নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

আড়ালের সত্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

আড়ালের সত্য



মুখোশের খেলায় ব্যাস্ত সভ্যতার সব অভিনেতারা

যে যার মতো , সুবিধামতো পরে নেয় মুখোশ সাদা কালো

কিংবা রঙ্গিন।

আদিম ফসিল সেও মুখোশ পরে ঢাকতে চায় অসহায় দিন ইতিহাস

বিবর্তনের কুুশিলবরা রঙ বদলায় গিরগিটি সময়ের প্রচ্ছদ,

তৈরি হয় আরেক মলাট।



মাথা না নুয়ে যে গাছ বর্ষায় ছিল ভীষন যৌবনবতী-কামুক,

মুখোশে ঢাকে রং, উর্বসী ফলজ হয়ে যায় সম্ভ্রবহারা

দয়িতা রাণী।

মুখোশে সবাই কেমন বদলে যায় দিনবদলের জোয়ারে!



সকালের পাবলিক বাসে আপিসগামী মানুষগুলোও কি তার থেকে ভিন্ন?



মুখোশে আড়াল হয় আকাশ চাঁদ এমনকি পাখিরাও;

দিন রাত পাশাপাশি হাঁটে গোলার্ধের হিসেবমতো,

মুখোশে লেপ্টে যায় মরু-মেরুর বর্বর দিন।

এপ্রান্ত ও প্রান্ত ছুটে যে বাতাস ঘাম ঝরায় মরা বিকেলের উদ্যানে,

প্রসব যন্ত্রনায় কাতর জনপদের চেহারা আড়াল করে

মুখোশেই ঢেকে দেয় গভীর ক্লান্তিমাখা আগুনের দলা!



যদি ধরে নিই আমি, আমিত্ব কখনোও সখনোও কিংবা

উপুর্যপরি মুখোশে যাপন করি যাপিত কালবেলা

তবুও হিসেবে বাঁধ সাধে সেই মুখোশ।

রাতের বিছানায় প্রতিবারই তো আমি মুখোশে

নিজেকে লুকোই.......... হয়ে উঠি সুফী-সাচ্চা।



মুখোশ মানুষেরা রক্ত প্রবাহের মতো বয়ে চলে

অনাদিকাল অত:পর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.