![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
তিস্তা
গজল ডোবা একটু প্রান দে আমায়
আমায় একটু প্রান দে;
এই দেখ যাদের জন্য আমি এতদিন বেঁচে থেকেছি
বেঁচে আছি তারাও আজ মরতে বসেছে
চোখের সামনে তারিনীর খাল
পুঁটি বিল
আউশ আমনের মাঠ
বজরার ক্ষেত
সব নেতিয়ে গেল
হলুদ হয়ে গেল মৃত্যুর পথে এক পা এগিয়ে।
গজল ডোবা আমায় একটু বাঁচতে দে
আমায় একটু বাঁচা;
বাঁচার জন্যে একদিন এখানে দলে দলে আসত সুখের পাখিরা
একদিন এ দারুন চরে স্রোতের গর্জনে ঘুম ভেঙ্গেছে কোলের শিশুর
ভীষন ঢেউয়ে ভেঙ্গেছে সখিনার নয়া কলসী
মাজরা পোকারা জলে শ্যামলে গড়েছে সংসার সবুজে মিশে
বেঁচে থাকতো জীবনের প্রতিটা স্পন্দন;
গজলডোবা তোর নির্দতায় আজ
ধুসর মরা জমিনে পাখিরাও ফিরে গেছে মৃত্যুর ভয়ে
দাহ ক্লান্তিতে প্রবল ক্ষুধায় কোলের শিশুটিও আজ জেগে থাকে সংগ্রামীর মতোই
সখিনার ঘর ভেঙ্গে যায় শহরের বস্তি ঘরের টানে
পড়ে থাকে বিরান ধু ধু চরে মাজরা দের প্রত্নতাত্বিক ফসিল
এখানে জীবন কেবলই মৃত্যুর দিন গোনে দু'ফোটা তৃষ্ণার জল-ই হয় প্রবল স্বপ্ন।
গজল ডোবা আমায় বাঁচতে দে একটু
এই দ্যাখ যাদের জন্য আমার বেঁচে থাকা
যাদের জন্য আমি বেঁচে থেকেছি এতটা কাল
তাদের বুকেই এখন দহন মৃত্যুর দারুন আশংকা!
গজল ডোবা আমাদের বাঁচতে দে একটু খানি
তোর ভগবানের দিব্যি!
.........( কবিতার প্রয়োজনে কাল্পনিক কিছু নাম ব্যাবহার করেছি)
©somewhere in net ltd.