নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের পুত্র
সৈয়দ মবনু
মনোরসে দ্রুবতারা নেচে গেলে অঘুমা শহরে
নাচে সুখ-দুখ মাটি পানি আগুন বাতাস
মনে চলে রেলগাড়ি ধ্বক ধ্বক করে
অতঃপর আমি হয়ে যাই নীল-বৃক্ষ
বৃক্ষের শেকড় খুব অসম্ভবে নয়
তবু তারা কেন অন্ধ বধিরের মতো খুঁজে খুঁজে আটকে যায়
নিজ বাতিকের খেলা ঘরে
অসম্ভবের সম্ভাবনায়
আর আমি নিজের সন্ধানে বিধি ভাঙ্গি
আমার ঘরের জানালার শিক ধরে
আর কী যে পরিচয় দেবো; জানা হলো না আমার
জানি শুধু; আমি ভুলেÑশুদ্ধে মানুষের পুত্র।
©somewhere in net ltd.