছে......?? আপনার এই কথার লাই নির্বাচন কমিশন আপনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করবো কইলাম! সুতরাং ভুইলাও এমুন কথা আর মুখে আইনেন না..........!!



আর ছবি দেইখা ভুই পাওনের কুনো কারণই নাই! ভাবছিলাম এহন সব্বাইতো প্রপিক হিসাবে মাঞ্জা মারা ছবি পুস্ট করে? তয় আপনি হঠাৎ কইরা এমুন ছপি দিছুন,প্রশ্ন হইলো সেটাই? তয় আমার সাহসের ব্যাপারে আপনার গিয়ান ব্যাপুক কম দেইখা হাসি চাপাইতে পারতাছি না......!!

৭৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ নির্বাচনী আমেজ ভালই জমে উঠেছে.......

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

সাহসী সন্তান বলেছেন: হুম, কথা একখান কইছেন কথার মত কথা! তয় আপনার খবর কি? সব কিছু ঠিক-ঠাক মত চলছে তো......??

৭৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

জেন রসি বলেছেন: আমি কিন্তু বিচ্ছিন্নতাবাদী! ;) মন্ত্রীপরিষদে থাকলে অনেক কিছুই ঘটে যেতে পারে!! :P তাই নুর ভাইকে পদ ছেড়ে দিয়ে আমি খুশী মনে বনে চলে যাচ্ছি! :)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

সাহসী সন্তান বলেছেন: বিষয়টা ঠিক বুঝবার পারতাছি না! সরকারি কর্তা ব্যক্তিরা সব কর্ম ছেড়ে হঠাৎ বনবাসে যাওনের পিলান করতাছে ক্যান?

৭৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

গেম চেঞ্জার বলেছেন: আমার সবকিছু চলছে চলার মতো.........। আপনের বুয়া'র মতি ঠিক অইছে??

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

সাহসী সন্তান বলেছেন: আর কইয়েন না ভাই, হেতেরে লইয়া আছি বড় টুয়েলশানে! দেহি কব্বে ফ্রিইইইই হয়.......??

৭৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: ভাউ, মুইযে কবিতা লিখবার পারি না। তাইলে ক্যামনে কি? তয় একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমার আপুনিরে একটা রিকোয়েস্ট করমুআনে, যাতে হেই আমার হইয়া একখান কবিতা রচনা কইরা দেয়! :P

বদ আপুনি পালিয়েছে
ডরে কাঁপি থত্থরি;
লুকি লুকি লাঞ্চে খায়
ব্যাঙ-কেঁচো চচ্চরি।

ভায়া তোমার চয়েস দারুন
সিলেক্ট করলে সবি;
নারী শিশুয় কা_ভা'র পাশে
নামটি রেখো মানবী

সেয়ানা,বিশু,কলাবাগান
বেশ কিছু 'বাঘ' আছে;
হান্দাও হ্যাগো চিপা চাপায়
গোস্‌সা করে পাছে।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

সাহসী সন্তান বলেছেন: আমার আপুনি আইয়া যদি আপনার এই কবিতা দেহে, তাইলে আপনার খপর কইরা ছাড়বো কইলাম.....??


আর মানবী আপার বিষয়টা চিন্তা করন যায়, তয় আর গুলানরে তো প্রচুর ডরাই! তাইলে ক্যামনে কি.......??

৭৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

নিমগ্ন বলেছেন: এই প্রহসনের নির্বাচন মানি না। মানবো না। :-/

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

সাহসী সন্তান বলেছেন: ভাবছিলাম আপনারে আইন মন্ত্রীর পিএস করাম, তয় এহন সিদ্ধান্তটা বদলায় ফেলাইলাম! নির্বাচন কমিশনের নামে এমন কথা বলার জন্য আপনার ব্যান্ড বাজানো হইপে.....!! সাবধান.......!!

৭৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: Click This Link

নেমতন্ন থাইলো........ B-))

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সাহসী সন্তান বলেছেন: হেঃ হেঃ ব্যাপুক বিনোদন! আই তো নষ্টালজিক হইয়া গেছি......!! থেংকু......!!

৭৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

রাবার বলেছেন: পুষ্ট পইড়া অনেক মজা পাইলাম। তয় ভাই আমিও মন্ত্রি হইবার চাই :-0

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

সাহসী সন্তান বলেছেন: কন কি ভাইজান? সবাই মন্ত্রি হইলে ভুট দিবো ক্যাঠায়......?? এইভাবে আবদার করে না ভাই? মাইনশে খারাপ কইবো.....!!

৮০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১

নিমগ্ন বলেছেন: ওঃ এই কথা???

নির্বাচন অফিসে বনের পশুপাখি আইন্না ছাড়খাড় কইরা দিবার পারি?? (হুমকি)

ইদানিং জিনি ভাইয়ের উপ্রেও হালকা পাতলা স্টিম গ্যাছে। দেখছেন???

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

সাহসী সন্তান বলেছেন: একটা কথা কই ভাই, বনের সব পশুপাখি আইনেন তাতে কোন সমস্যা নাই! তয় ঐ পাখিটা আইনেন না.....!! মুই হেতেরে ব্যাপুক ডরাই.......!!



আর জিনি ভাউয়ের ব্যাপারটা দেখছি! ব্যাপুক মজা পাইছি......!! জিনি ভাউও কিন্তু অনেক ডরায়......??

৮১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

ডাঃ মারজান বলেছেন: অনেক দিন পর সামুতে এসে এমন ঝাকি খেলুম মামা! এখনও হাসি থামছেনা। কাজী ভাই গেছে! শাশুড়ির হাতে জামাই আদর পাচ্ছে!
কি পোস্ট দিছেন! একদম ধান গাছে মাইরালা পোস্ট! ভোট? ক্যাম্পেইন শুরু।অনেক দিন পর সামুতে এসে এমন ঝাকি খেলুম মামা! এখনও হাসি থামছেনা। কাজী ভাই গেছে! শাশুড়ির হাতে জামাই আদর পাচ্ছে!
কি পোস্ট দিছেন! একদম ধান গাছে মাইরালা পোস্ট! ভোট? ক্যাম্পেইন শুরু।
আপনাদের মিস করছি! আবার আসিব ফিরে! খুব তাড়াতাড়ি। অসাধারণ পোস্টটি প্রিয়তে নিলাম।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সাহসী সন্তান বলেছেন: ডাক্তার ভাই, আমরাও আপনাকে চম্র ভাবে মিস করছি! আশা করি খুব তাড়াতাড়ি আপনি ব্লগে আবারও আগের মত এ্যাক্টিভ হবেন.....!!



চমৎকার মন্তব্যে ভাল লাগা জানবেন! তাছাড়া মন্তব্য এবং পোস্ট প্রিয়তে রাখার জন্য ডাবল থ্যাংস.......!!

৮২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্যের যে যুক্তিযুক্ত প্রতিউত্তর দিয়েছে তাতে আমি কুপোকাত !!!

তয় আমার আর জনাবা রিকির বিষয়টা আমাদের দলীয়গত ভাবে প্রস্তাব রাখা হয়েছে ! আশাকরি আগামি ৪৮ ঘন্টার ভেতর কোন খবর পাবেন !!! মাইক নিয়ে রেডি থাইকেন ।

নির্বাচন কমিশনকে কিছু করতে কই নাই তো !!! নির্বাচন কমিশনকে আগে থেকে সতর্ক করে দিলাম আরকি !!! যাতে কোন দুর্নীতি কইরা সরকার দলীয়কে না জিতাইয়া দেয় !!!! এতে কোন লাভ হইপে না !!!
( এই গোপন খবরটা মাইরালা টিভিরে কিন্তু জানাইলাম না, আবার দেইখেইন ফাঁস কইরা দিবেন ) !!!!

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সাহসী সন্তান বলেছেন: Ok! আমার রিপোর্টার তথ্য সংগ্রহের জন্য আপনার অফিসের সদর দরজায় সেই দুপুর থেকে অপেক্ষা করছে! তয় যে খবরই দেন, সেটা যেন আগে মাইরালা চ্যানেলের রিপোর্টারের কাছে আগে আসে? বোঝেনই তো, নতুন চ্যানেল। পাবলিসিটি বাড়াইতে হইবো না? খবরটা বোমার মত না ফাটাইয়া, আমাগো কানে কানে কইলেই হবে.......!!

আর নির্বাচন কমিশন নিয়ে আপনার মধ্যে যে সংশয় কাজ করছে সেটা দূর করার জন্যই বলছি! এমন নির্বাচন কমিশন জিন্দেগি ঘুইরা আইলেও আর একটাও পাইবেন না? ভোট হইবো সম্পূর্ন অবাদ, সুষ্ট এবং নিরোপেক্ষতা বজায় রেখেই! তয় ডিজিটাল যুগ বইলা কথা! সুতরাং...........নাহঃ থাক! বেশি কওন যাইতো না.......!!

৮৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: আবারো একখান উঁকি মাইরা আইসা দেইখা গেলাম।

এখনো কোন মন্তনালয় পাইলাম না।

শায়মা আপু তো, আমারে খুনিই বানায়া দিছে। খুনীগর লাইগা আলাদা মন্ত্রণালয় খুলার দাবি জানাইতেছি। (এইডা কইলাম হুমকি... X(( ) B-)

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সাহসী সন্তান বলেছেন: ভাই কথাটা হইলো গিয়া, আপুনি কিন্তু এক্কেরে খারাপ কিছু কয় নাই! কারণ আপনি যাগো লগে ওটা-বসা করেন তাগো বিষয়টা নির্বাচন কমিশনের কাছে খুব একটা সুবিধার মনে হয় না! আর সেজন্যই হয়তো আপুনি আপনারে আগের থেকেই সতর্ক কইরা দিয়া গেছে! যতই হোক আমাগো সরকারি আপুনি বইলা কথা.......!!

৮৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: সরকারী দল মানেই ষড়যন্ত্র!!!!
গুজব ছড়ানো!!!


আমি কাগর লগে উঠাবসা করি ঐডা তো আমিই জানিনা!!! সরকারী দলের নির্বাচন কমিশন অইডারে ইস্যু বানাইলো ক্যামনে?

হরতাল আবশ্যক! বিরোধী দল কোথায়!!!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

সাহসী সন্তান বলেছেন: বিরোধী দল ঘুমাইতাছে ভাউ! তাগোরে ডাইক্কা আইনা আর ঘুমের ডিস্টার্ব করনের কাম না! তার চেয়ে মাথা ঠান্ডা করেন, বিড়ি দিমু একটা?

৮৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: ডাকুন লাগে নাই - বদনামের কারণে এমনেই আইসা গেছে। এখন কন, অফিসটা কোন জায়গায় আছে... ভাঙচুর করার লিগা ফোর্স পাডাইতেছি...

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: দিগন্ত ভাই, এই সব কিছুর জন্য দ্বায়ী আপনি? আপনার জন্যই গেম ভাই নির্বাচন কমিশন কে কিলাইতে চায়? :-/


অফিসের লোকেশন বর্ননা করা হলোঃ-


প্রথমে আপনি আপনার নিদ্রিষ্ট স্থান থেকে গাড়িতে উঠে এক্কেরে সোঁজা আইসা যাশোর নিউমার্কেট বাস স্ট্যান্ডে নামবেন। সেখান থেকে একটা রিক্সা যোগে প্রথমে যাইবেন যশোর পালবাড়ি বা চাচড়া মোড়। সেখান থেকে নছিমন, করিমন, ইজিবাইক বা ট্রেগার যে কোন একটাতে চেপে সোজা চলে আসবেন চুরামন কাটি। তারপর চুরামন কাটি থেকে আবারও নছিমন, করিমন, ইজিবাইক বা ট্রেগারে চেপে চলে আসবেন চৌগাছা। চৌগাছা এসে গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ডাইনে একটা রাস্তা গেছে। সেটা ধরে কিছুদূর হাটবেন। তারপর আবারও বামে ঘুরে আবারও কিছুদূর হেটে দেখবেন একটা বড় আম গাছ। উক্ত আম গাছের উত্তরে দেখবেন একটা খোলা মাঠ। এখন সেখানে সরিষা লাগানো আছে। উক্ত সরিষা মাঠের সরু রাস্তা ধরে হেঁটে মাঠ পার হবেন। তারপর সেখান থেকে একটু ডাইনে ঘুরে দেখবেন একটা দোকান, দোকানের বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আধা পাকা, আধা কাচা জাতীয়। উক্ত রাস্তা ধরে কিছুদূর এগিয়ে গেলে দেখবেন একটা বড় পুকুর। উক্ত পুকুরের দক্ষিন পাড়েই আছে আমাগো সাধের নির্বাচন কমিশনের অফিস। :P

কি বুঝতে পারছেন তো............?? তয় ভাংচুর করার জন্য লোক লস্কর একটু বেশি কইরা নিয়া যাইয়েন। কারণ গ্রাম্য এলাকা তো, পরে আবার রিএ্যাকশান না হয়............!! :`>

৮৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

গেম চেঞ্জার বলেছেন: ব্যস্ততা কাটুক শিগগির......

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সাহসী সন্তান বলেছেন: দোয়া কইরেন ভাই! আসলেই আমি অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি!

৮৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ওরে কি কান্ড দেখো দিকিনি!

এই কে আছিস জলদি বিড়িটা দে, চুপে চুপে দুইটা সূখ টান দিই ;) আর সাম্বাদিকগো দূরে রাখপি! নইলে আবার কুতায় ফুটুক ছাপায় দিব! যদিও আমার টেনশন নাই- নিত্রি আমার নিজের লুক! খালি মুচকি হাসি দীয়া কইবা ইসব বালা না :P

ভাইগো.. সমাজের কল্যান চিন্তায়তো আগেই ডাবর শান্তি আমলার কার্টন কিন্যা রাখতে হইপে।

নইলে সরকারী ইশটাইলে আমিতো সমাজেরই অংশ। আমার কল্যান মানেই সমাজ কল্যান থিউরিতে- তয় শুরু কইরা দিমুনে!
আপনেরা মাঝে মাঝে দুদক ফুদক পাটায়েন, তাতে সরকারে ইমেজও ঠিক থাকব- আর বেচারোগোও কিছূ কামাইয়ের সুযোগ মিলব! :-/ :D B-) =p~

ভাল! বিনোদনের এই দেশে এখন ইটা ছাড়া সবইতো উধ্র্ধগতির!! ;)

+++++

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

সাহসী সন্তান বলেছেন: সমাজ কল্যন মন্ত্রনালয়ের বিরোধী পক্ষের মাঞ্জা মেরে আসতে মনে হয় একটু দেরি হইছে? একদম কথা না কইয়া হারাডা দিন খালি ঘুমের উপরে থাকবেন! তা না হইলে কিন্তু জাতীর উন্নতি হইবো না?

আর আমাগো পাডানো লোক গুলান দুদক-ফুদক হইবো না! এইডা হইবো সুদক! মানে সামু দমন কমিশন! :P


মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই! শুভ কামনা জানবেন!

৮৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া এইখানে দেখলাম আমার নাম অনেকেই স্মরণ করিয়াছেন। সকলের জবাব লইয়া অচিরেই আসা হইবেক।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

সাহসী সন্তান বলেছেন: আপুনি আপনি কি ঝগড়া বাধানোর ফন্দি আটছেন নাকি ঠিক বুঝলাম না? আমি আগেই কইয়া রাখলাম, হেইডারে কিন্তুক বহত ডরাই?



আপুনি, আমার মনে হচ্ছে আপনি নতুন কোন পোস্ট লিখছেন, কি তাইতো? বেশ চুপচাপের সহিত আছেন? তাছাড়া এতক্ষনে তো আপনার থাকনের কথা না?


যাহোক, আজকের মত টা টা.... ...! শুভ রাত্রি!

৮৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন: যেই লোকেশন তাতে আমি একখানা প্রস্তাব দেই...

ভাই অফিসটা আমিই বানায়া দিমু... ঐডাত কার্যক্রম শুরু করেন - পরে গিয়া ঐডাই ভাঙচুর করমু...

ঐ ডাইনে-বাইয়ের লোকেশনে যাইতে গেলে আমি হারা জীবন যশোরের ডাইনে-বাইয়েই ঘুরমু খালি...

|-)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

সাহসী সন্তান বলেছেন: কোন সমস্যা নেই ভাই! আপনি অফিস বানাইয়া আবার সেই অফিস যদি ভাঙবার চান তাইলে সেটাতে নির্বাচন কমিশন স্বতঃফূর্ত ভাবেই অনুমতি প্রদান করবে! তয় সাদক (সামু দমন কমিশন) কে আপনি সামলাইবেন! এই ব্যাপারে নির্বাচন কমিশনের কোন হাত নেই.!

৯০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

শায়মা বলেছেন: না না নতুন পোস্ট লিখিনি মানে সব লেখা তো পাবলিশ করিনা। আসলেই আমি অনেক ঝামেলায় আছি ভাইয়ু।:(

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

সাহসী সন্তান বলেছেন: আমি একটু ফ্রিইইইইইই হইয়া নিই, তারপর আপনার খবর আছে! একটা পর একটা ঝামেলার ভুত আপনার মাথার থাইকা আমি নামামু........!! ঞ কত্ত ঝামেলার মানুষ দেখো......??

৯১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

লেখোয়াড়. বলেছেন:
অনেক মজার পোস্ট।
কিন্তু আজাইরা কষ্ট করেছেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

সাহসী সন্তান বলেছেন: প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভাই! তবে আজাইরা কষ্টের ব্যাপারটা ঠিক বুঝলাম না......??


শুভ কামনা জানবেন!

৯২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

লেখোয়াড়. বলেছেন:
আমি কিন্তু খেলোয়াড় নই, আমি "লেখোয়াড়"

আজাইরা কষ্ট মানে অর্থহীন কষ্ট।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সাহসী সন্তান বলেছেন: হুম, আমি আপনার নামটা দেখেছি এবং পড়েছিও ঠিক তবে লিখতে গিয়েই ভুল করেছিলাম! ঐখানে কিন্তু সেটা শুধরেও নিয়েছি!



আর কষ্টটা বলতে, আমার সবাইকে নিয়ে এমন পোস্ট লিখতে ভাল লাগে; তাই লিখি! এর আগেও দুইটা লিখেছিলাম!!

৯৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

প্রামানিক বলেছেন:

আমার মন্তব্য গেল কই?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

সাহসী সন্তান বলেছেন: আমারও তো একই প্রশ্ন, প্রামানিক ভাইয়ের মন্তব্য গেল কই? খাড়ান খোঁজ দ্যা সার্চের মাধ্যমে দেখি হেইডা গেল কই? তয় এইডা বিরোধীদের ষড়যন্ত্র হইলেও কিন্তু হইবার পারে?



ভাই বেশ দৌঁড়ের উপর আছেন বলে মনে হচ্ছে? অনেকদিন পর দেখলাম আপনাকে?

৯৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

গেম চেঞ্জার বলেছেন: ৮. ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭ ০
প্রামানিক বলেছেন: বিঃ দ্রঃ- 'তবে সকল ক্ষেত্রে আম জনতার সাপোর্ট থাকাটা অত্যন্ত জরুরী। কারণ এই পদে সরকারী মন্ত্রী হিসাবে আছেন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত ছড়াকার জনাব প্রামানিক ভাই।'

অল্পের জন্য ফাইসা গেলাম। আমি ভাই নিরপেক্ষ মানুষ, আমারে দলে ঢুকায়া দিয়া বিপদে ফালাইলেন। একলা একলা যদি আমারে বিরোধীরা পায় তাইলে কিল একটাও মাটিত পড়বো না।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪ ০
লেখক বলেছেন: কুনো চিন্তার করবেন না ভাউ, নির্বাচন কমিশন কর্তৃক আপনার সিকিউরিটির জন্য এক্ষুনি এক প্লাটুন সৈন্য পাঠানো হইবেক! ততক্ষণ পর্যন্ত একটু সাবধানে থাইকেন? ঘরে যদি যায়গা না থাকে তাইলে দরজার আড়ালে লুকাইয়া থাহনের জন্য নির্বাচন কমিশন আপনাকে নির্দেশ প্রদান করছে......!!


এক কাজ করতারেন না...।?? পূর্বের ৫০টি দেখার লিংকে ক্লিক করতারেন না??? ২জনই কি?? :|| :||

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

সাহসী সন্তান বলেছেন: আরে ভাই, আমরাও তো কিছু বুঝি নাকি? কমেন্টে প্রামানিক ভাইয়ের লগে একটু মজা করছি.......!! ব্রেন খারাপ হইলেও টেকনিক্যাল সাইটে মোটামুটি বেশ বুঝি........!!

৯৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়েটিং করে করে
পায়ে গজে শেকড়;
তাও আপুর খোঁজ নেই
এলোনা এক একর।

কাহিনীটা বেশ বুঝি
জংয়ে দিলো পিঠটান;
বিজয়ীর বেশে আমি
যাই পড়ে মালাখান। :-B

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

সাহসী সন্তান বলেছেন: ওয়েটিং করে করে আপনার পায়ে যে শিকড় গজিয়ে গেছে সে জন্য নির্বাচন কমিশন আন্তরিক ভাবে দুঃখিত! তবে আপুনি এই মুহুর্ত্বে ভীষণ বিজি আছেন বলে আমাদের বিশেষ সংবাদ দাতা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যস্ততা কেটে গেলে তিনি অবশ্যই আবারও আমাদের মাঝে ফিরে আসবেন!

৯৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

লিও কোড়াইয়া বলেছেন: ভাই, বিচার মানি তালগাছ আমার ভাইকে আইন মন্ত্রী দেয়া হোক! অসাধারণ পোস্ট। নতুন ব্লগার হিসেবে অনেকের সম্পর্কেই ভালো ধারণা নেই, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জেনেছি, তাতেই পড়ে মজা পেলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

সাহসী সন্তান বলেছেন: ভাই লিকো প্রথমেই আমার ব্লগে আপনাকে স্বাগত! আপনার বিষয়টা নির্বাচন কমিশনের মাথায় থাকলো......!!



চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!

৯৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: মাইরালা টিভির নতুন কোন সংবাদ আছে কিনা দেখতে আসলাম !!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

সাহসী সন্তান বলেছেন: আছে তবে এই খানে না, অন্য কোথাও খোঁজ করেন ঠিকই পেয়ে যাবেন! :P তাছাড়া মাইরালার সম্পাদক মহাশয় আপাতত এতটাই দৌঁড়ের উপরে আছে যে, সেইটা আর আপনাকে না বলি! তবে চোখ-কান খোলা রাখেন, হয়তো কোন এক সময় হঠাৎ করেই কোন গুরুর্ত্বপূর্ন খবর নিয়ে চলে আসতে পারি!

৯৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । জুতা পড়ে দৌড়াইয়েন । রাস্তার অবস্থা ভাল না । আরও শীতকাল আইসা পড়ছে !!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

সাহসী সন্তান বলেছেন: আপনার কমেন্ট পড়ে মুখে জোর করে হাসি আনার চেষ্টা করতে হলো! অসুবিধা নাই, শীতকালে বাইরে বের হলে কেস্ সহ যাবতীয় গেটআপ সব কিছুই ঠিক-ঠাক করেই বের হই।


তবে রাস্তার অবস্থা এইটা আপনি জানলেন ক্যামনে? আপনিও কি দৌঁড়ের উপরে আছেন নাকি? :P

৯৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: রাজনৈতিক কারণে তো দৌঁড়ের উপর থাকতে হয় !! বিরোধী দলে অবস্থান করছি তো তাই !!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

সাহসী সন্তান বলেছেন: ও এই কথা, আমি তো ভাবছিলাম অন্যকিছু! তো দলীয় ব্যক্তির সাথে কতটুকু বোঝাপড়া করতে পারলেন তারতো কিছু বললেন না?

১০০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: উনি ইতিবাচক সাড়া দিয়েছেন । আশাকরি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভাল কোন খবর পাবেন !!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

সাহসী সন্তান বলেছেন: একদম পুরোদস্তুর রাজনীতিবিদদের মত একটা কথা বলছেন! মন্তব্যটা পড়ে প্রথমে একগাল হেসে নিয়ে তারপর উত্তর করছি। আপনাদের ৪৮ ঘন্টা মানে তো আম-পাবলিকদের জন্য ৪৮ দিন, তাই তো? :P

১০১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

রিকি বলেছেন: আমার মন্ত্রিত্ব কথাকথিকেথিকথন ভাইরে দিয়ে দেয়া হোক (আমি কয়েকদিন ভ্যাকেশনে যেতে চায়) !!! মাঝে মাঝে সচিব পদে আসব নি !!!! ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

সাহসী সন্তান বলেছেন: কার সচিব হইবেন? কথাকথি ভাইয়ের? :P


নির্বাচন কমিশন আপনাকে ছাইড়া দিতে চাইলেও আম-পাবলিক সহ আপনার অপজিশন পার্টিতো আপনাকে নিয়াই পার্লামেন্টে যাইবার চায়? তাছাড়া আপনার দাবি মানা যাইতো না, তাইলে আম-পাবলিক নির্বাচন কমিশন অফিস ভাংচুর করবার পারে। সবে মাত্র চুনকাম করছি! ;)

১০২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:

ভুল বললেন । ৪৮ দিন কম হয়ে গেল নাহ !!! বহু আগে শুরু হওয়া অনেক কিছুরই এখনো ৪৮ ঘন্টা চলছে কিন্তু !!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

সাহসী সন্তান বলেছেন: খাসা কথা কইছেন মন্তব্যে কইস্যা লাইকান! তয় আপনার বিরোধী পক্ষ কিন্তু আপনাকে পদ ছাইড়া দিয়া সে আবার ভ্যাকেশনে যেতে চায়? আপনার তো রাস্তা পরিষ্কার! ;)

ঠিক এই খবরটা জানার পর, এখন আপনার মনের অবস্থাটা কেমন সেইটা ঝাতি জানবার যায়? তাছাড়া হুট করে উনার এই পদত্যাগের ব্যাপারে আপনি কি মাইরালা চ্যানেল কে কোন ইনফর্মেশন দিতে পারবেন? :`>

১০৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপাতত এ বিষয়কে এখনো গুজব বলে মনে হচ্ছে । তবে জনাবা রিকির সাথে কথা বলে বিষয়টা পরিষ্কার হলে প্রেস কনফারেন্স ডেকে জানানো হবে !!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

সাহসী সন্তান বলেছেন: উকে.........!! :`> মাইরালা চ্যানেল নাহয় সেই পর্যন্ত অপেক্ষায় থাকলো।

১০৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

এহসান সাবির বলেছেন: লড়াই টা শেষ মেশ পনি আপুর সাথেই বাধিয়ে দিলেন......... ;)


শুভ কামনা রইল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

সাহসী সন্তান বলেছেন: হুম, কি করবো কন? যোগ্য ব্যক্তির সাথে যোগ্য ব্যক্তির কন্টেস্ট না হইলে সেইটা জমে না, তাই আর কি!


আপনার জন্যও শুভ কামনা!

১০৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

নিমগ্ন বলেছেন: মাইরালা চ্যানলের এড্রেসটা দেয়া যায় না?

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

সাহসী সন্তান বলেছেন: আপনার সাথে কোন কথা নাই! উপর উপর ভাই ডাইকা ভিতরে ভিতরে এসব কি শুরু করছেন? আমার কাছে এসব একদমই ভাল লাগে না!

১০৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

নিমগ্ন বলেছেন: আমি আবার কি শুরু করলাম। গল্প কবিতা কি লিখব না??

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

সাহসী সন্তান বলেছেন: আপনার জন্য আমার ইমেজ ড্যামেজ হয়ে যাচ্ছে সেইটা দেখছেন? নিজেতো মরছেনই আরো আমাকে নিয়ে টানা হ্যাচড়া করছেন? এবারের মত কি খেমা দেওয়া যায় না......??


গল্প কবিতা লেখেন তাতে কোন আপত্তি নেই! আপনি অনেক ভাল লেখেন তাতেও কোন সন্দেহ নেই! তবে আপাতত আমাকে আর কোন বিতর্কে জড়াইয়েন না.......প্লিজ......!!

ভাল থাকুন!

১০৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: সাসভাই! কি হলো? কেমন আছেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

সাহসী সন্তান বলেছেন: ভাল আছি গেম ভাই। আপনি কেমন আছেন?

১০৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

গেম চেঞ্জার বলেছেন: ভালই.. ফেসবুকে ঢুকলে নক দিবেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সাহসী সন্তান বলেছেন: কিচ্ছু কওয়ার নাই!

১০৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

গেম চেঞ্জার বলেছেন: ১০৭-১০৮ মন্তব্যের সময় তারিখগুলো খেয়াল করুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

সাহসী সন্তান বলেছেন: রাগ করেন ক্যারে? কথা তো হয়ই, এইখানে না হোক, অন্য কোথাও! ভাই না......? রাগ করতে হয়......? :`>

১১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

গেম চেঞ্জার বলেছেন: না না...... রাগ করার দরকার নেই......... ওটা আমি করি না। :) :)

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

সাহসী সন্তান বলেছেন: এইতো একদম ব্রাদারের মত কথা!

১১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: খাইসে =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

সাহসী সন্তান বলেছেন: বিরোধীদল দেখে কি ভয় পাইছেন ভাই? আপনাকে তো আমি চিনি না, তবে আজ আমার বেশ কয়েকটি পোস্টে দেখলাম আপনি মন্তব্য করেছেন!


আমার ব্লগ বাড়িতে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি! শুভ কামনা জানবেন!

১১২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু প্রার্থীর নাম অনুমান করতে পারছিলাম।

পোস্ট ভালো পাইছি =p~ =p~=p~

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

সাহসী সন্তান বলেছেন: হুম, অনুমান করাটাই স্বাভাবিক। কারণ উপরোল্লেখিত প্রত্যেকটা ব্যক্তিই আমার কাছে অনেক প্রিয়! আর প্রিয় মানুষ গুলোর জন্য কিছু করতে পারাটাও নিজের কাছে অনেক ভাল লাগে!



মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

১১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

কয়েস সামী বলেছেন: বিরোধী দলের ধর্মমন্ত্রীর পোস্ট পাইয়া অামি গর্বিত। আমারে আপনাদের ভোট দিয়েন পিলিজ যাতে আমগো সাহসী সন্তান ভাইয়ের পরবর্তী প্রথশ সংসদ অধিবেশনের কাহিনীতে থাকতে পারি!!

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

সাহসী সন্তান বলেছেন: সম্পূর্ন অবাদ সুষ্ট এবং নিরোপেক্ষ নির্বাচনে অবশ্যই আম-জনতা আপনার মত প্রার্থিকে ভোটাধিকার প্রদান করবে! এ বিষয়ে আপনি সম্পূর্ন নিশ্চিন্ত থাকতে পারেন! তয় নির্বাচন হইলে তো ভোট দিবে........? :`>



দেরিতে হলেও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই! শুভ কামনা জানবেন!

১১৪| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৫৬

রাঙা মীয়া বলেছেন: ব্যাপক বিনোদন B-) B-) B-)

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০০

সাহসী সন্তান বলেছেন: জ্বি..... ;)

১১৫| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০৫

রাঙা মীয়া বলেছেন: নতুন মন্ত্রীসভায় স্হান পাওয়ার জন্য জোর সুপারিশ রইলো ;)

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:১৫

সাহসী সন্তান বলেছেন: আমার দ্বারা সম্ভব না! যদি অন্যকেউ নতুন মন্ত্রীসভা গঠনের প্লান করে তবে তার সাথে যোগাযোগ করতে পারেন! পোস্ট করা বাদ দিয়েছি, আগামীতে দেবো কিনা সিউর নই! সামুকে ছাড়তে পারি না তাই মাঝে মাঝে আসা!

ধন্যবাদ মন্তব্যের জন্য! ভাল থাকবেন!

১১৬| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:১৮

রাঙা মীয়া বলেছেন: :( :(

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:২৪

সাহসী সন্তান বলেছেন: :( :(

১১৭| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:২৪

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: হাজিরা দিলাম

০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৩১

সাহসী সন্তান বলেছেন: হাজিরা দিতে তো ডাকি নাই? পোস্ট না পড়ে শুধু হাজিরা দেওয়া ঠিক না! পোস্টতো আর ডিলিট করছি না, সুতরাং পড়ে মন্তব্য করলে খুশি হতাম!

যাহোক, ধন্যবাদ মন্তব্যের জন্য! ভাল থাকবেন!

১১৮| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০০

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: কে বলেছে, পোস্ট পড়ি নি? যেখানে মন্তব্য দেই তা দেখে শুনে বুঝেই দেই!

০২ রা মে, ২০১৬ রাত ৮:৩৮

সাহসী সন্তান বলেছেন: জ্বি বুঝতে পারছি! ধন্যবাদ!

১১৯| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৪

গাজী বুরহান বলেছেন: বিরাট ব্যাপার

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

সাহসী সন্তান বলেছেন: জ্বি..... ;)

১২০| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অসাম পোস্ট :D

হাসলাম B-))

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২৯

সাহসী সন্তান বলেছেন: এই পোস্টটা তৈরী করতে অনেক কষ্ট করছিলাম। প্রত্যেকের ব্লগে গিয়া গিয়া লিংক কপি কৈরা উহা আবার নিজের পোস্টে সংযুক্ত করা কম মেহনতের কাজ ছিল না। আহঃ কি দিন আছিলো সেই সময়টা... :(

আপ্নে আমারে নষ্টালজিক কৈরা দিলেন! এটা ঠিক না! পুরানত কত শত স্মৃতি বুকের মধ্যে ঢেউ খেলে বেড়াইতেছে!

এনিওয়ে, ধন্যবাদ মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.