নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব মানুষের মনে দয়ার আলো জেগে উঠলে অর্থনৈতিক বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব
------------------দেওয়ান তৌফিক মজিদ লায়েক
দৈনিক সিলেট ডাকের ব্যাবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, আজ আমাদের সমাজে দয়ার অভাবে সর্বক্ষেত্রে বৈষম্য আর শোষণ চলছে। এই বৈষম্যকে ভেঙে সুষ্ঠু এবং গতিশীল সমাজ গঠনের জন্য জ্ঞান, বুদ্ধি, কর্ম, প্রেম দয়ার এই চার বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আজকে যে সুদূর ইংল্যান্ড থেকে এসে আল-আমিন ফান্ডেশন বাংলাদেশে অসচ্ছল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে তা তাদের অন্তরে যে দয়াদর্শন কাজ করছে, তাই প্রমাণ করছে। আমরা মনে করি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দেশের অর্থনৈতিক অনেক সমস্যারই সহজে সমাধান হয়ে যেতো। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়া মিলনায়তনে ‘গতিশীল সমাজ গঠনে দয়াদর্শনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে এবং জামিআর ছাত্র হাফিজ ইসমাইল আলীর কোরআন তেলাওয়াত ও মুসাম্মাত মুর্শিদা চৌধুরীর ইসলামী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন প্রগতিশীল পাঠক সংঘ শৈলীর সেক্রেটারী মাহবুব হোসেন ও জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, আমরা আল-আমিন ফান্ডেশনকে ধন্যবাদ জানাই তারা যে দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন। যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন আল-আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি হাফেজ মাওলানা সৈয়দ কফিল আহমদ বলেন, আমরা দেশে এলে দেশের লোক আমাদেরকে বলে প্রবাসী আর বিদেশ গেলে সেখানের লোক বলে বিদেশী। এখন আমাদের পরিচয় কি? আমরা এই অবস্থা থেকে চেষ্টা করি দেশের জন্য কিছু করার। আমরা শীতার্ত মানুষের জন্য আল-আমিন ফান্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ শ কম্বল বিতরণ করেছি। আপনারা দোয়া করবেন আমরা যেনো আরো বেশি করে দেশের জন্য করতে পারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের রিজিওনাল ডাইরেক্টর হিজকিল গুলজার, বার্মিংহামের ওরিয়েন্টেল হালাল লি.-এর ডাইরেক্টর লিয়াকত আলী, জামিয়া সিদ্দিকিয়ার পরিচালক এনামুল হক নোমান, শিক্ষক মুফতি মনসুর আহমদ, কবি ইকবাল হাসান জাহিদ, ইকরামিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ফয়সল আহমদ। সম্মিলিত ইসলামী সংগীত পরিবেশন করেন জামিয়ার ছাত্র ওলিউর রহমান, আদনান, নিজামুল হক প্রমুখ। সবশেষে আল-আমিন ফান্ডেশনের পক্ষ থেকে অসচ্ছল শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ ।
©somewhere in net ltd.