নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

ছবির মানুষ

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪

ছবির মানুষ



কত সহজেই দায় এড়ানো যায়,কত সহজেই পালানো যায় জীবন থেকে

তোমাকে না দেখলে বুঝতামই না।



এই যে চার চারটা ঘর, ঠাকুরের, খোকনের

আমাদের আর রান্নার ,

ছাদ জুড়ে টবের গোলাপ

খাঁচার ময়না

চিলে কোঠায় নিত্য চড়ুই টুনটুনি

তোমার বসার পিঁড়ি খান, কলপাড়ের হাড়ি-পাতিল

সদর দরজার ভিখিরী কিংবা

সন্ধ্যের ভক্তি গান,শঙ্খ উলু

কত কিছুই তো তোমাকে করতে,গড়তে হয়েছে।



চাওয়ার পাওয়ার গড়ার তো এখনো ঢের বাকী!



খোকনের চান,ইস্কুল,গান-আঁকাআঁকি

ঠাকুর ঘরটা বড় করার

শোবার ঘরটা মনের মতোন সাজানো

সারাজীবন বুকে বুক রেখে চোখে চোখে

কবিতা লেখার

গান বাঁধবার

ভালবাসবার, বৃদ্ধ হবার!



কত সহজেই দায়-দায়িত্ব গুলো চাপিয়ে দিলে আমার উপর!



এখন তোমার খোকনের চান হয়না ঠিকঠাক

গান আঁকাআঁকি ইস্কুল সদর দরজার ভিখিরী

কলপাড়, ঠাকুর ঘর সান্ধ্য ভক্তি

উনুন ভাত তরকারী হাড়ি পাতিল ময়না টব-ফুল;

উহ! আর পারিনে।



বউ এই অসময়ে না গেলেই কি হতো না!

এখন যে আমার আর খোকনের ওইসব দিন-রাত,

স্থাবর -অস্থাবর সবই থেমে আছে ; দাদুর নষ্ট দেয়াল ঘড়িটার মতোই।



এভাবে না গেলেই কি নয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.