নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান-১
ফল-ফসলে ভরা এ দেশ
পাখিরা গায় গান।
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রাণ।।
নদ-নদীতে পানির খেলা
কত জাতের মাছ।
প্রকৃতিতে দেশটি আমার সকল দেশের রাজ।
বুকের তাজা রক্ত দিয়ে
রাখব দেশের মান।।
বাংলা আমার প্রিয়ভূমি
হৃদয়েরও তাজ
ছয় ঋতুতে এই মাটিতে
সবুজেরও সাজ
এই মাটিতে জন্ম আমার
খোদা মেহেরবান।।
গান-২
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
যত আছো বাংলাদেশী।
হাতে উঠাও দেশের নিশান
সবাই মিলে হাসি হাসি।।
এই দেশ-এই মাটি
এই ভাষা-এই জাতি
পৃথিবীর যেখানেই থাকি না কেনো
আমরা ভালবাসি।।
বন্দনা করি যারা দিয়েছে প্রাণ
দেশ-জাতি-ভাষার লাগি
তিতুমীর কিংবা খুদিরামের মতো
একাত্তর থেকে পলাশী।।
বন্দনা করি তাদেরও
যারা কাফন বেঁধেছে মাথায়
আর ঐক্যের পথে চিৎকার দিয়ে বলে
আমরা সবাই বাংলাদেশী।।
©somewhere in net ltd.