নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত সময়ের ভাবনা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

ক্লান্ত সময়ের ভাবনা
------শাহজাহান পারভেজ রনি।

আজ যে ঘরে কেবলই শুনশান
কাল সেখানে স্বপ্ন ভেসেছিল
আজ যেখানে রক্তভাসা বান
কাল সেখানেই জোৎস্না হেসেছিল।

আজ যে শিশু পুড়লো পোড়া দেশে
কাল ছিল তার বড়ো হওয়ার কথা
আজ যদি সে থাকতো বর্তে বেঁচে
সেই হতো কাল স্বদেশ মানবতা।

পেটের ভেতর মরলে অনাগত
কে জেতে আর কে হেরে যায় রোজ
কার চাহিদায় তন্ত্রে পুড়ে হয়
কালশকুনীর তিন বেলাকার ভোজ।

আজকে যারা দাবীর দোহাই দিয়ে
লাশের উপর লাভের বিড়ি সাঁজো
নিজের বেদন বুঝলে নিজের মতোন
পরের বেদন কেউ বোঝোনি আজো।

ভাবছো যারা মানুষ পোড়ে পুড়ুক
গনতন্ত্রে এটাই আসল কথা
বলছি তোমায় গনতন্ত্রী ওহে
বাঁচবে কি দেশ পুড়লে মানবতা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.