নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবাধিকার রক্ষায় (?) অবদানের জন্য পুরস্কার পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর। ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ নামের একটি বেসরকারি সংস্থা এ পুরস্কার দিয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সংস্থাটির ২০১৩ সালের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ কয়েকজনকে মানবাধিকার পুরস্কার দেওয়া হয়। মানবাধিকার পুরস্কার গ্রহণের তথ্য প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক রুহুল আমিন আজ সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে জানান, সংস্থাটির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ছাড়াও আরও কয়েকজন বরেণ্য ব্যক্তিকে মানবাধিকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তাঁদের মধ্যে অনেকেই পুরস্কার নিতে আসেননি।
সংস্থাটির আমন্ত্রণপত্রে লেখা আছে, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটি বৃহত্তর মানবাধিকার প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকার ও জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক নিবন্ধিত । এই প্রতিষ্ঠানটি ধর্ম-বর্ণ-গোত্র-জাতি এবং উপজাতি-নির্বিশেষে ‘সবার উপরে মানুষ সত্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে কর্মকাণ্ড পরিচালনা করছে।
সিলেটে মলা মাছকে মখা মাছ বলে। সাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর। এই দেশের মানুষ বড়ই আজব। মখা আলমগীরকে দিলো শান্তি রক্ষার পুরস্কার। হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। সত্যই এই কথা এ বছরের সেরা কৌতুক।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
সৈয়দ মবনু বলেছেন: হুম
২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬
অন্য পুরুষ বলেছেন: হাসেন ভাই, হাসেন ভাই, এইটা জটিল জোকস।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
সৈয়দ মবনু বলেছেন: হাসলাম
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
বাংলার হাসান বলেছেন: মানবাধিকার শব্দটাকে মখার পুরস্কারের মাধ্যমে বলদকার করা হলো।
৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২
রিওমারে বলেছেন: banglar_hasan বলেছেন: মানবাধিকার শব্দটাকে মখার পুরস্কারের মাধ্যমে বলদকার করা হলো।
৫| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কি বলেন, পুরস্কারটা না দিলে যে ফ্রী অব কস্ট হাওয়া (গুম) হয়ে যাবে, তার খবর কি রাখেন?
৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৭
অপ্রিয়তেমষূ বলেছেন: দানবদের মানবাধিকার পুরস্কার জয়..
৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৬
একলা চলো রে বলেছেন: আপনার মতে কাকে মানবধিকার পুরস্কার দেওয়া উচিত?
৮| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
সুজন দেহলভী বলেছেন: হাসা উচিত, কিন্তু পারতেছি না।
৯| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
_উল্লাস_ বলেছেন: হায় এই সংস্থাও গেল। আর বাকি আছে কি?
১০| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
ক্ষুধিত পাষাণ বলেছেন: সেই স্বাধেনতা যুদ্ধের সময় বাংগালীর রক্তে রঞ্জিত হাত এখনও রক্তে রাংগা-কাজেই মখার জীবন স্বার্থক
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২১
সাইবার সোহেল বলেছেন: বি.এন.পি এর নাজমুল হুদা কি ঐ খানে ছিলেন?? মনে হয় না... যদি থাকতেন তাহলে তিনি ওখানে যেতেন কিনা সন্দেহ আছে!!!!