নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১১

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।



গোপাল রে তোর মন্দ কপাল

জন্মে হিন্দু ঘরে

যাবি যেদিন ওপারেতে

কে বাঁচাবে তোরে!



গোপাল রে তোর চক্রবর্তী

টাইটেলে কি হয়

সৈয়দ শেখের সাথে তাহার

তুলনা ই তো নয়।



গোপাল রে তোর জন্ম মিছে

এপার ওপার মাটি

দ্যাখনা চেয়ে ষোল আনাই

মোদের জনম খাঁটি।



গোপাল রে তুই কি যে বোকা

বুঝিস না নিজ ভালো

বুঝলিনা রে কপাল পোড়া

কোনটা ধলো- কালো!



গোপাল গোপাল করেই এমন

দিন কাটাল যারা

তাদের কপাল লিখবে যে জন

সেও তো চাইবে ভাড়া।



একদিন এক সন্ধ্যে বেলা

গোপাল দেখে হায়

রহিম নামক গোপাল জ্ঞানী

রক্তে ভেসে যায়।



রহিম বলে আমায় বাঁচা

মরবো নাকি বল

রক্ত গেল অনেক ভেসে

রক্ত দিবি চল।



একদা হঠাৎ রহিম বকস

আবার উঠল বলে

রক্ত দেখি সবারই লাল

ভিন্ন নয়তো ওরে।



গোপাল রে তুই সাচ্চা আদম

মানুষ যে জন বাঁচায়

সবার উপর মানুষ সত্য

তাহার উপর নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.