![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ছবির মানুষ
কত সহজেই দায় এড়ানো যায়,কত সহজেই পালানো যায় জীবন থেকে
তোমাকে না দেখলে বুঝতামই না।
এই যে চার চারটা ঘর, ঠাকুরের, খোকনের
আমাদের আর রান্নার ,
ছাদ জুড়ে টবের গোলাপ
খাঁচার ময়না
চিলে কোঠায় নিত্য চড়ুই টুনটুনি
তোমার বসার পিঁড়ি খান, কলপাড়ের হাড়ি-পাতিল
সদর দরজার ভিখিরী কিংবা
সন্ধ্যের ভক্তি গান,শঙ্খ উলু
কত কিছুই তো তোমাকে করতে,গড়তে হয়েছে।
চাওয়ার পাওয়ার গড়ার তো এখনো ঢের বাকী!
খোকনের চান,ইস্কুল,গান-আঁকাআঁকি
ঠাকুর ঘরটা বড় করার
শোবার ঘরটা মনের মতোন সাজানো
সারাজীবন বুকে বুক রেখে চোখে চোখে
কবিতা লেখার
গান বাঁধবার
ভালবাসবার, বৃদ্ধ হবার!
কত সহজেই দায়-দায়িত্ব গুলো চাপিয়ে দিলে আমার উপর!
এখন তোমার খোকনের চান হয়না ঠিকঠাক
গান আঁকাআঁকি ইস্কুল সদর দরজার ভিখিরী
কলপাড়, ঠাকুর ঘর সান্ধ্য ভক্তি
উনুন ভাত তরকারী হাড়ি পাতিল ময়না টব-ফুল;
উহ! আর পারিনে।
বউ এই অসময়ে না গেলেই কি হতো না!
এখন যে আমার আর খোকনের ওইসব দিন-রাত,
স্থাবর -অস্থাবর সবই থেমে আছে ; দাদুর নষ্ট দেয়াল ঘড়িটার মতোই।
এভাবে না গেলেই কি নয়!
©somewhere in net ltd.