নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

সাল : দু'হাজার একুশ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

সাল : দু'হাজার একুশ
----শাহজাহান পারভেজ রনি।

বুঝলে বিপীণ
আর মাত্র ক'টা বছর, গোটা জাতির মতো আমরাও
পালন করবো স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি।

সকাল হলেই যারা মালকাছা এঁটে বিল বাওড়ে যেত,
দু'খানা বলদ, লাঙ্গল-জোয়াল সমেত
গিয়ে পৌছুতো দু’ফসলি বাগডোবার মাঠে,
বাতাসে তারাও সেদিন,প্যাকেট বিরিয়ানীর গন্ধ পাবে।
সুপ্রশস্ত মঞ্চে একে একে অনেকের জায়গা হলেও
জায়গা হবেনা সন্তানহারা আজিরন বুড়ির ।

মাত্র আর ক'টা বছর,
পচাখালের ঠ্যাং ভাঙা সাঁকোটা সরে যাবে।
স্বপ্ন দেখতে গিয়ে যে চোখগুলো হয়ে উঠেছিল বিব্রত বিরক্ত,
চক্ষুশিবিরের চশমা আঁটা চোখে তারাও সেদিন,
সম্ভাবনা ধরতে গিয়ে ,এক আকাশ কাক পাবে কেবল;
উদযাপনের আনন্দে ছোকরাদের মতো গদগদ হবে
ছমির কারিকর, কালু মাতুব্বারের মতো পোড় খাওয়া বৃদ্ধগুলো।

সেদিনও ঠিক আজকের মতো করেই
নাবালক এই দেশটা পরের দরজায় শানকি বাড়াবে ,
স্বরুপ চেনাবে নতুন করে,পৃথিবীর শ্রেষ্ঠতম ভিখীরির জাত।
টিকে যাবে জাতি রাষ্ট্রগুলোর মতবাদ,
বাঙ্গালী! ছালারা মানুষ হবার নয়।
হালুয়া রুটির প্রশ্নে এ ছালারা মানুষ হবে না কোনদিন।

এখন চুয়াল্লিশ, বউকে বলেছি- আর মাত্র ক'টা বছর
যদি পারা যায়,এর মধ্যেই গুছিয়ে ফেলো সাংসারিক টুকিটাকি, রান্নাবান্না।
ন্যাশনাল, ভেজা পাতির পানে গাল ফুলিয়ে
বাদবাকী দিনগুলো আপছেই কেটে যাবে
অত:পর গণতন্ত্রের গ্যালারীতে বসে চলো দেখতে থাকি
আসছে সূবর্ণ জয়ন্তী'র লোমহর্ষক প্রাক প্রস্তুতি
জল জঙ্গলের এহেন কান্ড-কারবার।

বুঝলে বিপীণ,
গোটা জাতির মতো রেলবস্তির শিশুটাও হাতে পাবে সেদিন
আধখাওয়া বিরিয়ানীর প্যাকেট
খুব বেশি নয়, আর মাত্র ক'টা বছর!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.