নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

জমিদারী

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৬

জমিদারী



দালানটা দাঁড়িয়ে আছে এখনও

পলেস্তারাহীন,কেমন ফ্যাকাসে মুখ,

দরজার চৌকাঠ অনেক আগেই গিয়েছে কারো না উনুনে জ্বাল হতে,

জানালায় আর কোন মুখ থাকেনা দখিনা বাতাসের অপেক্ষায়;

আর ছাদটা! তার দশাও হার-জিরজিরে মানুষগুলোর মতোই

বেঁচে আছে যাকে বেঁচে থাকা বলে চিকিৎসা বিজ্ঞান;

চুন-সুরকীর দেয়ালে কত ইতিহাস, কত রক্ত, কত চোখরাঙ্গানী

আজ নিরবে নিভৃতে দাঁড়িয়ে থাকে শুধুই।



ঘর ঘরের জায়গায় থেকে গেল,

নদী ভাঙ্গতে ভাঙ্গতে এখন দালানটাকে জাপটে ধরার অপেক্ষায়।



দালান বাড়ীর চৌহদ্দীতে ফুল, পাখি, এবং রাজহাঁসের পুকুর সবই আছে

ফুল ঝরে ফুটেছে বনফুল,পাখিরাও আসে যায়,শুধু নেই

রাজহাঁস এবং মানুষগুলো

অথচ একদিন এ দালানে লেগেই থাকতো ধুন্ধুমার ,ভোজবাজি উৎসব।



বটপাকড়ে দালানটা আজ দাঁড়িয়ে থাকে কেবল।

এখনও

দালানের গুমট আঁধার গুলো জানান দেয় ঘোড়ার পায়ের আওয়াজ.বাঈজীর ঘুঙ্গুর

চাবুকের শব্দ, রক্তের কলকল স্রোত এবং ভালবাসার অন্দর-বাহির।



দালানটা দাঁড়িয়ে আছে এখনো কেবল মানুষগুলোই নেই,

দালানটা বেঁচে আছে এখনো শুধু বেঁচেে নেই উর্বশী চম্পাকলী এবং সাতপুরুষের দু:শাসন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.