নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Oh Allah Plz Save Bangladesh

সৈয়দ মবনু

সৈয়দ মবনু

সৈয়দ মবনু, থাকি ছিলট

সৈয়দ মবনু › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা থেকে বিরত থাকুন

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

শাহবাগের তরুণ প্রজন্মের কিছু সংখ্যক ব্লগারদের সমাবেশকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললে মূলত ১৯৭১ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। ছোট করা হয় বঙ্গবন্ধু সহ একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকেও। তাই আমরা প্রজন্ম ৭১ এর পক্ষ থেকে অনুরোধ করছি শাহবাগ আন্দোলনকে যেনো দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা থেকে বিরত থাকা হয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

অন্য পুরুষ বলেছেন: যদি শাহবাগ দ্বিতিয় মুক্তিযুদ্ধ হয়, তবে ইমরান সরকারকে দ্বিতিয় জাতির ড্যাডি বলতে হবে, নয় কি???

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৩

সৈয়দ মবনু বলেছেন: শাস্ত্রিয় আইনে তো তাই বলে। হা হা হা।

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

ভুল উচ্ছাস বলেছেন: ভাই আপনি বলেন এই কথা ওদিকে ইমরান এইচ সরকার বলে এইটা ২০১৩ এর মুক্তিযুদ্ধ। আপনার কি লিঙ্ক লাগবে?

সবই তো উনিই বলে, আমাদের নাম পড়াইয়া উনারে পড়ান।

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২

সৈয়দ মবনু বলেছেন: তিনি ব্লগার, আশা করি ব্লগে পড়ে নিবেন। তবু যদি তিনি বলেন এটা দ্বিতিয় মুক্তিযুদ্ধ তা হলে প্রথমটির কি হলো এবং প্রথমটি কি অপূর্ণাঙ্গ? এই প্রশ্ন থেকে যায়।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

কাউন্টার হেজিমনি বলেছেন: সত্যি সত্যিই আমি দ্বিতীয় মুক্তিযুদ্ধ চাই

অনেক কিছু নিয়েই নকল করে খেলাপাতি খেলা যায় কিন্তু ক্ষমতা নিয়ে খেলাপাতি খেলা যায় না। তাহলে নিজেই মরতে হবে।
সাঈদীর মৃত্যুদন্ডের রায়ের দিন থেকে শাহবাগ ও এর সমর্থকেরা খেলাপাতি খেলা শুরু করেছে। একদিকে আমরা দেখছি বিজয় উল্লাস আর একদিকে চলছে হ্যাপি ট্রিগারে পাখি শিকার।
জিঘাংসায় উন্মত্ত হয়ে জামাত নির্মুলের স্বপ্ন দেখছে সবাই। এদের একজন Jahed Sarwar লিখছেন, “প্রথমে বলি এইটা খুনটুন না। যুদ্ধে হত্যা অনিবার্য।“
হাসিনার কোলে বসে এদের "দ্বিতীয় মুক্তিযুদ্ধ" শুরু হয়েছে শাহবাগ থেকে। মুক্তিযুদ্ধ মানে একটা যুদ্ধ অবশ্যই। আর যুদ্ধে হত্যা অনিবার্য তো বটেই।

কিন্তু যুদ্ধ মানে কি? সস্তা আবেগ দিয়ে যুদ্ধ বুঝলে হবে না, ছেলে খেলা করা যাবে না।
প্রাণপ্রিয় 'মুক্তিযদ্ধের চেতনার বাঙালি রাষ্ট্র" - এই রাষ্ট্রের সাথে যুদ্ধ ধারণার সম্পর্ক কি? প্রচলিত কনষ্টিটিউশন অনুযায়ী, এখনকার বাংলাদেশে রাজাকার সহ যে কোন কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা রাষ্ট্রদ্রোহী অপরাধ। শাস্তি মৃত্যদন্ড। ফলে Sarwar এর "এইটা খুনটুন না। যুদ্ধে হত্যা অনিবার্য" কথাটা জন্য উপস্থিত হাসিনা সরকারের কনষ্টিটিউশন অনুসারে তিনি খুনী হত্যাকারী।
শাহবাগ জেনে অথবা না জেনে যেটা করেছে সেটা হলো, বাংলাদেশ রাষ্ট্র গঠনের আগে, ৭১ এর ঐ নয় মাসে নিজেকে পৌছে নিয়েছে। যখন গভর্ণর মোনায়েম খান কে বাসায় গিয়ে হত্যা করে আসলে পরের স্বাধীন বাংলাদেশে বিরপ্রতীক খেতাব পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র গঠিত হবার পর গোলাম আজমকে এখন একইভাবে রাস্তায় বা বাসায় হত্যা করলে এই খুনের দায়ে বিচারে ফাঁসির ভাগ্য লাভই ঘটবে। আপনি উপস্থিত আদালতে হত্যাকারী প্রমাণিত হবেন ও দন্ড পাবেন। কাজেই জামাত শিবির বলে এখনকার শত লোকের হত্যাকে যারা "দ্বিতীয় মুক্তিযুদ্ধে" হত্যা হিসাবে জায়েজ করতে চাইছেন এরা আশা করি হুশিয়ার হবেন।
এর মানে কি আমি ভয় দেখালাম? না, গ্রাম দেশে একটা কথা আছে, বাজারে ডালের দাম জেনে সে অনুসারে প্লেটের ভাতে ডাল নেবার গর্তটার সাইজ ঠিক করতে হয়। আপনাদেরকে আমি যুদ্ধ করার হত্যা করার উপায় বলে দেই। দেখেন কারও মুরোদ হয় কিনা।
আমরা কি আবার নিজেদেরকে ঐ নয় মাসের সময়ে নিয়ে যেতে পারি না? "দ্বিতীয় মুক্তিযুদ্ধ" করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু বুঝে সুঝে। সেক্ষেত্রে যুদ্ধ হুঙ্কার দেয়া নায়কদেরকে সাহবাগ থেকে মুরোদ দেখিয়ে আগে ঘোষণা করে দিতে হবে বর্তমান রাষ্ট্র, ওর কনষ্টিটিউশন বলে কিছু নাই, বিলুপ্ত ঘোষণা করা হলো। এমন মুরোদ কারা রাখেন? জানা দরকার।
এরপর কিন্তু সত্যি সত্যি যুদ্ধ। খেলাপাতির যুদ্ধ যুদ্ধ খেলা না। এমনকি এই ফেসবুকের হুঙ্কারো না। এতে আদালতের দায় থেকে মুক্তি পাওয়া যাবে। মনের সুখে খুন, নির্মুল করা যাবে। এরপর শাহবাগের ডাক দেয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধে যে জিতবে সে পরে নতুন বিজয়ী রাষ্ট্র গড়বে, আপনি আর যুদ্ধাপরাধী হবেন না। সে প্রশ্নই আসে না। বরং নতুন বীরপ্রতীক ধরণের খেতাব দিবে আপনাকে।
এসব না জেনে, কাকে লেড়েছো - শাহবাগ এখন এই দশায়। হাসিনার কোলে বসে "দ্বিতীয় মুক্তিযুদ্ধ" এর স্বপ্নে বিভোর।
এসব খুটি নাটি দিক কনসিকোয়েন্স বুঝতে হবে আগে। ক্ষমতা, রাজনীতি, রাষ্ট্র, আইন এগুলো বুঝতে হবে আগে।
আবার যেন ভীত হয়ে নিরুদ্রব নাগরিক সাজতে না যাই কেউ। যার সোজা মানে হলো কোলাটারাল ড্যমেজ হয়ে যাবেন।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

সৈয়দ মবনু বলেছেন: Donnobad

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০

অরক্‌স বলেছেন: ভাই হেজিমনি, নেক্সট যু্দ্ধ তো একেবার সোজা- আপনি নিজ এলাকার(গ্রাম, উপজেলা কিংবা জেলা অথবা বিভাগের) স্বাধিনতা ঘোষনা কইরা দেন। আর্মি নাইমা যাইব, যুদ্ধও শুরু হইয়া যাইব।

:-P :-P :-P :-P :P :P

(দেশ ও জনগণের প্রতি ক্ষমা চাহিয়া পূর্বক)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: হুম

৬| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩২

অনার্য পথিক বলেছেন: আমি খুব সমস্যায় আছি। বুঝাতে পারবো না সমস্যার ধরণটা কেমন। শাহবাগীদের সমর্থন না করলে আমি রাজাকার হবো। সমর্থন করলে আমি বিভ্রান্ত হবো। কারণ একজন ইমরানের শরীরে রাজাকারের রক্ত। তা হলেও মান্য করা যেতো কিন্তু পুরো পরিবারটিই রাজাকারী কায়দায় জীবন-যাপন করছে। মুক্তযুদ্ধা পরিবারের নাম ভাঙিয়ে বাড়ি পর্যন্ত হাতিয়ে নেবার চেষ্টা করেছে তারা কিন্তু পার পায়নি। যেহেতু একটি দলের অধীনে আছে এবং বর্তমানে সেই দলের অধীনে থেকেই বিলাসী আন্দোলন পরিচারনা করছে তাই তাকে বিশ্বাস করা যায় না। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে না জেনে কিন্তু আমি জেনে কী করে বিভ্রান্ত হই বলুন?

৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সালমান আহমাদ বলেছেন: এক জাতি দুই বাপ
শাস্ত্র কহে চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.