নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা চিন্তার বন্ধাত্ব কাটিয়ে জ্ঞানের সাথে বুদ্ধির সমন্বয় করতে পারছি না। দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গে যদি আমরা বুদ্ধি ব্যবহার করে বুঝার চেষ্টা করতাম আমাদের প্রত্যেক সমস্যার মূল কারণ, তবে এতোদিনে হয়তো অনেক কিছুর সমাধান হয়ে যেতো। রাষ্ট্রীয় তথ্য বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য মিডিয়া সেন্টারগুলোর উচিৎ ছিলো সরকার ও জনগনের কাছে সঠিক তথ্য সরবরাহ করা। কিন্তু পরিস্থিতি বলে দিচ্ছে হয়তো সংশ্লিষ্টরা সরকারকে সঠিক তথ্য দিচ্ছেন না, কিংবা সরকার সঠিক তথ্য পেয়েও বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটছে যার মূল কারণ আমরা আবিস্কারের চেষ্টা করছি না, বরং যতটুক গুণ গুণ করে প্রকাশ পাচ্ছে তা আড়ালের জন্য আপ্রাণ চেষ্টা করছি। প্রয়োজনে আমরা যিনি বা যে সংস্থা তথ্য প্রকাশ করছে তার মুখ বন্ধের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে যে কোন বিতর্কিত গ্রুপের সাথে সংশ্লিষ্ট করে তথ্যগুলোকে সন্দিহান করতে চেষ্টা করছি। সবার চোখের সামনে এমন কিছু ঘটনা আছে যা আলোচনা করলে বিষয়টি আরো পরিস্কার হতো। কিন্তু কথাগুলো ব্যক্তি বা দল বিশেষের বিরুদ্ধে চলে যেতে পারে, তাই বিরত থাকলাম। তবে সাধারণভাবে বলা যায়, আমাদের দেশে সরকারী দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, ধার্মিক, অধার্মিক কোন দল-ই এক্ষেত্রে স্বচ্ছ নয়। দেশের স্বার্থে, জনগনের স্বার্থে, নিজেদের স্বার্থে আমাদের আরো সচেতন, স্বচ্ছ এবং দেশপ্রেমিক হওয়া উচিৎ।
©somewhere in net ltd.