![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
প্রজাস্বত্ব
-----শাহজাহান পারভেজ রনি
আমরা তোমার সখের খেলনা পুতুল
যেমনি নাচাও তেমনি করেই নাচি
এক থালা ভাত লংকা পেয়াজ ঘষে
যেমনি খাওয়াও তেমনি খেয়ে বাঁচি।
আমরা তোমার সুতোয় বাঁধা ঘুড়ি
যেমনি উড়াও তেমনি করে উড়ি
একখানা ঘর দুখের ছণে ছাওয়া
যেমনি পোড়াও তেমনি করে পুড়ি।
আমরা তোমার রাজ্যপাটের দাস
যেমনি খাটাও তেমনি খেটে খাই
ভোগের আধেক ভগবানে দিয়ে
খাড়ার নিচে প্রাণ বিলিয়ে যাই।
আমরা তোমার খাঁচায় পোষা পাখি
যেমনি বলাও তেমনি বুলি শিখি
একফালি রোদ চাখার হাপিত্যেষে
যেমনি লেখাও তেমনি করে লিখি।
©somewhere in net ltd.