নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বছর সরস্বতি পূঁজা এলে-ই আমার মনে একটি প্রশ্ন জাগে-বিদ্যাদেব বৃহস্পতিকে বাদ দিয়ে জলের দেবি সরস্বতিকে কেনো পূঁজা করা হয়? সরস্বতিতো জলের দেবি। সংস্কৃত শব্দ ‘সরস্বতি’, যার অর্থ নদী। ভারতের সিন্ধু ও গঙ্গার মধ্যবর্তীস্থানে সরস্বতি নামেও একটি নদী আছে। উপমহাদেশের প্রাচীন হরপ্পা সভ্যতার আশি শতাংশ এলাকা ছিলো এই সরস্বতী নদীর তীরে। সরস্বতি এক সময় বেশ খরস্রোতা নদী ছিলো, তার তীরে ২৫০ শতাংশ বসতি গড়ে উঠেছিলো, যার কিছু গুজরাটে আর কিছু মহারাষ্ট্রে। তাই ঐতিহাসিকেরা হরপ্পা সভ্যতাকে শুধু সিন্ধুসভ্যতা না বলে বলেছেন সিন্ধু-সরস্বতী সভ্যতা।
বিদ্যাদেব বৃহস্পতি এক সময় জলের দেবি সরস্বতির প্রেমে আটকে যান। অতঃপর বিয়ে করেন। সরস্বতি খুব-ই সুন্দরী ছিলেন। আবেগি বিদ্যাদেব আর তাঁর আবেগকে সামলিয়ে রাখতে পারলেন না। এই আবেগই আস্তে আস্তে সরস্বতির কাছে বিদ্যাদেবকে পরাজিত করে দেয়। তিনি এই আবেগে হারিয়ে ফেলেন নিজের আত্মপরিচয় এবং অস্তিত্ব। মানুষ জ্ঞানের দেবতা বৃহস্পতির কাছে না এসে আসতে শুরু করে সরস্বতির কাছে। জ্ঞানদেবের স্ত্রী হিসেবে তিনি জ্ঞনদেবির পরিচয়ে পরিচিত হতে থাকেন। এভাবেই তিনিও হয়ে উঠেন বিদ্যাদেবি। বর্তমানে সরস্বতি তাঁর নিজ ‘জলদেবি’ পরিচয় হারিয়ে স্বামীর পরিচয়ে ‘বিদ্যাদেবি’ হিসেবে পরিচিত। সরস্বতিকে আজ লক্ষ লক্ষ হিন্দু মানুষ জ্ঞানের দেবি বলে পূঁজা করে। মানুষ ভুলে গেছে জ্ঞানদেব বৃহস্পতির কথা। সরস্বতি ভারতীয় সমাজে শুধু হিন্দুদের কাছেই নয় অনেক মুসলমানের কাছেও জনপ্রিয় ছিলেন। মরমি সাধক কবি পির মজির সরস্বতিকে কীভাবে ডাকছেন তা দেখার মতো-
‘ উঠগো সরস্বতি মা, কণ্ঠে কর ভর।
কন্ঠেতে বসিয়া মাগো যোগাও নানা স্বর
আমার শরীরে মাগো আসি কর ভর।
অজ্ঞান বালক আমি ভরসা কেবল তোর
রঙ্গে ভঙ্গে কও কথা কন্ঠেতে বসিয়া।
নিগুম নিগূঢ় কথা আমি যাই লেখিয়া
মুনি-ঋষি যোগীগণে করিছে গোপন।
কেমনে হইবে মাগো কলির জীব তারণ
তোমার চরণে মাগো সাধন ভজন।
আদ্য অন্ত ভাঙ্গি কহ জীবের কারণ ’
সরস্বতিকে পির মজিরের এই ডাক কিংবা সাধন-ভজন কেনো? কারণ, তিনি জানতে চান জীবন রহস্যের তত্ত্ব এবং তথ্য, আর করতে চান দমের সাধন। তবে পির মজিরের কাছে সরস্বতি শুধু দেবি নয়, তাঁর সরস্বতি ফাতেমা মা জননীও-
‘ফাতিমা জননীর নাম দিয়া সরস্বতি।
তারান করিতা তাইন জাতি যত ইতি ’
তাঁর মতে মা ফাতেমা-ই মা সরস্বতি। এখানে পৃথক করে ভাবার কিছু নেই।
©somewhere in net ltd.