![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কি করছো?
-তোমাকে ভাবছি?
- ওহ্। অফিসে যাও নি?
- না।
-কেন, অফিসে যাও নি কেন?
-আজ সারাদিন তোমাকে ভাববো তো, তাই অফিসে যাই নি।
- তুমি একটা পাগল।
- তাই?
- হা...হা...হা...হাহাহা...।
- এতে হাসির কি হলো? যা সত্যি তাই বললাম।
- আমিও তো সেটা স্বীকার করেই হাসলাম। পাগলদের মত। হা...হা..হাহা..হা।
- ভালো।
- ভিডিও চালু করো।
-কেন?
- তোমার চুল দেখতে মন চাইছে। চুল দেখবো।
- কারেন্ট নেই। ঘর অন্ধকার। চুল তো দেখেছো-ই। কয়বার দেখতে হয়, আর তাছাড়া চুল বেণী করা।
- না, আমার এখন দেখতে মন চাইছে। দেখবো। কোন কথা শুনবো না।
- বললাম তো, কারেন্ট নাই।
- ফোনের ফন্ট লাইট জ্বালালেই তো হয়।
- আমাকে জ্বালানোর জন্যই আজ অফিসে যাও নি তাই না? আমাকে এতো জ্বালাও ক্যা তুমি?
ভিডিও কল চালু করার পর.....
- বেণী খোলো।
-পারবো না।
- আচ্ছা ভালো।
- কি হলো?
- কিছুই হয় নি।
- তাহলে ওদিকে মুখ দিয়ে আছো কেন, এদিকে তাকাও।
- পারবো না।
- তাকাও বলছি।
- না।
- তাকাবে না, তুমি?
তাকানোর পর
- ওয়াও! অনেক সুন্দর।
- আসলেই তুমি পাগল। পাগল না হলে কেউ অফিসে না গিয়ে এমন করে।
- তাই?
- হ।
- ঢাকায় বৃষ্টি হচ্ছে। তোমারদের ওখানে বৃষ্টি হচ্ছে না?
- না। আকাশ মেঘলা। চারদিক অন্ধকার হয়ে আছে।
- ওহ্।
- হুম।
- মন চাইছে তোমার কাছে চলে যাই। চাকরি-বাকরি কিছুই ভালো লাগে না। ভালো লাগে শুধু তোমাকে।
- আমি তো আছি-ই পাগল। আমি কি হারিয়ে যাচ্ছি? আমি তো তোমার-ই। আর তাছাড়া প্রতি মাসে মাসে তুমি এসে তো দেখা করছো-ই। এতো উতলা হওয়ার কি আছে? বাড়িতে বলেছো, দ্যাখো তারা কি করে।
- হুম। এবার একটু রাগ করেই বাড়ি থেকে এসেছি।
- কেন? রাগ করেছো কেন?
- বিয়ে দিচ্ছে না যে।
- সত্যি তুমি পাগল হয়ে গিয়েছো।
ছেলেটি পাগল হয়েছে কিনা জানি না। তবে ছেলেটি মেয়েটিকে অনেক অনেক ভালোবাসে। তাই মাঝে মাঝে এমন পাগলামি করে।
-সোহাগ তানভীর সাকিব
ফেব্রুয়ারি-২০১৯
তেজগাঁও, ঢাকা।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:০৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
একদম ঠিক কথা বলেছেন ভাই।
২| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: পাগলেরা প্রেমিক হয়, প্রেমিকেরা পাগল! এটাই জগতের নিয়ম!
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: এই পাগলামির আরেক নামই ভালোবাসা।