নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

ঝাঁকুনি

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ঝাঁকুনি
....শাহজাহান পারভেজ রনি।

একটা ঝাঁকুনি দেবার প্রবল চাহিদা অনুভব
করি ইদানিং।
একটা ঝাঁকুনি নিজের ভেতর
একটা ঝাঁকুনি রমনীর শরীরে,
সুযোগ পেলে অবশ্য আর একটা ঝাঁকুনি দেয়া-ই যায়
আধখাওয়া সংস্কৃতির গায়ে।

একটা ঝাঁকুনি অফিসের বড় বাবুকেও দিতে হবে
ধুলোট ফাইল পত্তরে,
সদ্য রিটায়ার্ড মতিন সাহেবের পেনশানের হিসাব
নিকাশে,
ডানের মাল
বায়ে চালিয়ে যারা ফুটুনিতে আটখান হয়, বোধ করি
একটা ঝাঁকুনি তাদেরকেও দেয়া প্রয়োজন।

অগ্রাধিকার ভিত্তিতে একটা ঝাঁকুনি তাকেও
দেয়া যায়, যে পুরুষ পতী পরস্ত্রীর নয়াচাদরে
বিদেশী সিগারেটের মতো পুড়িয়ে চলে সরলার
ঘরকুণো বিশ্বাস,
সকাল হলেই যে মহাজন ভুলে যায়
ঘুঁপচী ঘরে ফেলে আসা বেশ্যা শরীরে লেগে থাকা আঠালো পাপ।

সব ছাপিয়ে কিংবা সামর্থ্যে কুলোলে,
একটা ঝাঁকুনি দলতন্ত্রে
একটা ঝাঁকুনি শাসনতন্ত্রে,
অত:পর একটা ঝাঁকুনি নিজের ভেতর নিজের
সাথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.