![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের চারপাশে প্রতিদিন ঘটছে নানা ঘটনা। নানা অসংগতি এখন আমাদের নিত্য সঙ্গী। আমরা মানুষ হয়ে মানুষকে কতটুকু চিনি বা জানি? ভার্সিটিতে যার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছি তাকেই বা টুকু চিনি? মানুষের আড়ালে থাকে অমানুষ। আমরা তো কোন অমানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছি না? আবেগের বশে সম্পর্কে জড়িয়ে সেই সম্পর্ক ভয়াবহ পরিণতি ডেকে আনবে নয় তো?
বিচিত্র আমরা। বিচিত্র আমাদের সমাজ ব্যবস্থা। বৈষম্য অর্থনীতির এই সমাজে কেউ খাবার খায় না আবার কেই খাবার পায় না। এখানে ক্ষমতার রাজনীতিই আসল কথা।
"ধুম্রজাল" এমন-ই কিছু প্রেম, বিরহ, আর সামাজিক গল্প নিয়ে রচয়িত গল্পগ্রন্থ। যেখানে পাবেন প্রেম এবং বিরহের স্বাদ আর পাবেন সমাজ ব্যবস্থায় ঘটে যাওয়া নানা অসংগতি।
বইটির মূল্য : ১৫০ টাকা।
প্রাপ্তিস্থান:
হরিৎপত্র প্রকাশন
১. অমর একুশে বইমেলা, ঢাকা। স্টল নং ২০৯।
২. অমর একুশে বইমেলা, চট্টগ্রাম। স্টল নং ১১২
অনলাইনে অর্ডার করুন:
Online Fashion Hub BD এই ফেসবুক পেজে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বন্ধুর বই বন্ধু পড়বে। গ্রন্থ সমালোচনা করবে। এটাই তো আন্তরিকতা।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা । ♥♥।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ভালোবাসা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: একই অফিসে কাজ করলে যেমন সহকর্মী হয়।
তেমনি একি ব্লগে লিখলে পড়লে বন্ধু হয়।
আমি অবশ্যই বন্ধুর বই সংগ্রহ করবো।