নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িবশুদ্ধ এটম

বিশুদ্ধ এটমের আঘাতে শুদ্ধ বিস্ফোরন

িবশুদ্ধ এটম › বিস্তারিত পোস্টঃ

সামপ্রতিক বিভাজন নিয়ে কিছু কথা:

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

আজ দেশ এমন একটি পর্যায়ে এসে দাড়িয়েছে যে চর্তুদিকে বিভাজন আর বিভাজন। এই বিভাজন শুরু একদিনে হয়নি। অদক্ষ রাজনীতি ও প্রতিহিংস পরায়ন মনোভাব আমাদের দেশকে ধংশের দিকে দাবিত করছে। অদক্ষ আওমীপন্থি রাজনৈতিক নেতাগণ এর জন্য সর্বাংশে দায়ী। তাদের দাম্ভিক আচরন আমাদের নতুন প্রজন্মকে চিন্তিত করে। যখন তখন দায়িত্বশীল ব্যক্তিদের ফালতু কথা প্রদর্শণ অমাদেরকে ভাবিয়ে তোলে। তাদের যথাযথ রাজনৈতিক প্রজ্ঞা না থাকা, ধমীয়জ্ঞান না থাকা, এদেশের মুসলমানদের মনের ভাবনা সম্পর্কে যথাযথ মূল্যায়ণ না থাকা এবং যথাসময়ে তরুন সমাজকে গাইড প্রদর্শণ না করার কারণে বর্তমানে তরুন সমাজে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বাবা মায়ের কর্তৃক যথাযথ শিক্ষা না পাওয়া সন্তানেরা সহজে এ ধরনের দিকনির্দেশনাহীন পথর দিকে ধাবিত হচ্ছে। তবে এটা সত্য.......সত্য সব সময় স্থায়ী, মিথ্য ক্ষনস্থায়ী.....যেমনঃ শনপাপড়ি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে তেমন মজা, কিন্তু বেশিক্ষন রাখা যায় না। সুতরাং বাকস্বাধীনতার নামে যারা এই ধরনের শনপাপড়ি খাচ্ছেন হয়ত মজা কিন্তু পেট যেমনি ভরেনা, তেমনি বেশিক্ষণ স্থায়ী হয়না।



তাই কথিত তরুন সমাজকে বলছি......তরুন সমাজ শুধুমাত্র শাহবাবেগ নয়.........আরো তরুন সমাজ আছে যারা তাদের চেয়ে আরো বেশি শক্তিশালী। তাদের বিচার বুদ্ধি কথিত তরুন সমাজ থেকে অনেক উন্নত। তাই কথিত তরুন সমাজকে বলছি এখনো সময় আছে.....আদর্শ বিচু্্যত রাজনৈতিক বুড়া ভাবমদের ছায়া নিচ থেকে সরে এসে নিজের বিচার বুদ্ধি খাটিয়ে সঠিক পথে চলি। আমরা বিভাজন চাই না, আমরা হানাহানি চাইনা, আমরা তরুন সমাজ যেন দিয়াশলাইয়ের বারুদের কাঠি না হই। এটা বিবেচনা রাখা দরকার। আমার একটি কথা ও কাজের মাধ্যমে যেন কোথাও কারো কোন কষ্ট না হয়। আমার একটি কথা ও কাজের মাধ্যমে যে ন কোথাও সহিংসতার সৃষ্টি না হয়।



তবে কথিত জ্ঞান প্রজ্ঞাহীন রাজনীতিবীদ, চাটুরে দালার ওরফে বুদ্ধিজীবীদের বলছি তরুন সমাজকে বিপদের মধ্যে ফেলে দেবেন না। আপনারা হয়তো কিছুদিন পরে মরে কবরে কঙ্কাল হয়ে যাবেন। কিন্তু আপনাদের লাগানো আগুনে বর্তমান তরুন সমাজ সারা জীবন জ্বলে পুড়ে মরবে। বয়স হলে অনেক বড়াদের জ্ঞানের স্তর অনেকটা নিচে নেমে আসে, সাথে সাথে তাদের ভিতরে ক্রোধের পরিমান বাড়তে থাকে। ফলে তারা অনেক সময় কান্ডজ্ঞানহীন কথাবার্তা ও ঝগড়ার পরিবেশ সৃষ্টি করে (উল্লেখ্য, যাদের পরিবারে এরকম বয়বৃদ্ধ লোক আছে তাদের উপর পরীক্ষা চালালেই বুঝতে পারবেন, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে থাকে)।



তাই তরুন সমাজকে এই বুড়া ভামদের বিষয়ে সর্তক থাকা উচিত। তা না হলে আপনি গেছেন এবং সারা জীবন এর শাস্তি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল।

শুভেচ্ছা রইল। সৎ চিন্তার প্রতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.