![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে তোর ভালোবাসার দরকার নেই। শুধু পাশে থেকে একটু সাহস যোগাস, দেখবি তখন ভালোবাসাটা এমনিতেই চলে আসবে!!
এইখানে তোর দাদীর ব্লগ, নাম হলো তার সামু;
কত দিন যে করেছে ব্লগিং সেইটা কি আর কমু!
এতটুকু হতে, ব্লগেনু হেতে, ক্ষুধা পেটে নিয়ে ভুখ;
একটা পোস্ট তার হিট না হইলে পেত যে কতই দুখ!
এখানে ওখানে কত দিক হতে তথ্য আনিয়া ঘেটে,
তারপর সেটা সাঁজিয়ে গুছিয়ে পোস্ট করিত নেটে।
অনেক সময় পোস্ট দিতে গিয়ে এমবি হইতো শেষ,
তখন আবার আমি ছুটিতাম দোকানের দিকে বেশ।
একজিবি নেট কিনিতে গিয়া নাজেহাল হইতাম কত,
এইটা দেখিয়া শাশুমা আমার তামাশা করিত শত।
এমনই করিয়া, ব্লগাইতে গিয়া, কত স্মৃতি গেছে মিশে;
ছোট খাটো তার দাবি মিটাইতে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কালে শাসাইয়া যাইতো মোরে,
সপ্তাহে যদি লোড করে না দাও, থাকিতে দিবো না ঘরে!
ঝন্টুর হাটে কদবেল বেচি যা কিছু হইতো পুঁজি,
লোড দিতে মোর হইতো না দেরি, কষ্টে দোকান খুঁজি।
শুধুই কি লোড? আরো কত নোট, লইয়া নিজের গাঁটে;
হুটপাট করে ছুটিয়া যাইতাম শশুর বাড়ির বাটে।
কেঁদো না কেঁদো না শোন দাদু সেই লোড-নোট গুলি পেয়ে,
দাদী যে তোমার কত ঝাঁড়ি দিতো দেখতিস যদি চেয়ে!
আঙুল তুলিয়া, ভেংচি কাটিয়া, কহিতো আমারে 'বুদ্ধ',
আর একদিন দেরি করিলেই লাগাইয়া দিতাম যুদ্ধ।
ঝুঁটি নেড়ে নেড়ে, আসিতো সে তেড়ে, আমারই মুখের পানে;
ভয় পেয়ে আমি লুকাইয়া যাইতাম হয়তো ঘরের কোনে।
ঊরে-ঊরে-ঊরে, কেমনে সে মারে, দুড়ুম দাড়াম কিল;
মাঝে মাঝে তার হাত ব্যাথা হলে খুলিয়া আনিতো খিল।
কেমনে তোমারে বলিযে সে কথা, তুমি তো এখনো ছোট,
শীতের রাতে বাহিরে রাখিতো করিতো সে খটোমটো।
যেই সামু নিয়া, আমারে রাখিয়া, করিতো কতযে ছল;
সেইখানে তুই আইডি খুলবি, সাহস দিছে কে বল?
নিশ্চই সেই ডাইনি বুড়িটা লেগেছে তোর ঐ পিছে,
একদম তুই শুনবিনা কথা এখানে সব যে মিছে।
আমি মরিয়াছি তাই বলে তোরে মারিবোনা অথৈ জলে,
দরকার হলে দুইজন মিলে ডুবিয়া মরিবো খালে।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়;
সামুতে যেন, কোন কালে মোর আইডি খুলিতে না হয়!
দৃষ্টি আকর্ষণঃ- প্রথমত এটি একটি নেই কাজ তো খঁই-ভাজ টাইপের পোস্ট। খুব শীঘ্রোই একটা তথ্যবহুল পোস্ট করার ইচ্ছা আছে, কিন্তু ভাবলাম তার আগে সবার সাথে একটু মজা করি। আর দ্বিতীয়ত অনেকেই হয়তো বলতে পারেন- 'কবর' খুব হৃদয় বিদারক একটা কবিতা, সুতরাং ঐটা নিয়া প্যারোডি করাটা বোধ হয় ঠিক হয় নাই। শুধুমাত্র তাদের জ্ঞাতার্থে বলতে চাই, প্যারোডি করা মানেই কিন্তু কোন জিনিসকে কম ভালবাসা নয়। বরং সেটাকে আরো বেশি বেশি করে মনে করা।
তাছাড়া পল্লীকবি জসিম উদ্দিনের লেখা 'কবর' আমারও খুব প্রিয় একটা কবিতা। আর প্রিয় কোন বিষয় নিয়ে মাঝে মাঝে একটু মজা তো করাই যায় কি বলেন? সুতরাং পোস্টটাকে সিরিয়াসলি না নিয়ে, শুধুমাত্র মজা হিসাবে নিলেই সব থেকে বেশি খুশি হবো।
তবে যারা পুরাতন ব্লগার আছেন, তারা হয়তো কবিতাটি এর আগেও একবার পড়ে থাকতে পারেন। কিন্তু কই পড়ছেন, কোথায় পড়ছেন আপাতত সেটা চাইপ্পা যাওয়াই ভাল। বেশি কিছু কওনের কাম নাই, প্রয়োজনে আপনারে আমি চকলেট কিনে খাওয়ামু; তাও আপনার পিলিজ লাগে ঘটনাটা পুটেশ (পাবলিশ) কইরেন না.....!!
বিশেষ দ্রষ্টব্যঃ- টাইপিংয়ের ভুলের কারনে হয়তো অনেক জায়গায় বানানে ভুল থাকতে পারে। সেটাকে বিবেচ্য বিষয় হিসাবে না ধরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো! তাছাড়া এতক্ষণ যাবত সাথে থেকে এবং কষ্ট করে পোস্টটা পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন! হ্যাপি ব্লগিং....!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
সাহসী সন্তান বলেছেন: ব্লগে স্বাগত অঞ্জন'দা! এই দাদীরে সন্ধান পাইয়া আপনি কি করবেন? দাদী ফ্রি নাই। সুতরাং আপনি বরং অন্য কোন দাদীর সন্ধান নেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
সুমন কর বলেছেন: এভাবে ছন্দ মিলিয়ে লেখাটা বেশ কষ্টকর। ভালো লাগল। মজা পেলাম।
শশুর বাড়ির বাটে -- যাবেন নি ......
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পরে সুমন'দারে পাইলাম! শশুর বাড়ির বাটে যাইতে পারলে তো মন্দ হইতো না! বর্ষণ মুখর বিকালে মনটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
বেশী মজা পাবার চেস্টা করছি, পরের বার কম মজা পাবার চেস্টা করবো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
সাহসী সন্তান বলেছেন: সেইটাই ঠিক আছে! তয় গাজী ভাই বোধহয় ফ্রেশ মুডে আছেন। মজারু পোস্টে দারুনস্ কমেন্ট কইরা তো আপনি মজার পরিমাণটা আরো বাড়াইয়া দিছেন!
অনেক অনেক ধন্যবাদ ব্রাদার! শুভ কামনা জানবেন!
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই ছিলো, তবে শোক কবিতার প্যারোডি পড়তে কেমন যেন লাগে!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
সাহসী সন্তান বলেছেন: আপনি একেবারে খারাপ বলেন নাই সাধু ভাই! তবে ব্যাপারটা হলো, কবর কবিতার ছন্দ এবং ভাষার সহজলভ্যতার কারণেই মূলত প্যারোডি করতে সেটাকেই বেছে নেওয়া হয়েছে। এছাড়া আর কিছু নয়!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
প্রামানিক বলেছেন: ভালই হয়েছে তবে জসীম উদ্দিন শুনলে কিন্তু খবর আছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
সাহসী সন্তান বলেছেন: আপাতত জানার চান্স নাই। আর জানলেও যে খুব বেশি সমস্যা হবে তাও না। গতকাল ব্যাটায় ঘুমের মধ্যে স্বপ্নে আসছিল। সেইখান থিকাই আগে-ভাগে অনুমতি নেওয়া আছে! সুতরাং আপাতত পল্লীকবিরে নিয়া কোন টেনশন নাই!
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই! শুভ কামনা রইলো!
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
জনৈক অচম ভুত বলেছেন: বুঝতারছি। নাতি যাতে ব্লগার হইয়া আপনেরে টেক্কা দিতে না পারে এল্লিগা এত বাহানা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪
সাহসী সন্তান বলেছেন: আমার কোন দোষ নাই ভুত ভাই! সব ওর দাদী জানে!
পুড়াইয়া পুড়াইয়া জেবনডা ত্যাজপাতার লাগান খটখইট্টা বানাইয়ালচে! এহন কচুপোড়া না পারছি দু'দন্ড বইতে, না পারছি খাড়াইতে!
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য! শুভ কামনা!
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: গুরেফিরে জসিম উদ্দিনকে মনে করিয়ে দিলেন।
ভালো লেগেছে কবি, শুভাশিস রইল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
সাহসী সন্তান বলেছেন: ভাল লাগাতে পেরে ধইন্ন্যা! কৃতজ্ঞতা রইলো! এবং সেই সাথে শুভ কামনাও!
ব্লগে স্বাগত.....!!
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপারটা যা হলো তা মজার। তবে ট্রাজেডি ধরণার কবিতায় কমেডির বুনন বেশ সক্ষম হাতের কাজ বলেই ধরে নিতে হচ্ছে। শেষের কথাবার্তা আমি পড়ি নি। +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
সাহসী সন্তান বলেছেন: এভাবে লজ্জা না দিলেও পারতেন? কবিতা এমনিতেই আসতে চায় না, তাও যা হোক দু'এক কলম লেখার চেষ্টা করি, কিন্তু এমনে কইলে আর আসতোই না! আর শেষের কথাবার্তা না পইড়া ঠিক কাজ করছেন! ঐটা কিছু নাহঃ......
ধন্যবাদ রাজপুত্র! শুভ কামনা রইলো!
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯
ভ্রমরের ডানা বলেছেন: জম্পেস প্যারোডি!!!
হুম, সাহসী ভাই, কবিতা খানা দিয়ে বেশ আনন্দ দিলেন। আচ্ছা ক্যামনে পারেন বস। ফিদা হয়ে গেলাম!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
সাহসী সন্তান বলেছেন: আপনারে মাইনাচ! মিয়া সব জায়গায় এক কইশ্চেন ক্যারে (চিক্কুর পাইড়া কান্দনের ইমু হইবেক)! তয় কবিতা খানা দিয়া আপনারে আনন্দ দিতে পেরে নিজেরে সৌভাগ্যবান বলে মনে করছি......
ধন্যবাদ ডানা ভাই! শুভ কামনা জানবেন!
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
ভ্রমরের ডানা বলেছেন: ভাই এইডা কি দেখলাম? নাকি ঠিকি আছে-
সর্বনাশ, এই কবিতা দেখি আরেক জনে চালাইতেছে!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
সাহসী সন্তান বলেছেন: ভাবছিলাম সন্ধ্যার আগে আর ল্যাপটপ ওপেন করবো না। কিন্তু আপনার মন্তব্যের উত্তরটা ভালভাবে করার জন্য আবারও সেই আমাকে ওপেন করতে হলো। সে যা হোক, এই কবিতাটা সর্বপ্রথম ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি ব্লগে প্রকাশ করেছিলাম দ্যা রয়েল বেঙ্গল টাইগার নিকটি থেকে।
কেননা সেদিন ছিল আমার এই নিকের ব্লগে এক্সেস পাওয়ার দিন। পরে অবশ্য ব্লগে পার্সওয়ার্ড পরিবর্তন জনিত সমস্যার কারণে মেইল আইডি হারাইয়া এই নিকটা আর উদ্ধার করতে পারি নাই। তবে এই ব্যক্কলটাযে তার পরদিনই আমার কবিতা কপি করে নিজের ব্লগে প্রকাশ করছে তা জানতাম না। জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ডানা ভাই।
এই জন্যই আসলে নতুন কিছু প্রকাশ করতে ভাল লাগে না। মেজাজটা যা খারাপ হয়ে যায় না এই সব আবালদের আবালিপনা দেখলে! এটা আমার সেই পোস্টের লিংক।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
এটা তো জোচ্চুরিপনা! এইসব মফিজদের কি নিজস্বতা বলে কিছু নেই। ক্যামনে এসব করে! এই ব্যাপারে অ্যাকশন নেন ভাই! কি ভয়ংকর অবস্থা!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
সাহসী সন্তান বলেছেন: এ্যাকশন তো অবশ্যই নেবো! ছাগলটাকে ভার্চুয়াল থেকে উঠাইয়া আইনা ওর ইন্টারনেট ইউজ করার স্বাদ মিটাই দেবো।
আপনাকে আবারও ধন্যবাদ বিষয়টা দৃষ্টি গোচরে আনার জন্য! ভাল থাকবেন!
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিচের কথাগুলান এইবার পড়লাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫
সাহসী সন্তান বলেছেন: ভালা করছেন। ভাবছিলাম ব্যাপারটা গোপনই রাখবো, কিন্তু ডানা ভাইয়ের এক মন্তব্যে সব আউলাইয়া আমার নিজেরই পুটেশ করতে হইলো! হালার এক ব্যাক্কলে পুরো মজাটাই মাটি কইরা দিলো (মুখ ভার করা ইমো হইবেক)!
ধন্যবাদ আবারও আসার জন্য রাজপুত্র!
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩
নীলপরি বলেছেন: নেই কাজের পোষ্ট ভালো লাগলো ।
দ্যা রয়েল বেঙ্গল টাইগার আপনার নিক ? আমি ভাবি উনি আর এখন লেখেন না কেনো ?
যাক এখান থেকেই কবিতা লিখুন । আর আমরা পড়ি ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
সাহসী সন্তান বলেছেন: হা হা হা, সিক্রেট বিষয় ফাঁস কইরা দিলাম নীলপরি! তয় আমার দ্বারা কবিতা রচনার থেকে ঐ জানা/অজানা বিষয় রচনা করাই বেটার বলে মনে হয়! কবিতায় বড্ড ঝক্কি ঝামেলা! এ লাইনের সাথে সে লাইন মিল, ঐসব আমার দ্বারা সম্ভব না!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
যাই করেন আর তাই করেন চোরগুলারে পিটান
কফ কাশি সব থুতুর সাথে ওগো মুখে ছিটান।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সাহসী সন্তান বলেছেন: আমি ব্যক্তিগত সক্ষমতার সবটুকু দিয়ে হলেও চেষ্টা করবো ব্যাক্কলটারে কপি করার মজা বুঝিয়ে দিতে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই!
শুভ কামনা জানবেন!
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ক্লে ডল বলেছেন: জসীমউদ্দীন আমার খুব প্রিয় কবি। এমনকি তার সৃষ্ট রূপাই আমার স্বপ্নের নায়ক!
কবর ত তার অমর সৃষ্টি!! শোকের কবিতা। সবারই ভিতরে মনে হয় কবিতাটি নিয়ে একটা আবেগ কাজ করে।
তারপরও আপনার খই ভাজা পড়ে না হেসে পারলাম না।
ব্লগকে বিষয়বস্তু করে, তাও কোন কিছুর অনুকরণে এভাবে ছন্দের মাধ্যমে ফানি করে তোলা কিন্তু ভীষণ মেধার পরিচয় বহন করে!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭
সাহসী সন্তান বলেছেন: জসিম উদ্দীন শুধু আপনার বা আমার প্রিয় কবি নয় ডল! তিনি গোটা বাংলাদেশেরই পল্লীকবি! তাছাড়া আমি পোস্টেই উল্লেখ করে দিয়েছি যে, কবর আমারও খুব প্রিয় একটা কবিতা। তবে কবর কবিতার ভাব এবং ভাষা পড়তে এতটাই ভাল লাগে যে, সেটা নিয়ে অনুকরণ করতেও ভাল লাগে!
তবে শেষে আইসা যে মেধার কথাবার্তা কইলেন ওটা অবশ্য না হলেও চলতো (মুখ লুকানো লজ্জার ইমো হবে)! নিজে তো কিছু পারি না, তো ঐ অনুকরণ-টরণ কইরা যদ্দুর চলা যায় আরকি!
চমৎকার মন্তব্যে ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
এই সেই লেখা চোর! চুরি করে মনের আনন্দে ঘুমায়! ইচ্ছা করছে ওরে চটকাইয়া দুইটা থাপ্পড় দিতে।
এরে পুলিশে দেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
সাহসী সন্তান বলেছেন: ভাই, পুলিশে দিলে তো দুইদিনের ছাড়াই চলে আসবে! ঐটারে এমন কিছু করা দরকার যাতে সারাজীবন মনে রাখতে পারে! লেখাচুরি নিয়া ব্লগের অধিকাংশ লেখকই ত্যক্ত-বিরক্ত! সুতরাং এদের ব্যাপারে একটু কঠোর হওয়াটা জরুরি!
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ভালো লাগলো অনেক ৷ মন খারাপ ছিলো এখন ভালো হয়ে গেছে ৷
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
সাহসী সন্তান বলেছেন: খারাপ মন ভাল করে দিতে পেরেছি দেখা ভাল লাগছে! ব্লগে স্বাগত! আপনার নামের মধ্যে দেখি পবিত্রতা দুইবার। বাহঃ দারুন তো.....
শুভ কামনা রইলো!
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: সেরাম বিনোদন দিলেন -
তঁ টাইগার সাব কি বেঁচে আছেন নাকি
সামু খাইয়া ছাইড়া দিছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৭
সাহসী সন্তান বলেছেন: টাইগাররে মাইরালচে দুষ্টু মডুরা! উহার তিব্রো প্রতিবাদ জানাইলাম!
কবিতায় বিনোদন দিতে পেরে তো মোগাম্ব বহুত খুশ হুয়া! শুভ কামনা শাকিল ভাই!
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩
মাহমুদ০০৭ বলেছেন: আপনার স্বপ্নের উপর বিশ্বাস রাখতে পারতেছিনা যেহেতু আপ্নে পাকিস্থান রোগে আক্রান্ত আছেন
যাই হোক কবি সাবের মোবাইল নাম্বার টা দেন ত!!
আর কবিতার প্যারোডি আন্তর্জাতিক মানসম্পন হয় নাই পাকিস্থান রোগে আক্রান্ত না হইলে আপ্নে আরো ভাল করতে পারতেন /।
বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে ভাল লাগে । প্যারোডিও সেইরাম টেস্টি হইছে । উপাদেয়। ব্লগকে বিষয়বস্তু করে, তাও কোন কিছুর অনুকরণে এভাবে ছন্দের মাধ্যমে ফানি করে তোলা কিন্তু ভীষণ মেধার পরিচয় বহন করে! উপরের ভাইয়ের মত আমিও এই কথাই বলব ।
আর শাকিল ভাইয়ের কমেন্ট পইড়া হাস তে হাস তে শেষ ।/ অনেকদিন পর আপনার পোষ্টে কমেন্ট কইরা আবার ব্লগিং য়ে নাম লেখাইলাম
শুভকামনা সবসময়ের জন্য ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
সাহসী সন্তান বলেছেন: মিয়া পাকিস্থান রোগে আক্রান্ত বইলাই তো এমন কবিতা বাহির হইছে, নইলে কস্মিন কালেও কবিতা আমার জন্য না! আর উহা আমি লিখিতেও পারিতাম না। কিন্তু কথা হইলো কেউ যদি রাত দেড়টার সময় নানীর লগে ইটিশ-পিটিশ করবার পারে, তয় আমি ক্যান পাকিস্থান রোগে আক্রান্ত হইতে পারুম না?
ভাই, খিচুড়ি আমার অত্যন্ত প্রিয় খাদ্য! লগে বেগুন ভাজি! উহা খাইতেও যেমন মজা, চুলকাইতেও তেমন মজা! আপনে বোধ হয় সেই তা খাইয়া মন্তব্য দিছিলেন নাকি?
মায়া ভাই হইলো, সুখ টাক ব্যক্তি! আমি এবার ইচ্ছা কইরাই ওনারে কিছু কই নাই! একটা কথা কই, টাইগার নিকটা চালানোর সময় একবার মায়া ভাই মন্তব্য কইরা কইছিলেন- 'ভাই, দোহাই লাগে খোঁচা মাইরে না!'
যাহোক, আবারও ব্লগে ফিরছেন দেইখা খুব ভাল লাগতেছে! আশাকরি এভাবে নিয়মিত থেকে আবারও ব্লগিং চালিয়ে যাবেন! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য! শুভ কামনা জানবেন!
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
নানী তুমি কোথায়
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
সাহসী সন্তান বলেছেন: কবীর ভাই গান ধরেন, দেখেন কাজ হয় কিনা- 'নানী তুমি কার আকাশে ওড়ো........... তার আকাশ কি আমার চেয়ে বড়.........'
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৪
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হ রে ভাই ! একে অপরের সমর্থক
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
সাহসী সন্তান বলেছেন: হা হা হা, ঠিক! তবে নামটা আসলেই খুব সুন্দর!
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়;
সামুতে যেন, কোন কালে মোর আইডি খুলিতে না হয়!
@ ১০ নং কমেন্টের চোরের জন্য গেমু ভাইয়ের এফবিতে পোরদের ট্রিটমেন্ট পেইেজে তথ্য আপডেটেড দিয়ে দেন! সাথে প্রয়োজ্য সকল ট্রিটমেন্ট যাতে স্বপ্নেও চুরি করার স্বপ্ন না দেখে!!!!!
দারুন প্যারোডিতে সক্কাল সক্কাল মনডা ভালা হইয়া গেল
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
সাহসী সন্তান বলেছেন: প্যারোডি কবিতায় সক্কাল সক্কাল যে কারো মন ভাল হইতে পারে উহা তো আমার জানা আছিল না! নিশ্চই ব্যাপারটা এক কাপ কফির কাজ করছে? সো আমারে কফির বিল দিয়া যান, নইলে কিন্তু ছাড়ুম না কইলাম!
চোর পিটানোর লাইগা আমি একাই দুই তিন শো! ঐসব পেজ টেজ দিয়া কোন কাম নাই! কিন্তু কথা হইলো এই সব মামুলি চোরগো জেলে বন্দি কইরা কি কোন ফায়দা হবে? মানে ব্যাপারটা হইলো, চোর ভোজনে যদি এত খরচা হয়া যায়; তাইলে সরকারি চাকরিজীবিগো বেতনডা বাড়বো কইত্থন?
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভৃগু ভাই! শুভ সক্কাল রইলো আপনার জন্য!
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২
জুন বলেছেন: এত দু:খের কবিতা যা পড়ে ছোটবেলায় চোখের পানি পড়তো সাহসী সেটা পড়ে আজ হাসলাম।
দোয়ার পরো তো দেখি সামুতে দুটো আইডি
+
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
সাহসী সন্তান বলেছেন: জুনাপুর সেন্স অব হিউমার দেইখা তো আমি টাস্কি খাইয়া গেলামরে মমিন! আসলেই আপু, মোটে একটাও জুটতেছিল না; অথচ দোয়ার পরে দুইটা হইয়া গেল! তাইলে এবার বোঝেন ঠ্যালা দোয়ার কি জোর......
কবিতা পড়ে আপনি হাসছেন জেনে, আমি আনন্দিত! আসলে এক কবিতা পইড়া সব সময় এত কান্দা-কাটা করলে কি ভাল দেখায়? তাই আপনাদের হাসানোর জন্যই এই ব্যবস্থা আরকি!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাস ভাই কত্ত কিছু পারে !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
সাহসী সন্তান বলেছেন: ফরতিবা বিক্রি হইবো! লাগলে আওয়াজ দিয়েন লিটন ভাই......
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হইছে। মজা করলে সমস্যা কিসে খারাপ কিছু নিয়ে তো আর মজা করেননি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
সাহসী সন্তান বলেছেন: কথা সেটাই! মজা থেকে যদি নতুন কিছু হয় তাইলে মজাই ভাল.....
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
সামিয়া বলেছেন: হুম প্যারোডি প্রতিভা। দারু্ন!!!!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
সাহসী সন্তান বলেছেন: প্যারোডি প্রতিভায় আপনাকে আলোকিত করতে পেরে আমি আনন্দিত!
ধন্যবাদ আপু! শুভ কামনা রইলো!
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২
পথহারা মানব বলেছেন: আগে চোরটারে দুই গালে চটকাইয়া লই
....তারপর কামের কথা কই।
আমার পোস্টে আপনার সামুতে ঘুরে বেড়ানোর উদ্দেশ্য
বাংলা ছবিতে দিলদারের জায়গাটায় অভিনয় করার খুব ইচ্ছা উনার। ব্লগে তারই ডেমু দিয়া বেড়াইতেছে! কিন্তুু কুড়ালের কসম এহন পর্যন্ত কাওরে হাসাইতে পারে নাই।
আপনার মন্তব্য
কিন্তু কথা সেটা না, আমার ব্যাপারে হুট কইরা আপনার এমন মনে হইলো ক্যান জাতি জানবার চায়?
এই পোস্টের পর জাতি আর জানতে চাইব না!!!!!...দারুন প্যারোডি....তবে জসিম কাকু পাইলে আপনার স্বাদ মিটায়া দিত
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
সাহসী সন্তান বলেছেন: জাতির কাছে আসলে কিছুই গোপন নাই। জাতি সবই জানে এবং বোঝে, কিন্তু মাঝে-মাঝে কেবল ভাব ধইরা বইসা থাকে এই যা! চোরকে ভাল কইরা চটকানি দেন, যেন তার চৌদ্দগুষ্টি পর্যন্ত সেই চটকানির জ্বালায় গালে হাত বুলায়!
দোয়া এবং আশির্বাদ রইলো যেন পথহারা মানব ঠিকই পথের সন্ধান পায়! মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
মেহেদী রবিন বলেছেন: এই পোস্ট মোটেও টাইম পাস পোস্ট না। কোটি ব্লগারের প্রাণের কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন! তবে আসলে আমি ঠিক এই ক্যাটাগরিতে পোস্ট করি নাতো সেজন্যই বলছিলাম 'টাইমপাস পোস্ট!' আপনার চমৎকার মন্তব্যটা অনেক ভাল লাগলো!
শুভ কামনা ব্রাদার!
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আর আরেকটা কথা আমি ইন্টার নয় মেট্রিক পরীক্ষার্থী।দোয়া করবেন।এবং কমেন্টগুলো মোছার আবাবার অনুরোধ জানাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
সাহসী সন্তান বলেছেন: আপনার যাবতিয় অনুরোধ গ্রহণ করা হলো দ্যা ফয়েজ ভাই! এবং সেই সাথে সাথে উপরের সব গুলো কমেন্ট মুছে দিয়ে আপনার ফ্রেশ ব্লগিং'কে সুযোগ করে দেওয়া হলো। আশাকরি সেই সুযোগকে আপনি যথাযথ ভাবে কাজে লাগাবেন!
আপনি মাত্র এসএসসি পরীক্ষার্থী জেনে এখন আমার নিজের কাছেই খারাপ লাগছে! তবে একটা কথা না বললেই নয়- 'সব সময় একটা জিনিস মনে রাখবেন, যখন কোন ব্লগার কোন ভাল মানের পোস্ট করেন, তখন যদি সেখানে খারাপ বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পোস্ট বহির্ভূত কোন কমেন্ট করা হয়; তখন তার জন্য প্রত্যেকেরই খারাপ লাগে। আপনি বয়সে অনেক ছোট, হয়তো অন্যের এই খারাপ লাগাটাকে ধরতে পারেন নাই!'
তবে আমি সব সময় চাইবো, আপনি ব্লগে থাকেন! এবং সিনিয়র জুনিয়র সবার সাথে মিলে মিশে থাকেন। একটা পোস্টে মজা করাই যায়, কিন্তু সেটা ব্যক্তি বিশেষ করলে কোন সমস্যা নেই। কিন্তু হুট করে যদি কাউকে একটা পোস্ট বহির্ভূত কথা বলে বসেন, তখন সেটার জন্য অনেকেই আপনাকে খারাপ ভাববে!
আপনি জানেন কিনা জানি না, ব্লগে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, ডিফেন্স, সব শ্রেনী পেশার মানুষই ব্লগিং করেন। এবং অনেকেই আছেন, যারা আমাদের বাবা-চাচাদের বয়সি। সুতরাং এবার আপনি নিজে একটু ভেবে দেখেন তো, যদি ঐ ধরনের কোন কমেন্ট তারা পায়; তখন তাদের কাছে সেটা কেমন লাগবে?
যাহোক, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো! হ্যাপি ব্লগিং.......
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,
শরীরের ভেতর আস্ত একখানা আঁকুপাঁকু মনের ঠাঁই না থাকলে এমন সরস কবিতা ( প্যারোডি ) লেখা সম্ভব নয় । আসলেই সম্ভব নয় ।
প্যারোডির মধ্যে দিয়ে কিন্তু আপনি সামু ব্লগে আমাদের হ্যাপার কথাই তুলে ধরেছেন । আপনার " ইয়ে " মানে আপনার নাতীর দাদীর মতোই অবস্থা আমাদেরও ( যাদের নেই তারা বাদ ) ।
তবে এইখানে এই লেখার তলে যে দুইটা লাইন ঘুমাইয়া আছে ---
যেই সামু নিয়া, আমারে রাখিয়া, করিতো কতযে ছল;
সেইখানে তুই আইডি খুলবি, সাহস দিছে কে বল?
এটাতে খুব মজা পেলুম ।
একলাখ প্লাস ............
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
সাহসী সন্তান বলেছেন: হা হা হা, অবশেষে দারুণ একটা মন্তব্য দিল জী এস ভাই! আমারও আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ হয়ে যাওয়ার অবস্থা! তয় শরীরের ভিতরে যে আসলেই কি আঁকু-পাঁকু করছে, উহা কবি নিজেও জানে না.....
কৃতজ্ঞতার সহিত লক্ষাধিক প্লাস সাদরে গ্রহণ করা হলো (প্লাস যদি বিক্রি করা যাইতো, তাইলে আজকা আমি ব্যাপক বড়লোক সন্দেহ নেই)!
অনেক অনেক শুভ কামনা জানবেন!
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কামরুন নাহার বীথি বলেছেন: মাথায় এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে, কান দিয়ে বেরিয়ে যায় না!!!
ভাল, খুব ভাল লেগেছে! অনেক শুভেচ্ছা!!
(★★ বাংলাদেশ, আফগানিস্তান -এর খেলা দেখে মজা পাচ্ছি না।)
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১
সাহসী সন্তান বলেছেন: একচুয়ালি আপু ঘুমাইতে আর পারছি কই! বুদ্ধির ঠ্যালায় যে দিকেই তাকাইতেছি খালি ধোয়া ধোয়া লাগতেছে! তয় দোষ কিন্তু আমার না, সব ঐ কইতরি জানে! আমি শুধু নিমিত্ত মাত্র.....
খেলার ড্রাইভিং সিটে এখন আফগানরা! এই মূহুর্ত্বে আরো দু'একটা উইকেট না ফেলতে পারলে আমাদের চাপ আরো বাড়বে! তবে আসলেই আপনার মত খেলা দেখে ততটা মজা পাইতেছি না!
ধন্যবাদ আপু! শুভ কামনা!
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
নেক্সাস বলেছেন: হাহাহাহাহাহাহাহ। চরম চরম বিনোদন। শুরুর দিকে পুরাই জোশ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৩
সাহসী সন্তান বলেছেন: কেয়া বাত হে নেক্সাস ভাই! পোস্টে মজা পাওয়ায় ধইন্ন্যা!
শুভ কামনা রইলো!
৩৩| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৭
রিকতা মুখাজীর্র্ বলেছেন: দারুন ভাই,আমার খুব ভালো লেগেছে..............ভালো thakben .ami notun tai inpier holam............
২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সাহসী সন্তান বলেছেন: হা হা হা, ঠিক ডিউ টাইমের মধ্যেই আমিও আপনার ব্লগে গিয়ে কিছু জ্ঞান ফলিয়ে আসছি দেখেন গিয়ে! নোটিফিকেশন পাইলাম আপনি আমাকে অনুসরণ করছেন, তাই দেখতে গিয়ে একটা কবিতা পাইলাম বলে সেইরকমের একটা মন্তব্য করে আসছি!
এনি ওয়ে, কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
৩৪| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
কদিন ধরে সামুর শম্ভুক গতির কারণে
যেখানে খুশী যখন তখন বিচরণে
হয়েছে যে অশেষ যাতনা,তা না
হলে এমনতর মজার কৌতুক
আসরটি হতোনা যে মিছ
পড়তাম না সকলের
পিছনের সারিতে।
বিখ্যাত কবর
কবিতার ছাপ
এল কৌতুক
অনুভুতিতে।
শুভেচ্ছা জানবেন ।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৩
সাহসী সন্তান বলেছেন: গত দেড় বছর ধরে দেখছি, মাঝে-মাঝেই সামুর উপ্রে এইরকম ভুত ছাওয়ার হয়! ঐটা কোন ব্যাপার না, ভালবাসা থাকলে যত কষ্টই হোক; সামুতে তাদের থাকতেই হবে! আপনার মন্তব্যটা ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!
৩৫| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০০
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা লিখতে পারিনা, ছড়া লিখতেও পারিনা তারপরেও বলি কবিতা টা ভালো ছিল তবে কিছুটা ছন্দের গোলমাল ছিল! তবে ভালো হয়েছে। ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৯
সাহসী সন্তান বলেছেন: আমিও ভাই অনেকটা আপনার মতই! আমি কবি না, আর কবিতা আমার জন্য না! সুতরাং আনাড়ি হাতের প্যারোডিতে একটু তো গোলমাল থাকবেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: ফানপোষ্ট হলেও, কভারের ফুলটার নাম কিন্তু ব্লিডিং হার্ট!!!!!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
সাহসী সন্তান বলেছেন: নামটা তো জানতাম না! জানানোর জন্য ধন্যবাদ আপু! তবে পোস্টে ফুলটা দিয়ে মনে হয় খুব একটা ভুল কিছু করি নাই! মানে, কবিতার ভাবার্থ বের করলে তো তাই দাঁড়ায়! অবশ্য হার্ট ব্লিডিং না হইলেও এক্ষেত্রে কবিতায় যে ব্লিডিং হচ্ছে সেইটা তো অস্বিকার করা যায় না!
ধন্যবাদ আপু! বিজয়ের শুভেচ্ছা!
৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, কবর কবিতায় দাদুর কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল!!
২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
সাহসী সন্তান বলেছেন: তা তো অবশ্যই! তবে আমি অন্যরক্ত ক্ষরনের কথা বুঝাইতে চাইছিলাম। মানে আমার কবিতার মূলভাবটাও দুখি দুখি কিনা, সেজন্যই!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
অঞ্জন ঝনঝন বলেছেন: এই দাদীর সন্ধান চাই