নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Oh Allah Plz Save Bangladesh

সৈয়দ মবনু

সৈয়দ মবনু

সৈয়দ মবনু, থাকি ছিলট

সৈয়দ মবনু › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে যেকোন দলের-যেকোন ধর্মের লোক অংশ নিতে পারে--- সৈয়দ মবনু

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

নাস্তিকতা হলো নিজে যে ধর্মে ছিলেন সেই ধর্মকে কিংবা ধর্মের যেকোন গুরুত্বপূর্ণ বিশ্বাসকে অস্বীকার করা। যেমন মুসলমান হলে আল্লাহ-রাসুল-বেহেস্ত-দোজখ-পরকাল-কোরআন ইত্যাদিকে অস্বীকার করা। যারা তা করে তাদেরকে শরিয়তের ভাষায় নাস্তিক কিংবা মুরতাদ বলে। কিন্তু যারা তার নিজের এই বিশ্বাস নিয়ে নীরব থাকে তাদের ব্যাপারে ইসলামের কোন বক্তব্য নেই। তার পাপ তাকে নরকে নিয়ে যাবে। এখানে ভিন্ন ধর্ম বিশ্বাসীদের ব্যাপারে ইসলামের একই বিধান। কিন্তু যারা নাস্তিকতার প্রচার করে। প্রতিপক্ষকে বিশ্বাসীদেরকে হেয় করে। বিভিন্নভাবে আঘাত করে ইসলামী শরিয়ত তাদের বিরুদ্ধে লড়াই করাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে। যেমন হযরত মুহাম্মদ (স.)এর ইন্তেকালের পর যে সকল মুসলমান যাকাত দানে অস্বীকার করেছিলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রীয় বাকী সকল কাজ রেখে প্রথমে এই নাস্তিক-মুরতাদদেরকে নির্মূল করেছেন। এথেকেই প্রমাণ হয় নাস্তিক-মুরতাদদেরকে নির্মূল করা রাষ্ট্রীয় বাকী সকল কাজ থেকেও বেশি গুরুত্বপূর্ণ।

নাস্তিক-মুরতাদ নির্মূল শুধু মুসলমানদের বিষয় নয়। অন্যান্য ধর্ম বিশ্বাসীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের মনুর বচন সহ বিভিন্ন আইনি বইতে বিষয়টি স্পষ্ট আছে। কারণ নাস্তিক বা মুরতাদ কোন বিশেষ ধর্মের শত্রু নয়। তারা সকল ধর্ম ও গোটা মানব জাতির শত্রু। যাদের কোন ধর্ম নেই তারা যে কোন মানুষের ক্ষতি করতে পারে। এই ক্ষতিকর গোষ্টির হাত থেকে জাতিকে রক্ষার জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ মানে যেমন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ নয়, তেমনি নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ মানে সরকারের বিরুদ্ধে যুদ্ধ নয়। বিভিন্ন দল যেমন এই আন্দোলনে যোগ দিতে পারে, তেমনি পারে সরকারী দলের লোকেরাও। আসুন আমরা এই একটি বিষয়ে দল-মত-ধর্ম নির্বিশেষে একই মঞ্ছে দাঁড়িয়ে দেশকে অধার্মিক নাস্তিক-মুরতাদদের অশুভ আচরণ থেকে রক্ষা করি।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯

অারমান বলেছেন: আসুন আমরা এই একটি বিষয়ে দল-মত-ধর্ম নির্বিশেষে একই মঞ্ছে দাঁড়িয়ে দেশকে অধার্মিক নাস্তিক-মুরতাদদের অশুভ আচরণ থেকে রক্ষা করি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

চাচ্চু বলেছেন: বহু আওয়ামীলীগ আছে, হেফাজতে ইসলামকে সমর্থন করছে, একটা উদাহরন।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৪

সৈয়দ মবনু বলেছেন: নাস্তিক-মুরতাদ বিরোধী লং মার্চের বিরুদ্ধে হরতাল ডেকে ঘাতক দালাল নির্মূল কমিটি কি বুঝাতে চায় ১৯৭১ খ্রিস্টাব্দে আমাদের বাপ-চাচারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেছেন ইসলামের বিরুদ্ধে? ফাইজলামি বন্ধ করুন জনাব শাহরিয়ার কবির সাহেব। জামায়াতে ইসলামীকে আর কত শক্তিশালী করলে আপনাদের স্বাদ মিটবে। আমরা একাত্তরের প্রজন্ম কম হলেও পচাত্তর থেকে দেখে আসছি একটি অজনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামকে আপনারা কি ভাবে জনপ্রিয় করে দিয়েছেন। ফাইজলামী করেন বার বার। রাজাকার বিরোধী আন্দোলনের সাথে বার বার ইসলাম-মৌলবাদ ইত্যাদি শব্দ ব্যবহার করে জামায়াতকে আপনারাই রক্ষা করেছেন। জামায়াতে ইসলাম চায় আপনারা ৬ এপ্রিলের হরতালকে প্রতিরোধে আসুন। সংঘাত হোক। এখানেই তো লুকিয়ে আছে তাদের বেঁচে থাকার মূল মন্ত্র। আর আপনারা মূলত জামায়াতের এজেন্ডাই বাস্তবায়িত করেন। আপনারা ইতিহাস জানেন না। জানলে বুঝতেন জামায়াতের সাথে দেওবন্দী আলেমদের দুরুত্ব।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫

আরাফাত মুন্না* বলেছেন: নাস্তিক-মুরতাদ বিরোধী লং মার্চের বিরুদ্ধে হরতাল ডেকে ঘাতক দালাল নির্মূল কমিটি কি বুঝাতে চায় ১৯৭১ খ্রিস্টাব্দে আমাদের বাপ-চাচারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেছেন ইসলামের বিরুদ্ধে?

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৭

নুরুজ্জামান মিলন বলেছেন: মন্তব্য মুছে দিলেন কেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

সৈয়দ মবনু বলেছেন: কোনটা মুছে দিলাম? আমি তো কোন মন্তব্য মুছে দেই নি!

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯

অনার্য পথিক বলেছেন: আপনি তো দেখছি পুরোদমে ক্ষেপে আছেন। তবে সকলধর্মবিশ্বাসী মানুষ'র এক পতাকা তলে দাড়ালে নাস্তিকরা বাংলা ছেড়ে পালাবে। নাস্তিকরা মূলত এক ধর্মকে অন্য ধর্মের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজেরা সুযোগ সন্ধানী হয়ে উঠে। তারা আওয়ামী লীগের ঘাড়ে বন্দুক রেখে ধর্মবিশ্বাসী মানুষজনকে ক্ষেপিয়ে তুলেছে। ক্ষতি কিন্তু আওয়ামী লীগেরই হচ্ছে। এটা আওয়ামী লীগ কিছুটা আখন আচ করতে পারছে বলে মনে হয়। তবে দুদিকেই তাল রেখে রাজনৈতিক কৌশল অবলম্বন করা এখন আওয়ামী লীগের মূল কাজ।
শাহরিয়ার গংরা বরাবরই সুযোগ সন্ধানী। তারা সংখ্যালঘুদের নামভাঙ্গিয়ে উপরের খায়, আবার সরকারের সাথে থেকে তলানীও খায়। আসুন সকল বিশ্বাসী মানুষ এক হই। দেখবেন দেশ থেকে নাস্তিক ও মৌলবাদীরা পালাবে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩০

অনার্য পথিক বলেছেন: Click This Link

৮| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:১৭

অদ্বিত বলেছেন: আপনারা ইসলাম প্রচার করলে দোষ হয় না ? আর আমরা নাস্তিকতা প্রচার করলে দোষ হয়ে যায় ! দিনে ৫ বার আযানের শব্দে কান ঝালাপালা করে ফেললে দোষ হয় না। ওয়াজ করে অন্য সব ধর্মের বদনাম করলে দোষ হয় না। ইহুদী খ্রিষ্টানদের বদনাম করলে দোষ হয় না। আমরা নাস্তিকরা তো কোন ধর্মের মানুষকে কিছুই বলি না, শুধু সব ধর্মের সমালোচনা করি ( ধার্মিকের নয় )। এতেই আমাদের দোষ হয়ে যায় ! হাঃ হাঃ ... ফাজলামো করার আর জায়গা পান না। লাত্থি মেরে আপনাদের চৌদি আজব ( সৌদি আরবে ) পাঠিয়ে দেয়া উচিত। বাংলাদেশে কোন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানের দেশ নয়। বাংলাদেশ শুধু বাঙালিদের দেশ।
নাস্তিকরা শুধুই ধর্মের শত্রু, মানবজাতির শত্রু নয় বরং বন্ধু। মানবজাতির সবচেয়ে বড় শত্রু হল ধর্ম। নাস্তিকদের মধ্যে নৈতিকতা, Morality ধার্মিকদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশী। ধার্মিক মানুষ তো মানুষের মধ্যেই পড়ে না। আপনারা ভাবছেন নাস্তিকরা ভদ্র, ভোদাইমার্কা। এতগুলো ব্লগার মেরে ফেলল অথচ নাস্তিকরা কিচ্ছু করতে পারল না। নাস্তিকদের উদারতাকে তাদের দুর্বলতা ভাবলে ভুল করবেন। নাস্তিকরা রুখে দাঁড়ালে কোন মুমিনের বাচ্চার সাধ্য নেই পেরে উঠে। সব লেজ তুলে দৌড়ে পালাবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। নাস্তিকের দৌড় পুরো বিশ্বব্রহ্মান্ড পর্যন্ত।
ছোটবেলায় সবাই নাস্তিক হয়েই জন্ম নেয়। প্রতিটা বাচ্চাই বাবা মাকে প্রশ্ন করে, ''ঈশ্বর সব কিছু বানালে ঈশ্বরকে কে বানিয়েছে ?'' তখন বাপ মার থাপ্পড় খেয়ে চুপসে যায়। আবার বাচ্চা মেয়ে যখন প্রশ্ন করে, ''হিজাব কেন পড়ব ?'' তখন মায়েরা থাপ্পড় দিয়ে চুপ করিয়ে দেয়। ছোটবেলায় চড় থাপ্পড় খেয়ে প্রশ্ন করার tendency হারিয়ে ফেলে সব ধার্মিক। তাই বড় হয়ে কোন যুক্তি শুনতে বা মানতে চায় না। এজন্য এখন তাদের থাপ্পড় মেরেই আবার প্রশ্ন করার tendency এবং যুক্তি শুনার ধৈর্য্য জাগ্রত করতে হবে। আল্লা রাসূল, ভগবান, যীশুর বিরুদ্ধে কথা শুনবে না মানে ? চটকনা মেরে শুনাব।

৯| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

অদ্বিত বলেছেন: আপনারা ইসলাম প্রচার করলে দোষ হয় না ? আর আমরা নাস্তিকতা প্রচার করলে দোষ হয়ে যায় ! দিনে ৫ বার আযানের শব্দে কান ঝালাপালা করে ফেললে দোষ হয় না। ওয়াজ করে অন্য সব ধর্মের বদনাম করলে দোষ হয় না। ইহুদী খ্রিষ্টানদের বদনাম করলে দোষ হয় না। আমরা নাস্তিকরা তো কোন ধর্মের মানুষকে কিছুই বলি না, শুধু সব ধর্মের সমালোচনা করি ( ধার্মিকের নয় )। এতেই আমাদের দোষ হয়ে যায় ! হাঃ হাঃ ... ফাজলামো করার আর জায়গা পান না। লাত্থি মেরে আপনাদের চৌদি আজব ( সৌদি আরবে ) পাঠিয়ে দেয়া উচিত। বাংলাদেশে কোন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানের দেশ নয়। বাংলাদেশ শুধু বাঙালিদের দেশ।
নাস্তিকরা শুধুই ধর্মের শত্রু, মানবজাতির শত্রু নয় বরং বন্ধু। মানবজাতির সবচেয়ে বড় শত্রু হল ধর্ম। নাস্তিকদের মধ্যে নৈতিকতা, Morality ধার্মিকদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশী। ধার্মিক মানুষ তো মানুষের মধ্যেই পড়ে না। আপনারা ভাবছেন নাস্তিকরা ভদ্র, ভোদাইমার্কা। এতগুলো ব্লগার মেরে ফেলল অথচ নাস্তিকরা কিচ্ছু করতে পারল না। নাস্তিকদের উদারতাকে তাদের দুর্বলতা ভাবলে ভুল করবেন। নাস্তিকরা রুখে দাঁড়ালে কোন মুমিনের বাচ্চার সাধ্য নেই পেরে উঠে। সব লেজ তুলে দৌড়ে পালাবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। নাস্তিকের দৌড় পুরো বিশ্বব্রহ্মান্ড পর্যন্ত। আপনারা ইসলাম প্রচার করলে দোষ হয় না ? আর আমরা নাস্তিকতা প্রচার করলে দোষ হয়ে যায় ! দিনে ৫ বার আযানের শব্দে কান ঝালাপালা করে ফেললে দোষ হয় না। ওয়াজ করে অন্য সব ধর্মের বদনাম করলে দোষ হয় না। ইহুদী খ্রিষ্টানদের বদনাম করলে দোষ হয় না। আমরা নাস্তিকরা তো কোন ধর্মের মানুষকে কিছুই বলি না, শুধু সব ধর্মের সমালোচনা করি ( ধার্মিকের নয় )। এতেই আমাদের দোষ হয়ে যায় ! হাঃ হাঃ ... ফাজলামো করার আর জায়গা পান না। লাত্থি মেরে আপনাদের চৌদি আজব ( সৌদি আরবে ) পাঠিয়ে দেয়া উচিত। বাংলাদেশে কোন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানের দেশ নয়। বাংলাদেশ শুধু বাঙালিদের দেশ।
নাস্তিকরা শুধুই ধর্মের শত্রু, মানবজাতির শত্রু নয় বরং বন্ধু। মানবজাতির সবচেয়ে বড় শত্রু হল ধর্ম। নাস্তিকদের মধ্যে নৈতিকতা, Morality ধার্মিকদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশী। ধার্মিক মানুষ তো মানুষের মধ্যেই পড়ে না। আপনারা ভাবছেন নাস্তিকরা ভদ্র, ভোদাইমার্কা। এতগুলো ব্লগার মেরে ফেলল অথচ নাস্তিকরা কিচ্ছু করতে পারল না। নাস্তিকদের উদারতাকে তাদের দুর্বলতা ভাবলে ভুল করবেন। নাস্তিকরা রুখে দাঁড়ালে কোন মুমিনের বাচ্চার সাধ্য নেই পেরে উঠে। সব লেজ তুলে দৌড়ে পালাবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। নাস্তিকের দৌড় পুরো বিশ্বব্রহ্মান্ড পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.