![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
নি:স্ব জনের বচন!
-----------------শাহজাহান পারভেজ রনি।
যখন আমার তুমুল কান্নার সময়, যখন আমি কাঁদতে কাঁদতে যৌবন দিলাম মরা নদীকে,
তখন তোমাদের কি হাসি, হাঁসতে হাঁসতে তোমরা ঝড় তুললে সদ্য যৌবনা নদীতে।
আমি যখন আমার গায়ে মেখেছি নীল বীষ, সারা শরীর নীলে একাকার,
তখন তোমরা তোমাদের গাঁঁয়ে মেখেছো রঙ্গীন রেনু; আমার নীল ফিকে হয়ে গেল।
যখন ভরা জোয়ারের নদী গিলেছে আমার ভিটে - আমার শিকড় ,আমার ঘুমানোর নড়বড়ে চৌকি,
তোমাদের ভিটেয় তখন চলে ভাঙ্গনের পুথি পাঠ, তোমরা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো!
আমি ভালোই ছিলাম আমার কষ্টের আকাশ নিয়ে, আমার নীল যৌবন নিয়ে, বীষের বেদনায় জবু থবু হয়ে-
সে আকাশেও তোমরা ঢেলে দিলে তোমাদের বাসন্তী লাল; আমার যে আর কিছুই রইল না!
আমার ঘরের নিভু নিভু কুপিতে সলতে পুড়ে যখন আলোরা পালিয়ে গেল আধারে,
তোমরা তো ভালোই ছিলে তখন-বিজলীর দূর্দান্ত অহঙ্কারে , আধার সেখানে আমন্ত্রিত অতিথি।
যখন আমার ভরা জীবনের গল্প লেখার সময়, আমার ভিতরের পাখিটা উড়বে বলে ধরেছিল আব্দার,
তার আকাশও তোমরা কিনে নিলে তোমাদের লাল রঙ্গিন আতস বাজির দামে।
আমার যে আর কিছুই রইল না!
©somewhere in net ltd.