![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
অত:পর ঘৃণা করবো মৃত্যুদন্ডাদেশ
.......শাহজাহান পারভেজ রনি।
ঘরে ফিরতে চাই, ঘরেই ফিরে যাবো।
ফেলে দিয়ে ফাঁসির কাষ্ঠ-দড়ি
তুলে নিয়ে মাথায় রাষ্ট্রদ্রোহিতার হুলিয়া
মেনে নেব মানবাধিকারের
জেনেভা কনভেনশান;
কথা দিলাম।
কথা দিলাম ঘরেই ফিরে যাবো।
তেতাল্লিশের বারুদপোড়া যন্ত্রনা এবং
গর্জনশীল চল্লিশ হয়ে আর নয়,
ফুঁসতে থাকা দ্রোহ বিদ্রোহ
করে দিয়ে নিতান্ত নিস্তরঙ্গ গৌড়ি,
কথা দিলাম, ঘরে ফিরবো এবার।
দাঁড়িয়ে শাহবাগ জন অরণ্যে
শ্লোগানে শ্লোগানে ঝাঁকাবোনা প্রিয় স্বদেশ।
যদি গ্যারান্টি পাই জননীর-
শহীদ সন্তানের স্বশরীরি প্রত্যাবর্তনের,
যদি ফিরে পায়,লাখো বীরাঙ্গনা লুন্ঠিত সম্ভ্রম,
কসম জন্মদাত্রীর ,
ভুলে যাবো প্রিয় শ্লোগান---
ফাঁসি চাই, ফাঁসি চাই ,রাজাকারের ফাঁসি চাই!
কথা দিলাম।
যদি গ্যারান্টি পাই
বিভীষন শুকুনের সাথে কখনোই করবেনা স্বদেশ
লাভ লোকসানের পঞ্চায়েত,
কথা দিলাম, রাজপথ ছেড়ে ঘরেই ফিরবো এবার।
বহুদিন বাদে প্রিয় সন্তানের চোখে মুখে
এঁকে দেব অমোঘ চুম্বন আমার।কথা দিলাম।
যদি খুঁজে পাই ঘর
প্রশ্ন তুলবো আমিও মৃত্যুদন্ডাদেশের
অমানবিক বিধান বৈধতা নিয়ে
অত:পর এক মানবতাবাদী হয়ে।
কথা দিলাম।
©somewhere in net ltd.