নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

তুই কি আমার বন্ধু হবি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

তুই কি আমার বন্ধু হবি
......শাহজাহান পারভেজ রনি।

বল না
তুই কি আমার বন্ধু হবি!

বন্ধু হবি একচাপি সুখ লালমলাটের
বন্ধু হবি গুড় বাতাসা, মিহিদানায়
ভাইটেল বেলা বিষুদ বারের!
বলনা, তুই কি আমার
এমনতর বন্ধু হবি
চান্নিপসর চান্নি রাতের,
রাত পেরিয়ে একফালি ভোর দূর্বাদলের!

একটা দিনের রোদের পোয়াল নিলাম করে,
একটা বিকেল কেষ্টপুরে নান্দি বিলের,
তোকেই দেব তোকেই দেব,
আহা,কথা দিলেম তোকেই দেব,
হাজার ফাগুন বন পলাশের।

বল না, তুই কি আমার বন্ধু হবি,
গহীনগড়ে পথভোলা এক স্বভাব কবি?
হবি কি তুই একটা ছবি পূব আকাশের
একটা রবি আগুন ধোয়া!

ভাদর মাসের ভরা গাঙের
উজান ভাটি,
গামাল ফেরত ঘর মুখো এক
সুখের পাখি!
হবি কি তুই লাল সিঁদুরের
আজন্ম নীল ভেতর বাটি?

এপাট ওপাট ঘর দুয়ারীর
জানলা কপাট,
ঘুমের ভেতর একটা জমিন
ফুল ফসলের!
রোদের হাটে রোদহাটুরে, সদাইপাতি
মাজরা ক্ষেতে ধনুক দিনের গেরস্থালী!

বল না তুই কি আমার
এমনতর বন্ধু হবি,
এক হাড়ি সুখ আতপ চাল আর,
পুষ্যা সকাল ভাপা পুলির!
বুকের ভেতর উলাপালায়
একদলা সুখ,
কাদামাটির!

(সংশোধিত/ শাপার/November 16, 2014 )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.