নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িবশুদ্ধ এটম

বিশুদ্ধ এটমের আঘাতে শুদ্ধ বিস্ফোরন

িবশুদ্ধ এটম › বিস্তারিত পোস্টঃ

আমাকে বাচতে দিলে না, কি আমার অপরাধ!

০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০৯

আমিতো তোমাদের কাছে কোন বড় কিছু আবদার করিনি। আমি তোমাদের কাছে কাড়ি কাড়ি টাকা চাইনি। আমিতো চেয়েছি দু বেলা দু মুঠো ভাত। সাথে আমার পরিবারকে নিয়ে বেচে থাকতে। কেন তোমরা আমায় বাঁচতে দিলেনা। কেন জোর করে আমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলে। আজ যদি আমি তোমার মা, ছোট বোন, ভাই হতাম তাহলে কি পারতে আমাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে। আমি তোমাদের কাছে দু বেলা ভাতের নিশ্চয়তা চেয়েছি বলেই কি আমার অপরাধ। আমি কি এমন অপরাধ করেছিলাম তোমাদের কাছে। যার ফলে কংক্রিটের চাপাই আমাকে নিঃশেষ করে দিলে।



এমনিই হাজারো প্রশ্ন আমার মনে জাগতে শুরু করে। সাভার অধর চন্দ্র হাইস্কুলে মাঠে ও বারান্দায় সারি সারি মানুষের মৃত দেহ শুয়ে রাখা হয়েছিল। মৃদ দেহ গুলির দিকে তাকালে মনে মৃত দেহ গুলি আমার দিকে হাজারো রকমের প্রশ্ন নিক্ষেপ করছে যার উত্তর আমার কাছে নেই। আমি অসহায় হয়ে গেছি এই নিরপরাধ মৃত দেহ গুলির কাছে। আমার নিজের কাছে আমি অপরাধী হয়ে যাছি। কেন এই মানুষ গুলোকে বাচাতে পারলাম না। নিজের অজান্তেই চোখে পানি চলে আসে।বারান্দায় শুয়ে রাখা ১০-১২ বৎসরের শিশু মেয়েটের দিকে তাকালে আমার মনে হচ্চিল এতো আমারই ছোট বোন। আজ আমারই চোখের সামনে মৃত পড়ে আছে। অথচ আমার কিছু করার নেই। (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.