নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

{♥ যদি কখনো নিজেকে একা ভাবো, তাহলে ঐ দূর আকাশের অসীম সীমান্তের দিকে তাকিয়ে থাকো! কখনো নিরাশ হয়ে যেও না! হয়তো বা একটা বাজপাখিও তোমার দিকে উড়ে আসতে পারে! ♥}

সাহসী সন্তান

আমাকে তোর ভালোবাসার দরকার নেই। শুধু পাশে থেকে একটু সাহস যোগাস, দেখবি তখন ভালোবাসাটা এমনিতেই চলে আসবে!!

সাহসী সন্তান › বিস্তারিত পোস্টঃ

একটি ডিজিটাল গবেষণাঃ- যদি পৃথিবীর ইতিহাস বিখ্যাত মানুষ গুলো আমাদের এই প্রিয় সামুতে এসে ব্লগিং করতেন, তাহলে তাদের ব্লগিং স্ট্যাইলটা ঠিক কেমন হতো?

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩


প্রিয় সহব্লগার, কেমন আছেন? আমরা অনেকেই হয়তো জানি যে, ২০০৫ সালের ১৫ ই ডিসেম্বর সামহোয়্যার ইন ব্লগের পথ চলা থেকে শুরু করে এখন পর্যন্ত; সর্বমোট প্রায় দুই লক্ষ সোয়া দুই লক্ষের মত ব্লগারের নিক এখানে রেজিষ্ট্রেশন ভুক্ত আছে! যাদের মধ্যে অনেকেই আমাদের পরিচিত, আবার এমন অনেকেই আছেন; যাদেরকে আমরা স্বচোখে কখনো দেখি নাই। তাদের সাথে যোগাযোগের মাধ্যম কেবল এই ভার্চুয়াল পর্যন্তই সীমাবদ্ধ! তাছাড়া তাদের প্রত্যেকেরই ব্লগিং স্ট্যাইল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন! কেউ গল্প, কেউ কবিতা, কেউ ফিচার, কেউ রাজনীতি, কেউ ছবি ব্লগ আবার কেউ বা রম্য রচনা লিখতে অনেক পারদর্শী। এখানে এক এক জনের ব্লগিং স্ট্যাইলটা যেমন আলাদা আলাদা, ঠিক তেমনি ভাবে তাদের লেখার ধরনও এক এক জনের এক এক রকম! অবশ্য সেটা হওয়াটাই তো স্বাভাবিক! কেননা আলাদা আলাদা মানুষের স্বভাব-চরিত্র যে আলাদা আলাদা হবে, এটা অনেকটাই সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত মানুষের একটা মৌলিক গুণ!

তবে আজ আমি সম-সাময়িক সেই সমস্থ ব্লগারদের নিয়ে আলোচনা করার জন্য আসলে এই পোস্ট তৈরি করি নাই। বরং এই পোস্টটা শুধু মাত্র তাদের জন্য তৈরি করা, যারা তাদের বিভিন্ন রকমের অত্যাশ্চর্য কার্যকলাপের জন্য যুগ যুগ ধরে এই পৃথিবীর বুকে চির স্মরণীয় হয়ে বেঁচে আছেন! আচ্ছা, আমরা তো অনেক জান/অজানা বিভিন্ন বিষয় নিয়ে এই ব্লগে টুকটাক লেখা-লেখি করে থাকি। যেখানে থাকে আমাদের মেধা, মানসিকতা, এবং চিন্তা-ভাবনার অন্যতম বহিঃপ্রকাশ! কিন্তু সত্যি কথা বলতে, আমরা এমনটা কি কখনো ভেবে দেখেছি যে, এই সামুতে যদি পৃথিবীর ইতিহাস বিখ্যাত সেই সমস্থ ব্যক্তিরা ব্লগিং করতেন; তাহলে তাদের ব্লগিং স্ট্যাইল গুলো ঠিক কেমন হতো?

হয়তো না! তবে আপাতত আর ভাবনা চিন্তা করার কোন দরকার নেই! বরং নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত আমি নিজে একটু তাদেরকে নিয়ে হালকা-পাতলা ভেবেছিলাম, যেটা ধারাবাহিক ভাবে নিচে আপনাদের সৌজন্যে তুলে ধরা হলো! আপাতত এক প্যাকেট পপকর্ণ (নিজ টাকায় কিনবেন) চিবুতে চিবুতে চলুন না পোস্টটা পড়া যাক....... !:#P


যাপিত জীবনঃ- দুই দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে! পার্বতিরে মায়া করলে চন্দ্রমুখী কান্দে! ;)
লিখেছেন দেবদাস, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ সকাল ০৯:২৪

গত কয়েকদিন ধইরা এক প্রকার মহা যন্ত্রনায় দিনাতিপাত করিতেছি বলা যায়! ক্যান যে মরতে মরতে দুইটা প্রেম করতে গেছিলাম আল্লায় জানে। একটার লগে গিয়া একটু ইটিশ-পিটিশ করলেই আর একটার নাকি সর্বাঙ্গ জলে। অবশ্য এইটা তো হওয়ারই কথা! ঐ যে কথায় বলে না, নারীরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাওরে দিতে চায় না। কিন্তু কথা সেইটা না, আমি যদি নিজের এ্যান্টেনার জোরে দুইজনরে ঠিক মত চালাইতে পারি, তাদেরকে ভাল/মন্দ খাওয়াইতে-পরাইতে পারি; তাইলে তাগোর এত জ্বলন-পড়ন হওনের কি কোন দরকার আছে.......বাকিটুকু পড়ুন


একটি বিয়াপুক গবেষণাঃ- একজন সুন্দরী নারীর সৌন্দর্যের রহস্য! এবং একটি ভ্যানিটি ব্যাগের পোস্টমর্টেম।
লিখেছেন প্রিন্সেস ডায়না, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ সকাল ১০:২৯

আধুনিক পৃথিবীতে ভ্যানিটি ব্যাগ সম্পর্কে জানে না, এমন মানুষ বোধ হয় এই পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমাদের আশে-পাশেই এমন কিছু লুলে লুলায়িত পুরুষ পাব্লিক আছেন, যাদের কৌতুহলের অন্যতম প্রধান বস্তু হইলো; নারীদের এই ভ্যানিটি ব্যাগ! অনেক সময় রাস্তাঘাটে চলা-চলের ক্ষেত্রে তো কিছু আবুল মার্কা পাব্লিক, নারীদের এই ভ্যানিটি ব্যাগের দিকে এমন ভাবে ড্যাব-ড্যাবাইয়া তাকাইয়া থাকে যে, মনে হয় যেন ভানিটি ব্যাগ সহ একটা আস্ত নারীকেই তারা গিলে খাবে? তো সেই সমস্থ কৌতুহল প্রবণ ভাইয়ুমনিদের জন্য আমার আজকের আয়োজন, একজন নারীর ভ্যানিটি ব্যাগের মধ্যে ঠিক কি কি ধরনের জিনিস পত্র থাকতে পারে? এবং যে সমস্থ জিনিস গুলোর মধ্যেই লুকিয়ে আছে নারীদের আসল সৌন্দর্যের অন্যতম রহস্য!

রাম্পাল বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ওঠা কয়লা, চুলের কাঁটা, মুখ ফর্সা ক্রিম, একটা বড় ভাঙা আয়নার ছোট্ট টুকরা, নেইল পালিশ, কুমকুম হেয়ার ওয়েল, মেকআপ বক্স, নখ কাটার জন্য একটা ভোঁতা ব্লেড, কান খোঁচানোর জন্য কয়েকটা সেফটিপিন, কয়েকটি ভাংটি পয়সা (সিকি আধুলি জাতীয়), লিপস্টিক, ট্যালকম পাউডার, টিপ দেবার পাতা, আইলাইনার পেন্সিল, ছোট্ট একটা চিরুণী, একটা প্যাড এবং একটা কলম, এক/দুইটা মোবাইল রিসার্চ কার্ড, একটা পকেট টিস্যুর প্যাকেট.......বাকিটুকু পড়ুন


আইজকা বড্ড বাঁচা বাঁইচ্চা গেছি। ভাগ্যিস তাল তলায় গিয়া গবেষণার কাজে মনোনিবেশ করি নাই! B:-)
লিখেছেন নিউটন, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ দুপুর ১২:১৫

ভাইরা আমার, আপুরা তোমার! আপনারা যে আপনাদের এই ছোট্ট ভাইয়ুটার জন্য কি পরিমাণে দোয়া করেন, সেইটার অরজিনাল প্রমান আইজকা আমি হাতে নাতে উপলব্ধি করতে পারলাম। বিকালের দিকে জান্টুস ঝামেলা বেগমের লগে সামান্য একটু ঝগড়া-ঝাটি হওয়ায় রাগ কইরা আমাগো বাগানের একটা আপেল গাছের নিচে বসে বসে অশ্রু বিসর্জন করতেছিলাম। ঠিক এমন সময় একটা পাঁকা আপেল এমন ভাবে মাথার উপ্রে পড়লো যে, তাতেই মাথার একাংশে আলুর মত ফইল্লা উঠছে। এখন ভাবতেছি, ভাগ্যিস রাগ কইরা আমি তাল তলায় গিয়া বসি নাই। যদি আপেলের বদলে মাথার উপ্রে একটা পাকা তাল ছিঁড়া পড়তো, তাইলে এতক্ষণে পুরা আলু ভর্তা হইয়া সামুর প্রথম পেজে শোক সংবাদের কালো ব্যাজের ব্যানার শোভা পাইতো! :((

আল্লাহ্ যা করে তা মানুষের মঙ্গলের জন্যই করে! দয়া করে কেউ আমিন না লিখে যাবেন না.......বাকিটুকু পড়ুন


পীর বাবার দাওয়াইঃ- রাত্রের স্বপ্ন দোষ দূর করা এবং আবিয়াতি মাইয়াগো দ্রুত বিয়া হওনের একটি পরীক্ষিত মহৌষধ! B-) B-)
লিখেছেন এরিষ্টেটল, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ দুপুর ০১:৩৫

সম্প্রতি মালায়ে আলা গুরু প্লেটো একটা চমকপ্রদ মহৌষধ আবিষ্কার করেছেন। যে মহৌষধটা সেবন করলে আর রাত্রে কারো স্বপ্ন দোষ হবে না এবং আবিয়াতি মাইয়াগো চট-জলদি বিবাহ হইয়া যাইবে। তবে মহৌষধটা কাজে খাটানো যাবে কিনা সে ব্যাপারে মালায়ে আলা এখনো পর্যন্ত নিশ্চিত নন, তাই সেটার ব্যাপারে এখনো পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। তবে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রোই আপডেট জানানো হবে। ধন্যবাদ সবাইকে.......বাকিটুকু পড়ুন


রেসিপি পোস্টঃ- কিভাবে সূত্র E=mc2 প্রয়োগ করে একটি মানসম্মত পারমানবিক বোমা তৈরি করবেন। ;)
লিখেছেন আইনস্টাইন, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ দুপুর ০১:৪৬

প্রিয় সহ ব্লগার, আপনারা নিশ্চই জানেন বর্তমান সময়ে সভ্যতার সাথে সাথে তাল মিলিয়ে বিশ্বও সেইভাবে এগিয়ে যাচ্ছে। আমার গত পোস্টে গ্রাবিটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে তার কিছুটা হলেও ধরনা দিতে পেরেছি। তো তারই ধারাবহিকতায় এবার আমি আপনাদের সামনে হাজির করেছি একটি বিখ্যাত রেসিপি। তো আসুন আর দেরি না করে আমরা রেসিপিটির একদম গভীরে প্রবেশ করি।

প্রয়োজনীয় উপকরণঃ- ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, একটা বাতিল ভাঙা বালতি, একটা অব্যহৃত মগ, আর একগাদা টাকা.......বাকিটুকু পড়ুন


কয়েকটি মন-মাতানো মজার কৌতুক (কড়া ভাবে ১৮+ লুল'রা আউগাইয়া আসেন, বাচ্চারা মাঠে যাও) B-)) B-))
লিখেছেন চার্লি চ্যাপলিন, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ বিকাল ০৪:১৭

পোস্টু শুরু করনের আগে পরথমেই আমি জাতির উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পোস্ট কোন ভাবেই চুশীল সমাজের জইন্য নহে। সুতরাং ডিয়ার চুশীল বেরাদার এন্ড সিস্টার্স ফিলিজ গু ব্যাকছাইড & সাক ললিপপ! :P তয় ডিয়ার লুল বেরাদর, আফনে কি বলোগে টইটই করে ঘুরে কোত্থাও এতটুকু পরিমাণে মজা পাইতেছেন না? সব পোস্টে গিয়া খালি বিরস বদনে ব্যাক গিয়ার মারতে হইতেছে? এমনকি হালকা-পাতলা একটু লুল ফেলাইবারও সুযোগ পাচ্ছেন না? তাইলে এই পোস্ট শুধু আপনার জন্য! আপাতত বিড়ি মুখে জ্বালাইয়া ডান কদম আগে বাড়ায়া আউগায়া আহেন! ঐ আন্ডা বাচ্চারা মাঠে খেলতে যাও! ;)

কৌতুক নং- ০১
বাসর রাত্রে স্বামী অত্যন্ত আহ্ল্যাদিত হয়ে তার স্ত্রীর চোখে বার-বার চুমু খাচ্ছে দেখে স্ত্রী কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেনঃ-
- ব্যাপার কি, তুমি বার-বার আমার চোখে চুমু খাচ্ছো কেন?
স্বামী মহাশয় স্ত্রীকে খুশি করানোর জন্য বেশ গদগদ কণ্ঠে বললেনঃ-
- কি করবো বলো (?) তোমার চোখ যে আমার কাছে ভালবাসার বই! শুধু পাঠ করতে মন চায়.....!!
স্ত্রী এবার আরো বেশি বিরক্ত হয়ে স্বামীকে ভৎসনা করে বললেনঃ-
- ধুর মিনশে! ওদিকে নিচের লাইব্রেরিতে আগুন জ্বলছে, আর তুমি ব্যস্ত আছো বই নিয়ে!
:P .......বাকিটুকু পড়ুন


বউ না সুমুদ্রের ঢেউ বুঝতাছি না! আজকাও বোধ হয় আমার জায়গা ঘরের বাইরেই হইবেক! :(
লিখেছেন সক্রেটিস, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ বিকাল ০৪:৪৯

ধুর! এই রাত বারটার সময় বালতিতে কইরা পানি আইনা কেউ এমনে ভিজাইয়া দেয়? বুঝতেছি না, এইটা আমার বউ, না সুমুদ্রের ঢেউ! আপনারা আবার ভুল-ভাল কিছু ভাববেন না, একচুয়ালি তেমন কিছুই হয় নাই। আসলে আমার বউয়ের একটু মেজাজ খ্রাপ তো, তাই আর কি একটু দুষ্টামি কইরা আমারে ভিজাইয়া দিছে! ও কিছু না, এমনিতেই গর্জনের পর একটু বর্ষণ তো হয়ই.......বাকিটুকু পড়ুন


আমি ব্লগে নতুন! কিভাবে পোস্ট পাবলিশ করতে হয় বুঝতাছি না। মুরুব্বিরা পিলিজ হেল্পান!
লিখেছেন টমাস আলভা এডিসন, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ সন্ধ্যা ০৬:১২

আমি বলোগে নতুন! আজকাই বলোগে একটা আইডি খুইল্লা আপনাগো লগে সামিল হইলাম! সব্বাই সমস্বরে বলেন, মারহাবা। কিন্তু কথা সেইটা না, একচুয়ালি ব্লগে যে কি লিখবো সেইটা আমি খুঁইজ্জা পাইতেছি না। দয়া করে মুরুব্বি ব্লগাররা কেউ কি আমাকে একটু হেল্প করবার পারেন? ধইন্যবাদ সবাইকে.......বাকিটুকু পড়ুন


সাময়িক পোস্টঃ- চার্লি চ্যাপলিন নামক একজন ব্লগার বার বার ১৮+ পোস্টের কথা বলে এখানে অশ্লিল সব পোস্ট প্রসব করে ব্লগের পরিবেশ নষ্ট করে ফেলছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লিখেছেন মিঃ বিন, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ সন্ধ্যা ০৬:১৭

উপর্যুপরি ১৮+ পোস্টের নাম করে ব্লগারদেরকে এই সব অ-খাদ্য কু-খাদ্য গেলানোর মানে কি? কৌতুক মানেই কি সেটা ১৮+ হইতে হবে? ক্যান ১৮+ ছাড়া কি আর কৌতুক বানানো যায় না? আমার মনে হয়, এই ধরনের ব্লগারদেরকে ব্লগে নিক খুলতে না দেওয়াই ভাল হবে। যত্তসব আসে কেবল হিট কামানোর জন্য! কিন্তু কথা সেইটা না, পোস্টটা এই তিন ঘন্টা যাবত এখনো পর্যন্ত ব্লগের পাতায় ঝুইল্লা থাকে ক্যামনে? মডুরা কি সব ঘুমায় নাকি বুঝলাম না? পোস্ট ডিলিটের আবেদন জানাইতেছি.......বাকিটুকু পড়ুন


অনুসন্ধানঃ- আইনস্টাইনের রেসিপি পোস্ট সম্পূর্ণ ভুয়া। তিনি অন্যের চুরি করা রেসিপি ব্লগে আইনা পোস্ট দিয়া হিট কামাইতে চাইতেছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লিখেছেন ডারউইন, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ রাত ১০:১২

আজ সকালে আমার খুব অন্তরঙ্গ একজন বন্ধু আলেকজেন্ডার গ্রাহামবেল আমাকে কনর্ফম করলেন যে, ইতিপূর্বে আইনস্টাইন, পারমানবিক বোমা তৈরির ফর্মূলা সমৃদ্ধ যে রেসিপিটা পোস্ট করেছেন; সেটি আগেই অন্য একজন বিজ্ঞানীর তৈরি করা। তিনি সেখানে থেকে কপি করে তারপর এখানে পোস্ট করেছেন, অথচ তার কোন তথ্যসূত্রও প্রকাশ করেননি। আমি এই ব্যাপারে মডুদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ধরনের হিটখোর ব্লগারদের যেন সুলেমানী ব্যান সহকারে সামু থেকে বহিষ্কার করা হয়।

তো বন্ধুরা এবার আসুন, আমি আমার নিজের একটা থিউরি আপনাদেরকে শুনাই। থিউরিটা খুব বেশি কঠিন কিছু নয়, বরং একদম পানির মত সোজা! আর সেটা হলো বিবর্তন বাদ। মানে কিভাবে আমরা বান্দর থেকে মানুষে রুপান্তরিত হইলাম, তারই একটা ছোট-খাটো নমুনা পেশ করবো এখন আমি আপনাদের সামনে.......বাকিটুকু পড়ুন


শখের ফডুগ্রাফিকঃ- আইজকা একটা ফডু আঁকাইলাম! দেহেন তো কিরাম হইছে?
লিখেছেন লিউনার্দো দ্যা ভিঞ্চি, ২৫ শে অক্টোবর, ১৯৩৯ রাত ১১:৩৬

ফডুকটা কিরাম হইছে সবাই একটু জানাইবেন কিন্তু.......বাকিটুকু পড়ুন


একজন নারী হয়ে কিভাবে প্রিন্সেস ডায়না নারীদের সিক্রেট জিনিস বাইরে নিয়ে আসতে পারেন? আমি এর তীব্রো প্রতিবাদ জানাইতেছি। X((
লিখেছেন মোনালিসা, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ ভোর ০৪:৪৯

গতকাল দেখলাম প্রিন্সেস ডায়না নামে একজন নারী ব্লগার মেয়েদের ভ্যানিটি ব্যাগে কি কি থাকে সেইটা নিয়া একটা পোস্ট দিছে। আমার ভাবতেও অবাক লাগে মানুষ এতটা নিচে নামে কিভাবে? সুন্দরী বইলা বুঝি দেমাগের জ্বালায় বাঁচে না! হুঁহ, ঐ রকম কয়লা সুন্দরী বহুত দেখছি! পোস্টটি দ্রুত মুছে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি.......বাকিটুকু পড়ুন


আমার ভ্যনিটি ব্যাগের রহস্য আমি ফাঁস করুম। তাতে মোনালিসা ম্যাডামের অত জ্বলে ক্যা? /:) /:)
লিখেছেন প্রিন্সেস ডায়না, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ ভোর ০৫:১৮

ঊঁহু, আইছেন আমার মহা সুন্দরী! কথা হইলো, আমার ভ্যানিটি ব্যাগের তথ্য আমি বাইরে ফাঁস কইরা দিমু; তাতে মোনালিসার অত জ্বলন-পোড়ন হয় ক্যান? আমি কি তার বাড়া ভাতে ছাই দিয়েছি, নাকি তার ভ্যানিটি ব্যাগের রহস্য ফাঁস কইরা দিছি? আমরা বোধ হয় কচি খূকি তাইতো? উনি হয়তো ভাবছেন তার ভ্যানিটি ব্যাগে কি কি থাকে, সেইটা আমরা বোধ হয় আমরা জানি না তাইতো? নতুন কি একটা বড়ি বাইর হইছে, সেইটা সেদিন তার ব্যাগের মধ্য থেকে রাস্তায় পইড়া গেছিল তা সেইটা কি আমি কাউরে বলতে গেছি নাকি.......বাকিটুকু পড়ুন


মিঃ বিন! জিন্দেগী ভরতো বিয়াই হইবার পারবা না। তো তোমার আবার আমারে নিয়া এত চুলকানি ক্যান শুনি?
লিখেছেন চার্লি চ্যাপলিন, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ সকাল ০৮:৩৪

নাম যার মিঃ বিন, তার কথা বার্তা যে লেডিস মার্কা হইবো এইটা আর নতুন কি? একজন পুরুষ মানুষ হইয়া যার মাইয়াগো ক্যারেক্টার নিতে লজ্জা করে না, সে আবার আইছে আমারে জ্ঞান দিতে! ছ্যাঃ ছ্যাঃ লজ্জায় মরে যাই মরে যাই.......বাকিটুকু পড়ুন


কবিতাঃ- যারে দেখতে নারী, তার চলন বাঁকা!
লিখেছেন হিটলার, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ সকাল ০৮:৫৬

হে নারী
তুমি নিষ্ঠুর, তুমি অস্থির, তুমি সারা পৃথিবীর ঝঞ্জা
তুমি কলংকিনী, তুমি কুটনি বুড়ি, তবু ঘুরাও কেন মাঞ্জা? ;)

তুমি মাথা দুলাইলে সাথে দোলে তোমার ইয়া লম্বা চুল,
তাই দেখিয়া জীবনে আমি ফেলাইলাম কত লুল! :P

তুমি টেনশন, তুমি পেনশন, তুমি পর ছোট-খাটো জামা,
যতই তোমাকে গালি দিই তবু;
তুমিই যে প্রিয়তমা!!.......বাকিটুকু পড়ুন


প্রিয় ভিঞ্চি ভাইয়ু ফডুক আঁকায়; তো সেইটা আবার অন্যের লগে মিল খায় ক্যান জাতি জানতে চায়? X((
লিখেছেন মোনালিসা, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ সকাল ১০:২৯

আমরা হয়তো ব্লগের লুলীয় ব্লগার জনাব লিউনার্দো দ্যা ভিঞ্চিরে সব্বাই চিনি! তিনি তাহার আশানুরুপ লুল প্রকাশের জন্য ব্লগ থেকে খুব শীঘ্রোই যে নু-বেল প্রাইজ পাইতে চলেছেন, উহা হয়তো অনেকেই জানেন না। কিন্তু কথা সেইটা না, তিনি ছবি আঁকবেন; তো সেই ছবি আবার অন্যের ফডুর লগে মিল খায় ক্যান জাতি জানতে চায়.......বাকিটুকু পড়ুন


মোনালি'পা, আমার ফডুখান কি আপনার চেহারার লগে মিশ খাইলো নাকি? হুট কইরা এত্ত চেইত্তা উঠলেন যে? কাহিনী কিতা বা! ;)
লিখেছেন লিউনার্দো দ্যা ভিঞ্চি, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ দুপুর ১২:৫৪

ব্লগের সবাই হয়তো জানেন, আমি একজন শখের ফটোগ্রাফার। নিজের ইচ্ছে খুশিতে যতটা সম্ভব মনের মাধুরি মিশিয়ে ছবি আঁকার চেষ্টা করি! তাছাড়া একজন মানুষ যতই কল্পনা করে ছবি আঁকুক না কেন, তার মধ্যে বাস্তবের একটু ছোঁয়া থাকবেই। সেক্ষেত্রে আমিও ভিন্ন না। কিন্তু গত এত তারিখে আমার আঁকা ছবিটাতে কি এমন ভুল ছিল যে, সেইটা দেখে আমাগো ঢঙ্গী বহিন মোনালিসা এত চেইত্তা গেলু.......বাকিটুকু পড়ুন


দৃষ্টি আকর্ষণঃ- সাম্প্রতিক সময়ে ব্লগের পরিবেশ অস্থিতিশীলকারী/বিনষ্টকারী ব্লগারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে!
লিখেছেন নেটিশ বোর্ড, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ বিকাল ০৫:৫২

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, সুস্থ ব্লগীয় পরিবেশ বিনষ্ট করতে বেশ কিছু নিক থেকে ক্রমাগত ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ফ্লাডিং করা হচ্ছে। তাছাড়া বর্তমান সময়ে কিছু মাল্টি নিকও ব্লগের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের জন্য একদম উঠে-পড়ে লেগেছে। সুতরাং এই সমস্থ অনিষ্টকারী ব্লগারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনতি বিলম্বে আমরা তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করে সুষ্ট তদন্তের মাধ্যমে এটার সুরাহা করবো বলে আশা রাখছি। দয়াকরে আমাদের উপর থেকে আপনারা কেউ আশাহত হবেন্না.......বাকিটুকু পড়ুন


সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ- ইহা নিতান্তই একটি অ-বিচ্ছিন্ন ফান পোস্ট। বিধায় এর সাথে আপনি বিচ্ছিন্ন কোন ঘটনার যোগ সূত্র খুঁজতে গেলে মারাত্মক ভাবে ভুল করবেন। তাছাড়া পোস্টে উল্লেখিত যাবতিয় স্থান, কাল, পাত্র সবই অ-বিচ্ছিন্ন ভাবে কাল্পনিক; যার সাথে বাস্তবের কোন মিল নেই। সুতরাং এই পোস্টে উল্লেখিত ঘটনার সাথে যদি বাস্তবের কোন মিল খুঁজে পান, তাহলে সেটা হবে নিতান্তই কাকতালীয় ব্যাপার মাত্র। যার জন্য লেখক, প্রকাশক এবং কর্তৃপক্ষ কোন অংশেই দ্বায়ী থাকবে না!!

বিশেষ দ্রষ্টব্যঃ- টাইপিংয়ের ভুলের কারনে হয়তো অনেক জায়গায় বানানে ভুল থাকতে পারে। সেটাকে বিবেচ্য বিষয় হিসাবে না ধরে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতার্থ হবো!

মন্তব্য ৮২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮

গাওসেল এ. রাসেল বলেছেন: এইরকম সংকলন পোস্ট গুলো আমি সবচাইতে বেশী পছন্দ করি। একসাথে অনেক গুলো লেখা পড়া হয়ে যায়। ধন্যবাদ আপনাকে, ভ্রাতা।

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬

সাহসী সন্তান বলেছেন: এইটা সংকলন পোস্ট না, ফান পোস্ট! সম্ভাবত আপনি পোস্টটা ভাল করে পড়েন নাই! তাছাড়া আপনি লিংক গুলোতে ক্লিক করলেই ব্যাপারটা বুঝতে পারতেন! ;)

সে যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৫

গাওসেল এ. রাসেল বলেছেন: “যার জন্য লেখক, প্রকাশক এবং কর্তৃপক্ষ কোন অংশেই দ্বায়ী থাকবে না!!”
হুম...। বুঝলাম, শুধু পাঠককে দায়ী করা হইবেক। :(
লিংকু কিন্তু একটাও খুজে পাওয়া যায় নি। সম্ভবত উনারা সবাই মারা গিয়েছেন। :P

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫১

সাহসী সন্তান বলেছেন: হা হা হা, সবে মাত্র আমি আপনাকে উত্তর করে উঠতে পারলাম না; তার আগেই দেখি আপনার মন্তব্য! হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে! নারে ভাই, দ্বায়ী-টায়ী নয়; পাঠককে কেবল মাত্র একটু বিনোদন দেওয়ার জন্যই আমার এই পোস্টটা তৈরি করা! ;)

আবারও ধন্যবাদ রইলো! অনেক অনেক শুভ কামনা!

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৮

আশাবাদী অধম বলেছেন: আপনি কেডা........ মানুষ না জ্বিন?

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬

সাহসী সন্তান বলেছেন: আমি মানুষও না জ্বিনও না, এলিয়েন! ইউরেনাস থেকে নেপচুনে যাওয়ার প্রাক্কালে পথ ভুল কইরা এইখানে আইসা পড়ছি! ;) তয় হুট কইরা আপনি আমার পরিচয় নিয়া টানা-টানি শুরু করলেন ক্যান, ব্যাপারটা ঠিক বোধগম্য হইলো না..... :(

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০

আশাবাদী অধম বলেছেন: বাকিটুকু কিভাবে পড়ুম। সব ফেইক।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

সাহসী সন্তান বলেছেন: সম্ভাবত আপনি পোস্টের মূল টুইস্টটাই ধরতে পারেননি? পোস্টের লেখক, এবং প্রকাশ কাল দেখলেই ব্যাপারটা আপনি খুব সহজেই বুঝতে পারতেন! তয় আপচুচ, আপাতত আপনার লাইগা এক বালতি সমবেদনা! ;)

এটা ফান পোস্ট! সম-সাময়িক ব্লগ নিয়ে তৈরি করা একটা স্যাটায়ারও বলতে পারেন!

আবারও ধন্যবাদ রইলো! শুভ কামনা!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬

মার্কো পোলো বলেছেন:
ভালই হইলো। আস্তে আস্তে সব পড়তে থাকি। :)

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮

সাহসী সন্তান বলেছেন: জ্বি, অবশ্যই পড়বেন! আর পড়ে জানানোর জন্য অনুরোধ রইলো.... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৬

মার্কো পোলো বলেছেন:
:) পড়া শেষ। ১৮ টি লেখা নিমিষেই শেষ করেছি। এতো ফান....। সবগুলো পড়ে খুব মজা পেয়েছি। =p~

এরপর ব্লগার লেখকেরা যারাই এ পোস্টটি পড়বেন লিঙ্ক এ ক্লিক করে বিস্তারিত পড়ে নিবেন। আশাকরি পড়ে মজা পাবেন। :P

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১

সাহসী সন্তান বলেছেন: পোস্ট পড়ে মজা পাওয়ায় ধইন্ন্যা! আমি অবশ্য প্রথমে ভাবছিলাম লিংকের ব্যাপারটা ফুট নোটে উল্লেখ করে দেবো! কিন্তু আবার ভাবলাম, দরকার নাই! দু'একজন হোঁচট খাক, সেইটাও একটা বিনোদন হয়ে থাকবে (শয়তানি ইমো হবে)!

আশাকরি আপনার এই সুদৃঢ় আহ্বানে সাঁড়া দিয়ে আপামর ব্লগাররা পোস্টটা পড়ে অনেক আলুকিত হতে পারবেন! ;)

পূনঃ মন্তব্যে আবারও ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৩

মানবী বলেছেন: ভেবেছিলাম রবিবাবুর সাম্প্রতিক প্রেমের মুচমুচে আপডেট আর নজরুল বাঁশিতে নতুন কোন সুর তুলেছেন সেসম্পর্কে ব্লগ পড়ার সুযোগ হবে। শরৎবাবুর গফুরই কিছুদিন যাবৎ নিখোঁজ, সেসম্পর্কেও কোন স্টিকি পোস্ট নেই!!!
কোথায় লিওনার্দো নিখোঁজ গফুরের একটি স্কেচ এঁকে দিবে তা নয়, নিজেকে নারী বেশে কেমন দেখায় সেই চিত্র আঁকায় তিনি মহা ব্যস্ত! নারসিসিস্ট আর কাকে বলে!

মাতাল দেবুদার একটি পোস্ট টিকিটিকির মতো ঝুলে আছে, সেটি ছাড়া পুরো ব্লগের নির্বাচিত পোস্ট শুধু শ্বেতাঙ্গদের আত্মকথায় ভরপুর। পাশ্চাত্য সংস্কৃতির এই আগ্রাসনকে উৎসাহিত করায় "প্রেতাত্মা ব্লগে"র মডারেটর সাহসী সন্তানের পদত্যগের দাবী জানাই।

পোস্টে মাইনাস!



:-)

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৩

সাহসী সন্তান বলেছেন: হা হা হা আপু, আপনি পোস্টে মাইনাচ দিলেও কৃতজ্ঞতা স্বিকারের নিমিত্তে আমি কিন্তু আপনার মন্তব্য একটা প্লাস দিলাম! সুযোগ থাকলে আরো দিতাম, তয় সামুতে সেই অপশন নাই দেইখা আপাতত ক্ষেমা দিলাম...... ;)

আমি অবশ্য চেয়েছিলাম আপু যে, পোস্টে রবি বাবু, নজরুল, জসিম উদ্দীন উনাদেরকে ঢুকাবো! এমনকি পোস্টের ক্যাটাগরিও ঠিক করে ফেলেছিলাম! তবে পরে ব্যাপারটা স্কিপ কইরা গেলাম। কারণ তখন হয়তো ফান পোস্টটা সিরিয়াস পোস্ট হিসাবে বিতর্কের মুখে পড়ে যেত!

কেননা আপনি যাদের নামগুলো মেনশন করেছেন তারা সবাই কালজয়ী লেখক, এবং আমাদের অনেকেরই প্রিয়! আসলে মূল ব্যাপারটা হলো, অনেকেই স্যাটায়ার গুলো ঠিক-ঠাক মত ধরতে না পেরে; হুট-হাট করে বিতর্কে চলে আসেন! এমনকি ফান পোস্টের ক্যাটাগরিও অনেকে বুঝতে চান না! আমার গত একটা প্যারোডি কবিতাতে সেটার উদাহরণ খুব ভাল ভাবেই পেয়েছি! বলতে পারেন সেজন্যই আমি তাদেরকে নিয়ে পোস্টে আলোচনা করি নাই!

কারণ আমি চাই না, ফান পোস্টটা অকারেন বিতর্কের মুখে পড়ে যাক! আপনার মন্তব্যটা খুব ভাল লাগলো আপু! কিন্তু কথা হইলো, একটা সাহসী সন্তানের পদত্যাগ দাবি কইরা কোন লাভ নাই! আজ সাহসী পদত্যাগ করলে আগামীতে লক্ষ লক্ষ সাহসীর জন্ম হবে! মনে রাখবেন পরাজয়ে ডরে না বীর! ;)

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬

পবন সরকার বলেছেন: এরকম পোষ্ট পাইলে না পইড়া থাকা যায়? পড়ছি এবং আরো পোষ্ট চাই- - --

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭

সাহসী সন্তান বলেছেন: অবশ্যই পোস্ট পাবেন, এবং ঠিক একই ক্যাটাগরির তবে একটু ভিন্নভাবে আরো একটা পোস্ট প্রকাশ করার ইচ্ছা আছে! ততক্ষণ পর্যন্ত কোত্থাও যাবেন না, সঙ্গে থাকুন! ফিরছি ছোট্ট একটা ব্রেকের পরেই..... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬

খোলা মনের কথা বলেছেন: আপনি যে পোস্টটি খুঁজছেন, এই পোস্টটি পাওয়া যায়নি...

সব পোষ্টে ক্লিক করলে একই সমস্যা। কোথায় সমস্যা বুঝতে পারলাম না :( :( :(

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫

সাহসী সন্তান বলেছেন: আহরে, ভাইয়ুটার জন্য এক বালতি সমবেদনা রইলো? তয় ব্রাদার, একচুয়ালি সমস্যাটা আপনার নয়; বরং আমার! কারণ পোস্টে যে লিংক গুলো দেওয়া আছে, সেগুলো সব ভুয়া লিংক! যেটা দেওয়া হয়েছে কেবলমাত্র মজা করার জন্য! ;)

আপনি পোস্টের লেখক, প্রকাশ কাল, এবং শিরোণাম গুলো পড়লেই তো বোঝার কথা! এটাকে আপনি স্যাটায়ার বলে মনে করতে পারেন! মানে সম-সাময়িক ব্লগ এবং ব্লগারদের পোস্টের ক্যাটাগরি বিবেচনা করেই মূলত পোস্টটা তৈরি করা! অনেকটা বিনোদনও বলতে পারেন! :)

মন্তব্যের জন্য ধন্যবাদ! আর আপনার এই সাময়িক কষ্ট দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত! শুভ কামনা জানবেন!

১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন:
এপিক!! এপিক!!

লাস্টের পোস্টটা বেশি এপিক। যত আইনস্টাইন-নিউটন ফিউটন থাকুক না কেন - নোটিশ বোর্ডই বস। :D

মোনালিসার পোস্টের টাইটেলটা মনে হয় একটু.. যাই হোক। মজা পাইছি পইড়া।

মোবাইলে আছি, প্লাস লোড হয় নাই এখনো। হইলে পরে দিমু। +++

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২১

সাহসী সন্তান বলেছেন: প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার এই মন্তব্যটার জন্য! আপনার ধরনা একদমই ঠিক! নোটিশ বোর্ড হল বাংলা সিনেমার শেষ দৃশ্যের পুলিশের মত- 'দয়াকরে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না!' ;)

মোনালিসার পোস্টের টাইটেলটা মনে হয় একটু..

-হা হা হা, আপনার সেন্স অব হিউমার যে সেই লেভেলের; উহা জাতি অনেক আগের থেকেই জ্ঞাত আছে। তবে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই পোস্টটা কিন্তু কোন অবস্থাতেই ভিন্ন কিছুকে মেনশন করে তৈরি করা হয় নাই (নোটিশ বোর্ডের কসম)! সুতরাং পোস্ট বহিঃর্ভূত কোন মন্তব্য করে পাঠকের দৃষ্টিকে ভিন্ন দিকে না ঘুরানোর জন্য, আপনার প্রতি সবিনয় অনুরোধ রইলো! B-))

মন্তব্যের জন্য আবারও আপনাকে ধন্যবাদ! শুভ কামনা রইলো!

১১| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০

একটি পেন্সিল বলেছেন: ভাই, হাসতে হাসতে ঘামাইয়া গেছি। গত ছয় মাসে এত হাসছি কিনা সন্দেহ। অনেক মজা পাইলাম। ফান পোস্ট, তবু অনেক পরিশ্রম করে লিখতে হয়েছে বুঝতে পারছি। সেজন্য ধন্যবাদ। তবে সবচেয়ে বেশি ভালোলেগেছে, ডারউইন, নিউটন, এরিস্টটল, আইনস্টাইন, ভিঞ্জি, নোটিস বোর্ড। আপনার কল্পনা শক্তি দারুন। ধন্যবাদ ভাই। এমন পোস্ট আরো চাই।

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২

সাহসী সন্তান বলেছেন: কন্কি!! B:-) হাসতে হাসতে ঘামাই যাওয়া মানে তো ব্যাপারটা সেই লেভেলে চলে গেছে! দেইখেন আবার হাসতে হাসতে লাইব্রেরিতে আগুন ধরাইয়া দিয়েন না! :P তবে আমি সত্যিই আনন্দিত, আপনাকে এভাবে হাসাতে পেরে!

আসলে আমি যখন কোন ফান পোস্ট প্রকাশ করার চিন্তা ভাবনা করি, তখন যতটা সম্ভব চেষ্টা করি সেটাকে বাস্তব ঘরনার করে গড়ে তুলবার! যেটা পড়ে মানুষ শুধু আনন্দই পাবে না, বরং অনেক ভিন্ন কিছু অভিজ্ঞতাও যেন অর্জন করতে পারে! আর সেজন্য একটু কষ্টতো করাই লাগে! তবে পোস্ট প্রকাশের পর যখন আপনাদের এমন সব অনুপ্রেরণা মূলক মন্তব্য পাই, তখন সত্যিই খুব ভাল লাগে!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

১২| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৬

ক্লে ডল বলেছেন: কি ভাগ্য আমার! কত কত বিখ্যাত ব্যক্তির পোষ্ট পড়লাম!

নোটিশ বোর্ড না থাকলে কি যে হত! ব্লগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত! :P

আপনাকে ধন্যবাদ লিংকগুলো শেয়ারের জন্য! :D =p~

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

সাহসী সন্তান বলেছেন: জ্বি, ব্যাপারটা ভাবতেই আমারও সমস্থ শরীর হিম হয়ে যাচ্ছে! এমন বিখ্যাত মানুষ গুলোর পোস্ট পড়তে পারবো, সেটা কি কেউ স্বপ্নেও ভেবেছিল? তবে কথা এক্কেবারে মন্দ বলেন নাই, নোটিশ বোর্ড যদি সঠিক সময়ে এন্ট্রি না নিতো: তাইলে বিশ্ব যুদ্ধ বোধ হয় বেঁধেই যেত! ;)

পোস্টে শেয়ারকৃত লিংক গুলো পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ! =p~
শুভ কামনা রইলো!

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: একখান ভুল হয়ে গেছে, অফিসে বসে লেখাখানা পড়লাম। দম ফাটিয়ে হাসতে না পেরে আমার পেটে খিল লেগে গেছে। :P

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৮

সাহসী সন্তান বলেছেন: আপনার অফিস তো বেশ বেরসিক! /:) তয় এখন আর কিইবা করবেন! আপাতত মুখ বন্ধ রেখে বাসায় গিয়ে তারপর ফ্রি হয়ে পোস্টটা না হয় আর একবার পড়বেন। এবং মনের ইচ্ছা খুশি হাসতে হাসতে খিল লাগা পেট থেকে খিলটা ছাড়িয়ে ফেলবেন! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

ফানের সাথে ফাঁকি ফ্রি ;) (কট খাওয়ার ইমো নাইক্যা ;)

অসাধারন রসবোধ !

++++++++++++++++

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০

সাহসী সন্তান বলেছেন: হু হা হা হা মুহু হা হা হা B-)) পোস্টে আইসা কয়েকজন যে কট খাবে সেইটা বুঝছিলাম, তবে আপনারটা অনুমান করি নাই! কিন্তু কট যখন খাইছেন তখন আন্দাজ করতে পারি, ঐ ১৮+ কৌতুকে গিয়াই কট খাইছেন! বদ পোলাপাইন..... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ ভৃগু ভাই! শুভ কামনা জানবেন!

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



বিন ইস অসাম! (দম ফাটানো হাসির ইমো হপে)




ধুর মিনশে! ওদিকে নিচের লাইব্রেরিতে আগুন জ্বলছে, আর তুমি ব্যস্ত আছো বই নিয়ে!


হিটলারের কবিতায় সুপার লাইক! পোষ্টে লাইকের বন্যা!

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৬

সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই এত কিছু থাকতে ১৮ প্লাসের দিকে নজর কেন? তাই তো কই, পোস্ট কি আর এমনে এমন হিট খায়! তয় হিটলারের কবিতা নিয়া আমি বেশি কিছু কইতে চাইতেছি না! বেচারা শেষ বয়সে আইসা ছ্যাঁকা খাইয়া একখান কবিতা লিক্ষা গেছে...... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! এবং কৃতজ্ঞতার সহিত আপনার লইক গ্রহণ করা হইলো!
শুভ কামনা জানবেন!

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

কালীদাস বলেছেন: হা হা হা =p~

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮

সাহসী সন্তান বলেছেন: =p~ =p~ =p~

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা!

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান,



সম্ভবত নীচে দেওয়া হিটলারের ১৯৩৯ সালের এই পোস্টটি দেখিয়াই আপনি কীবোর্ড বাঁকা করিয়া তাবৎ মহারথীদের লইয়া বাঁকা বাঁকা কথায় একহাত লইয়াছেন । কারন ব্লগার মোনালিসা যখন " চোরের মন পুলিশ পুলিশ " ভাবিয়া এইকথা লিখিয়াছেন - অন্যের ফডুর লগে মিল খায় ক্যান জাতি জানতে চায়..... তখন সেখানাও পড়িয়া আপনারও মনে হইয়াছে " হিটলার আমার মনের ভিত্রে গোপনে গোপনে যে কতা খালি উৎলায় আর বলক দ্যায় হেই কাহিনী জানিলো কেমনে ?" ব্যাটা যুদ্ধ ছাড়া চেনেনা কিছু । এইডা লিখিয়া হে তো আর একটা গৃহযুদ্ধ বাজাইবার চায় মনে হইতাছে ! " ( ঘরে গৃহলক্ষী আছে তো ? :P )
তাই মনে হয়, এই পোস্টে সব ভদ্দর লোকেদের পচাইয়া আপনি ইস্যুটারে অন্যদিকে ঘুরাইয়া দিতে চাহিতেছেন । জনগণ কিন্তু ইস্যুটারে একচুলও ছাড় দেবেনা । B:-/ #:-S :D

কবিতাঃ- যারে দেখতে নারী, তার চলন বাঁকা!
লিখেছেন হিটলার, ২৬ শে অক্টোবর, ১৯৩৯ সকাল ০৮:৫৬

হে নারী
তুমি নিষ্ঠুর, তুমি অস্থির, তুমি সারা পৃথিবীর ঝঞ্জা
তুমি কলংকিনী, তুমি কুটনি বুড়ি, তবু ঘুরাও কেন মাঞ্জা? ;)


( ব্লগের E = MC2 এর যন্ত্রনায় আর ল্যাকতে পালাম না ..... C হইলো ব্লগের গতি ...)

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০

সাহসী সন্তান বলেছেন: হা হা হা, জী এস ভাই; আপনার অসাধারণ হিউমারের প্রশংসা না করে সত্যিই পারি না! তবে কবিতা রচনার ক্ষেত্রে হিটলার ব্যাটা নিজে যতটা দ্বায়ী, তার থেকে বেশি দ্বায়ী ছিল তার পারিপার্শ্বিক পরিবেশ! ব্যাটা কতকাল ঘুইরাও একজনের মন পাইলো না বলেই তো, বিশ্বডারে কতটা পিছাই নিয়ে গিয়েছিল! B-)

আর মোনালিসার ব্যাপারে জাতি এই মূহুর্ত্বে স্পিকটি নট থাকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে! না হলে ইস্যুর প্রতি আকৃষ্ট হইয়া আপামর সুশীল সমাজ পোস্ট ভাংচুরের হুমকি দিবার পারে! আসলে ব্যাপারটা চোরের মন পুলিশ পুলিশ না হইয়া হইবে পুলিশের মন চোর চোর...... ;)

সে যাহোক, তবে আপাতত একটা গান মনে আসতেছে- 'মনের ঘরে বসত করে হিটলারে, ও ছেড়ি রে.....মনের ঘরে বসত করে হিটলারে! :P

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জী এস ভাই! আপনি ঠিকই বলেছেন, ব্লগ বর্তমানে যে গতিতে আগাইতেছে তাতে কচ্ছপের গতিও বোধ হয় এর সাথে ফেল খেয়ে যাবে! বুঝতেছি না, কবে নাগাদ এটা ঠিক হবে! :(

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:



অনেক ফ্যানটাসী, অনেক ভাবনা, অনেক প্যাটার্ণ, অনেক ঐতিহাসিক ব্যাপারকে ধারণায় নিয়ে পোস্ট লিখেছেন, ইন্টারেস্টিং।
শুধু সামান্য সমস্যা, আমার কমেন্ট দেখে কান্নাকাটি করে মড়ুদের সাহায্য চেয়ে বসতো সবাই।

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭

সাহসী সন্তান বলেছেন: আপনার মন্তব্য পড়ে ব্যাপক মজা পাইলাম গাজী ভাই! আমি ভাবছিলাম ঠিক একই ক্যাটাগরির একটা পোস্টের শিরোনাম এখানে উল্লেখ করে দেবো। তবে সেটা করলে হয়তো পোস্টটা বিতর্কের মুখে পড়ে যেত, আর সে কারণেই ব্যাপারটা স্কিপ করে গিয়েছিলাম!

সত্যি কথা বলতে, আপনার মন্তব্যের আক্ষরিক অর্থ ধরার মত ক্ষমতা খুব কম মানুষেরই আছে! আর যারা সেটা ধরতে পারবে, আমি মনে করি তারা আসলেই ব্লগটাকে খুব ভাল ভাবে উপভোগ করতে পারবে!

তাছাড়া আপনাকে আমার ভাললাগার অন্যতম কারণ হলো, অন্যদের মত তেল মারা প্যার্টানের কমেন্ট না করে আপনি সরাসরি কথা বলতে ভালবাসেন! যেটা সবাই পারে না!

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: যাক, এক সাথে সবাই কে সামুতে পাওয়া গেল!

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯

সাহসী সন্তান বলেছেন: হুম, এইবার একলগে পাল্লা দিয়া ব্লগিং করেন! তবে দেখবেন, মুরুব্বিদের সাথে যেন অহেতুক ক্যাচাল না লেগে যায়? ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

২০| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৯

নীলপরি বলেছেন: আপনার পোষ্টের আইডিয়ার জন্য প্রথমে কূর্ণিশ জানাই । আর পুরো লেখাটা তো অনবদ্য । অসাধারণ ।

++++++++++++++++

শুভকামনা । :)

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৪

সাহসী সন্তান বলেছেন: এটা কিন্তু বেশি বেশি হয়ে গেছে নীলপরি! আমি একদমই ওটার যোগ্য নই! তবে লেখাটা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে আমি আনন্দিত! আমি চেয়েছিলাম, পোস্টটার মাধ্যমে সবাইকে একটু আনন্দ দিতে! আর আপনার মন্তব্য পড়ে মনে হল আমি কৃতকার্য হতে পেরেছি! :D

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

অফটপিকঃ- ইদানিং কবিতা কম পাচ্ছি কিন্তু!!

২১| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬

মেহেদী রবিন বলেছেন: একজন আরেওজনকে খোঁচা মারা অংশগুলো বেস্ট ছিলো। প্রচুর হেসেছি। অনেক কষ্ট করে লিখেছেন। ধন্যবাদ আপনাকে

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭

সাহসী সন্তান বলেছেন: আপনাকে হাসাতে পেরে আমি ধন্য! একচুয়ালি জীবনটাই তো খোঁচাখুঁচির, সুতরাং ঐটা বেস্ট না হয়ে কি পারে বলেন...... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

২২| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২

পথহারা মানব বলেছেন: =p~ =p~ =p~সাহসী ভাই কি গবেষনা না করলেন!!!
ভাই প্রিন্সেস ডায়নার সাথে একটু আগে আমার কথা হইছে আপনার গবেষনায় আবেগ আপ্লুত হইয়া উনি আপনাকে আলমা ডি টানেলে যাইতে বলছে ;)
ত্য় আমার একখান ক্ষোভ আছে আপনার উপর বই পড়তে ব্যাপুক ভাল লাগে ত্য় একখান বইয়েকি আর মন ভরে ;)

অনেক পরিশ্রমী পোষ্ট। ভালো থাকবেন।

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫

সাহসী সন্তান বলেছেন: জ্বি, এই তো কিছুক্ষণ আগেই আমি প্রিন্সেসের সাথে দেখা করে আসলাম! আপনার কথাও বললেন তিনি! তবে আসলে আপনারে নিয়ে তিনি সামান্য একটু ভয় পাচ্ছিলেন, কারণ আপনি যেভাবে শিক্ষক-শিক্ষিকা কোন বাছ বিছার নাই গড়ে-ধড়ে হাটুজল কইরা ক্রাশ খান; তাতে তিনি ভাবছিলেন আপনি যদি আবার তার উপ্রে......আহেম....... ;)

আপনার ক্ষোভটা আমি বুঝতে পেরেছি ভাইজান, কিন্তু কথা হইলো শুধু বই পড়লে তো হবে না; মাঝে-মাঝে লাইব্রেরিরও খোঁজ-খবর তো রাখতে হয়! নইলে আগুন লাইগা সব ছারখার হইয়া গেলে তখন বুঝবেন ঠ্যালা কারে কয়...... :P

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১

জুন বলেছেন: এত পরিশ্রমী পোষ্ট কেনু /:)
পড়তে গিয়ে বারবার গেট লক । আপনে কি জীবনেও ছোট কইরা কিছু লিখতে পারেনন্না :| । টায়ার্ড :-<
তা দিশেহারা কৈ

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১২

সাহসী সন্তান বলেছেন: আপু, পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি সেইটা বোধ হয় আপনার সিলেবাসে ছিল না? আমি আসলে একটু বড় করে পোস্ট দিতেই ভালবাসি, যাতে কেউ আমার পোস্ট পড়ে যেন অতৃপ্ত মন নিয়ে ফিরে যেতে না পারে! B-)

দিশেহারা বোধ হয় এবার সত্যি সত্যি দিশেহারা হইয়া গেছে! সম্ভাবত ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে, তাই এখনো পর্যন্ত এসে পৌঁছাইতে পারেননি! তবে না আসলেও সমস্যা নাই। আপনাদের দুইজনের মন্তব্যের ক্যাটাগরি যেহেতু একই রকম, সেহেতু একজন মন্তব্য দিলেই আমি ধরে নিতে পারবো যে; এটা উভয়েরই স্টেটমেন্ট! ;)

মন্তব্যের জণ্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি যা কইতে চাইছিললাম তা আর বলা যাবে না।
তবে অফলাইনে পড়েছিলাম আগে।

ব্যাপারটা হলো আমি আসবো। সে তাড়াতাড়ি অথবা দ্রুত যাই হোক।


প্রতিটা যাচিত পোস্ট পুস্টানোর সময়য়কাল দেখেই বুঝছিলাম সমেস্যা আছে। বাকীটা ইতিহাস। তবে + আর প্রিয়তে নিতে কার্পণ্য করলাম না। এইটা আমার উদারতা।


আর জুনাপুরে দেখেন। কতক্টা ভালোবাসে যে খোঁজ নেয়। শেখেন।


২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১

সাহসী সন্তান বলেছেন: আমি কিন্তু জানতাম আপনি আসবেন? কারণ সে বিশ্বাসটুকু আমার ছিল! B-)) তবে ব্যাপারটা হলো, জুনা'পু কিন্তু আপনাকে খোঁজ করছিলেন ভালবেসে নয়; বরং আপনার টায়ার্ডফিল সংক্রান্ত মন্তব্য দেখেই তারপর তিনি তার বক্তব্য পেশ করবেন সেই জন্য! ;)

কিন্তু তারপরেও তিনি যে আপনাকে খোঁজ করেছেন, সেটা দেখে আমি আপ্লুত! শুধু আফসোস হচ্ছে- 'এজগতে হায়, কেউ খোঁজে নাই; মোর এই চেহারা খানি......' :P

মন্তব্যের জন্য ধন্যবাদ রাজপুত্র! আর প্লাস এবং প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা!
শুভ কামনা জানবেন!

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৫

অন্তু নীল বলেছেন: বেশ সাহসী একখান কাজ কইরা ফালাইছেন।
ইহাদের কেহ একজন বাইচ্চা থাকলে নিশ্চিত ৫৭ ধারায় মামলা খাইতেন।

হিউজ ফান।
আর সেই সাথে লেখা ভালোমত না পড়িয়া মন্তব্যকারীদের ঘোল খাওয়াইছেন।
যাকগে, দেরীতে হলেও হাসলাম।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫২

সাহসী সন্তান বলেছেন: সাহসী সন্তান যখন নাম নিয়েছি, তখন একটু আধটু সাহসী কাজ না করলে মানুষ বুঝবে কিভাবে যে; আমি শুধু নামে না কাজেও 'সাহসী সন্তান!' আর এই ধরনের টুকটাক সাহসী কাজের জন্য যদি সামনে কোন ৫৭ ধারার বাঁধা আসে, তো আসুক! পরাজয় মানে কিন্তু জীবনের শেষ নয়, বরং নতুন করে আবার শুরু! ;)

ঘোল-টোল বুঝি না, কেবল প্রতিউত্তর করেছি মাত্র! আর সেটার মধ্যে যদি আপনি নতুন কোন বৈচিত্র খুঁজে পান, তাহলে সেটা আপনার আবিষ্কার; আমার না! :P

পোস্ট পড়ে আপনি হাসছেন জেনে ভাল লাগলো! মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৯

ডঃ এম এ আলী বলেছেন: দুনিয়ার সেরা গুণীদের নিয়া সাহসী ফান চাট্টিখানি কথা নয় । তবে আমার ধারণা আসলেই তাঁরা এমনটিই বলতেন যদি তাঁদের ব্লগের আড্ডায় বসিয়ে দেয়া যেতো!!! আলোচনার টেবিলে বসা আলোচনাকারীদের ইংলিশ ডায়ালগগুলি ব্লগীয় আলোচনায় অনুকরনযোগ্য স্টাইল হতে পারে । বাকীটুকু দেখুন সেরা ফান , ১৮+_ যে কেও দেখতে পারেন ।
ধন্যবাদ উপভোগ্য অনেকগুলি ফান স্বল্পপরিসরে উপস্থাপন করে আমাদেরকে আনন্দ দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল ।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১১

সাহসী সন্তান বলেছেন: ধরনা তো আপনার মত আমারও হয়েছিল, যারই প্রত্যক্ষ নমুনা হল এই পোস্ট। তাছাড়া এটা আমার এই দেড় বছরের ব্লগিয় অভিজ্ঞতার একটা ফসলও বলতে পারেন! যা দেখেছি, যা শুনেছি অথবা যা বলেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এই পোস্টে! :)

তবে পার্থক্যটা হল, সেটা একটু ফান হিসাবে উপস্থাপন করেছি এই যা! ;)

মজা উপভোগ করার জন্য ধন্যবাদ ডঃ আলী! শুভ কামনা রইলো!

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা! মজার এবং প্রকৃত অর্থেই ঐতিহাসিক।
এই পোস্ট শুধু ব্লগের নয়, মানব ইতিহাসে ঐতিহাসিক হয়ে থাকবে.... আমি নিচ্চিৎ! /:)

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৯

সাহসী সন্তান বলেছেন: মঈনুল ভাই কি ইদানিং জ্যোতিষ শাস্ত্র অধ্যায়ন করছেন নাকি? আপনার মুখে ফুল চন্দন পড়ুক ভাই! ;) তবে মানব ইতিহাসে দরকার নাই, পোস্টটা এই ব্লগেই থাকলে আমি খুশি। আর একান্তই যদি ঐতিহাসিক হয়ে যায়, তাইলে কিন্তু আপনিও কমেন্ট করে সেই ইতিহাসের অংশিদার হয়ে গেলেন! :P

আপাতত ধইন্ন্যা লন! ঐতিহাসিক হইলে তখন ট্রিট ফ্রি, বিল আপনি আমি যেকেউ পরিশোধ করলেই হবে! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা ভাই!

২৮| ২৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৫

রমজান আহমেদ সিয়াম বলেছেন: ফান পোষ্ট ভালোই পড়তে পড়তে অনেক্ষন হাসলাম

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৫

সাহসী সন্তান বলেছেন: ফান পোস্ট মানেই তো হাসির, সুতরাং না হাসলে তো আমার চালান শেষ! আপনি হাসছেন জেনে ভাল লাগলো! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২৯| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুদ্ধিদীপ্ত চমৎকার পোস্ট ! কৃয়েটিভতো বটেই ! (এক সময় এধরনের পোস্ট প্রথম দিনেই ১৫শ বার পঠিত হইত, আফসোস !!)

আমি সহ সামু ব্লগের অনেক ব্লগারের যোগ্যতা দেখে আমি হতাশ !! :(( :((

কয়েকটি কমেন্ট এই পোস্টের সেরা আকর্ষণ ।

আশাবাদী অধম বলেছেন: বাকিটুকু কিভাবে পড়ুম। সব ফেইক। সহমত ।। :P :P

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২

সাহসী সন্তান বলেছেন: প্রথমেই চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ লিটন ভাই! আপনার সাথে আমিও একমত, যে এক সময় এমন পোস্ট করলে প্রথম দিনেই পঠিত সংখ্যা ১৫'শ ছাড়িয়ে যেত! তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে বোধ হয়, যে কোন পোস্ট ১৫'শ বার পঠিত ছাড়ানো মানেই আকাশের চাঁদ হাতে পাওয়া!

আসলে সমস্যাটা হলো, এখন ব্লগে পাঠকের বড় অভাব! মোদ্দাকথা সবাই এখন লেখক!

আমি সহ সামু ব্লগের অনেক ব্লগারের যোগ্যতা দেখে আমি হতাশ !!

- প্রথমত ব্যাপারটা মাথার উপ্রে দিয়া গেল! আর দ্বিতীয়তো, আমি কিন্তু স্পেসেফিক ভাবে এইখানে কারো ব্লগিং স্ট্যাটাইলকে তুলে ধরি নাই। সুতরাং আপতত এই দিকে আমরা নজর না দিই..... ;)

আবারও ধন্যবাদ আপনাকে ব্রাদার! শুভ কামনা জানবেন!

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর সুন্দর :-B :-B

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৪

সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ চন্দ্রদ্বীপবাসী! আপনার দ্বীপোবাস জীবন সুখের এবং শান্তির হোক..... ;)

শুভ কামনা জানবেন!

৩১| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঐতিহাসিক চরিত্রদের সমন্বয়ে ঐতিহাসিক পোস্ট।

আপনার রসবোধ অত্যান্ত প্রখর। :)

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭

সাহসী সন্তান বলেছেন: আসলে বঙ্গভাই, জীবনে নিজে নিজে তো কিছু করতে পারি নাই! সবই ঐ পারিবারিক ঐতিহ্য বলতে পারেন। তাছাড়া জীবনের প্রাপ্য আর প্রদেয় বিলের হিসাব মিলানোর পরে যদি কিছু অবশিষ্ট থাকে, তাইলে সেটা হইলো ঐ 'রসবোধ' টুকুই! সুতরাং সেইটা তো একটু প্রখর হবেই..... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি সহ সামু ব্লগের অনেক ব্লগারের যোগ্যতা দেখে আমি হতাশ !!
অনেকেই পোস্টের ফানটা ধরতে পারেন নি। জানতে চেয়েছেন , বাকি অংশ কিভাবে পড়বেন, প্রথন মন্তব্যটাও তার প্রমান বহন করে।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: এইবার তো আমি নিজেই নিজের যোগ্যতা দেইখা প্রচন্ড ভাবে হতাশ হইয়া পড়িলাম লিটন ভাই! :( সত্যি বলতে আমি প্রথমেই ধরতে পারি নাই ব্যাপারটা। ভাবছিলাম বুঝি আপনি পোস্টের শিরোনাম (সাব পোস্ট) এবং ভিতরের লেখা গুলোর প্রতি দৃষ্টি দিয়ে কথাটা বলছিলেন!

তাছাড়া ঐ লেখাটুকু নিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভাবছিলামও! কিন্তু বের করতে পারি নাই। আপনি না বলে দিলে হয়তো পারতামও না! কনফিউশন দূর করায় অনেক অনেক ধন্যবাদ রইলো!

শুভ কামনা!

৩৩| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫২

মোশাররফ হোসেন সৈকত বলেছেন: ফান প্রায় সবাই ধরতে পেরেছে। কিন্তু আপনার মানসিক চাপ যে অন্যরা ফান বুঝল কিনা, এটাই আমাকে বেশি ভাবিয়ে তুলেছে।

পোস্টটি অনেক মজার।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

সাহসী সন্তান বলেছেন: আপনার ধারনা অমূলক নয়। পোস্টটা প্রকাশের পরে আমি আসলেই ব্যাপারটা নিয়ে কিছুটা মানসিক চাপে ছিলাম। কিন্তু সেটাও যে ভুল কিছু ছিল না, তা নিশ্চই উপরের কয়েকটা মন্তব্য পড়ে বুুঝতে পারছেন?

পোস্টে বেশির ভাগ ব্লগার ফান ধরতে পারলেও (যারা এধরনের পোস্ট পড়ায় অভ্যস্ত তাদের কথা বলছি) যারা পারছিল না, তাদের লাইগাই আসলে চাপটা একটু বেশি ছিল!

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পোস্টটি অনেক মজার! আমি এতোদিন কই ছিলাম?

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

সাহসী সন্তান বলেছেন: 'ব্লু হোয়েল' গেম খেলায় ব্যস্ত ছিলেন কি না কেডা জানে? পেপার পত্রিকায় তো অনেক কিছুই দেখতাছি... ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: কেমন আছেন সাস ভাই???

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

সাহসী সন্তান বলেছেন: ভাল আছি বিলিয়ার ভাই! আপনিও নিশ্চই ভাল আছেন? আপনার চোর ধরার গবেষণালব্ধ থিসিস পেপারটা দেখলাম। চোরদের লাইগা বহুত মায়ার কারণে আপনার উপ্রে কিঞ্চিৎ গোস্স্যা আছি! কি দরকার আছিল এইগুলা করার? /:)

আপনার এই চুর ব্যাটাগো গুষ্টি উদ্ধার অভিযানে যদি রাগ কইরা কোন ফুলটুসি (প্রেমিকা) কোন ফুলটুস (প্রেমিক)'কে ছাইড়া চইলা যায়, তাইলে তার পুরো দ্বায়ভার কিন্তু আপনার উপ্রেই বর্তাইবে? ইয়ে মানে আমার কাছে পেরমান আছে, কাট-কপি-পেস্ট ব্যাটাদের বেশিরভাগই তাদের জানুকে খুশি করানোর লাইগাই মূলত চুরির মত এত মহৎ কর্ম কইরা থাকে! B-))

এখন এই জান্টুস ভাইগা যাওনের অপরাধে যদি হেতেরা আপ্নার উপ্রে মানবাধিকার লঙ্ঘনের মামলা দ্বায়ের করে, তাইলে তাতে একটুও আশ্চার্য হবো না। সাবধানে থাইকেন, দিনকাল ভালু না কইলাম... ;)

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে আপনিই সেই সাহসী সন্তান!

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

সাহসী সন্তান বলেছেন: জ্বে, কোন সন্দেহ আছে নাকি (মন্তব্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন দেইখা কইলাম)? B-)

৩৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!:)


আবার আপনার সেই সব সরস মন্তব্য!!!:)


আপনাকে ভীষণ মিস করছিলাম!! :(

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

সাহসী সন্তান বলেছেন: মিস কি আমি আপনাগো কম করছিলাম? খালি ভাই বেরাদার ভুইলা থাকতে পারি না দেইখাই না আবারও ব্যাক টু রিটান্স অব দ্যা প্যাভিলিয়নে চইলা আইলাম! :)

ভাল থাইকেন ভাই!

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে কয়েকদিন আপনি খুব আলোচিত ছিলেন। তাই আপনাকে দেখে বিস্ময় আটকায় রাখতে পারি নাই। :#)

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

সাহসী সন্তান বলেছেন: বিস্ময়ে টাস্কি খাইয়া যাইয়েন না আবার। হাতের কাছে রেফ্রিজারেটর থাকলে এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া নিতে পারেন, অথবা অর্ডার দিয়া এক বোতল মাম পানির ব্যবস্থাও রাখতারেন! বিস্ময় কাটানোর লাইগা শুনছি পানি নকি খুবই কার্যকরি! ;)

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: হু অবশ্যই ভালো থাকার চেষ্টা চলবে!!!:)


আপনার জন্য শুভকামনা!:)



ভালোথাকুন!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

সাহসী সন্তান বলেছেন: অল্প কয়দিনে আপনি ব্লগ এবং ব্লগার, উভয়ের কাছেই বেশ আন্তরিক হয়ে পড়ছেন। দেখতে খুব ভালই লাগছে! আপনার চলার পথটা এভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যাক সেটাই কামনা করি! :)

শুভ কামনা রিটার্নস্!

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর প্রত্যাশার জন্য থ্যাংকু সাস ভাই!!:)


ওয়ানস মোর মঙ্গল কামনা!!;)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

সাহসী সন্তান বলেছেন: উফ! ভাই আপনি আর এদিকে আগাইয়েন্না! আমি প্রতিউত্তর করার ভাষা হারাইয়া ফেলাইতেছি... ;)

মঙ্গল কামনা রিটার্নস্ নিয়া যান! =p~

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুনছেন কিন্তু টেশ করেন নাই। :-B

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

সাহসী সন্তান বলেছেন: ধর্ছেন ঠিকই! একচুয়ালি কখনো আপনার মত বিস্ময় আটকাইয়া যায় নাই তো, সেইজন্যই আর টেশ করাও হয় নাই... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.