![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বৈশাখ এবং বাঙ্গালী
কদিন পরেই পান্তা ইলিশে বুদ হবে বাঙ্গালী
গায়ে গতরে ঝোলের মতো চুঁইয়ে পড়বে বাঙ্গালীয়ানা
আকন্ঠ শ্যামপেন মদে মাতাল হবে মোদ্দা দ্যাশাল
বাঙ্গালী কিভাবে হতে হয়, সাজতে হয়
আরও একবার শিখবে বাঙ্গালী
আরও একবার মঞ্চস্থ হবে বাঙ্গাল বাঙ্গাল নাটক।
কদিন পরেই চাষার প্রাত:ভোজকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে বাঙ্গালী
ক'দিন পরেই মজুরের ঘামে উচু অট্টালিকায় ভাপ ছড়াবে সাধের ইলিশ !
পার্কে ময়দানে এদিন বাঙ্গালী গেয়ে উঠবে গান বেদম মাতাল
নবযন্ত্রীর হাতে তারগুলো ভীষন ছুটবে আবার
ঢপের কেত্তনে বাঙ্গালী আবারও বাঙ্গালী হবে সখের বশে।
আহারের খোঁজে কাপড়ের খোঁজে যে মানুষগুলো অনর্গল ক্লান্ত ছিল এদ্দিন
জীবনের প্রতিটা দিন যাদের কেটেছে দারুন ক্ষরায়
তাদের সাথেই হবে আর একটা তামাশার রং খেলা;
শানকি পান্তায় ইলিশ লঙ্কার মাখামাখি দারিদ্রতার মুখে দেবে প্রবল লাথি
এ যেন জীবনের সাথে জীবনের চরম বৈশাখী প্রহসন,
বৈশাখ আসে বৈশাখ যায় বৈশাখ আনেনা নতুন কোন বার্তা
বৈশাখী রং মিছিলে নৈমিত্তিক চাহিদার ফর্দ
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়; সবকিছুর আড়ালে।
তবুও বৈশাখ আসে রং নিয়ে আলো নিয়ে
তাদের জন্যই যারা বৈশাখের জন্যই জন্মেছে।
ক'দিন পরে
এভাবেই বৈশাখ আমাদের বাঙ্গালী বানাবে
ক'দিন পরে
এভাবেই বৈশাখ আমাদের বাঙ্গালী বানাবে একদিনের।
©somewhere in net ltd.