নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Oh Allah Plz Save Bangladesh

সৈয়দ মবনু

সৈয়দ মবনু

সৈয়দ মবনু, থাকি ছিলট

সৈয়দ মবনু › বিস্তারিত পোস্টঃ

যে ভয় ঈদের আনন্দ গ্রাস করে প্রতি মূহুর্ত-------------------------সৈয়দ মবনু

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৩





ঈদে আনন্দ পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। আমার কাছে এবারের ঈদ না আসাটাই ছিলো আনন্দের। আমি দোয়া করছিলাম রমজান মাসটা আরেকটু দীর্ঘ হোক। আমি খুব আল্লাহওয়ালা-ফরহেজগার বলে এই দোয়া নয়। আমি আতংকিত ঈদ পরবর্তি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে। এই দেশটা এমনি চলে কিভাবে, যেখানে দেশপ্রেমটা শুধু বক্তব্যে, কর্মে নেই। কোন গ্র“পের কথা বলবো? সবগ্র“পেই প্রকৃত দেশপ্রেমিকরা আজ উপেক্ষিত। দাপট চলছে ভণ্ডদের। অসৎ হয়েগেছি আমরা লেখক-সাহিত্যিক-সাংবাদিকেরাও। মিডিয়াগুলোতে অযোগ্যদের প্রচণ্ড দাপট চলছে। মিডিয়াগুলো নিয়ন্ত্রিত বিভিন্নভাবে। মিডিয়া নিয়ন্ত্রণের অতিরিক্ত আবার মিডিয়া কর্মিরা ব্যক্তিগতভাবে আটকে আছেন বিভিন্ন কিছুর কাছে। কর্মজীবি, পেশাজীবিদের মধ্যেও আছে বিভিন্ন চক্র, এই চক্রগুলো নিয়ন্ত্রণ করছে দেশের সমস্ত অর্থনীতি-রাজনীতিকে। মূখ দিয়ে সাদাকে সাদাÑকালোকে কালো বলা যাচ্ছে না প্রতিপক্ষের ভয়ে। প্রতিপক্ষ কোথাও সরকার, কোথাও সরকারপক্ষ কিংবা সরকার বিপক্ষ দলগুলো। আমি দেশের একজন নাগরিক হিসেবে দল-নিরপেক্ষ থাকতে পারছি না। আমাকে পরিস্থিতি ধাক্কিয়ে একটা গ্র“পের সাথে মিলিয়ে দিচ্ছে। পুলিশের প্রয়োজন প্রমোশন। বিরোধীদলের লোক গ্রেফতার করলে প্রমোশন পাওয়া যায়। আসল মাল পাইলো তো কথা নেই, না পাইলে নকল মাল চালিয়ে দিতে হবে। ফলে পুলিশের উদ্দেশ্য হাসিল হলেও সরকারি দলের উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এসবে রাষ্ট্রের উদ্দেশ্য থাকতে পারে, নাও থাকতে পারে।

আমি যদি বলি হরতাল আমাদের দেশের জন্য একটা অভিশাপ, তখন সরকার বিরোধীরা আমাকে আওয়ামীলীগের দালাল বলে গালি দিবেন। সরকারপক্ষ দিবে বাহ. বাহ.। আর আমি যদি বলি হরতাল গণতন্ত্র নামক আচনক পাখি ধরার মাধ্যম তখন সরকারপক্ষ নারাজ হবে আর বিরোধীপক্ষ বলবে-হ্যাঁ ভাই আপনি খাঁটি একখানা কথা কইছেন। কিন্তু হরতাল যে বাংলাদেশের জন্য বিরাট একটা অভিশাপ তা আমাকে কেউ দালাল বললেও আমি বলে যাবো। আর এই অভিশাপের জন্য সমানে সমান দায়ী সরকার এবং বিরোধী দল সবাই। সরকার প্রতিবাদের অন্য পদ্ধতিগুলোকে নির্মমভাবে প্রতিহত করে বলেই বিরোধী দল সহজ পদ্ধতি হিসেবে হরতালকে পছন্দ করে থাকে। সুস্থ্য রাজনীতির চর্চা আমাদের দেশে কোন পক্ষের মধ্যেই নেই, এই সত্য সবাইকে স্বীকার করতে হবে। আমাদের কারো ভাবনায়-ই যেনো দেশপ্রেম নেই। আমরা যেনো দেশপ্রেমের সংজ্ঞাই বুঝি না। আমরা নিজের নাক কেটে দেই অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য। বিশ্বাস করুন, এই বাংলাদেশটাকে বাঁচানো খুবই প্রয়োজন, খুবই। ১৭৫৭ থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২১৪ বছর হলো আমাদের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। এতো যুদ্ধের পর অর্জিত একটা দেশ এভাবে ধ্বংস হয়ে যাবে,বলুন তো বালুকণা পরিমাণ দেশপ্রেম থাকলে কেউ কি মানতে পারে? যেভাবে প্রতি হিংসার দিকে আমাদের সরকার ও রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তাতে আমার খুব ভয় হচ্ছে। বিশ্বাস করুন, এই ভয় আমার ঈদের আনন্দকে গ্রাস করেছে প্রতিটি মূহুর্ত। আমি ভাবতে পারছি না, কি হবে এই সোনার বাংলার, যাকে নিয়ে হাজারো স্বপ্ন হৃদয়ে খেলা করে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.