নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

সাম্যের জন্য!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

সাম্যের জন্য!



এ জীবনে তো কিছুই পেলাম না, যা কিছুু দেখেছি, চেয়েছি ভীষন রকম

সবই তো অধরা, কিছুই তো পাইনি যা চেয়েছি , হয়তো দূর্বল বলেই।

একদিন সব ফুরিয়ে যাবে; রং বেলুন, ছেলেবেলার কাঠি লজেন্স সব_____

মরা নদীটা আরো পচে থকথকে হবে একদিন।

আমার জন্মাবধী কাঁদতে থাকা ইচ্ছে পাখিরা কেঁদে কেঁদে হবে সারা

আর কখনোই হয়তো আবিষ্কার করা হবেনা ঝকমকে মোড়কের খাবার দাবার

কখনোই আর মাথা উচু করে দাড়ানো হবেনা, অতিষ্ঠ অন্যায়ের প্রতিবাদে।

এ জীবনে এ জনমে আর সময় বেশি নেই .............!



যদি পূনর্জন্ম পাই, সত্যিই আবার জন্ম নিই তবে

যেন ভগবান হয়েই জন্মাই! ভগবান ,কি ক্ষমতাধর!

যা কিছু পূর্বজন্মে করা হয়নি স্পর্শ, বুকে চেপে ধরা হয়নি মোড়কের খাবার

সব খাবো, সব নিজের করে, দেবো একটু একটু করে আমার উপাস্যদের মাঝে



কথা দিচ্ছি আমি পক্ষ পাত দুষ্ট হবো না সেদিন।



যারা এদ্দিন টাকার দেয়ালে বন্দুক ঝুলিয়ে দেখিয়েছো জমিদারী

ধরা কে সরা জ্ঞান করে যা ইচ্ছেে তা-ই করেছো, শিশুর দুধের বোতলে

করেছো পেচ্ছাব, খাবারের থালায় দিয়েছো লাথি, তারাও

কুর্নিশ করবে আমায়, এই তো আমার আজন্ম চাওয়া!

আমি এক এক জন ভিখারীকে দেব কানাডা কিংবা আমেরিকার মাটি

তাদের থলে হবে পরিপূর্ন, বুর্জোয়া বুলির দিন হবে শেষ।



কথা দিচ্ছি আমার বিশ্বে বোমার বদলে ফুলের আবাদ হবে।



আমি বসে থাকি মৃত্যুর অপেক্ষায়, পূনর্জন্মের আশায় ভগবান হব বলে;

ভগবান হতে কি অনেক দেরি! ওদের কি দেরি হয়েছিল!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.