![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
হোম ইকনোমি
.....শাহজাহান পারভেজ রনি।
আজ্ঞে না মশাই
যা ভাবছেন তা নয়, আমি এক ছা'পোষা কর্মচারী।
গোটা চারেক পেটসমেত শহরে থাকি
হররোজ ফুটপাত মাড়াতে হয় বলে
বললেও বলতে পারেন, শহুরে ফুটমারানি।
শহরে থাকলেই সব জানা যায়না,
জানলেও বলতে মানা থাকে বেশ।
যদি জানতেই চান, শুনতেই চান কিছু একটা
বড়জোর বলতে পারি,
দু'চারটে সিটিং সার্ভিসের রুট
হকার্স মার্কেট, সেক্রেটারিয়েট.এয়ারপোর্ট
বলতে পারি উড়াল সেতু, মেট্রোরেলের টুকিটাকি।
তবে, পল্টন নয়াপল্টনের ম্যাজিকে
কারা কাদের টুপি পড়াচ্ছে রোজ রোজ
ভুলেও জানতে চাইবেন না ওসব
বিলক্ষন আমি বলতে পারবোনা।
তারচে বরং যদি জানতে চান
আমার ঘরের খবর, হাঁড়ির খবর
টাইমস্কেল সমেত উত্তোলিত মাইনের খবর
নি:সঙ্কোচে বলতে পারবো।
যদি ধৈর্য্য রাখেন প্রচুর, জানাতে পারবো
টিপিক্যাল এক বাঙ্গালির হোম ইকোনমি,
বাজেট এবং বাজেটীয় ঘাটতির খবর।
তবে কাবিখা টাবিখা'র ব্যাপারে একদম নয়
কেননা,চাকুরী নীতিমালা ওটাকে মোটেও সমর্থন করেনা।
আমি মশাই ছা'পোষা কর্মচারী,
খাই দাই অফিস যা্ই,ছুটির দিনে
বাচ্চা দুটোর ওপর মাষ্টারি ফলাই।
আমার মশাই ওসবের সময় কোথায়?
তবু যদি জানতেই চান একটা কিছু,
নির্দ্বিধায় বলতে পারবো
সপ্তাহান্তে আলু পটল লংকার বাজার
কুঁচো চিংড়ি,হাইব্রিড কৈয়ের বাজার
বেশ চড়া ছিল দাদা!ভীষণ চড়া!
আজ্ঞে মশাই যা ভাবছিলেন এতক্ষণ, ছুঁড়ে ফেলুন
বরং ইস্তারীকরা জামা প্যান্ট জুতোয় যাকে দেখছেন!
ঐতো নাক বরাবর,চিনে রাখুন;
উনিও একজন ছা'পোষা কর্মচারী,
ম্যাক্রো জানতে হলে শুধু আমারটা নয়
সাথে সাথে উনারটাও জানতে হবে আপনার
উনার হোম ইকোনমি বেশ হেলদি এখন!
©somewhere in net ltd.