নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি আমার এক বান্ধবীকে জিগ্যাস করলাম-নারীদিবসের পাশাপাশি একটা পুরুষদিবস হলে কেমন হয়? নারীদিবসে যখন স্বামী কর্তৃক মজলুম স্ত্রীরা গাইবে-
‘আল্লা হায় হায় না জানি কোন পাপে
এমন জালিমের হাতে সুপল মায়ে বাপে
ভাল করি মন্দ করি জানে অন্তর্জামি
একশো একটা পাপ করিলে মিলে এমন স্বামী।
হাসি দিয়া কইলে কথা ভেঙছা দিয়া উঠে
পান খাইতে চুন পড়িলে লাঠি লইয়া ছুটে।’
(হাসন রাজার বড় ছেলে দেওয়ান একলিমুর রাজার ‘বউয়ের কথা’ গানের অংশ)।
তখন পুরুষদিবসে স্ত্রী কর্তৃক মজলুম পুরুষেরা গাইবে-
আগে আগে রান্দে ভাত, (বউয়ে) আগে আগে খায়
পেটের ভুকে মরি আমি (বউয়ে) আমার বায় না চায়
নিত্যই নূতন গয়না জামা বায়না ধরে খুঁজে,
টাকা পয়সার অভাব কইলে কিচ্ছু নাহি বুঝে।’
(দেওয়ান একলিমুর রাজার ‘স্বামীর কথা’ গানের অংশ)।
সে ক্ষুব্ধ হয়ে বললোÑ নারীদিবস-পুরুষদিবস এইগুলো ভণ্ডামী। আমি এই সব ফাইজলামীতে নেই। যে শালারা নারীদিবস নারীদিবস কিংবা নারী অধিকার ইত্যাদি নিয়ে চিল্লায় তারাই বেশি নারী নির্যাতন করে। যে নারী নেত্রীরা নারী অধিকারের কথা বলে তাদের প্রত্যেকের ঘরে গিয়া ছেলে বউ, শাশুড়ি, কাজের মেয়ে, প্রতিবেশি গরীব মেয়েরা নির্যাতীত। নারীদিবস যারা পালন করে তারাইতো নারী-পুরুষের সমান অধিকারকে অস্বীকার করছে। তারা যদি নারীদিবস না বলে বলতো-মানবতা দিবস কিংবা মানুষ দিবস তবে বলা যেত তারা সমান অধিকারের অধিকারের বিশ্বাসী। তারা প্রথমেই সমাজের পুরুষ শক্তিকে অস্বীকার করে নারীদেরকে পাম্প দিয়ে বোকা বানাচ্ছে। নারীদের মধ্যে যারা এই সব দিবসের বিশ্বাসী তারা খুবই বোকার মতো বারবার ধোঁকা খাচ্ছেন। তাসলিমা নাসরিনকে কে নির্যাতন করেছে তাঁর ‘ক’ পড়ে দেখ? কথাশিল্পী সৈয়দ শামসুল হক, এমদাদুল হক মিলন প্রমূখের চরিত্র আমরা এই বইতে দেখতে পাই। একজন তাসলিমা নাসরিন হয়তো লজ্জা ভেঙে বলেছেন, তাই আমরা জানতে পারি। কিন্তু যারা লজ্জা ভাঙতে সাহস করেন না? তাই বলি এই সবই ভণ্ডামি যদি মানুষের মধ্যে মূল্যবোধ না জাগে।
আমি তার বক্তব্য শোনে আর দ্বিমত করতে পারলাম না। আসলে নারীদিবস, প্রেমদিবস, মাদিবস, বাবাদিবস ইত্যাদি হলো ভণ্ডামি। মানুষের মধ্যে জ্ঞান-বুদ্ধি-কর্ম-প্রেমের মূল্যবোধ না জাগলে সবই মিথ্যা।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
সৈয়দ মবনু বলেছেন: হ্যাঁ
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭
ইব্রাহীম খলিল মাসুম বলেছেন: ১০০% সত্য কথা । কত রকম ভন্ডামি ওরা করতে জানে ।